বাংলা সাহিত্যে দীনবন্ধু স্মৃতি পুরস্কার প্রাপকগণ
¤ ভূমিকা :- এটি "পশ্চিমবঙ্গ বাংলা আকাদেমি" প্রদত্ত একটি সাহিত্য পুরস্কার। এই পুরস্কারটি উত্তর ২৪ পরগণা জেলার চৌবেড়িয়া গ্রাম নিবাসী (নাট্যকার, অভিনেতা ও থিয়েটার পরিচালক) দীনবন্ধু মিত্র (১৮৩০-১৮৭৩) মহাশয়ের নামকরণে করা হয়েছে। এই পুরস্কারটি প্রথম ১৯৮৩-৮৪ খ্রিস্টাব্দে দেওয়া শুরু হয়। সেই বছর প্রথম পুরস্কার পান নাট্যকার, অভিনেতা ও থিয়েটার পরিচালক মন্মথ রায়। সেই সঙ্গে তিনি বাংলা সাহিত্য প্রথম "দীনবন্ধু স্মৃতি পুরস্কার" প্রাপক হিসেবে স্মরণীয় হয়ে গেলেন। বাংলা সাহিত্যে সাধারণত এই পুরস্কারটি সাহিত্যিকদের নাট্যসাহিত্যে অবদানের জন্য দেওয়া হয়।
¤ "দীনবন্ধু স্মৃতি পুরস্কার" প্রাপকগণ :-
(১) ১৯৮৩-৮৪ : মন্মথ রায়।
(২) ১৯৮৪-৮৫ : সরযূ বালা দেবী।
(৩) ১৯৮৫-৮৬ : দিগিন্দ্রচন্দ্র বন্দ্যোপাধ্যায়।
(৪) ১৯৮৬-৮৭ : অজ্ঞাত।
(৫) ১৯৮৭-৮৮ : তৃপ্তি মিত্র।
(৬) ১৯৮৮-৮৯ : বীরু মুখোপাধ্যায়।
(৭) ১৯৮৯-৯০ : উৎপল দত্ত [মরণোত্তর লাভ করেন]।
(৮) ১৯৯০-৯১ : দেবনারায়ণ গুপ্ত।
(৯) ১৯৯১-৯২ : খালেদ চৌধুরী।
(১০) ১৯৯২-৯৩ : তাপস সেন [গ্রহণ করেননি, প্রত্যাখ্যান করেন]।
(১১) ১৯৯৩-৯৪ : জ্ঞানেশ মুখোপাধ্যায়।
(১২) ১৯৯৪-৯৫ : শোভা সেন।
(১৩) ১৯৯৭-৯৮ : সজল রায় চৌধুরী।
(১৪) ১৯৯৮-৯৯ : মোহিত চট্টোপাধ্যায়।
(১৫) ১৯৯৯-২০০০ : অজিত কুমার ঘোষ।
(১৬) ২০০০-২০০১ : সত্য বন্দ্যোপাধ্যায়।
(১৭) ২০০১-২০০২ : সৌমিত্র চট্টোপাধ্যায়।
(১৮) ২০০২-২০০৩ : বেরা রায়চৌধুরী।
(১৯) ২০০৩-২০০৪ : গণেশ মুখোপাধ্যায়।
(২০) ২০০৪-২০০৫ : খালেদ চৌধুরী।
(২১) ২০০৫-২০০৬ : রুদ্রপ্রসাদ সেনগুপ্ত।
¤ দ্বিতীয় "দীনবন্ধু স্মৃতি পুরস্কার" প্রাপক ও প্রথম মহিলা সাহিত্যিক কৃত "দীনবন্ধু স্মৃতি পুরস্কার" প্রাপক :-
★১৯৮৪-৮৫ খ্রিস্টাব্দে : নাট্যকার, অভিনেতা ও থিয়েটার পরিচালক সরযূ বালা দেবী "দীনবন্ধু স্মৃতি পুরস্কার" লাভ করেন। সেই সঙ্গে তিনি বাংলা সাহিত্যের দ্বিতীয় "দীনবন্ধু স্মৃতি পুরস্কার" প্রাপক হিসেবে স্মরণীয় হয়ে গেলেন। কিন্তু নাট্যকার সরযূ বালা দেবী বাংলা সাহিত্যের প্রথম মহিলা সাহিত্যিক কৃত "দীনবন্ধু স্মৃতি পুরস্কার" প্রাপক হিসেবে সৌভাগ্য অর্জন করেন।
¤ তৃতীয় "দীনবন্ধু স্মৃতি পুরস্কার" প্রাপক ও
দ্বিতীয় পুরুষ সাহিত্যিক কৃত "দীনবন্ধু স্মৃতি পুরস্কার" প্রাপক :-
★১৯৮৫-৮৬ খ্রিস্টাব্দে : নাট্যকার, অভিনেতা ও থিয়েটার পরিচালক দিগিন্দ্রচন্দ্র বন্দ্যোপাধ্যায় "দীনবন্ধু স্মৃতি পুরস্কার" পান। সেই সঙ্গে তিনি বাংলা সাহিত্যের তৃতীয় "দীনবন্ধু স্মৃতি পুরস্কার" প্রাপক হিসেবে স্মরণীয় হয়ে গেলেন। কিন্তু নাট্যকার দিগিন্দ্রচন্দ্র বন্দ্যোপাধ্যায়
বাংলা সাহিত্যের দ্বিতীয় পুরুষ সাহিত্যিক কৃত "দীনবন্ধু স্মৃতি পুরস্কার" প্রাপক হিসেবে বিবেচিত হন।
¤ মরণোত্তর "দীনবন্ধু স্মৃতি পুরস্কার" প্রাপক :-
★১৯৮৯-৯০ খ্রিস্টাব্দে : নাট্যকার, অভিনেতা ও থিয়েটার পরিচালক উৎপল দত্ত মৃত্যুর পরে, অর্থাৎ মরণোত্তর "দীনবন্ধু স্মৃতি পুরস্কার" লাভ করেন।
¤ "দীনবন্ধু স্মৃতি পুরস্কার" প্রত্যাখান করেন যিনি :-
★১৯৯২-৯৩ খ্রিস্টাব্দে : নাট্যকার, অভিনেতা ও থিয়েটার পরিচালক তাপস সেন "দীনবন্ধু স্মৃতি পুরস্কার" গ্রহণ করেননি, তিনি এই পুরস্কার প্রত্যাখান করেন।
¤ দুইবার "দীনবন্ধু স্মৃতি পুরস্কার" প্রাপক :-
★১৯৯১-৯২ খ্রিস্টাব্দে ও ২০০৪-২০০৫ খ্রিস্টাব্দে : নাট্যকার, অভিনেতা ও থিয়েটার পরিচালক খালেদ চৌধুরী দুইবার "দীনবন্ধু স্মৃতি পুরস্কার" লাভ করেন।
¤ শেষ "দীনবন্ধু স্মৃতি পুরস্কার" প্রাপক :-
★২০০৫-২০০৬ খ্রিস্টাব্দে : বাংলা সাহিত্য শেষ "দীনবন্ধু স্মৃতি পুরস্কার" প্রদান করা হয়। সেই বছর শেষ পুরস্কার পান নাট্যকার, অভিনেতা ও থিয়েটার পরিচালক রুদ্রপ্রসাদ সেনগুপ্ত।
¤ তথ্যঋণ :-
১) 'আধুনিক বাংলা সাহিত্যের ইতিহাস' (দ্বিতীয় খণ্ড : ১৮০০-১৯৭২) [এপ্রিল ২০০৪] --- অধ্যাপক শ্রীতপন কুমার চট্টোপাধ্যায়।
¤ আরও দেখুন :-
- আলোচক : সৌম্যদীপ মাইতি
- যোগাযোগ : ৬২৯০৩৭৭১৩৪
- S.L.S.T বাংলা অনলাইন ক্লাসে যুক্ত হতে চাইলে ফোন করে যোগাযোগ করুন আমার ৬২৯০৩৭৭১৩৪ নম্বরে, অথবা আমার WhatssApp-তে ম্যাসেজ করুন ৮৭৬৮৮৩০২৩০ নম্বরে। ধন্যবাদ।
Post a Comment