সাহিত্যিকদের বিভিন্ন ধরনের রচনা ও প্রকাশকাল
১) "বনবাণী" (কাব্যগ্রন্থ : ১৯৩১/আশ্বিন ১৩৩৮) --- রবীন্দ্রনাথ ঠাকুর।
২) "যুগবানী" (প্রবন্ধগ্রন্থ : ১৯২৬) --- কাজী নজরুল ইসলাম।
৩) "দেবেন্দ্রমঙ্গল" (কাব্যগ্রন্থ : ১৯২২) --- মোহিতলাল মজুমদার।
৪) "রুদ্রমঙ্গল" (প্রবন্ধগ্রন্থ : ১৯২৭) --- কাজী নজরুল ইসলাম।
৫) "মালিনী" (নাটক : ২৩ মার্চ ১৯১২) --- রবীন্দ্রনাথ ঠাকুর।
৬) "মাল্যদান" (ছোটোগল্প : ১৯০৩/চৈত্র ১৩০৯) --- রবীন্দ্রনাথ ঠাকুর। এটি তাঁর "গল্পগুচ্ছ" (১৯২৬/শ্রাবণ ১৩৩৩) নামক গল্প-সংকলন গ্রন্থের অন্তর্গত।
- "মাল্যদান" (উপন্যাস : রচনাকাল-১৯৪৮ ও প্রকাশকাল-১৯৭৩) --- জীবনানন্দ দাশ।
৭) "মাঝির ছেলে" (কিশোর উপন্যাস : নভেম্বর ১৯৫৯/৭ অগ্রহায়ণ ১৩৬৬) --- মানিক বন্দ্যোপাধ্যায়।
৮) "রাসমণির ছেলে" (ছোটোগল্প : আশ্বিন ১৩১৮) --- রবীন্দ্রনাথ ঠাকুর। এটি তাঁর "গল্পগুচ্ছ" (১৯২৭) নামক গল্প-সংকলন গ্রন্থের অন্তর্গত।
৯) "শান্তিলতা" (উপন্যাস : জুলাই-আগস্ট ১৯৬০/শ্রাবণ ১৩৬৭) --- মানিক বন্দ্যোপাধ্যায়।
১০) "শান্তিজল" (কাব্যগ্রন্থ : ১৯১৩) --- করুণানিধান বন্দ্যোপাধ্যায়।
- "শান্তিজল" (কবিতা) --- শঙ্খ ঘোষ।
১১) "অপরাজিত" (প্রথম খণ্ড : ১৯৩২ ও দ্বিতীয় খণ্ড : ১৯৩২) --- বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়।
১২) "লোক সাহিত্য" (সমালোচনামূলক গদ্যগ্রন্থ : প্রথম খণ্ড-১৯৬৩ ও দ্বিতীয় খণ্ড) --- আশরাফ সিদ্দিকী।
১৩) "নতুন পাতা" (কাব্যগ্রন্থ : ১৯৪০) --- বুদ্ধদেব বসু।
১৪) "জীবনের ঝরাপাতা" (আত্মজীবনীমূলক গ্রন্থ) --- সরলা দেবী চৌধুরানী।
১৫) "ঝড় ও ঝরাপাতা" (উপন্যাস : ২৫ নভেম্বর ১৯৪৬/অগ্রহায়ণ ১৩৫৩) --- তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়।
১৬) "মাটির মাশুল" (গল্পগ্রন্থ : সেপ্টেম্বর-অক্টোবর ১৯৪৮/আশ্বিন ১৩৫৫) --- মানিক বন্দ্যোপাধ্যায়।
১৭) "মাশুল" (উপন্যাস : সেপ্টেম্বর-অক্টোবর ১৯৫৬/আশ্বিন ১৩৬৩) --- মানিক বন্দ্যোপাধ্যায়।
১৮) "হেমন্ত গোধূলী" (কাব্যগ্রন্থ : ১৯৪১) --- মোহিতলাল মজুমদার।
১৯) "ধূসর গোধূলী" (উপন্যাস) --- ড. নীহার রঞ্জন রায়।
২০) "পৃথিবীর প্রতি" (কাব্যগ্রন্থ : ১৯৩৩) --- বুদ্ধদেব বসু।
২১) "কালের যাত্রা" (নাটক : ১৯৩২/৩১ ভাদ্র ১৩৩৯) --- রবীন্দ্রনাথ ঠাকুর।
২২) "কালের প্রতিমা" (সমালোচনামূলক গদ্যগ্রন্থ : এপ্রিল ১৯৭৪) --- অরুণকুমার মুখোপাধ্যায়।
২৩) "কালাপাহাড়" (ভক্তিরসাত্মক ঐতিহাসিক নাটক : ৩ অক্টোবর ১৮৯৬) --- গিরিশচন্দ্র ঘোষ।
- "কালাপাহাড়" (ঐতিহাসিক কাহিনি) --- রসিকচন্দ্র বসু।
- "কালাপাহাড়" (গল্প) --- তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়।
- "কালাপাহাড়" (কবিতা) --- মোহিতলাল মজুমদার।
- "কালাপাহাড়" (ঐতিহাসিক উপন্যাস) --- সমরেশ মজুমদার।
- "কালাপাহাড়" (ঐতিহাসিক উপন্যাস) --- যদুনাথ ভট্টাচার্য।
২৪) "মারাঠা তর্পণ" (নাটক) --- তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়।
২৫) "আত্মবিলাপ" (গীতিকবিতা) --- মাইকেল মধুসূদন দত্ত।
২৬) "আত্মচরিত" (আত্মজীবনীমূলক গ্রন্থ : ১৯০৯) --- রাজনারায়ণ বসু ।
- "আত্মচরিত" (আত্মজীবনীমূলক গ্রন্থ : ১৯১৮) --- শিবনাথ শাস্ত্রী।
- "আত্মচরিত" (আত্মজীবনীমূলক গ্রন্থ) --- দেবেন্দ্রনাথ ঠাকুর।
- "আত্মচরিত" (আত্মজীবনীমূলক গ্রন্থ) --- নরেন্দ্রনাথ মিত্র।
- "আত্মচরিত" (আত্মজীবনীমূলক ও বিজ্ঞানবিষয়ক গ্রন্থ : ১৯৫৩) --- প্রফুল্লচন্দ্র রায়।
- "আত্মচরিত" (কবিতা) --- পূর্ণেন্দু শেখর পত্রী।
২৭) "বড়দিদি" (উপন্যাস : ৩০ সেপ্টেম্বর ১৯১৩/১৩২০) --- শরৎচন্দ্র চট্টোপাধ্যায়।
২৮) "বৌ" (গল্পগ্রন্থ : ১৯৪০/১৩৪৬-৪৭) --- মানিক বন্দ্যোপাধ্যায়।
২৯) "মেবার পতন" (ঐতিহাসিক নাটক : ২৭ ডিসেম্বর ১৯০৮) --- দ্বিজেন্দ্রলাল রায়।
৩০) "মরচে-পড়া পেরেকের গান" (কাব্যগ্রন্থ : ১৯৬৬) --- বুদ্ধদেব বসু।
৩১) "লাল মেঘ" (উপন্যাস : ১৯৩৪) --- বুদ্ধদেব বসু।
৩২) "ফণিমনসা" (কাব্যগ্রন্থ : জুলাই ১৯২৭/শ্রাবণ ১৩৩৪) --- কাজী নজরুল ইসলাম।
৩৩) "হিটলার" (প্রবন্ধগ্রন্থ : ১৯৭০/১৩৭৭) --- সৈয়দ মুজতবা আলী।
৩৪) "পুতুল ও প্রতিমা" (গল্প-সংকলন গ্রন্থ : ১৯৩২) --- প্রেমেন্দ্র মিত্র।
৩৫) "পত্রলেখার বাবা" (গল্পগ্রন্থ : মার্চ ১৯৫৯/ফাল্গুন ১৩৬৬) --- সতীনাথ ভাদুড়ী।
৩৬) "টং লিং" (উপন্যাস : ১৯৬৩) --- লীলা মজুমদার।
৩৭) "শশীবাবুর সংসার" (উপন্যাস : ১৯৫৬/১৩৬৩) --- আশাপূর্ণা দেবী।
৩৮) "অন্বিষ্ট" (কাব্যগ্রন্থ : ১৯৫০/১৩৫৭) --- বিষ্ণু দে।
৩৯) "আমার বাংলা" (রিপোর্টাজ ও ভ্রমণ সাহিত্যমূলক গদ্যগ্রন্থ : ১৯৫১/১৩৫৮) --- সুভাষ মুখোপাধ্যায়।
৪০) "শ্রীমতি কাফে" (রাজনৈতিক উপন্যাস : ১৯৫৩/অগ্রহায়ণ ১৩৬০) --- সমরেশ বসু।
৪১) "অপারেশন? বসাই টুডু" (উপন্যাস : ১৯৭৮) --- মহাশ্বেতা দেবী।
৪২) "মানুষ বড়ো কাঁদছে" (কাব্যগ্রন্থ : আগস্ট ১৯৭৮) --- শক্তি চট্টোপাধ্যায়।
- আলোচক : সৌম্যদীপ মাইতি
- যোগাযোগ : ৬২৯০৩৭৭১৩৪
- S.L.S.T বাংলা অনলাইন ক্লাসে যুক্ত হতে চাইলে ফোন করে যোগাযোগ করুন আমার ৬২৯০৩৭৭১৩৪ নম্বরে, অথবা আমার WhatssApp-তে ম্যাসেজ করুন ৮৭৬৮৮৩০২৩০ নম্বরে। ধন্যবাদ।
Post a Comment