NEW :
Loading contents...

  জানা অজানায় শ্রীকৃষ্ণকীর্তন কাব্য  

 ★খণ্ডের নাম -- ঋতুর নাম★ 

১। তাম্বুলখণ্ড - বসন্ত ঋতু। (শ্রীকৃষ্ণকীর্তন কাব্যের মূল কাহিনির সূত্রপাত তাম্বুলখণ্ড থেকে।)

২। দানখণ্ড - গ্রীষ্ম ঋতু।

৩। নৌকাখণ্ড - বর্ষা ঋতু।

৪। ভারখণ্ড - শরৎ ঋতু।

৫। ভারখণ্ডান্তর্গত ছত্রখণ্ড - শরৎ ঋতু। (অতঃপর পুঁথিতে ১৬ পৃষ্ঠার অভাব।)

৬। বৃন্দাবন খণ্ড - বসন্ত ঋতু।

৭। যমুনান্তর্গত কালীয়দমন খণ্ড - বসন্ত ঋতু।

৮। বস্ত্রহরণ খণ্ড - গ্রীষ্ম ঋতু।

৯। হারখণ্ড - গ্রীষ্ম ঋতু। (এই খণ্ডে মাত্র তিনটি পদ ও দুটি খণ্ডিত পদ পাওয়া গেছে। পুথিতে এই খণ্ডের ১৪টি পৃষ্ঠা নেই। হলে প্রায় এখানে ১৩-১৪টি পদ আছে।)

১০। বাণখন্ড - বসন্ত ঋতু। (এই খণ্ডে ফাল্গুন মাসের কাহিনি বর্ণিত হয়েছে। কাহিনিতে বসন্তের প্রথম বৎসরের বিবরণ তাম্বুলখণ্ডে, দ্বিতীয় বৎসরের বিবরণ বৃন্দাবনখণ্ডে এবং তৃতীয় বৎসরের বিবরণ বাণখণ্ডে পাই।) 

১১। বংশীখণ্ড - বসন্ত ঋতু। (এই খণ্ডে ফাল্গুন মাসের কাহিনি বর্ণিত হয়েছে। বসন্তের চতুর্থ বৎসরের বিবরণ বংশীখণ্ডে পাই।)

১২। 'রাধাবিরহ' অংশ - এই অংশের সূচনা বসন্ত ঋতুতে, শেষ শরৎ ঋতুতে।

  • অর্থাৎ শ্রীকৃষ্ণকীর্তন কাব্যের শুরু হয়েছে বসন্ত ঋতুতে এবং শেষ হয়েছে শরৎ ঋতুতে।

 ★খণ্ডের নাম -- কত দিনের ঘটনা★ 

১। তাম্বুলখণ্ড - একদিনের ঘটনা, প্রত্যুষের। (মূল ঘটনা একদিনের, কিন্তু সমগ্র তাম্বুলখণ্ডের ঘটনা একদিনের নয়। এর শেষে বঙ্গের স্বল্পকালস্থায়ী বসন্ত ফিরে গিয়ে গ্রীষ্ম ঋতু আবির্ভূত হয়েছে বলে অনুমান করা হয়।)

২। দানখণ্ড - মূলত একদিনের ঘটনা। (সকাল - দিনশেষে সূর্যাস্ত।)

৩। নৌকাখণ্ড - মূলত একদিনের ঘটনা। (বর্ষাকালের একদিনের সকাল থেকে দ্বিপ্রহরের কাহিনি।)

৪। বৃন্দাবন খণ্ড ও কালীয়দমন খণ্ড - একই দিনের ঘটনা।

৫। যমুনান্তর্গত বস্ত্রহরণ খণ্ড - মূলত তিনদিনের ঘটনা। [যথা - (ক) জলাকর্ষণ, (খ) জলকেলি, (গ) বস্ত্রহরণ। ঘটনার সূত্র অনুসারে এই তিনটি ঘটনা পরপর তিনদিনে ঘটেছে বলে অনুমিত।]

৬। বাণখণ্ড - বাণণ্ডের ঘটনা যে দিনের শুরুতে (বিকালে) সমাপ্ত হয়েছে, বংশীখণ্ডের সূচনা সেই দিনের অপরাহ্ন থেকেই।

৭। বংশীখণ্ড - মূলত তিনদিনের ঘটনা।

  • বি. দ্র. - বংশীখণ্ডে প্রথম দিনের ঘটনা অপরাহ্ন বেলার। এই খণ্ডে বসন্তের উল্লেখ স্পষ্টতঃ একাধিক পদে আছে। বানখণ্ডের শেষে রাধা-কৃষ্ণের মিলন বর্ণিত হয়েছে। শেষ খণ্ডের বিভিন্ন পদে বসন্তের পরিবেশ দেখতে পাই। বংশীখণ্ডের কয়েকদিন পরে 'রাধাবিরহ' অংশের কাহিনি শুরু হয়েছে।

 ¤ কয়েকটি বর্ণিত স্থানের নাম :-  গোকুল, বৃন্দাবন, মথুরা, বারাণসী।

 ¤ রাধার কোন খণ্ডে কত বয়স? 

১। ড. অমিত্রসূদন ভট্টাচার্যের মতে, দানখণ্ডে (গ্রীষ্মে) রাধার বয়স - ১২ বছর। [এই খণ্ডে রাধার বয়সের স্পষ্ট উল্লেখ আছে। এই খণ্ডে রাধার প্রকৃত বয়স ১২ বছর। কৃষ্ণও এখানে রাধার থেকে দ্বাদশ বর্ষের মহাদান দাবি করেছে। যদিও রাধা এই খণ্ডে প্রথম দিকে নিজেকে ১১ বছরের বালিকা বলে কৃষ্ণের হাত থেকে নিষ্কৃতি পেতে চেয়েছিল। কিন্তু তার প্রকৃত বয়স যে ১২ বছর, সেকথা এই খণ্ডে শেষ পর্যন্ত তাকে স্বীকার করতে হয়েছে।)

২। ড. মিহির চৌধুরী কামিল্যার মতে, দানখণ্ডে (গ্রীষ্মে) রাধার বয়স - ১১ বছর।

৩। ড. সুকুমার সেনের মতে, দানখণ্ডে (গ্রীষ্মে) রাধার বয়স - ১১ বছর।

৪। ড. অমিত্রসূদন ভট্টাচার্যের মতে, বৃন্দাবন খণ্ডে (পরবর্তী বসন্ত) রাধার বয়স - ১৩ বছর। [শ্রীকৃষ্ণকীর্তন কাব্যে এই বয়সের কোনও উল্লেখ নেই।]

৫। ড. অমিত্রসূদন ভট্টাচার্যের মতে, বাণখণ্ডে (পরবর্তী বসন্ত) রাধার বয়স - ১৪ বছর। [শ্রীকৃষ্ণকীর্তন কাব্যে এই খণ্ডে রাধার বয়সের উল্লেখ করেছেন কবি বড়ু চণ্ডীদাস। দানখণ্ডে রাধার বয়স ১২ হলে বাণখণ্ডে সে চতুর্দশবর্ষীয়া ঠিক হিসেবে মেলে।]

 ¤ চরিত্র বিশ্লেষণ :- 

১। এই কাব্যের প্রধান চরিত্র - তিনটি। যথা :- (ক) কৃষ্ণ, (খ) রাধা, (গ) বড়ায়ী (বড়াই)।

২। এই কাব্যের কয়েকটি অপ্রধান চরিত্র - নারদ, যশোদা, বলভদ্র, আইহনের মাতা, আইহন।

৩। এই কাব্যের কয়েকটি পৌরাণিক চরিত্র - নারদ, বলভদ্র, রাধা, কৃষ্ণ, যশোদা, কালীয়, কংস, নন্দ, দৈবকী, রোহিণী, মদন, ব্রহ্মা।

৪। এই কাব্যের কয়েকটি রামায়ণের চরিত্র - রাম, রাবণ, সীতা, সুগ্রীব, হনুমান।

৫। এই কাব্যের কয়েকটি মহাভারতের চরিত্র - যুধিষ্ঠির, কৃষ্ণ, বেদব্যাস (ব্যাসদেব), বিশ্বকর্মা, শান্তনু।

 ¤ রাধার একান্নবর্তী পরিবার :-  শ্রীকৃষ্ণকীর্তন কাব্যে রাধার অপর নাম 'চন্দ্রাবলী'। এই নামটির প্রথম উল্লেখ পাওয়া যায় তাম্বুলখণ্ডে।)

১। শাশুড়ি - জটিলা।

২। ননদিনী - কুটিলা।

৩। স্বামী - আইহন।

৪। অভিভাবিকা (রাধার মাতামহী বা দিদিমা) - বড়ায়ী বা বড়াই। (ইনি রাধার মাতা পদুমা বা পদ্মার পিসিমা হন।)

৫। শ্বশুর - গোল।

 ¤ তথ্যঋণ :- 

১) 'বড়ু চন্ডীদাসের শ্রীকৃষ্ণকীর্তন সমগ্র' --- ড. অমিত্রসূদন ভট্টাচার্য।

২) 'শ্রীকৃষ্ণকীর্তন বড়ুচণ্ডীদাস বিরচিত' --- ড. মিহির চৌধুরী কামিল্যা।

  ¤ আরও দেখুন :-  


  • আলোচক : সৌম্যদীপ মাইতি
  • যোগাযোগ : ৬২৯০৩৭৭১৩৪
  • S.L.S.T  বাংলা অনলাইন ক্লাসে যুক্ত হতে চাইলে ফোন করে যোগাযোগ করুন আমার ৬২৯০৩৭৭১৩৪ নম্বরে, অথবা আমার WhatssApp-তে ম্যাসেজ করুন ৮৭৬৮৮৩০২৩০ নম্বরে। ধন্যবাদ।

This is a premium content, you can continue reading this content in our Android App. Click the button below to continue. alert-info

Post a Comment

Previous Post Next Post