NEW :
Loading contents...

  ভারতীয় চলচ্চিত্র জগতের আবিষ্কার  

১) সিনেমার আবিষ্কারক :- ১৮৯৫ খ্রিস্টাব্দে নিকোলাস ও জিন লুমিয়ের (লুমিয়ের ব্রাদার্স নামে যাঁরা খ্যাত) এই দুজন ফরাসি "সিনেমা" নামক অদ্ভূত মাধ্যমটির আবিষ্কর্তা। তাঁদের প্রযোজিত ও পরিচালিত বিশ্বের প্রথম নির্বাক ছবি "দ্য অ্যারাইভাল অফ এ ট্রেন অ্যাট দ্য স্টেশন"।

২) ভারতে চলচ্চিত্রের আগমন :- ১৮৯৬ খ্রিস্টাব্দে বোম্বাই (বর্তমানে মুম্বাই) শহরের ওয়াটসন হোটেলের এক বিরাট কক্ষে নিকোলাস ও জিন লুমিয়ের (লুমিয়ের ব্রাদার্স নামে যাঁরা খ্যাত) প্রযোজিত এবং পরিচালিত বিশ্বের প্রথম নির্বাক চলচ্চিত্র "দ্য অ্যারাইভাল অফ এ ট্রেন অ্যাট দ্য স্টেশন" প্রদর্শিত হয়।

৩) কলকাতায় প্রথম চলচ্চিত্র প্রদর্শন :- ১৮৯৮ খ্রিস্টাব্দের ২১ ডিসেম্বর বর্তমান স্টার থিয়েটারে জে. জে. স্টিভেনসনের নেতৃত্বে কলকাতায় প্রথম চলচ্চিত্র প্রদর্শন হয়।

৪) রয়্যাল বায়োস্কোপ কোম্পানি নির্মিত প্রথম ছবি :- বিখ্যাত ফোটোগ্রাফার হীরালাল সেন ও তাঁর সহোদর মতিলাল সেন তাঁদের "রয়্যাল বায়োস্কোপ কোম্পানি" নামক প্রতিষ্ঠান থেকে পেশাদার মঞ্চে অভিনীত বিভিন্ন নাটকের দৃশ্যাবলি, ডকুমেন্টরি বিজ্ঞাপন চিত্র এবং নিউজ রিল মিলিয়ে ৪০টির বেশি ছবি করেছেন। ১৯০৩ খ্রিস্টাব্দের ২৩ জানুয়ারি তাঁর প্রথম পরিচালনার ছবি "আলিবাবা অ্যান্ড ফরটি থিভ্স" মুক্তি পায়। হীরালাল সেনের একক প্রচেষ্টায় ১৯০০ খ্রিস্টাব্দের ৯ ফেব্রুয়ারি কলকাতায় ক্ল্যাসিক থিয়েটারে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের "ভ্রমর" ("কৃষ্ণকান্তের উইল") সিনেমাটি পর্দায় প্রদর্শিত হয়। এই সেন ভাতৃদ্বয়কে বলা হত ভারতের লুমিয়ের ব্রাদার্স।

৫) ভারতের প্রথম স্বল্পদৈর্ঘ্যের ছবি :- ১৮৯৯ খ্রিস্টাব্দে প্রথম ভারতীয় হিসেবে সখারাম ভাতওয়াদেকর দুটি স্বল্পদৈর্ঘ্যের ছবি "দ্য রেসলারস্" এবং "ম্যান অ্যান্ড মাংকি" তৈরি করেন।

৬) পৃথিবীর প্রথম নির্বাক ছবি :- ১৮৯৫ খ্রিস্টাব্দে নিকোলাস ও জিন লুমিয়ের (লুমিয়ের ব্রাদার্স নামে যাঁরা খ্যাত) প্রযোজিত ও পরিচালিত বিশ্বের প্রথম নির্বাক ছবি "দ্য অ্যারাইভাল অব্ এ ট্রেন অ্যাট দ্য স্টেশন"।

৭) ভারতের প্রথম নির্বাক ছবি :- ভারতে প্রথম ভারতীয় ঘরানার পূর্ণদৈর্ঘ্যের নির্বাক ছবি "রাজা হরিশচন্দ্র" (৩৭০০ ft) নির্মাণ করেন পরিচালক ধুনধীরাজ গোবিন্দ ফালকে। ইনি দাদাসাহেব ফালকে নামে বিশেষ পরিচিত। ইংরেজি ও হিন্দি ভাষায় সাবটাইটেল করে ছবিটি মুক্তি পায় ১৯১৩ খ্রিস্টাব্দের ৩ মে। এ কারণেই দাদাসাহেব ফালকে-কে "ভারতীয় চলচ্চিত্রের জনক" বলে অভিহিত করা হয়।

৮) ভারতের প্রথম নির্বাক বাংলা ছবি :- ১৯১৭ খ্রিস্টাব্দে প্রথম বাংলা কাহিনিচিত্র "সত্যবাদী রাজা হরিশচন্দ্র"। ম্যাডানের এলফিনস্টোন বায়োস্কোপ কোম্পানি এটি নির্মাণ করেন।

৯) পৃথিবীর প্রথম সবাক ছবি :- "লাইট অব্ নিউইয়র্ক" হল পৃথিবীর প্রথম সবাক ছবি।

১০) ভারতের প্রথম সবাক ছবি :- ইমপিরিয়াল ফিল্ম কোম্পানি প্রযোজিত ভারতের প্রথম পূর্ণদৈর্ঘ্যের সবাক ছবি "আলম আরা"। এর পরিচালক ছিলেন আর্দেশির ইরানি। ১৯৩১ খ্রিস্টাব্দের ১৪ মার্চ বোম্বাইয়ের (বর্তমান মুম্বাই) "ম্যাজেস্টিক" সিনেমা হলে ছবিটি প্রথম মুক্তি পায়।

১১) ভারতের প্রথম সবাক বাংলা ছবি :- ১৯৩১ খ্রিস্টাব্দে ভারতের প্রথম সবাক বাংলা ছবি "জামাইষষ্ঠী", জে. এফ. ম্যাডান প্রযোজিত "ম্যাডান" থিয়েটারে প্রথম প্রদর্শিত হয়। এ ছবির পরিচালক অমর চৌধুরী।

১২) ভারতের প্রথম সবাক তেলেগু ছবি :- ১৯৩১ খ্রিস্টাব্দে ভারতের প্রথম সবাক তেলেগু ছবি "ভক্ত প্রহ্লাদ" নির্মিত হয়।

১৩) ভারতের প্রথম সবাক তামিল ছবি :- ১৯৩১ খ্রিস্টাব্দে ভারতের প্রথম সবাক তামিল ছবি "কালিদাস" নির্মিত হয়।

১৪) ভারতের প্রথম রঙিন ছবি :- ১৯৩৭ খ্রিস্টাব্দে আর্দেশির ইরানি পরিচালিত "কিষাণ কন্যা" হল ভারতের প্রথম রঙিন ছবি।

১৫) ভারতের প্রথম রঙিন বাংলা ছবি :- ১৯৫৭ খ্রিস্টাব্দে বিভূতি লাহা পরিচালিত "পথে হল দেরি" হল ভারতের প্রথম রঙিন বাংলা ছবি।

১৬) আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব :- ১৯৫২ খ্রিস্টাব্দে মুম্বাইতে ভারতের প্রথম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব অনুষ্ঠিত হয়।

  ¤ আরও দেখুন :-  


  • আলোচক : সৌম্যদীপ মাইতি
  • যোগাযোগ : ৬২৯০৩৭৭১৩৪
  • S.L.S.T  বাংলা অনলাইন ক্লাসে যুক্ত হতে চাইলে ফোন করে যোগাযোগ করুন আমার ৬২৯০৩৭৭১৩৪ নম্বরে, অথবা আমার WhatssApp-তে ম্যাসেজ করুন ৮৭৬৮৮৩০২৩০ নম্বরে। ধন্যবাদ।

This is a premium content, you can continue reading this content in our Android App. Click the button below to continue. alert-info

Post a Comment

Previous Post Next Post