বাংলা সাহিত্যে রবীন্দ্র ছোটোগল্পের চলচ্চিত্রায়ণ
রবীন্দ্রনাথ ঠাকুরের জীবনে চলচ্চিত্রের ভূমিকা যাই হোক না কেন, বাংলা চলচ্চিত্রে কিন্তু রবীন্দ্রনাথের ভূমিকাকে অস্বীকার করা যায় না। এক্ষেত্রে বিশেষভাবে উল্লেখযোগ্য চলচ্চিত্রায়িত রূপের তথ্যনিষ্ঠ বর্ণনা নীচে দেওয়া হলো ---
১) 'তিনকন্যা' (১৯৬১, সাদা-কালো) :-
★প্রযোজনা : সত্যজিৎ রায় প্রোডাকশন।
★চিত্রনাট্য, সংগীত ও পরিচালনা : সত্যজিৎ রায়।
★কাহিনি : রবীন্দ্রনাথ ঠাকুরের তিনটি ছোটোগল্প - 'মণিহারা', 'পোস্টমাস্টার' ও 'সমাপ্তি' অবলম্বনে।
★চিত্রগ্রহণ : সৌমেন্দু রায়।
★শিল্প নির্দেশনা : বংশী চন্দ্রগুপ্ত।
★সম্পাদনা : দুলাল দত্ত।
★অভিনয় : কালী বন্দ্যোপাধ্যায়, কণিকা মজুমদার (মণিহারা), অনিল চট্টোপাধ্যায়, চন্দনা বন্দ্যোপাধ্যায় (পোস্টমাস্টার), সৌমিত্র চট্টোপাধ্যায়, অপর্ণা দাশগুপ্ত, সীতা দেবী, গীতা দে (সমাপ্তি) প্রমুখ।
★প্রেক্ষাগৃহে মুক্তির তারিখ : ৫ মে ১৯৬১ খ্রিস্টাব্দ।
★প্রেক্ষাগৃহ : রূপবাণী, অরুণা, ভারতী। তাছাড়া রবীন্দ্রনাথ ঠাকুরের শতবর্ষ উপলক্ষে ভারতের অন্যান্য স্থানে একসেলসিয়ার থিয়েটার (বম্বে), মিনার্ভা টকিজ (মাদ্রাজ), লিবার্টি (ব্যাঙ্গালোর), চৌধুরী টকিজ (গৌহাটি) এবং লন্ডনের ন্যাশনাল থিয়েটারে মুক্তি পায়।
★পরিবেশক : ছায়ারাণী।
২) 'চারুলতা' (১৯৬৪, সাদা-কালো) :-
★প্রযোজনা : আর. ডি. বনশল।
★চিত্রনাট্য, সংগীত ও পরিচালনা : সত্যজিৎ রায়।
★কাহিনি : রবীন্দ্রনাথ ঠাকুরের 'নষ্টনীড়' গল্প অবলম্বনে।
★চিত্রগ্রহণ : সুব্রত মিত্র।
★শিল্প নির্দেশনা : বংশী চন্দ্রগুপ্ত।
★সম্পাদনা : দুলাল দত্ত।
★অভিনয় : সৌমিত্র চট্টোপাধ্যায়, মাধবী মুখোপাধ্যায়, শৈলেন মুখোপাধ্যায়, গীতালি প্রমুখ।
★প্রেক্ষাগৃহে মুক্তির তারিখ : ১৭ এপ্রিল ১৯৬৪ খ্রিস্টাব্দ।
★প্রেক্ষাগৃহ : শ্রী, প্রাচী, ইন্দিরা, অশোকা।
★পরিবেশক : আর. ডি. বনশাল।
৩) 'কাবুলিওয়ালা' (১৯৫৭) :-
★প্রযোজনা : চারু মিত্র।
★পরিচালনা : তপন সিংহ।
★কাহিনি : রবীন্দ্রনাথ ঠাকুর।
★অতিরিক্ত সংলাপ : প্রেমেন্দ্র মিত্র।
★আলোকচিত্র : অনিল বন্দ্যোপাধ্যায়।
★সংগীত : পণ্ডিত রবিশঙ্কর।
★শিল্প নির্দেশনা : সুনীতি মিত্র।
★সম্পাদনা : সুবোধ রায়।
★শব্দগ্রহণ : মণি বসু।
★অভিনয় : ছবি বিশ্বাস, টিঙ্কু ঠাকুর, রাধামোহন ভট্টাচার্য, মঞ্জু দে, জীবেন বসু, জহর রায়, কালী বন্দ্যোপাধ্যায়, কৃষ্ণধন মুখোপাধ্যায়, ধীরাজ দাস, নৃপতি চট্টোপাধ্যায়, আশা দেবী, লীলাবতী কড়ালি, রঞ্জন গুপ্ত, শ্রাবণী চৌধুরী, প্রীতি মজুমদার প্রমুখ।
★প্রেক্ষাগৃহে মুক্তির তারিখ : ৪ জানুয়ারি ১৯৫৭ খ্রিস্টাব্দ।
★প্রেক্ষাগৃহ : রূপবাণী, অরুণা, ভারতী ও অন্যত্র।
৪) 'ক্ষুধিত পাষাণ' (১৯৬০) :-
★প্রযোজনা ও পরিচালনা : হেমেন গঙ্গোপাধ্যায়।
★চিত্রনাট্য : তপন সিংহ।
★কাহিনি : রবীন্দ্রনাথ ঠাকুর।
★আলোকচিত্র : বিমল মুখোপাধ্যায়।
★সংগীত : ওস্তাদ আলি আকবর খাঁ।
★শিল্প নির্দেশনা : সুনীতা মিত্র।
★সম্পাদনা : সুবোধ রায়।
★শব্দগ্রহণ : অতুল চট্টোপাধ্যায় ও নৃপেন পাল।
★অভিনয় : অরুন্ধতী মুখোপাধ্যায়, সৌমিত্র চট্টোপাধ্যায়, ছবি বিশ্বাস, রাধামোহন ভট্টাচার্য, পদ্মাদেবী, দিলীপ রায়, বীণা চাঁদ, রবীন বন্দ্যোপাধ্যায়, ধীরাজ দাস প্রমুখ।
★প্রেক্ষাগৃহে মুক্তির তারিখ : ৬ মে ১৯৬০ খ্রিস্টাব্দ।
★প্রেক্ষাগৃহ : মিনার, বিজলী, ছবিঘর ও অন্যত্র।
৫) 'অতিথি' (১৯৬৫) :-
★প্রযোজনা : নিউ থিয়েটার্স এক্সিবিউটার্স।
★পরিচালনা ও চিত্রনাট্য : তপন সিংহ।
★কাহিনি : রবীন্দ্রনাথ ঠাকুর।
★আলোকচিত্র : দিলীপ রঞ্জন মুখোপাধ্যায়।
★সংগীত : তপন সিংহ।
★শিল্প নির্দেশনা : সুনীতি মিত্র।
★সম্পাদনা : সুবোধ রায়।
★শব্দগ্রহণ : অতুল চট্টোপাধ্যায় ও ইন্দু অধিকারী।
★অভিনয় : পার্থসারথি মুখোপাধ্যায়, সলিল দত্ত, সৌমেন মুখোপাধ্যায়, বঙ্কিম ঘোষ, অজিতেশ বন্দ্যোপাধ্যায়, বিনয় লাহিড়ী, রসরাজ চক্রবর্তী, সাধন সেনগুপ্ত, তপন ভট্টাচার্য, বাসবী বন্দ্যোপাধ্যায়, মিতি মুখোপাধ্যায়, সুনীতা সিংহ, নমিতা বিশ্বাস, শিবানী চক্রবর্তী, কৃষ্ণা বসু, গীতা গুপ্ত প্রমুখ।
★প্রেক্ষাগৃহে মুক্তির তারিখ : ১ জুন ১৯৬৫ খ্রিস্টাব্দ।
★প্রেক্ষাগৃহ : রূপবাণী, অরুণা, ভারতী ও অন্যত্র।
৬) 'ইচ্ছাপূরণ' (১৯৭০) :-
★চিত্রনাট্য ও পরিচালনা : মৃণাল সেন।
★কাহিনি : রবীন্দ্রনাথ ঠাকুর।
★চিত্রগ্রহণ : কে. কে. মহাজন।
★সংগীত : অলোকনাথ দে।
★সম্পাদনা : গঙ্গাধর নস্কর।
★প্রযোজনা : চিলড্রেন্স ফিল্ম সোসাইটির পক্ষে মৃণাল সেন প্রোডাকশনস।
★অভিনয় : শেখর চট্টোপাধ্যায়, সুরজিত নন্দী, শোভা সেন, নিমাই ঘোষ, সাধু মেহের, কেয়া চক্রবর্তী, মনিকা রায়চৌধুরী।
★প্রেক্ষাগৃহে মুক্তি : ১৯৭০ খ্রিস্টাব্দে।
৭) 'মেঘ ও রৌদ্র' (সাদা-কালো) :-
★কাহিনি বিন্যাস : বিমল মুখোপাধ্যায়।
★মূল কাহিনি : রবীন্দ্রনাথ ঠাকুর।
★সংগীত পরিচালনা : অলোকনাথ দে।
★সংগীত : সুচিত্রা মিত্র।
★পরিবেশনা : কে. এন. কাপুর ডিস্ট্রিবিউটরস্।
★প্রযোজনা : রবীন্দ্রনাথ মালহোত্রা ও অন্যান্য।
★পরিচালনা : অরুন্ধতী দেবী।
★অভিনয় : স্বরূপ দত্ত, অজিতেশ বন্দ্যোপাধ্যায়, চিন্ময় রায়, সমিতা ভঞ্জ, নৃপতি চট্টোপাধ্যায় প্রমুখ।
৮) 'সুভা ও দেবতার গ্রাস' :-
★পরিচালনা : পার্থপ্রতিম চৌধুরী।
★মূল কাহিনি : রবীন্দ্রনাথ ঠাকুর।
★সংগীত পরিচালনা : ভি. বালসারা।
★অভিনয় : শর্মিলা ঠাকুর, কালী বন্দ্যোপাধ্যায়, অনুভা গুপ্ত, লিলি চক্রবর্তী, নিভাননী দেবী প্রমুখ।
৯) 'খোকাবাবুর প্রত্যাবর্তন' (সাদা-কালো) :-
★চিত্রনাট্য : বিনয় চট্টোপাধ্যায়।
★মূল কাহিনি : রবীন্দ্রনাথ ঠাকুর।
★সংগীত পরিচালনা : হেমন্ত মুখোপাধ্যায়।
★প্রযোজনা ও পরিচালনা : অগ্রদূত।
★অভিনয় : উত্তম কুমার (প্রকৃত নাম - অরুণকুমার চট্টোপাধ্যায়), শোভা সেন, জহর গঙ্গোপাধ্যায়, শিশির বটব্যাল, অসিত বরণ, দীপ্তি রায়, সুমিতা সান্যাল, তুলসী চক্রবর্তী প্রমুখ।
১০) 'দালিয়া' (১৯৩০) [নির্বাক বাংলা ছবি] :-
★কাহিনি : রবীন্দ্রনাথ ঠাকুর।
★পরিচালনা : মধু বসু।
★চিত্রগ্রহণ : যতীন দাস।
★প্রযোজনা : ম্যাডান থিয়েটার।
★অভিনয় : রাজহংস, কার্তিক রায়, রমলা দেবী ও মিসেস রুবি।
★মুক্তি পায় : ক্রাউনন-এ, ২৬ জুলাই ১৯৩০ খ্রিস্টাব্দে।
১১) 'গিরিবালা' (১৯৩০) [নির্বাক বাংলা ছবি] :-
★কাহিনি : রবীন্দ্রনাথ ঠাকুর।
★চিত্রনাট্য ও পরিচালনা : মধু বসু।
★চিত্রগ্রহণ : যতীন দাস।
★প্রযোজনা : ম্যাডান থিয়েটার।
★অভিনয় : ধীরাজ ভট্টাচার্য, নরেশ মিত্র, তিনকড়ি চক্রবর্তী, লীলাবতী, শান্তি গুপ্তা ও ললিতা দেবী।
★মুক্তি পায় : কর্ণওয়ালিশ-এ, ১৫ ফেব্রুয়ারি ১৯৩০ খ্রিস্টাব্দে। ১৯৪৭ খ্রিস্টাব্দে 'গিরিবালা'র হিন্দি চিত্ররূপ নির্মিত হয়।
¤ তথ্যঋণ :-
১) 'ছোটগল্প : চলচ্চিত্র - নির্বাচিত রবীন্দ্র ছোটগল্পের চলচ্চিত্রায়ণ' (৯ মে ২০০৬ / ২৫ বৈশাখ ১৪১৩) --- শাশ্বতী সেনগুপ্ত।
★প্রকাশনা সংস্থা : 'ঘোষ এন্ড কোং', ১২, রমানাথ মজুমদার স্ট্রিট, কলকাতা - ৭০০০৭৩।
২) 'রবীন্দ্রনাথের চলচ্চিত্র ভাবনা' (চিত্রভাষ : সেপ্টেম্বর-অক্টোবর ১৯৯৮) --- কিরণময় রাহা।
- আলোচক : সৌম্যদীপ মাইতি
- যোগাযোগ : ৬২৯০৩৭৭১৩৪
- S.L.S.T বাংলা অনলাইন ক্লাসে যুক্ত হতে চাইলে ফোন করে যোগাযোগ করুন আমার ৬২৯০৩৭৭১৩৪ নম্বরে, অথবা আমার WhatssApp-তে ম্যাসেজ করুন ৮৭৬৮৮৩০২৩০ নম্বরে। ধন্যবাদ।
Post a Comment