NEW :
Loading contents...

  গিরিশচন্দ্র ঘোষ থেকে গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত প্রশ্নোত্তর  

১) গিরিশচন্দ্র ঘোষ কত খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন? 

(ক) ১৮৩৮ খ্রিস্টাব্দে

(খ) ১৮৪০ খ্রিস্টাব্দে 

(গ) ১৮৪২ খ্রিস্টাব্দে 

(ঘ) ১৮৪৪ খ্রিস্টাব্দে √

২) গিরিশচন্দ্র ঘোষকে 'বঙ্গের গ্যারিক' উপাধি কে দেন?

(ক) মাইকেল মধুসূদন দত্ত

(খ) বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়

(গ) অক্ষয়চন্দ্র সরকার √

(ঘ) রবীন্দ্রনাথ ঠাকুর

৩) "আমি এরূপ উচ্চভাবের গ্রন্থ কখনো পড়িনি। এটি শেক্সপিয়ারেরও উপরে গেছে।...." --- গিরিশচন্দ্র ঘোষের কোন নাটক সম্পর্কে স্বামী বিবেকানন্দ এরূপ মন্তব্য করেছেন?

(ক) চৈতন্যলীলা (১৮৮৬)

(খ) বিল্বমঙ্গল ঠাকুর (১৮৮৮)√

(গ) প্রফুল্ল (১৮৮৯)

(ঘ) জনা (১৮৯৪)

৪) গিরিশচন্দ্র ঘোষ তাঁর কোন নাটকটি 'সেবক' ছদ্মনামে রচনা করেন?

(ক) নসীরাম (১৮৯৬)√

(খ) আগমনী (১৮৭৭)

(গ) অকালবোধন (১৮৭৭)

(ঘ) দোললীলা (১৮৭৮)

৫) গিরিশচন্দ্র ঘোষকে 'Father of Native Stage' কে বলেছেন?

(ক) রসরাজ অমৃতলাল বসু

(খ) শ্রীকুমার বন্দ্যোপাধ্যায়

(গ) শিশিরকুমার ভাদুড়ী

(ঘ) ‌অপরেশচন্দ্র মুখোপাধ্যায় √

৬) কলকাতায় গিরিশচন্দ্র ঘোষের নেতৃত্বে সর্বপ্রথম বাংলা পেশাদারি রঙ্গমঞ্চ 'ন্যাশনাল থিয়েটার' প্রতিষ্ঠিত হয় কত খ্রিস্টাব্দে?

(ক) ১৮৬৮ খ্রিস্টাব্দে

(খ) ১৮৭০ খ্রিস্টাব্দে

(গ) ১৮৭২ খ্রিস্টাব্দে √

(ঘ) ১৮৭৪ খ্রিস্টাব্দে

৭) গিরিশচন্দ্র ঘোষের কোন নাটকটিকে প্রকাশক 'নাট্যরসিক' বলেছেন?

(ক) অভিমন্যুবধ (১৮৮১)

(খ) দোললীলা (১৮৭৮) √

(গ) রাবণবধ (১৮৮১)

(ঘ) রামের বনবাস (১৮৮২)

৮) গিরিশচন্দ্র ঘোষ কোন নাটকে প্রথম 'গৈরিক ছন্দ' ব্যবহার বা প্রয়োগ করেন?

(ক) রাবণবধ (১৮৮১) √

(খ) অভিমন্যুবধ (১৮৮১)

(গ) পাণ্ডবের অজ্ঞাতবাস (১৮৮৩)

(ঘ) দক্ষযজ্ঞ (১৮৮৯)

৯) গিরিশচন্দ্র ঘোষ কোন নাটকে সর্বপ্রথম হাস্যরসাত্মক চরিত্র 'কুঞ্চকী'কে আনয়ন করেন?

(ক) রাবণবধ (১৮৮১)

(খ) সীতার বনবাস (১৮৮২)

(গ) আনন্দ রহো (১৮৮১)

(ঘ) রামের বনবাস (১৮৮২) √

১০) গিরিশচন্দ্র ঘোষের কোন নাটকটিকে দেখার জন্য শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব কলকাতার 'স্টার থিয়েটারে' প্রথমবার উপস্থিত হন?

(ক) পাণ্ডবের অজ্ঞাতবাস (১৮৮৩)

(খ) দক্ষযজ্ঞ (১৮৮৯) √

(গ) বিল্বমঙ্গল ঠাকুর (১৮৮৮)

(ঘ) নিমাই সন্ন্যাস (১৮৯২)

১১) গিরিশচন্দ্র ঘোষ কোন নাটকে সর্বপ্রথম তাঁর 'বিদূষক' চরিত্রটিকে সৃষ্টি করেন?

(ক) প্রহ্লাদ চরিত্র (১৮৮৪)

(খ) নিমাই সন্ন্যাস (১৮৯২)

(গ) ধ্রুবচরিত্র (১৮৯২) √

(ঘ) আবু হোসেন বা হঠাৎ বাদশাই (১৮৯৩)

১২) নীচের কোন নাটকটি গিরিশচন্দ্র ঘোষ শিশিরকুমার ঘোষের অনুরোধে লেখেন?

(ক) নিমাই সন্ন্যাস (১৮৯২)√

(খ) চণ্ড (১৮৯৩)

(গ) পাণ্ডব-গৌরব (১৯০০)

(ঘ) বলিদান (১৯০৫)

১৩) গিরিশচন্দ্র ঘোষের 'প্রফুল্ল' (১৮৮৯) নাটকটি কলকাতার কোন থিয়েটারে প্রথম অভিনীত হয়?

(ক) ন্যাশনাল থিয়েটার

(খ) স্টার থিয়েটার √

(গ) এমারেন্ড থিয়েটার

(ঘ) মিনার্ভা থিয়েটার

১৪) গিরিশচন্দ্র ঘোষের 'আবু হোসেন' বা 'হঠাৎ বাদশাই' (১৮৯৩) নাটকে 'আবু হোসেন' চরিত্রে কে অভিনয় করেন?

(ক) গিরিশচন্দ্র ঘোষ স্বয়ং

(খ) শিশিরকুমার ভাদুড়ী

(গ) নটী বিনোদিনী

(ঘ) অর্ধেন্দুশেখর মুস্তাফী √

১৫) নীচের কোন নাটকটি গিরিশচন্দ্র ঘোষ এক রাতের মধ্যেই লেখা শেষ করেন?

(ক) হর-গৌরী (১৯০৫)

(খ) বলিদান (১৯০৫)

(গ) পাণ্ডব-গৌরব (১৯০০) √

(ঘ) শঙ্করাচার্য্য (১৯১০)

১৬) গিরিশচন্দ্র ঘোষের 'সিরাজদৌল্লা' (১৯০৬) নাটকটি কত খ্রিস্টাব্দে অভিনয় ও প্রচার ব্রিটিশ সরকার বন্ধ করে দেয়?

(ক) ১৯১১ খ্রিস্টাব্দে √

(খ) ১৯১২ খ্রিস্টাব্দে 

(গ) ১৯১৫ খ্রিস্টাব্দে

(ঘ) ১৯১৮ খ্রিস্টাব্দে

১৭) গিরিশচন্দ্র ঘোষের শ্রেষ্ঠ নাট্যরচনা বা নাটক কোনটি?

(ক) প্রফুল্ল (১৮৮৯)

(খ) জনা (১৮৯৪)√

(গ) বলিদান (১৯০৫)

(ঘ) বিল্বমঙ্গল ঠাকুর (১৮৮৮)

১৮) গিরিশচন্দ্র ঘোষের জীবদ্দশায় প্রকাশিত শেষ নাটক কোনটি?

(ক) আদর্শ গৃহিণী বা গৃহলক্ষ্মী (১৯১২)

(খ) ছটাকী (১৯২৭)

(গ) অশোক (১৯১১)

(ঘ) তপোবল (১৯১১) √

১৯) নীচের কোন তথ্যটি ভুল ---

(ক) গিরিশচন্দ্র ঘোষের 'আদর্শ গৃহিণী' বা 'গৃহলক্ষ্মী' (১৯১২) নাটকটি শ্রীদেবেন্দ্রনাথ বসু কর্তৃক সমাপ্ত।

(খ) গিরিশচন্দ্র ঘোষের 'ছটাকী' (১৯২৭) নাটকটি শ্রীঅমরেন্দ্রনাথ কর্তৃক সমাপ্ত।

(গ) গিরিশচন্দ্র ঘোষ 'বিষবৃক্ষ' (১৮৭৮) নাটকে 'দেবেন্দ্র' চরিত্রে অভিনয় করেন। √

(ঘ) গিরিশচন্দ্র ঘোষের যে পাঁচটি প্রহসন বাংলা নাট্যসাহিত্যে 'পঞ্চরঙ' নামে পরিচিত তার মধ্যে একটি হল 'সভ্যতার পাণ্ডা' (১৮৯৪)।

২০) শুদ্ধ ও অশুদ্ধ বিচার করুন।

I. গিরিশচন্দ্র ঘোষ তাঁর 'য্যায়সা-কা-ত্যায়সা' (১৯০৭) প্রহসনটি শ্রীযুক্ত দেবেন্দ্রনাথ বসুকে উৎসর্গ করেন।

II. গিরিশচন্দ্র ঘোষের একটি অসম্পূর্ণ নাটক হল 'মহম্মদ শা' (২ অঙ্ক)।

III. গিরিশচন্দ্র ঘোষের সবচেয়ে বেশি নাটক অভিনীত হয়েছিল কলকাতার 'মিনার্ভা থিয়েটারে' (২৪টি)।

IV. শ্রীরামকৃষ্ণ পরমহংসদেবের সংস্পর্শে আসার পর গিরিশের নাটকে 'কুঞ্চকী' চরিত্রের আবির্ভাব ঘটে।

(ক) শুদ্ধ, শুদ্ধ, অশুদ্ধ, অশুদ্ধ √

(খ) অশুদ্ধ, শুদ্ধ, অশুদ্ধ, শুদ্ধ

(গ) শুদ্ধ, অশুদ্ধ, শুদ্ধ, অশুদ্ধ

(ঘ) অশুদ্ধ, অশুদ্ধ, শুদ্ধ, শুদ্ধ

  ¤ আরও দেখুন :-  


  • আলোচক : সৌম্যদীপ মাইতি
  • যোগাযোগ : ৬২৯০৩৭৭১৩৪
  • S.L.S.T  বাংলা অনলাইন ক্লাসে যুক্ত হতে চাইলে ফোন করে যোগাযোগ করুন আমার ৬২৯০৩৭৭১৩৪ নম্বরে, অথবা আমার WhatssApp-তে ম্যাসেজ করুন ৮৭৬৮৮৩০২৩০ নম্বরে। ধন্যবাদ।

This is a premium content, you can continue reading this content in our Android App. Click the button below to continue. alert-info

Post a Comment

Previous Post Next Post