NEW :
Loading contents...

শক্তি চট্টোপাধ্যায় থেকে গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত প্রশ্নোত্তর 

১) শক্তি চট্টোপাধ্যায় পশ্চিমবঙ্গের দক্ষিণ ২৪ পরগনা জেলার জয়নগরের কোন গ্রামে জন্মগ্রহণ করেন?

(ক) বামুনপাড়া

(খ) দেবানন্দপুর

(গ) বহড়ু √

(ঘ) ঘোষপাড়া-মুরাতিপুর

২) শক্তি চট্টোপাধ্যায় কত খ্রিস্টাব্দে বুদ্ধদেব বসু সম্পাদিত 'কবিতা' নামক সাহিত্য পত্রিকায় 'যম' কবিতার মধ্য দিয়ে সাহিত্য জগতে আত্মপ্রকাশ করেন?

(ক) মার্চ ১৯৫০ খ্রিস্টাব্দে 

(খ) মার্চ ১৯৫২ খ্রিস্টাব্দে

(গ) মার্চ ১৯৫৪ খ্রিস্টাব্দে 

(ঘ) মার্চ ১৯৫৬ খ্রিস্টাব্দে √

৩) শক্তি চট্টোপাধ্যায় মূলত ক'টি ছদ্মনামে তাঁর সাহিত্য রচনা করতেন?

(ক) ২টি

(খ) ৩টি

(গ) ৪টি √

(ঘ) ৫টি

৪) নীচের কোনটি শক্তি চট্টোপাধ্যায় ছাড়াও অচিন্ত্যকুমার সেনগুপ্তের ছদ্মনাম?

(ক) স্ফুলিঙ্গ সমাদ্দার 

(খ) অভিনব গুপ্ত √

(গ) রূপচাঁদ পক্ষী

(ঘ) শক্তিনাথ কাব্যতীর্থ

৫) এর মধ্যে কোন পত্রিকাটি শক্তি চট্টোপাধ্যায় সম্পাদনা করেছেন?

(ক) নবোদয়

(খ) বহ্নিশিখা

(গ) ক ও খ উভয়ই √

(ঘ) কৃত্তিবাস

৬) শক্তি চট্টোপাধ্যায় কোন ছদ্মনামে অনেক ফিচার লিখেছেন?

(ক) শক্তিনাথ কাব্যতীর্থ

(খ) রূপচাঁদ পক্ষী √

(গ) অভিনব গুপ্ত

(ঘ) স্ফুলিঙ্গ সমাদ্দার

৭) শক্তি চট্টোপাধ্যায়ের জীবদ্দশায় প্রকাশিত মোট গ্রন্থের সংখ্যা কয়টি?

(ক) ৮০টি

(খ) ৮২টি √

(গ) ৮৬টি

(ঘ) ৯২টি

৮) শক্তি চট্টোপাধ্যায়ের প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থের নাম কী? 

(ক) 'হে প্রেম হে নৈশব্দ' (মার্চ ১৯৬১)

(খ) 'হে প্রেম হে নৈঃশব্দ' (মার্চ ১৯৬১)

(গ) 'হে প্রেম হে নৈশব্দ্য' (মার্চ ১৯৬১)

(ঘ) 'হে প্রেম হে নৈঃশব্দ্য' (মার্চ ১৯৬১) √

৯) কোন কাব্যগ্রন্থের অশুদ্ধি সংশোধন অংশে শক্তি চট্টোপাধ্যায় নিজের কবিতা সম্পর্কে 'গদ্য' শব্দটি প্রথম ব্যবহার করেন?

(ক) 'হে প্রেম হে নৈঃশব্দ্য' (মার্চ ১৯৬১) √

(খ) 'ধর্মে আছো জিরাফেও আছো' (অক্টোবর ১৯৬৫)

(গ) 'সোনার মাছি খুন করেছি' (জুলাই ১৯৬৭)

(ঘ) 'হেমন্তের অরণ্যে আমি পোস্টম্যান' (মার্চ ১৯৬৯)

১০) শক্তি চট্টোপাধ্যায় প্রথমে তাঁর 'হে প্রেম হে নৈঃশব্দ্য' (মার্চ ১৯৬১) কাব্যগ্রন্থটির নাম কী রাখবে ভেবেছিলেন?

(ক) যম √

(খ) নিকষিত হেম

(গ) কেলাসিত স্ফটিক

(ঘ) উপরের কোনোটিই নয়

১১) শক্তি চট্টোপাধ্যায়ের জীবদ্দশায় প্রকাশিত শেষ কাব্যগ্রন্থের নাম কী?

(ক) 'আমাকে জাগাও' (১৯৮৯)

(খ) 'ছবি আঁকে, ছিঁড়ে ফেলে' (জানুয়ারি ১৯৯১)

(গ) 'পাতাল টেনেছে আজ' (জুলাই ১৯৯১)

(ঘ) 'জঙ্গল বিষাদে আছে' (জানুয়ারি ১৯৯৪) √

১২) শক্তি চট্টোপাধ্যায় তাঁর 'হেমন্তের অরণ্যে আমি পোস্টম্যান' (মার্চ ১৯৬৯) কাব্যগ্রন্থটি কাকে উৎসর্গ করেন?

(খ) মীনাক্ষীকে (মীনাক্ষী বিশ্বাস)

(খ) পৃথ্বীশ গঙ্গোপাধ্যায়কে √

(গ) স্বাতী আর সুনীলের জন্য (স্বাতী ও সুনীল গঙ্গোপাধ্যায়)

(ঘ) শিখা অতীনকে (শিখা ও অতীন্দ্রনারায়ণ দত্ত)

১৩) শক্তি চট্টোপাধ্যায়ের 'চতুর্দশপদী কবিতাবলী' (মে ১৯৭০) নামক সনেটজাতীয় কাব্যগ্রন্থে মোট সনেটের সংখ্যা কত?

(ক) ৯৮টি

(খ) ১০০টি

(গ) ১০১টি √

(ঘ) ১০২টি

১৪) দ্বাদশ শ্রেণির পাঠ্যাংশের অন্তর্ভুক্ত 'আমি দেখি' কবিতাটি শক্তি চট্টোপাধ্যায়ের কোন কাব্যগ্রন্থের অন্তর্গত?

(ক) 'অঙ্গুরী তোর হিরণ্যজল' (জুলাই ১৯৮০) √

(খ) 'যেতে পারি কিন্তু কেন যাবো' (মার্চ ১৯৮২)

(গ) 'ছবি আঁকে, ছিঁড়ে ফেলে' (জানুয়ারি ১৯৯১)

(ঘ) 'জঙ্গল বিষাদে আছে' (জানুয়ারি ১৯৯৪)

১৫) শক্তি চট্টোপাধ্যায়ের 'যেতে পারি কিন্তু কেন যাবো' (মার্চ ১৯৮২) কাব্যগ্রন্থে মোট কবিতার সংখ্যা কয়টি?

(ক) ৫০টি

(খ) ৫১টি

(গ) ৫২টি

(ঘ) ৫৩টি √

১৬) শক্তি চট্টোপাধ্যায়ের কোন কাব্যগ্রন্থটি ইংরেজি এবং মৈথিলী ভাষায় অনূদিত হয়েছে?

(ক) 'অঙ্গুরী তোর হিরণ্যজল' (জুলাই ১৯৮০)

(খ) 'যেতে পারি কিন্তু কেন যাবো' (মার্চ ১৯৮২) √

(গ) 'কক্সবাজারে সন্ধ্যা' (১৯৮৪)

(ঘ) 'ও চিরপ্রণম্য অগ্নি' (১৯৮৫)

১৭) শক্তি চট্টোপাধ্যায় কত খ্রিস্টাব্দে কোন কাব্যগ্রন্থের জন্য 'সাহিত্য অকাদেমি' পুরস্কার লাভ করেন?

(ক) ১৯৮২ খ্রিস্টাব্দে : 'অঙ্গুরী তোর হিরণ্যজল' (জুলাই ১৯৮০) কাব্যগ্রন্থের জন্য।

(খ) ১৯৮৩ খ্রিস্টাব্দে : 'যেতে পারি কিন্তু কেন যাবো' (মার্চ ১৯৮২) কাব্যগ্রন্থের জন্য। √

(গ) ২০১২ খ্রিস্টাব্দে : 'ছবি আঁকে, ছিঁড়ে ফেলে' (জানুয়ারি ১৯৯১) কাব্যগ্রন্থের জন্য।

(ঘ) ১৯৭০ খ্রিস্টাব্দে : 'হেমন্তের অরণ্যে আমি পোস্টম্যান' (মার্চ ১৯৬৯) কাব্যগ্রন্থের জন্য।

১৮) শুদ্ধ ও অশুদ্ধ নির্ণয় করুন।

I. শক্তি চট্টোপাধ্যায়ের 'অবনী বাড়ি আছো?' কবিতাটি তাঁর 'ধর্মে আছো জিরাফেও আছো' (অক্টোবর ১৯৬৫) কাব্যগ্রন্থের অন্তর্গত। এই কবিতায় ওয়াল্টার ভিলা থেয়ারের 'The listener' কবিতার ছায়াপাত ঘটেছে।

II. শক্তি চট্টোপাধ্যায় তাঁর নিজের কবিতাকে বলতেন 'পদ্য'। তাঁর প্রথম প্রকাশিত ছোটোগল্প 'নিরুপমের দুঃখ'।

III. ষাটের দশকে (১৯৬১ খ্রিস্টাব্দ) যে চারজন কবিকে হাংরি আন্দোলনের জনক বলে মনে করা হয় তাঁদের মধ্যে শক্তি চট্টোপাধ্যায় ছিলেন অন্যতম। তিনি ১৯৭০-৭৪ খ্রিস্টাব্দ পর্যন্ত 'আনন্দবাজার পত্রিকা'য় চাকরি করেছেন।

IV. ১৯৭২ খ্রিস্টাব্দে শ্রীপূর্ণেন্দু শেখর পত্রী পরিচালিত 'ছেঁড়া তমসুক' নামের বাংলা চলচ্চিত্রে শক্তি চট্টোপাধ্যায় অভিনয় করেন।

(ক) শুদ্ধ, অশুদ্ধ, শুদ্ধ, অশুদ্ধ 

(খ) শুদ্ধ, শুদ্ধ, অশুদ্ধ, অশুদ্ধ √

(গ) অশুদ্ধ, শুদ্ধ, শুদ্ধ, অশুদ্ধ

(ঘ) শুদ্ধ, শুদ্ধ, শুদ্ধ, অশুদ্ধ

১৯) নীচের কোন তথ্যটি ভুল ---

(ক) শক্তি চট্টোপাধ্যায় 'রূপচাঁদ পক্ষী' ছদ্মনামে 'রূপকথার কলকাতা' (আগস্ট ১৯৬৫) নামক প্রবন্ধ সংগ্রহ এবং 'লুসি আর্মানীর হৃদয়রহস্য' (জুন ১৯৬৬) উপন্যাসটি রচনা করেন।

(খ) শক্তি চট্টোপাধ্যায়ের প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ 'হে প্রেম হে নৈঃশব্দ্য' (মার্চ ১৯৬১) প্রকাশিত হয় রাজকুমার বসুর চেষ্টায়। √

(গ) কলেজ জীবনের বন্ধু সমীর রায়চৌধুরীর সঙ্গে তাঁর বনাঞ্চল-কুটির চাইবাসায় আড়াই বছর থাকার সময়ে শক্তি চট্টোপাধ্যায় একজন সফল লিরিক্যাল কবিতে পরিণত হন। তারপর কলকাতার 'ভারবি' প্রকাশনা সংস্থায় কাজ করার সূত্রে তাঁর 'শ্রেষ্ঠ কবিতার সিরিজ' বের হয়।

(ঘ) শক্তি চট্টোপাধ্যায়ের জীবদ্দশায় প্রকাশিত মোট কাব্যগ্রন্থের সংখ্যা ৪২টি।কবির 'সোনার মাছি খুন করেছি' (জুলাই ১৯৬৭) এবং 'হেমন্তের অরণ্যে আমি পোস্টম্যান' (মার্চ ১৯৬৯) কাব্যগ্রন্থে কবিতার সংখ্যা যথাক্রমে ২৭টি ও ৩২টি।

২০) শুদ্ধ ও অশুদ্ধ নির্ণয় করুন।

I. শক্তি চট্টোপাধ্যায়ের কবিতার সংখ্যা আড়াই হাজারের মতো। 'অকাল বৃষ্টিতে' কবিতাটি সম্ভবত কবির জীবদ্দশায় মুদ্রিত শেষ কবিতা।

II. শক্তি চট্টোপাধ্যায়ের প্রথম প্রকাশিত উপন্যাস 'কুয়োতলা' (১৯৬১) এবং প্রথম প্রকাশিত অনুবাদ কাব্যগ্রন্থ 'কালিদাসের মেঘদূত' (ডিসেম্বর ১৯৭২)।

III. শক্তি চট্টোপাধ্যায় 'নবোদয়' (পূর্বনাম : 'প্রগতি') পত্রিকায় 'স্ফুলিঙ্গ সমাদ্দার' ছদ্মনামে লিখতেন। তিনি তাঁর 'চতুর্দশপদী কবিতাবলী' (মে ১৯৭০) এবং 'প্রভু নষ্ট হয়ে যাই' কাব্যগ্রন্থদুটি যথাক্রমে মাইকেল মধুসূদন দত্ত এবং স্বাতী ও সুনীল গঙ্গোপাধ্যায়কে উৎসর্গ করেন।

IV. শক্তি চট্টোপাধ্যায় ১৯৮০ খ্রিস্টাব্দে 'আনন্দ পুরস্কার' পান এবং ২০১২ খ্রিস্টাব্দে 'ছবি আঁকে, ছিঁড়ে ফেলে' (জানুয়ারি ১৯৯১) কাব্যগ্রন্থের জন্য 'রবীন্দ্র পুরস্কার' লাভ করেন।

(ক) শুদ্ধ, অশুদ্ধ, শুদ্ধ, শুদ্ধ

(খ) অশুদ্ধ, শুদ্ধ, অশুদ্ধ, শুদ্ধ

(গ) শুদ্ধ, অশুদ্ধ, শুদ্ধ, অশুদ্ধ √

(ঘ) শুদ্ধ, শুদ্ধ, শুদ্ধ, অশুদ্ধ

  ¤ আরও দেখুন :-  



  • আলোচক : সৌম্যদীপ মাইতি
  • যোগাযোগ : ৬২৯০৩৭৭১৩৪
  • S.L.S.T  বাংলা অনলাইন ক্লাসে যুক্ত হতে চাইলে ফোন করে যোগাযোগ করুন আমার ৬২৯০৩৭৭১৩৪ নম্বরে, অথবা আমার WhatssApp-তে ম্যাসেজ করুন ৮৭৬৮৮৩০২৩০ নম্বরে। ধন্যবাদ।

This is a premium content, you can continue reading this content in our Android App. Click the button below to continue. alert-info

Post a Comment

Previous Post Next Post