'সতীময়না ও লোরচন্দ্রানী' কাব্যের পুথি সম্পর্কিত আলোচনা
১) 'দৌলত কাজী ও লোরচন্দ্রানী' --- আবদুল করিম সাহিত্যবিশারদ ('সাহিত্য' পত্রিকা, ফাল্গুন ১৩০৮ বঙ্গাব্দ)।
২) 'পুথির বিবরণ' (ছাতন-ময়নাবতী পুঁথি) --- আবদুল করিম সাহিত্যবিশারদ ('সাহিত্য-পরিষৎ-পত্রিকা', অতিরিক্ত সংখ্যা, ১৩০৯ বঙ্গাব্দ)।
৩) 'সতীময়না ও লোরচন্দ্রানী' --- আবদুল করিম সাহিত্যবিশারদ ('নবনূর' পত্রিকা, পৌষ ১৩১০ এবং চৈত্র ১৩১০ বঙ্গাব্দ)।
৪) 'বাঙ্গালা প্রাচীন পুথির বিবরণ' (প্রথম খণ্ড), প্রথম সংখ্যা --- আবদুল করিম সাহিত্যবিশারদ (গ্রন্থাকারে প্রকাশ : ১৩২১ বঙ্গাব্দ, 'বঙ্গীয় সাহিত্য পরিষদ', কলকাতা - ৭০০০৪৩।
৫) 'বাঙ্গালা প্রাচীন পুথির বিবরণ' (প্রথম খণ্ড), দ্বিতীয় সংখ্যা --- আবদুল করিম সাহিত্যবিশারদ (গ্রন্থাকারে প্রকাশ : ১৩২০ বঙ্গাব্দ, 'বঙ্গীয় সাহিত্য পরিষদ', কলকাতা - ৭০০০৪৩; প্রথম প্রকাশ : 'সাহিত্য-পরিষৎ-পত্রিকা', অতিরিক্ত সংখ্যা, ১৩১২ বঙ্গাব্দ)।
৬) 'পুথি পরিচিতি' --- আহমদ শরীফ সম্পাদিত (আবদুল করিম সাহিত্যবিশারদ কর্তৃক ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রদত্ত বাংলা পুথির পরিচায়িকা) (বাংলা বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃক প্রকাশিত, ১৯৫৮ খ্রিস্টাব্দ)।
৭) 'সতীময়না ও লোরচন্দ্রানী' কাব্য সম্পর্কে ড. দীনেশচন্দ্র সেনের বক্তব্য --- 'বঙ্গভাষা ও সাহিত্য', কলকাতার 'বঙ্গীয় সাহিত্য পরিষদ' কর্তৃক ৮ম সংস্করণ প্রকাশিত।
৮) 'সতীময়না ও লোরচন্দ্রানী' সম্পর্কে ড. গোপাল হালদারের বক্তব্য --- 'বাঙলা সাহিত্যের রূপ-রেখা' (প্রথম খণ্ড : প্রাচীন ও মধ্যযুগ); প্রথম প্রকাশ : শ্রাবণ ১৩৬১ বঙ্গাব্দ, প্রথম অরুণা সংস্করণ : ১ বৈশাখ ১৪০০ বঙ্গাব্দ, পঞ্চম মুদ্রণ : অগ্রহায়ণ ১৪০০ বঙ্গাব্দ।
৯) 'সতীময়না ও লোরচন্দ্রানী' কাব্য সম্পর্কে ড. সুকুমার সেনের বক্তব্য --- 'বাঙ্গালা সাহিত্যের ইতিহাস (দ্বিতীয় খণ্ড); প্রথম প্রকাশ : ১৯৪০ খ্রিস্টাব্দ, প্রথম আনন্দ সংস্করণ : ১ বৈশাখ ১৩৯৮ বঙ্গাব্দ, পঞ্চম মুদ্রণ : ১৪০৭ বঙ্গাব্দ।
¤ 'সতীময়না ও লোরচন্দ্রানী' কাব্যের চরিত্র :-
ক। লোররাজ
খ। ময়নাবতী
গ। চন্দ্রানী
ঘ। বামন
ঙ। যোগী
চ। বুদ্ধিশিখা
ছ। মিত্রকণ্ঠ
জ। রত্নামালিনী
¤ তথ্যঋণ :-
১) 'দৌলত কাজীর সতীময়না ও লোরচন্দ্রানী পর্যালোচনা ও বিশ্লেষণ' (রথযাত্রা, ২০১৬) --- মঞ্জুলা বেরা।
★প্রকাশনা সংস্থা :- 'বঙ্গীয় সাহিত্য সংসদ', ৬/২, রমানাথ মজুমদার স্ট্রিট, কলকাতা - ৭০০০০৯।
- আলোচক : সৌম্যদীপ মাইতি
- যোগাযোগ : ৬২৯০৩৭৭১৩৪
- S.L.S.T বাংলা অনলাইন ক্লাসে যুক্ত হতে চাইলে ফোন করে যোগাযোগ করুন আমার ৬২৯০৩৭৭১৩৪ নম্বরে, অথবা আমার WhatssApp-তে ম্যাসেজ করুন ৮৭৬৮৮৩০২৩০ নম্বরে। ধন্যবাদ।
Post a Comment