মানিক বন্দ্যোপাধ্যায়ের অনূদিত গল্পের তালিকা
১৯৫৮ খ্রিস্টাব্দে দিল্লির 'পিপলস পাবলিশিং হাউস' থেকে দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়ের সম্পাদনায় মানিক বন্দ্যোপাধ্যায়ের ১১টি ছোটোগল্পের অনুবাদ-সংকলন 'Primeval and other stories' প্রকাশিত হয়। সেগুলির তালিকা নিম্নে দেওয়া হলো ---
★গল্পগুলির নাম - অনূদিত নাম - অনুবাদের সময় - অনুবাদকের নাম★
১) 'প্রাগৈতিহাসিক' - 'Primeval' - ১৯৩৭ খ্রিস্টাব্দ - অশোক মিত্র।
২) 'চোর' - 'Thief' - ১৯৩৭ খ্রিস্টাব্দ - রাধামোহন ভট্টাচার্য।
৩) 'সিঁড়ি' - 'Stairs' - ১৯৩৮ খ্রিস্টাব্দ - সমর সেন।
৪) 'সরীসৃপ' - 'Serpent' - ১৯৪৩ খ্রিস্টাব্দ - সুনীতিকুমার বন্দ্যোপাধ্যায়।
৫) 'সমুদ্রের স্বাদ' - 'Salt of the Sea' - ১৯৪৩ খ্রিস্টাব্দ - সুনীল জানা।
৬) 'জুয়াড়ীর বৌ' - 'Gambler's wife' - ১৯৪৩ খ্রিস্টাব্দ - মৃণালিনী এমার্সন।
৭) 'হলুদ পোড়া' - 'Burnt Turmeric' - ১৯৪৫ খ্রিস্টাব্দ - অমলেন্দু দাশগুপ্ত।
৮) 'যাকে ঘুষ দিতে হয়' - 'He who has to be bribed' - ১৯৪৬ খ্রিস্টাব্দ - অশোক মিত্র।
৯) 'শিল্পী' - 'Craftsman' - ১৯৪৬ খ্রিস্টাব্দ - সুব্রত বন্দ্যোপাধ্যায়।
১০) 'হারানের নাতজামাই' - 'Haran's Grand son-in-law' - ১৯৪৮ খ্রিস্টাব্দ - সুব্রত বন্দ্যোপাধ্যায়।
১১) 'ছোটবকুলপুরের যাত্রী' - 'Travellers to Chotobakulpur' - ১৯৪৯ খ্রিস্টাব্দ - জলিমোহন কাউল।
¤ তথ্যঋণ :-
১) 'মানিক বন্দ্যোপাধ্যায়ের সমাজজিজ্ঞাসা' (১৯৮৬) --- ড. নিতাই বসু।
★প্রকাশনা সংস্থা :- 'দে'জ পাবলিশিং', কলকাতা।
- আলোচক : সৌম্যদীপ মাইতি
- যোগাযোগ : ৬২৯০৩৭৭১৩৪
- S.L.S.T বাংলা অনলাইন ক্লাসে যুক্ত হতে চাইলে ফোন করে যোগাযোগ করুন আমার ৬২৯০৩৭৭১৩৪ নম্বরে, অথবা আমার WhatssApp-তে ম্যাসেজ করুন ৮৭৬৮৮৩০২৩০ নম্বরে। ধন্যবাদ।
Post a Comment