NEW :
Loading contents...

ধ্বনি পরিবর্তনের কারণ থেকে সংক্ষিপ্ত প্রশ্নোত্তর

১) 'মধ্য স্বরাগম'-এর অপর নাম কী?

(ক) অসমীকরণ

(খ) বিপ্রকর্ষ √

(গ) বিষমীভবন

(ঘ) সমীভবন

২) নীচের কোনটি অপিনিহিতির উদাহরণ?

(ক) জন্ম > জম্ম

(খ) ধর্ম > ধরম

(গ) আজি > আইজ √

(ঘ) অলাবু > লাবু > লাউ

৩) 'বউদি ফাল্গুন মাসের সক্কাল বেলা অযথাই বড়দার সঙ্গে তক্ক কত্তে লাগল।' -- এই বাক্যে কয়টি শব্দে ধ্বনি পরিবর্তন ঘটেছে?

(ক) ৬টি √

(খ) ৭টি

(গ) ৮টি

(গ) ৯টি

৪) 'কবাট > কপাট', 'ধোবা > ধোপা' -- এগুলি কীসের উদাহরণ?

(ক) ধ্বনি বিপর্যয়

(খ) অভিশ্রুতি

(গ) ব্যঞ্জন চ্যুতি

(ঘ) ব্যঞ্জন বিকৃতি √

৫) নিম্নলিখিত কোনটি স্বরভক্তির উদাহরণ?

(ক) বিলিতি

(খ) পিরীতি √

(গ) বসতি

(ঘ) জানালা

৬) দ্রুত উচ্চারণের জন্য শব্দের আদি, অন্ত্য বা মধ্যবর্তী কোনো স্বরধ্বনির লোপকে কী বলা হয়?

(ক) সমীভবন

(খ) অভিশ্রুতি

(গ) স্বরসঙ্গতি

(ঘ) স্বরলোপ বা সম্প্রকর্ষ √

৭) অভিশ্রুতির ক্ষেত্রে কোন কোন স্বরধ্বনির পরিবর্তন হয়?

(ক) এ, ঐ

(খ) ই, এ

(গ) ই, উ √

(ঘ) ই, ঔ

৮) নিম্নলিখিত কোনটি বিষমীভবনের উদাহরণ?

(ক) লাল > নাল √

(খ) গল্প > গপ্প

(গ) তুলা > তুলো

(ঘ) সুবর্ণ > স্বর্ণ

৯) নীচের কোনটি ধ্বনি বিকারের উদাহরণ?

(ক) গাহিল > গাইল

(খ) লেবু > নেবু √

(গ) বন্যা > বান

(ঘ) মারল > মাল্ল

১০) শব্দমধ্যস্থ দুটি ভিন্ন ধ্বনি একে অপরের প্রভাবে অল্প-বিস্তার সমতা লাভ করলে তাকে কী বলে?

(ক) বিপ্রকর্ষ

(খ) সম্প্রকর্ষ ‌

(গ) সমীভবন √

(ঘ) অসমীকরণ

১১) নীচের কোনটি পরাগত স্বরসঙ্গতির উদাহরণ?

(ক) আখো > আখুয়া > এখো √

(খ) শিকা > শিকে

(গ) বিলাতি > বিলিতি

(ঘ) মোজা > মোজো

১২) 'বাপজান > বাজান' -- এটি কী জাতীয় ধ্বনি পরিবর্তনের দৃষ্টান্ত?

(ক) অভিশ্রুতি

(খ) স্বরলোপ

(গ) ধ্বনি বিপর্যয়

(ঘ) অন্তর্হতি √

১৩) 'শরীর > শরীল' -- এই শব্দটিতে ধ্বনি পরিবর্তনের কোন ধরনের নিয়ম প্রযোজ্য?

(ক) সমীভবন

(খ) বিষমীভবন √

(গ) অসমীভবন

(ঘ) ধ্বনি বিপর্যয়

১৪) 'স্কুল > ইস্কুল', 'স্তাবল > আস্তাবল' -- এই ধরনের ধ্বনি পরিবর্তনকে কী বলে?

(ক) অপিনিহিতি

(খ) অন্ত্য স্বরাগম

(গ) মধ্য স্বরাগম বা বিপ্রকর্ষ

(ঘ) আদি স্বরাগম √

১৫) নীচের কোনটি অসমীকরণের উদাহরণ?

(ক) ধপ + ধপ = ধপাধপ √

(খ) মুরগ > মুরোগ > মোরগ

(গ) জালিয়া > জাইল্যা

(ঘ) পদ্ম > পদ্দ

১৬) নিম্নলিখিত কোনটি ধ্বনি বিপর্যয়ের উদাহরণ?

(ক) বড়দাদা > বড়দা

(খ) কিছু > কিচ্ছু

(গ) পিশাচ > পিচাশ √

(ঘ) মুক্তা > মুকুতা

১৭) 'ধরণা > ধন্না' -- এটি কী ধরনের ধ্বনি পরিবর্তনের উদাহরণ?

(ক) স্বরভক্তি

(খ) সমীভবন √

(গ) অপিনিহিতি

(ঘ) স্বরসঙ্গতি

১৮) একই স্বরের পুনরাবৃত্তি দূর করার জন্য মাঝখানে স্বরধ্বনি যুক্ত হওয়াকে কী বলে?

(ক) সমীকরণ

(খ) স্বরসঙ্গতি

(গ) অপিনিহিতি

(ঘ) অসমীকরণ √

১৯) নীচের কোনটি ব্যঞ্জন বিকৃতির দৃষ্টান্ত?

(ক) ফাল্গুন > ফাগুন

(খ) বউদিদি > বউদি

(গ) ধোবা > ধোপা √

(ঘ) ধরিতে > ধরতে

২০) 'পাকা > পাক্কা', 'ছোট > ছোট্ট', 'বড় > বড্ড' -- এগুলি কীসের উদাহরণ?

(ক) দ্বিত্ব ব্যঞ্জন বা ব্যঞ্জনদ্বিত্ব বা বর্ণদ্বিত্ব √

(খ) ধ্বন্যাত্মক

(গ) দিরুক্ত শব্দ

(ঘ) ব্যঞ্জনাগম

২১) 'Prothesis' শব্দটির বাংলা প্রতিশব্দ কোনটি?

(ক) ধ্বনিসংযুক্তি

(খ) আদি স্বরাগম √

(গ) স্বরভক্তি

(ঘ) বিপ্রকর্ষ

২২) 'গিলা > গেলা', 'মিঠা > মিঠে', 'ইচ্ছা > ইচ্ছে' -- এরূপ ধ্বনি পরিবর্তনকে কী বলা হয়?

(ক) স্বরসঙ্গতি √

(খ) স্বরভক্তি

(গ) ধ্বনি বিপর্যয়

(ঘ) স্বরলোপ

২৩) 'ফলাহার > ফলাহার' হয়েছে, তাকে কী বলে?

(ক) ব্যঞ্জনাচ্যুতি

(খ) ব্যঞ্জন বিকৃতি

(গ) অন্তর্হতি √

(ঘ) বিষমীভবন

২৪) 'ফলাহার > ফলার' শব্দ হওয়ার কারণ কী?

(ক) বর্ণ বিপর্যয়

(খ) বর্ণদ্বিত্ব

(গ) বর্ণাগম

(ঘ) বর্ণলোপ (হ-কার লোপ) √

২৫) নীচের কোন শব্দটিতে মধ্য স্বরলোপ (সম্পকর্ষ) ঘটেছে?

(ক) মশারি

(খ) গামছা √

(গ) লুঙ্গি

(ঘ) চাদর

২৬) 'আশু > আউশ', 'চালু > চাউল', 'মাটিয়া > মাইট্যা' -- এগুলি ধ্বনি পরিবর্তনের কোন নিয়মের উদাহরণ?

(ক) অপিনিহিতি √

(খ) সমীভবন

(গ) বিপ্রকর্ষ

(গ) বর্ণ বিপর্যয়

২৭) আদিস্বর অনুযায়ী অন্ত্যস্বর পরিবর্তিত হলে কোন ধরনের স্বরসঙ্গতি হয়?

(ক) পরাগত স্বরসঙ্গতি

(খ) মধ্যগত স্বরসঙ্গতি

(গ) প্রগত স্বরসঙ্গতি √

(ঘ) অন্যোন্য স্বরসঙ্গতি

২৮) নিম্নলিখিত কোনটি ধ্বনি বিপর্যয়ের উদাহরণ?

(ক) শরীর > শরীল

(খ) হংস > হাঁস

(গ) পাকা > পাক্কা

(ঘ) লাফ > ফাল √

২৯) নিম্নলিখিত কোনটি অন্ত্য স্বরাগমের উদাহরণ?

(ক) বাক্য > বাইক্য

(খ) সত্য > সত্যি √

(গ) শক্তি > শকতি

(ঘ) ভাসিয়া > ভাইস্যা

৩০) 'স্নান > সিনান', 'হর্ষ > হরষ', 'ত্রিশ > তিরিশ' -- এগুলি কোন ধরনের ধ্বনি পরিবর্তনের প্রক্রিয়া?

(ক) মধ্য স্বরাগম বা বিপ্রকর্ষ √

(খ) ধ্বনিলোপ

(গ) সমীভবন

(ঘ) স্বরসঙ্গতি

  ¤ আরও দেখুন :-  


  • আলোচক : সৌম্যদীপ মাইতি
  • যোগাযোগ : ৬২৯০৩৭৭১৩৪
  • S.L.S.T  বাংলা অনলাইন ক্লাসে যুক্ত হতে চাইলে ফোন করে যোগাযোগ করুন আমার ৬২৯০৩৭৭১৩৪ নম্বরে, অথবা আমার WhatssApp-তে ম্যাসেজ করুন ৮৭৬৮৮৩০২৩০ নম্বরে। ধন্যবাদ।

This is a premium content, you can continue reading this content in our Android App. Click the button below to continue. alert-info

Post a Comment

Previous Post Next Post