আশাপূর্ণা দেবী থেকে গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত প্রশ্নোত্তর
১) 'আশাপূর্ণা' নামটি কে রেখেছিলেন?
(ক) পিতামহ
(খ) পিতামহী নিস্তারিণী দেবী √
(গ) পিতা হরেন্দ্রনাথ গুপ্ত
(ঘ) মাতা সরলাসুন্দরী দেবী
২) ১৯২২ খ্রিস্টাব্দে (১৩২৯ বঙ্গাব্দ) কোন পত্রিকায় কোন কবিতার মধ্য দিয়ে আশাপূর্ণা দেবী সাহিত্য জগতে আত্মপ্রকাশ করেন?
(ক) শিশুসাথী, স্নেহ
(খ) খোকাখুকু, স্নেহ
(গ) শিশুসাথী, বাইরের ডাক √
(ঘ) খোকাখুকু, বাইরের ডাক
৩) আশাপূর্ণা দেবীর প্রথম প্রকাশিত ছোটোগল্প কোনটি? সেটি কোন পত্রিকায় প্রকাশিত হয়?
(ক) পাশাপাশি, শিশুসাথী √
(খ) পত্নী ও প্রেয়সী, শিশুসাথী
(গ) পাশাপাশি, খোকাখুকু
(ঘ) পত্নী ও প্রেয়সী, শারদীয়া আনন্দবাজার পত্রিকা
৪) কোন পত্রিকায় কোন কবিতার জন্য আশাপূর্ণা দেবী প্রথম পুরস্কার লাভ করেন?
(ক) মৌচাক, বাইরের ডাক
(খ) রংমশাল, স্নেহ
(গ) শিশুসাথী, বাইরের ডাক
(ঘ) খোকাখুকু, স্নেহ √
৫) আশাপূর্ণা দেবীর জীবদ্দশায় প্রকাশিত বড়োদের জন্য রচিত উপন্যাসের সংখ্যা কয়টি?
(ক) ১৭০টি
(খ) ১৭২টি
(গ) ১৭৬টি √
(ঘ) ১৮৫টি
৬) আশাপূর্ণা দেবীর প্রথম উল্লেখযোগ্য উপন্যাস কোনটি?
(ক) প্রেম ও প্রয়োজন (১৯৪৪)
(খ) অনির্বাণ (১৯৪৫)
(গ) মিত্তির বাড়ী (১৯৪৭/ চৈত্র ১৩৫৩) √
(ঘ) বলয়গ্রাস (১৯৪৯)
৭) 'হেমপ্রভা', 'ভট্টাচার্য্য মহাশয়', 'মণীন্দ্র', 'চিত্রলেখা' -- এই চরিত্রগুলির উল্লেখ আশাপূর্ণা দেবীর কোন উপন্যাসে পাওয়া যায়?
(ক) প্রেম ও প্রয়োজন (১৯৪৪)
(খ) মিত্তির বাড়ী (১৯৪৭/চৈত্র ১৩৫৩)
(গ) বলয়গ্রাস (১৯৪৯)
(ঘ) অগ্নিপরীক্ষা (১৯৫২/১৩৫৯) √
৮) আশাপূর্ণা দেবীর নক্সাজাতীয় উপন্যাস কোনটি?
(ক) যোগবিয়োগ (১৯৫৩)
(খ) শশীবাবুর সংসার (১৯৫৬/১৩৬৩) √
(গ) ছাড়পত্র (১৯৫৯)
(ঘ) উত্তরলিপি (১৯৬০)
৯) আশাপূর্ণা দেবীর 'প্রথম প্রতিশ্রুতি' (১৯৬৪/১৩৭১) এবং 'বকুল কথা' (১৯৭৪/চৈত্র ১৩৮০) উপন্যাসদুটি কোন পত্রিকায় প্রকাশিত হয়?
(ক) কথাসাহিত্য √
(খ) শারদীয়া আনন্দবাজার পত্রিকা
(গ) সাপ্তাহিক বসুমতী
(ঘ) গল্পভারতী
১০) আশাপূর্ণা দেবীর 'সুবর্ণলতা' (১৯৬৬/চৈত্র ১৩৭২) উপন্যাসটি কোন পত্রিকায় প্রকাশিত হয়?
(ক) কথাসাহিত্য
(খ) গল্পভারতী
(গ) নবকল্লোল
(ঘ) সাপ্তাহিক বসুমতী √
১১) 'অনামিকা দেবী' নামে লিখে কে খ্যাতি অর্জন করেছেন?
(ক) 'বকুল কথা' (১৯৭৪/চৈত্র ১৩৮০) উপন্যাসের 'বকুল' চরিত্রটি √
(খ) 'সুবর্ণলতা' (১৯৬৬/চৈত্র ১৩৭২) উপন্যাসের 'সুবর্ণলতা' চরিত্রটি
(গ) 'প্রথম প্রতিশ্রুতি' (১৯৬৪/১৩৭১) উপন্যাসের 'সত্যবতী' চরিত্রটি
(ঘ) স্বয়ং আশাপূর্ণা দেবী (ছদ্মনাম)
১২) আশাপূর্ণা দেবীর জীবদ্দশায় প্রকাশিত শেষ উপন্যাস কোনটি?
(ক) এঘর ওঘর (১৯৯৫)
(খ) দ্বিতীয় বসন্ত (১৯৯৫)
(গ) চশমা পাল্টে যায় (১৯৯৫)
(ঘ) অনমনীয়া (১৯৯৫) √
১৩) আশাপূর্ণা দেবীর প্রথম প্রকাশিত বড়োদের জন্য রচিত ছোটোগল্প-সংকলন গ্রন্থের নাম কী?
(ক) ছোট ঠাকুর্দার কাশীযাত্রা (১৯৩৮/১৩৪৫)
(খ) হাফ হলিডে (১৯৪১)
(গ) জল আর আগুন (১৯৪০)√
(ঘ) সাগর শুকায়ে যায় (১৯৪৭)
১৪) আশাপূর্ণা দেবীর জীবদ্দশায় প্রকাশিত বড়োদের জন্য রচিত ছোটোগল্প-সংকলন গ্রন্থের সংখ্যা কয়টি?
(ক) ২৮টি
(খ) ৩০টি √
(গ) ৩২টি
(ঘ) ৩৬টি
১৫) পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের দশম শ্রেণির 'সাহিত্য সঞ্চয়ন' বইয়ের অন্তর্গত 'জ্ঞানচক্ষু' ছোটোগল্পটি তাঁর কোন ছোটোগল্প-সংকলন গ্রন্থের অন্তর্গত?
(ক) কুমকুম (১৯৭০) √
(খ) হাফ হলিডে (১৯৪১)
(গ) রঙিন মলাট (১৯৪১)
(ঘ) মজারুমামা (১৯৯২)
১৬) আশাপূর্ণা দেবীর শ্রেষ্ঠ ছোটোগল্প কোনটি?
(ক) পাশাপাশি
(খ) পত্নী ও প্রেয়সী
(গ) অনুপমার কথা
(ঘ) ছিন্নমস্তা √
১৭) নিম্নলিখিত কোনটি আশাপূর্ণা দেবীর ছোটোগল্প নয়?
(ক) ক্যাকটাস
(খ) ক্ষতির হিসাব √
(গ) গুণ্ঠনবতী
(ঘ) অভিনেত্রী
১৮) আশাপূর্ণা দেবী 'প্রথম প্রতিশ্রুতি' (১৯৬৪/১৩৭১) উপন্যাসের জন্য কত খ্রিস্টাব্দে 'রবীন্দ্র পুরস্কার' এবং কত খ্রিস্টাব্দে 'জ্ঞানপীঠ পুরস্কার' লাভ করেন?
(ক) ১৯৬৬ খ্রিস্টাব্দে এবং ১৯৭৬ খ্রিস্টাব্দে √
(খ) ১৯৬৬ খ্রিস্টাব্দে এবং ১৯৭২ খ্রিস্টাব্দে
(গ) ১৯৬৫ খ্রিস্টাব্দে এবং ১৯৭৬ খ্রিস্টাব্দে
(ঘ) ১৯৬৫ খ্রিস্টাব্দে এবং ১৯৭০ খ্রিস্টাব্দে
১৯) নীচের কোন তথ্যটি ভুল ---
(ক) আশাপূর্ণা দেবীর প্রথম অনুবাদ (হিন্দি-১৯৬৪) গ্রন্থ 'অগ্নিপরীক্ষা' (১৯৫২/১৩৫৯)।
(খ) আশাপূর্ণা দেবীর প্রথম প্রকাশিত উপন্যাস 'প্রেম ও প্রয়োজন' (১৯৪৪) এবং আশাপূর্ণা দেবীর প্রথম প্রকাশিত ছোটোদের জন্য রচিত (কিশোর) ছোটোগল্প-সংকলন গ্রন্থ 'ছোট ঠাকুর্দার কাশীযাত্রা' (১৯৩৮/১৩৪৫)।
(গ) আশাপূর্ণা দেবী ১৯৭৬ খ্রিস্টাব্দে 'পদ্মশ্রী' পদক লাভ করেন।
(ঘ) আশাপূর্ণা দেবী তাঁর 'উত্তরণ' (১৯৬৪/১৩৭১) উপন্যাসটি কথাসাহিত্যিক তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়কে উৎসর্গ করেন। √
২০) শুদ্ধ ও অশুদ্ধ নির্ণয় করুন।
I. আশাপূর্ণা দেবী রচিত মোট ছোটোগল্পের সংখ্যা প্রায় ১০০০টি এবং তাঁর 'ছিন্নমস্তা' ছোটোগল্পটি ১৯৪৯ খ্রিস্টাব্দে (১৩৫৬ বঙ্গাব্দ) মাসিক 'বসুমতী' পত্রিকায় প্রকাশিত হয়।
II. আশাপূর্ণা দেবীর 'প্রথম প্রতিশ্রুতি' (১৯৬৪/১৩৭১) উপন্যাসের কেন্দ্রীয় চরিত্র বা নায়িকা 'সত্যবতী' এবং এই উপন্যাস অবলম্বনে ১৯৭১ খ্রিস্টাব্দে পরিচালক দীনেন গুপ্ত ওই একই নামের বাংলা ভাষায় 'প্রথম প্রতিশ্রুতি' নামক চলচ্চিত্র নির্মাণ করেন।
III. আশাপূর্ণা দেবীর ত্রয়ী উপন্যাস 'প্রথম প্রতিশ্রুতি', 'সুবর্ণলতা', 'বকুল কথা' যথাক্রমে ১৯৭২, ১৯৭৮, ১৯৭৮ খ্রিস্টাব্দে হিন্দি ভাষায় অনূদিত হয়।
IV. আশাপূর্ণা দেবী ১৯৯০ খ্রিস্টাব্দে 'সাহিত্য অকাদেমি ফেলোশিপ'-এ ভূষিত হন এবং তিনি ১৯৯২ খ্রিস্টাব্দে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
(ক) শুদ্ধ, অশুদ্ধ, অশুদ্ধ, শুদ্ধ
(খ) অশুদ্ধ, শুদ্ধ, অশুদ্ধ, শুদ্ধ
(গ) অশুদ্ধ, শুদ্ধ, শুদ্ধ, অশুদ্ধ √
(ঘ) অশুদ্ধ, অশুদ্ধ, শুদ্ধ, শুদ্ধ
- আলোচক : সৌম্যদীপ মাইতি
- যোগাযোগ : ৬২৯০৩৭৭১৩৪
- S.L.S.T বাংলা অনলাইন ক্লাসে যুক্ত হতে চাইলে ফোন করে যোগাযোগ করুন আমার ৬২৯০৩৭৭১৩৪ নম্বরে, অথবা আমার WhatssApp-তে ম্যাসেজ করুন ৮৭৬৮৮৩০২৩০ নম্বরে। ধন্যবাদ।
Post a Comment