NEW :
Loading contents...

    বাংলা রঙ্গালয়ের ইতিহাস    

  ★রঙ্গালয় - প্রতিষ্ঠাকাল - প্রতিষ্ঠাতা - স্থান★  

 ¤ বিদেশি রঙ্গালয় :- 

১। "ক্যালকাটা থিয়েটার" ("দি নিউ প্লে হাউস") --- ১৭৭৫ খ্রিস্টাব্দ --- ভেন্ডমাস্টার নামে পরিচিত নিলামাধক্ষ্য জর্জ উইলিয়ামসন --- রাইটার্স বিল্ডিংয়ের পিছনে।

২। "মিসেস ব্রিস্টোর থিয়েটার" --- মিসেস ব্রিসেট --- চৌরঙ্গীতে।

৩। "হোয়েলার প্লেস থিয়েটার" --- ১৭৯৭ খ্রিস্টাব্দ --- এডওয়ার্ড হোয়েলার --- হোয়েলার প্লেসে।

৪। "এথেনিয়াম থিয়েটার" --- ১৮১২ খ্রিস্টাব্দ --- মি. মরিস।

৫। "চৌরঙ্গী থিয়েটার" --- ১৮১৩ খ্রিস্টাব্দ --- অনেকে --- চৌরঙ্গী আর থিয়েটার রোডের সংযোগস্থলে (বর্তমান শেক্সপিয়র সরণিতে)

৬। "দমদম থিয়েটার" (ইংল্যান্ডের এক বিখ্যাত থিয়েটার ''ড্রুরি লেন থিয়েটারে"-এর নাম অনুসারে এই থিয়েটারটিকে ''লিটল ড্রুরি'' নামেও ডাকা হত।) --- সৈনিকরা --- কলকাতার উপকণ্ঠে দমদমের এক সেনাবাহিনীর ছাউনিতে।

৭। "সাঁ সুসি থিয়েটার" --- ১৮৪১ খ্রিস্টাব্দ --- মি. স্টোকলার --- ডালহৌসি অঞ্চলে ওয়াটারলু স্ট্রিট  গভর্নমেন্ট হাউস ইস্টের কোণে "থ্যাকা" কোম্পানির দোকানের নীচে।

 ¤ বিদেশি রঙ্গালয়ে বাংলা নাটক :- 

১। "দি বেঙ্গলি থিয়েটার" --- ১৭৯৫ খ্রিস্টাব্দ --- গেরাসিম স্তেপানোভিচ লেবেদেফ --- ডোমতলা লেন (বর্তমান এজরা স্ট্রিট)

 ¤ বাঙালির সৌখিন নাট্যশালা :- 

১। "হিন্দু থিয়েটার" --- ১৮৩১ খ্রিস্টাব্দ --- প্রসন্নকুমার ঠাকুর --- প্রসন্নকুমার ঠাকুরের নারকেল ডাঙার বাগান বাড়ি।

২। "নবীনচন্দ্র বসুর নাট্যশালা" --- ১৮৩৩ খ্রিস্টাব্দ --- নবীনচন্দ্র বসু --- শ্যামবাজার ট্রাম ডিপোর কাছে নবীনচন্দ্র বসুর বাড়িতে।

৩। "জোড়াসাঁকো থিয়েটার" --- ১৮৫৪ খ্রিস্টাব্দ --- প্যারীমোহন বসু --- জোড়াসাঁকোর বাড়িতে।

৪। "বিদ্যোৎসাহিনী রঙ্গমঞ্চ" --- ১৮৫৬ খ্রিস্টাব্দ --- পণ্ডিত কালীপ্রসন্ন সিংহ ও প্রতাপচন্দ্র সিংহ --- বেলগাছিয়ার বাগান বাড়ি।

৫। "বেলগাছিয়া নাট্যশালা" --- ১৮৫৮ খ্রিস্টাব্দ --- ঈশ্বরচন্দ্র সিংহ।

৬। "মেট্রোপলিটন থিয়েটার" --- ১৮৫৯ খ্রিস্টাব্দ --- মুরলীধর সেন এবং আরও অনেকে।

৭। "পাথুরিয়াঘাটা বঙ্গ নাট্যালয়" --- ১৮৫৯ খ্রিস্টাব্দ --- ঠাকুরগোষ্ঠী --- পাথুরিয়াঘাটা ঠাকুর গোষ্ঠীর বাড়ি।

৮। "পাথুরিয়াঘাটা নাট্যশালা" --- ১৮৬৫ খ্রিস্টাব্দ --- যতীন্দ্রমোহন ঠাকুর ও সৌরীন্দ্রমোহন ঠাকুর --- পাথুরিয়াঘাটার রাজবাড়ি।

৯। "শোভাবাজার প্রাইভেট থিয়েট্রিক্যাল সোসাইটি" --- ১৮৬৫ খ্রিস্টাব্দ --- শোভাবাজার রাজ-পরিবার --- শোভাবাজার রাজভবনে।

১০। "জোড়াসাঁকো নাট্যশালা" --- ১৮৬৫ খ্রিস্টাব্দ --- জোড়াসাঁকোর ঠাকুর পরিবার --- জোড়াসাঁকো।

১১। "বহুবাজার বঙ্গ নাট্যালয়" --- ১৮৬৮ খ্রিস্টাব্দ --- বহুবাজার নাট্যসমাজ --- বহুবাজার।

 ¤ এমেচার থিয়েটার :- 

১। "বাগবাজার এমেচার থিয়েটার" --- ১৮৬৮ খ্রিস্টাব্দ --- বাগবাজারের কিছু নাট্যমোদী --- বাগবাজার।

 ¤ সর্বসাধারণের জন্য নাট্যশালা :- 

১। "ন্যাশনাল থিয়েটার" --- ১৮৭২ খ্রিস্টাব্দ --- নাট্যগুরু গিরিশচন্দ্র ঘোষ এবং আরও অনেকে।

২। "হিন্দু ন্যাশনাল থিয়েটার" --- ১৮৭৩ খ্রিস্টাব্দ --- নটচূড়ামণি অর্ধেন্দুশেখর মুস্তাফী।

৩। "গ্রেট ন্যাশনাল থিয়েটার" --- ১৮৭৩ খ্রিস্টাব্দ --- ভুবনমোহিনী নিয়োগী, নগেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় ও ধর্মদাস --- বিডন স্ট্রিট।

৪। "বেঙ্গল থিয়েটার" --- ১৮৭৩ খ্রিস্টাব্দ --- শরচ্চন্দ্র ঘোষ --- বিডন স্ট্রিট।

৫। "স্টার থিয়েটার" --- ১৮৮৩ খ্রিস্টাব্দ --- গুর্মুখ রায়, নাট্যগুরু গিরিশচন্দ্র ঘোষ, রসরাজ অমৃতলাল বসু, অমৃতলাল মিত্র প্রমুখ --- ৬৮নং বিডন স্ট্রীট।

৬। "এমারেণ্ড থিয়েটার" --- ১৮৮৭ খ্রিস্টাব্দ --- মতিলাল শীলের নাতি গোপাললাল শীল --- ৬৮নং বিডন স্ট্রিট।

৭। "বীণা থিয়েটার" --- ১৮৮৭ খ্রিস্টাব্দ --- কবি ও নাট্যকার রাজকৃষ্ণ রায় --- ৩৮নং মেছুয়াবাজার রোড।

৮। "হাতীবাগান স্টার থিয়েটার" --- ১৮৮৮ খ্রিস্টাব্দ --- নাট্যগুরু গিরিশচন্দ্র ঘোষ ও অন্যান্য অভিনেতা।

৯। "রয়েল বেঙ্গল থিয়েটার" --- ১৮৯০ খ্রিস্টাব্দ --- শরচ্চন্দ্র ঘোষ --- বিডন স্ট্রিট।

১০। "সিটি থিয়েটার" --- ১৮৯১ খ্রিস্টাব্দ --- নীলমাধব চক্রবর্তী --- ৩৮নং মেছুয়াবাজার রোড।

১১। "মিনার্ভা থিয়েটার" --- ১৮৯৩ খ্রিস্টাব্দ --- নগেন্দ্রভূষণ মুখোপাধ্যায়।

১২। "ক্লাসিক থিয়েটার" --- ১৮৯৭ খ্রিস্টাব্দ --- অমরেন্দ্রনাথ দত্ত --- বিডন স্ট্রিট।

১৩। "কোহিনূর থিয়েটার" --- ১৯০৭ খ্রিস্টাব্দ --- শরৎকুমার রায় --- বিডন স্ট্রিট।

১৪। "মনোমোহন থিয়েটার" --- ১৯১৫ খ্রিস্টাব্দ --- মনোমোহন নামক এক ধনী ব্যক্তি --- বিডন স্ট্রিট।

১৫। "বেঙ্গলী থিয়েট্রিকাল কোম্পানী" --- ১৯২১ খ্রিস্টাব্দ --- পার্শী ম্যাডান কোম্পানী --- কর্ণওয়ালিশ স্ট্রিট।

১৬। "আর্ট থিয়েটার" --- ১৯২৩ খ্রিস্টাব্দ --- কলকাতার কিছু ধনী ব্যক্তি।

১৭। "মনোমোহন নাট্যমন্দির" --- ১৯২৪ খ্রিস্টাব্দ --- নাট্যাচার্য শিশির কুমার ভাদুড়ী --- বিডন স্ট্রিট।

১৮। "মিত্র থিয়েটার" --- ১৯২৬ খ্রিস্টাব্দ --- রসরাজ অমৃতলাল বসু --- বিডন স্ট্রিট।

১৯। "আর্ট থিয়েটার" --- ১৯২৭ খ্রিস্টাব্দ --- নটসূর্য অহীন্দ্র চৌধুরী --- বিডন স্ট্রিট।

২০। "নাট্যনিকেতন" --- ১৯৩১ খ্রিস্টাব্দ --- প্রবোধচন্দ্র গুহ।

২১। "রঙমহল থিয়েটার" --- ১৯৩১ খ্রিস্টাব্দ --- রবীন্দ্রমোহন রায় (রবি রায়)।

২২। "নাট্যভারতী থিয়েটার" --- ১৯৩৯ খ্রিস্টাব্দ --- রঘুনাথ মল্লিক --- সিনেমার গৃহ।

২২। "শ্রীরঙ্গম থিয়েটার" --- ১৯৪২ খ্রিস্টাব্দ --- নাট্যাচার্য শিশির কুমার ভাদুড়ী।

 ¤ গ্রুপ থিয়েটার :- 

১। "বহুরূপী থিয়েটার" --- ১৯৪৯ খ্রিস্টাব্দ --- নাট্যকার শম্ভু মিত্র।

২। "নাট্যচক্র থিয়েটার" --- ১৯৫১ খ্রিস্টাব্দ --- নাট্যকার বিজন ভট্টাচার্য ও নাট্যকার দিগিন্দ্রচন্দ্র বন্দ্যোপাধ্যায়।

৩। "ক্যালকাটা থিয়েটার" --- ১৯৫৩ খ্রিস্টাব্দ --- নাট্যকার বিজন ভট্টাচার্য।

৪। "লিটল থিয়েটার" --- ১৯৫৪ খ্রিস্টাব্দ --- নাট্যকার উৎপল দত্ত।

৫। "থিয়েটার সেন্টার" --- ১৯৫৪ খ্রিস্টাব্দ --- তরুণ রায়।

৬। "রূপকার থিয়েটার" --- ১৯৫৬ খ্রিস্টাব্দ --- সবিতাব্রত দত্ত।

৭। "শৌভনিক থিয়েটার" --- ১৯৫৭ খ্রিস্টাব্দ --- বীরেশ মুখোপাধ্যায় ও নিবেদিতা দাস।

৮। "সুন্দরম থিয়েটার" --- ১৯৬০ খ্রিস্টাব্দ --- পার্থপ্রতিম চৌধুরী ও নাট্যকার মনোজ মিত্র।

৯। "নান্দীকার থিয়েটার" --- ১৯৬০ খ্রিস্টাব্দ --- নাট্যকার অজিতেশ বন্দ্যোপাধ্যায় ও রুদ্রপ্রসাদ সেনগুপ্ত।

১০। "মাস থিয়েটার্স" --- ১৯৬২ খ্রিস্টাব্দ।

১১। "শতাব্দী থিয়েটার" --- ১৯৬৮ খ্রিস্টাব্দ --- নাট্যকার বাদল সরকার।

১২। "পিপলস থিয়েটার" --- ১৯৭১ খ্রিস্টাব্দ --- নাট্যকার উৎপল দত্ত।

১৩। "থিয়েটার ওয়ার্কশপ" --- ১৯৭২ খ্রিস্টাব্দ --- বিভাস চক্রবর্তী ও অশোক মুখোপাধ্যায়।

১৪। "চেতনা থিয়েটার" --- ১৯৭৩ খ্রিস্টাব্দ --- অরুণ বন্দ্যোপাধ্যায়।

১৫। "নান্দীমুখ থিয়েটার" --- ১৯৭৭ খ্রিস্টাব্দ --- নাট্যকার অজিতেশ বন্দ্যোপাধ্যায়।

 ¤ তথ্যসূত্র :- 

১) 'আধুনিক বাংলা সাহিত্যের ইতিহাস' (দ্বিতীয় খণ্ড) [এপ্রিল ২০০৪] --- অধ্যাপক শ্রীতপন কুমার চট্টোপাধ্যায়।

  ¤ আরও দেখুন :-  


  • আলোচক : সৌম্যদীপ মাইতি
  • যোগাযোগ : ৬২৯০৩৭৭১৩৪
  • S.L.S.T  বাংলা অনলাইন ক্লাসে যুক্ত হতে চাইলে ফোন করে যোগাযোগ করুন আমার ৬২৯০৩৭৭১৩৪ নম্বরে, অথবা আমার WhatssApp-তে ম্যাসেজ করুন ৮৭৬৮৮৩০২৩০ নম্বরে। ধন্যবাদ।

This is a premium content, you can continue reading this content in our Android App. Click the button below to continue. alert-info

Post a Comment

Previous Post Next Post