NEW :
Loading contents...

কৃত্তিবাসী রামায়ণ থেকে গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত প্রশ্নোত্তর

১) কৃত্তিবাসী রামায়ণের শ্লোক সংখ্যা কত?

(ক) ২০,০০০টি

(খ) ২২,০০০টি

(গ) ২৪,০০০টি √

(ঘ) ২৫,০০০টি

২) কৃত্তিবাসী রামায়ণ মোট কয়টি খণ্ডে রচিত?

(ক) ১৫টি

(খ) ১৭টি √

(গ) ১৮টি

(ঘ) ২০টি

৩) কৃত্তিবাসী রামায়ণের দ্বিতীয় সংস্করণ ১৮৩০-৩৪ খ্রিস্টাব্দে কার উদ্যোগে শ্রীরামপুর মিশন থেকে প্রকাশিত হয়?

(ক) ড. সুকুমার সেন 

(খ) ড. বিমানবিহারী মজুমদার 

(গ) রামজয় বিদ্যাসাগর 

(ঘ) জয়গোপাল তর্কালঙ্কার √

৪) কৃত্তিবাস ওঝা কোন শতাব্দীর কবি?

(ক) চতুর্দশ

(খ) পঞ্চদশ √

(গ) ষোড়শ

(ঘ) সপ্তদশ

৫) পরবর্তীকালে ঢাকার কোন পণ্ডিত ব্যক্তি ১৯৪২ খ্রিস্টাব্দে আরেকটি পুঁথি থেকে কৃত্তিবাসের আত্মজীবনী অংশটি ছাপিয়ে প্রকাশ বা সম্পাদনা করেন?

(ক) রামজয় বিদ্যাসাগর

(খ) ড. দীনেশচন্দ্র সেন

(গ) মহামহোপাধ্যায় হরপ্রসাদ শাস্ত্রী

(ঘ) নলিনীকান্ত ভট্টশালী √

৬) কৃত্তিবাসের কাব্যকৃতির বিষয়কে অসীম সাহসিকতার নামান্তর কে বলেছেন?

(ক) ড. সুকুমার সেন √

(খ) ড. অসিতকুমার বন্দ্যোপাধ্যায়

(গ) ড. বিমানবিহারী মজুমদার

(ঘ) ড. ভূদেব চৌধুরী

৭) কে, কোন গ্রন্থে বদনগঞ্জ নিবাসী হারাধন দত্তের কাছে থাকা একটি পুঁথি থেকে কৃত্তিবাসের আত্মজীবনী অংশ ছাপিয়ে প্রকাশ করেন? (যাকে অনেকে জাল বলে সন্দেহ করেছেন)

(ক) ড. সুকুমার সেন তাঁর 'বাঙ্গলা সাহিত্যের ইতিহাস' গ্রন্থে

(খ) ড. অসিতকুমার বন্দ্যোপাধ্যায় তাঁর 'বাংলা সাহিত্যের ইতিবৃত্ত' গ্রন্থে

(গ) ড. দীনেশচন্দ্র সেন তাঁর 'বঙ্গভাষা ও সাহিত্য' গ্রন্থে √

(ঘ) ড. ক্ষেত্র গুপ্ত তাঁর 'বাংলা সাহিত্যের সমগ্র ইতিহাস' গ্রন্থে

৮) "মূল আখ্যনাকে অবলম্বন করিয়া বাঙালির হাতের রামায়ণ স্বতন্ত্র মহাকাব্য হইয়া উঠিয়াছে। এই বাংলা মহাকাব্যে কবি বাল্মীকি সময়ের আদর্শ লক্ষিত হয় নাই। ইহা প্রাচীন বাঙালি সমাজ এই আপনাকে ব্যক্ত করিয়াছে।" --- মন্তব্যটি কে করেছেন?

(ক) ড. সুকুমার সেন 

(খ) ড. অসিতকুমার বন্দ্যোপাধ্যায় 

(গ) ড. শশিভূষণ দাশগুপ্ত 

(ঘ) রবীন্দ্রনাথ ঠাকুর √

৯) বিভিন্ন তথ্য সহযোগে কৃত্তিবাস ওঝার জন্মের কোন সালটি উপস্থাপন করা হয়?

(ক) ১৪৪৩ খ্রিস্টাব্দের ৬ জানুয়ারি √

(খ) ১৪৪৫ খ্রিস্টাব্দের ৬ জানুয়ারি 

(গ) ১৪৪৬ খ্রিস্টাব্দের ৬ জানুয়ারি 

(ঘ) ১৪৪৮ খ্রিস্টাব্দের ৬ জানুয়ারি

১০) কৃত্তিবাসী রামায়ণের অঙ্গীরস বা মূল রস কী?

(ক) হাস্যরস

(খ) করুণ রস √

(গ) শৃঙ্গার রস

(ঘ) বীর রস

১১) "বাল্যকাণ্ড ও উত্তরাকাণ্ড শ্রীরামচন্দ্রের ভাগবত মহিমা প্রচলিত হইয়াছে বটে কিন্তু এই দুটি কাণ্ড বাদ দিলে অন্য পাঁচটি কাণ্ডের বানর-রাক্ষসের চরিত্র মানবীয় ভাবই প্রাধান্য পেয়েছে।" --- এটি কার মন্তব্য?

(ক) ড. সুকুমার সেন 

(খ) ড. বিমানবিহারী মজুমদার 

(গ) ড. ভূদেব চৌধুরী

(ঘ) ড. অসিতকুমার বন্দ্যোপাধ্যায় √

১২) কৃত্তিবাস ওঝার 'শ্রীরাম পাঁচালী' কাব্যে বিশল্যকরণী আনতে যাবার সময় হনুমানের সঙ্গে কার বিরোধ ঘটে?

(ক) তরণী সেন

(খ) রাবণ

(গ) দশরথ

(ঘ) কালনেমি √

১৩) "কৃত্তিবাস কীর্তিবাস কবি, এ বঙ্গের অলংকার।" --- এটি কার উক্তি?

(ক) রবীন্দ্রনাথ ঠাকুর 

(খ) বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় 

(গ) মাইকেল মধুসূদন দত্ত √

(ঘ) জগদীশচন্দ্র বসু

১৪) 'কৃত্তিবাস ওঝার আত্মপরিচয়' অংশ থেকে জানা যায়, কোন মাসের শ্রীপঞ্চমী তিথিতে কবির জন্ম হয়?

(ক) বৈশাখ

(খ) শ্রাবণ

(গ) ভাদ্র

(ঘ) মাঘ √

১৫) নীচের কোন শব্দ থেকে 'ওঝা' শব্দটি এসেছে?

(ক) মুখুটি

(খ) মুখোপাধ্যায় 

(গ) উপাধ্যায় √

(ঘ) উপাধা

১৬) ১৮০২-০৩ খ্রিস্টাব্দে কার উদ্যোগে শ্রীরামপুর মিশন থেকে প্রথম 'কৃত্তিবাসী রামায়ণ' মুদ্রিত হয়?

(ক) উইলিয়াম কেরি √

(খ) জোশুয়া মার্শম্যান

(গ) উইলিয়াম ওয়ার্ড

(ঘ) জয়গোপাল তর্কালঙ্কার

১৭) কৃত্তিবাস ওঝা কত বছর বয়সে গঙ্গা নদী পার হয়ে গুরুগৃহে যাত্রা করেন?

(ক) ৭-৮ বছর

(খ) ৯-১০ বছর

(গ) ১১-১২ বছর √

(ঘ) ১৩-১৪ বছর

১৮) অধ্যাপক সুখময় মুখোপাধ্যায়ের মতে, কৃত্তিবাস ওঝার জন্মের সময় গৌড়েশ্বর কে ছিলেন?

(খ) রাজা গণেশ

(খ) রুকনুদ্দিন বরবক শাহ্ √

(গ) দনুজ দেব

(ঘ) উপরের কেউই নন

১৯) নীচের কোন তথ্যটি ভুল ---

(ক) রবীন্দ্রনাথ ঠাকুরের 'পুরস্কার' কবিতাটি কৃত্তিবাস ওঝার ফুলিয়া গ্রামের কাহিনিকে স্মরণ করায়। কৃত্তিবাস ওঝা ৭টি শ্লোকে প্রশস্তি করেন।

(খ) কৃত্তিবাস ওঝার পিতার নাম বনমালী ওঝা, মাতার নাম মালিনী দেবী এবং পিতামহের নাম মুরারি ওঝা‌। কবিরা ছিলেন ৬ ভাই এবং ১ বোন।

(গ) কৃত্তিবাস ওঝা পশ্চিমবঙ্গের গঙ্গাতীরের নদিয়া জেলার ফুলিয়া গ্রামের গুরুর আদেশ মতো 'রামায়ণের পাঁচালী' রচনা করেন।

(ঘ) 'বরেন্দ্র উত্তরে' পড়াশোনা শেষ করে মাত্র ১০-১২ বছর বয়সে কবি কৃত্তিবাস ওঝা গৌড়েশ্বরের রাজধানী আসেন। √

২০) শুদ্ধ ও অশুদ্ধ নির্ণয় করুন।

I. কৃত্তিবাস ওঝার পূর্বপুরুষদের আদি নিবাস ছিল পূর্ববঙ্গে। কবির পূর্বপুরুষ ছিলেন নরসিংহ ওঝা।

II. কৃত্তিবাস ওঝারা ছিলেন বন্দ্যোপাধ্যায় বংশোদ্ভূত। কবির উপাধি ছিল 'মুখোপাধ্যায়'।

III. কৃত্তিবাস ওঝার রামায়ণের প্রথম সংস্করণে মুদ্রিত খণ্ডসংখ্যা ছিল পাঁচটি এবং দ্বিতীয় সংস্করণে মুদ্রিত খণ্ডসংখ্যা ছিল দু'টি।

IV. কৃত্তিবাস ওঝার 'শ্রীরাম পাঁচালী' কাব্যটি লঘু ত্রিপদী ছন্দে লেখা।

(ক) শুদ্ধ, অশুদ্ধ, শুদ্ধ, অশুদ্ধ √

(খ) শুদ্ধ, অশুদ্ধ, অশুদ্ধ, শুদ্ধ 

(গ) শুদ্ধ, অশুদ্ধ, শুদ্ধ, শুদ্ধ

(ঘ) অশুদ্ধ, অশুদ্ধ, শুদ্ধ, অশুদ্ধ

  ¤ আরও দেখুন :-  



  • আলোচক : সৌম্যদীপ মাইতি
  • যোগাযোগ : ৬২৯০৩৭৭১৩৪
  • S.L.S.T  বাংলা অনলাইন ক্লাসে যুক্ত হতে চাইলে ফোন করে যোগাযোগ করুন আমার ৬২৯০৩৭৭১৩৪ নম্বরে, অথবা আমার WhatssApp-তে ম্যাসেজ করুন ৮৭৬৮৮৩০২৩০ নম্বরে। ধন্যবাদ।

This is a premium content, you can continue reading this content in our Android App. Click the button below to continue. alert-info

Post a Comment

Previous Post Next Post