মানুষের খাদ্য ও খাদ্য উৎপাদন (পরিবেশবিদ্যা)
1. নীচের কোনটি খারিফ শস্য?
(A) বার্লি (B) মটর
(C) সরষে (D) সয়াবিন
2. নীচের কোনটি রবিশস্য?
(A) ভুট্টা (B) তুলো
(C) বার্লি (D) চীনেবাদাম
3. নিম্নলিখিত কোনটি কন্দ জাতীয় ফল?
(A) আলু (B) আদা
(C) দুটিই ঠিক (D) উপরের কোনোটিই নয়
4. নীচের কোনটি আলংকারিক উদ্ভিদ?
(A) গোলাপ (B) জুঁই
(C) বোগেনভেলিয়া (D) আঙুর
5. জৈবসার মাটির জল ধারণের ক্ষমতা –
(A) বাড়ায় (B) কমায়
(C) সীমিত রাখে (D) উপরের কোনোটিই নয়
6. উদ্ভিদের দেহে প্রায় কত শতাংশ জল থাকে?
(A) 60% (B) 70%
(C) 80% (D) 90%
7. পশ্চিমবঙ্গে কোন ধানের চাষ বেশি করা হয়?
(A) আউশ (B) আমন
(C) বোরো (D) উপরের কোনোটিই নয়
8. গোলাপখাস ও ঝুমকোফজলি হলো –
(A) লিচুর জাত (B) আমের জাত
(C) কলার জাত (D) আঙ্গুরের জাত
9. কালো চায়ে কোন অ্যাসিড থাকে?
(A) ম্যালিক (B) সাইট্রিক
(C) ফলিক (D) টারটারিক
10. মৌমাছিদের জীবনে ক'টি দশা দেখা যায়?
(A) 2টি (B) 3টি
(C) 4টি (D) 5টি
11. ভারতবর্ষের স্থলভাগের মোট কত শতাংশ বনভূমি?
(A) 18% (B) 19%
(C) 21% (D) 23%
12. কোন সালকে ‘আন্তর্জাতিক বনবর্ষ’ বলা হয়?
(A) 2009 (B) 2010
(C) 2011 (D) 2012
13. সারা পৃথিবীতে মানুষ প্রতি সেকেন্ড কত একর বনভূমি কেটে ধ্বংস করছে?
(A) এক একর (B) দেড় একর
(C) দুই একর (D) আড়াই একর
14. একহাজার গ্রাম সমুদ্রের জলে প্রায় কত গ্রাম লবণ থাকে?
(A) 10 – 13 gm (B) 23 – 28 gm
(C) 33 – 38 gm (D) 43 – 48 gm
15. কেল্প হল একধরনের –
(A) সামুদ্রিক উদ্ভিদ (B) সামুদ্রিক প্রাণী
(C) সামুদ্রিক শ্যাওলা (D) সামুদ্রিক মাছ
16. কোন সার মাটির গঠন উন্নত করতে সাহায্য করে?
(A) রাসায়নিক সার (B) জৈব সার
(C) অজৈব সার (D) কীটনাশক
17. একই ফসল চাষ না করে মাঝে মাঝে একবার অন্য ধরনের ফসল চাষ করাকে কী বলে?
(A) শষ্য বিবর্তন (B) বিকল্প চাষ
(C) শষ্য আবর্তন (D) ঝুম
18. রাইবোজোম হলো একধরনের –
(A) ভাইরাস (B) অণুজীব
(C) ব্যাক্টেরিয়া (D) প্ল্যাংটন
19. নিম্নলিখিত কোন মাছটি ব্যবসায়িক দিক দিয়ে গুরুত্বপূর্ণ নয়?
(A) রুই (B) কাতলা
(C) কালবোস (D) পুঁটি
20. সাধারণত বদ্ধ জলে ডিম পাড়ে –
(A) বহিরাগত কার্প (গ্রাম কার্প, সিলভার কার্প)
(B) মেজর কার্প (রুই, কাতলা)
(C) মাইনর কার্প (বাটা, পুঁটি)
(D) উপরের কোনোটিই নয়
21. সংকর জাতের মুরগি তৈরির কথা হয় সম্ভবত কত খ্রিস্টাব্দে?
(A) 1920 খ্রিস্টাব্দে (B) 1930 খ্রিস্টাব্দে
(C) 1940 খ্রিস্টাব্দে (D) 1950 খ্রিস্টাব্দে
22. সিলভার ওক জাতীয় গাছ নিম্নলিখিত কোনটির সাথে সম্পর্কিত?
(A) কলা (B) কফি
(C) চা (D) রাবার
23. একেকবার প্রতিটি চা গাছ থেকে কত গ্রাম পাতা তোলা হয়?
(A) 5 – 10 gm (B) 10 – 15 gm
(C) 15 – 20 gm (D) 20 – 25 gm
24. নীচের কোনটিতে মরিচা রোগ হয়?
(A) আলুতে (B) পাটে
(C) ধানে (D) গমে
25. নীচের কোনটি বাগানে চাষ করা হয় না?
(A) আখ (B) চা
(C) কফি (D) ধান
26. নিম্নলিখিত কোনটি তন্ডুল ফসল?
(A) তুলো (B) পাট
(C) সরষে (D) ধান
27. ‘Horticulture’ শব্দটির কীসের সঙ্গে যুক্ত?
(A) সংস্কৃতি (B) নাট্যসাহিত্য
(C) শাকসবজি (D) মাছচাষ
28. নিম্নলিখিত কোন চাষে বীজ প্রথমে বীজতলায় বোনা হয় না?
(A) ধানচাষে (B) পেঁয়াজ চাষে
(C) টম্যাটো চাষে (D) গম চাষে
29. মৃত উদ্ভিদ ও প্রাণীদের বর্জ্য থেকে কোন সার তৈরি হয়?
(A) অজৈব সার (B) জৈব সার
(C) রাসায়নিক সার (D) কীটনাশক
30. নীচের কোনটি Wilt (উইল্ট) রোগ সৃষ্টি করে?
(A) ভাইরাস (B) ছত্রাক
(C) ব্যাকটেরিয়া (D) ফসল ধ্বংসকারী প্রাণী
★উত্তরপত্র★
1. (D) 2. (C) 3. (C) 4. (C) 5. (A) 6. (D) 7. (B) 8. (D) 9. (C) 10. (B) 11. (C) 12. (C) 13. (B) 14. (C) 15. (C) 16. (B) 17. (C) 18. (C) 19. (D) 20. (C) 21. (B) 22. (C) 24. (B) 25. (D) 26. (D) 27. (C) 28. (D) 29. (B) 30. (C)
- আলোচক : পিন্টু পাল
- সহযোগী-আলোচক : সৌম্যদীপ মাইতি
- যোগাযোগ : ৬২৯০৩৭৭১৩৪
Post a Comment