NEW :
Loading contents...

আমাদের চারপাশের পরিবেশ ও উদ্ভিদজগৎ

1. বাঁশ কী ধরনের উদ্ভিদ?

(A) পর্নমোচী              

(B) গুল্ম

(C) চিরসবুজ             

(D) কোনোটিই নয়

2. চিনের জায়েন্ট পাণ্ডা, নেপালের ও ভারতের রেড পাণ্ডা, মাদাগাস্কারের লেমুর, গরিলাদের অন্যতম প্রধান খাদ্য হলো -

(A) কচুরিপানা           

(B) বাঁশ

(C) শালপাতা             

(D) কোনোটিই নয়

3. সিলিকন ডাই-অক্সাইড ও সিলিসিক অ্যাসিড সমৃদ্ধ 'তবাশির' পাওয়া যায় -

(A) কচুরিপানাতে      

(B) বাঁশ গাছে

(C) শাল গাছে           

(D) ডালিম গাছে

4. জলে অক্সিজেন (O2)-এর মাত্রা কমিয়ে দেয় -

(A) কচুরিপানা          

(B) শালুক

(C) পদ্ম                     

(D) পানিফল

5. রজন ও ট্যানিন পাওয়া যায় কোন গাছ থেকে?

(A) শাল গাছ             

(B) সুন্দরী গাছ

(C) গোলপাতা গাছ    

(D) কেয়া গাছ

6. ভারতে কত ধরনের মশলার চাষ হয়? 

(A) 40 ধরনের           

(B) 30 ধরনের

(C) 20 ধরনের           

(D) 50 ধরনের

7. গোলমরিচ কী জাতীয় উদ্ভিদ?

(A) বৃক্ষজাতীয়          

(B) গুল্মজাতীয়

(C) লতাজাতীয়         

(D) কোনোটিই নয়

8. দারচিনি _________ উদ্ভিদ।

(A) পর্ণমোচী              

(B) চিরসবুজ

(C) গুল্মজাতীয়          

(D) বীরুৎজাতীয়

9. হলুদ ও এলাচ __________ উদ্ভিদ।

(A) বীরুৎজাতীয়        

(B) পর্ণমোচী

(C) চিরসবুজ              

(D) গুল্মজাতীয়

10. নীচের কোন গাছে কন্দ দেখা যায়?

(A) হলুদ                     

(B) আলু

(C) এলাচ                   

(D) শাল

11. কারকিউমিন একটি _____________

(A) বিষাক্ত পদার্থ         

(B) জীবাণুনাশক

(C) (A) ও (B) উভয়েই  

(D) কোনোটিই নয়

12. গ্রন্থিকাণ্ড দেখা যায় -

(A) আদায়                 

(B) রসুনে

(C) পেঁয়াজে               

(D) দারচিনিতে ‌‌‌‌‌‌

13. বহুমূত্র রোগের নিরাময় হয় নিম্নলিখিত কোন পাতার রস দ্বারা?

(A) নিম                      

(B) কালমেঘ

(C) সর্পগন্ধা                

(D) কোনোটিই নয়

14. মিউসিলেজ ও পেকটিন থাকে ______ গাছে যা কোষ্ঠ কাঠিন্য দূর করে?

(A) বেল                      

(B) নিম

(C) আমলকী              

(D) বহেড়া 

15. পেটের গোলমাল, রক্তক্ষরণ, আমাশয় বন্ধ করতে নীচের কোন গাছটি সক্ষম?

(A) বেল গাছ              

(B) আমলকী গাছ

(C) নিম গাছ               

(D) বহেড়া গাছ

16. ভিনক্রিস্টিন ও ভিনপ্লাস্টিন থাকে ______ গাছে যা ব্লাড ক্যানসার নিরাময়ে সাহায্য করে?

(A) নয়নতারা             

(B) আমলকী

(C) নিম                      

(D) বেল

17. পেটের গোলমাল, বমিভাব দূর করতে, জীবাণুনাশক; কাশি, অরুচি ও পাকস্থলীর প্রদাহে উপকারী -

(A) নিম পাতা             

(B) আম পাতা

(C) পুদিনা পাতা         

(D) কোনোটিই নয়

18. অ্যাসিডের আধিক্য, রক্তের ঘন হয়ে যাওয়ার প্রবণতা, দূষণজনিত চাপ ও অস্থির প্রদাহ কমাতে সাহায্য করে নিম্নলিখিত কোন পাতার নির্যাস?

(A) ঘৃতকুমারী            

(B) পুদিনা

(C) কচুরিপানা           

(D) নয়নতারা

19. স্ফীতকন্দ দেখা যায় -

(A) আদায়                 

(B) রসুনে

(C) পেঁয়াজে               

(D) আলুতে

20. আদার গ্রন্থিকাণ্ড, আলুর স্ফীতকন্দ প্রভৃতি পরিবর্তিত কাণ্ডগুলি একধরনের কী অঙ্গ?

(A) সমসংস্থ অঙ্গ       

(B) সমবৃত্তীয় অঙ্গ

(C) লুপ্তপ্রায় অঙ্গ       

(D) সদৃশ অঙ্গ

21. কারকিউনিন যৌগটি পাওয়া যায় কোন মশলায়?

(A) দারুচিনি             

(B) হলুদ

(C) রসুন                   

(D) চিনি

22. কারকিউমিন যৌগটি আছে বলেই নিম্নলিখিত কোন রোগে চিকিৎসকরা হলুদ খেতে বলে?

(A) ক্যান্সার রোগে   

(B) কিডনির রোগে

(C) লিভারের রোগে 

(D) হৃৎপিণ্ডের রোগে

  ★উত্তরপত্র★  

1. (C)  2. (B)  3. (B)  4. (A)  5. (A)  6. (D) 7. (C)  8. (B)  9. (A)  10. (A)  11. (B)  12. (A)  13. (A)  14. (A)  15. (B)  16. (A)  17. (C)  18. (A)  19. (D)  20. (A)  21. (B)  22. (C)

  ¤ আরও দেখুন :-  


  • আলোচক : পিন্টু পাল
  • সহযোগী-আলোচক : সৌম্যদীপ মাইতি
  • যোগাযোগ : ৬২৯০৩৭৭১৩৪

This is a premium content, you can continue reading this content in our Android App. Click the button below to continue. alert-info

Post a Comment

Previous Post Next Post