মধুসূদন দত্তের কাব্যের ব্যঙ্গরূপ বা প্যারোডি
মাইকেল মধুসূদন দত্তের অমর সৃষ্টি 'মেঘনাদবধ কাব্য' (১৮৬০)-কে অবলম্বন করেই মূলত বাংলা সাহিত্যে ব্যঙ্গ কবিতা বা প্যারোডি ধারার সৃষ্টি হয়েছে। তার আগে ব্যঙ্গানুকৃতি বা প্যারোডির উল্লেখযোগ্য কোনো দৃষ্টান্ত আমাদের চোখে পড়ে না। মধুসূদনের নব্য কাব্যরীতি, এমন কি রামায়ণের কাহিনির বিন্যাস রীতি অনেকেই মেনে নিতে পারে নি। কেউ কেউ বিদ্রূপাত্মক ভঙ্গিতে মধুসূদনকে ব্যঙ্গ করেছেন এবং অক্ষম অনুকরণ করেছেন। কারো কারো রচনায় মধুসূদনের কাব্যের সার্থক অনুকৃতিও ঘটেছে। মধুসূদন বাংলা সাহিত্যে কতখানি সুদূরপ্রসারী প্রভাব ফেলেছেন তা তাঁকে বা তাঁর রচনাকে ব্যঙ্গ করে লিখিত রচনা থেকেই সহজেই বোঝা যায়। মাইকেল মধুসূদন দত্তের কাব্যের ব্যঙ্গরূপ বা প্যারোডির একটি তালিকা নিম্নে দেওয়া হল —
- 'ছুছুন্দরী-বধ কাব্য' — জগবন্ধু ভদ্র — ('মেঘনাদবধ কাব্য'কে ব্যঙ্গ করে লিখিত) — ১৮৬৮ খ্রিস্টাব্দ।
- 'ভারত উদ্ধার কাব্য' — ইন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় — ১৮৭৮ খ্রিস্টাব্দ।
- 'মেঘনাদবধ ব্যঙ্গ কাব্য' — বিহারীলাল চট্টোপাধ্যায় — ১৮৭৮ খ্রিস্টাব্দ।
- 'পৌষ পার্বণ' — শ্রীনেহাল চন্দ্র চাঁদ — ১৮৮৩ খ্রিস্টাব্দ।
- 'নটেন্দ্ৰলীলা কাব্য' — শ্রীমান দিগ্গজ চন্দ্ৰ বিদ্যানন্দী — ১২৯১ বঙ্গাব্দ।
- 'একাদশ অবতার বা পঞ্চানন্দ মঙ্গল' — শ্রীমহাকবি ধূর্জটি — ১২৯৩ বঙ্গাব্দ।
- 'গুল্ক আক্রমণ কাব্য' — দ্বিজেন্দ্রনাথ ঠাকুর — ১৮৮৮ খ্রিস্টাব্দ।
- 'ব্যাঘ্র-বধ মহাকাব্য' — অমৃতলাল বসু।
- 'মশকবধ কাব্য' — সতীশচন্দ্ৰ ঘটক।
- 'অম্বলা সম্বরা কাব্য' — সত্যেন্দ্রনাথ দত্ত।
- 'আদর্শ কবি' — শ্রীকমলা কান্ত শর্মা — ১৩০৮ বঙ্গাব্দ।
- 'বঙ্গ বীরাঙ্গনা কাব্য' — গোলাম হোসেন ('বীরাঙ্গনা কাব্যে'র প্যারোডি) — ১৯০৬ খ্রিস্টাব্দ।
- 'চিরকুমার সভা' (প্রহসন) — রবীন্দ্রনাথ ঠাকুর (এই প্রহসনে রবীন্দ্রনাথ ঠাকুর 'মেঘনাদবধ কাব্যে'র কয়েকছত্র ব্যঙ্গানুকৃতি রচনা করেন) — ১৯২৬ খ্রিস্টাব্দ।
- 'মনোদর্পণ' — সজনীকান্ত দাস (এই রচনায় তিনি 'মেঘনাদবধ কাব্যে'র পদ্যানুবাদ করেন)।
¤ তথ্যঋণ :- 'মধুসূদন : বিচিত্র অনুষঙ্গ' (জুন ২০১৩) --- খসরু পারভেজ।
★প্রকাশনা সংস্থা :- 'কথাপ্রকাশ', ৩৮/৩, কম্পিউটার কমপ্লেক্স (৩য় তলা), বাংলাবাজার, ঢাকা - ১১০০।
¤ আরও দেখুন :-
- আলোচক : সৌম্যদীপ মাইতি
- যোগাযোগ : ৬২৯০৩৭৭১৩৪
- S.L.S.T বাংলা অনলাইন ক্লাসে যুক্ত হতে চাইলে ফোন করে যোগাযোগ করুন আমার ৬২৯০৩৭৭১৩৪ নম্বরে, অথবা আমার WhatssApp-তে ম্যাসেজ করুন ৮৭৬৮৮৩০২৩০ নম্বরে। ধন্যবাদ।
Post a Comment