NEW :
Loading contents...

  কবি-সাহিত্যিকদের উপাধি বা বিশেষ নাম  

এটি আমার ৪-৫ বছর আগের পুরোনো পোস্ট। আমি ভেবেছিলাম এটাকে আমাদের তিনজনের লেখা 'বাংলা সাহিত্যিক চরিতমালা : আধুনিক যুগ' (প্রথম খণ্ড) বইটি দেখে আধুনিক যুগের কবি-সাহিত্যিক সম্পর্কে আরও অনেক আপডেট করব। কারণ ওখানে কবি-সাহিত্যিকদের আরো অনেক উপাধি বা বিশেষ নাম দেওয়া আছে। কিন্তু এই পোস্টটি আমার পুরোনো ব্লগ থেকে কপি করে সবাই নিজের নামে চালিয়ে দিচ্ছে। আর এখন আমার হাতে বেশি আপডেট করার সময় নেই। তাই আমি এই আগের পোস্টটির সঙ্গে আমাদের তিনজনের লেখা বইটি থেকে কিছুটা আপডেট করলাম। ধন্যবাদ

১) কাজী নজরুল ইসলাম - "বাংলাদেশের জাতীয় কবি", "বিদ্রোহী কবি", "মানুষের কবি", "হাবিলদার কবি", "গাজী আব্বাস বিটকেল"।

২) জীবনানন্দ দাশ - "রূপসী বাংলার কবি", "বাংলার রূপমুগ্ধ কবি", "গ্রাম-বাংলার কবি", "সচেতন কবি", "তিমির হননের কবি", "চিত্ররূপময় কবি", "ধূসরতার কবি", "নির্জনতার কবি" বা "নির্জনতম কবি", "বিপন্ন মানবতার নীলকণ্ঠ কবি", "শুদ্ধতম কবি", "সুররিয়ালিস্ট কবি" বা "পরবাস্তববাদী কবি", "মৃত্যুচেতনার কবি", "ইতিহাস চেতনার কবি", "সময়চেতনার কবি", "কালচেতনার কবি", "জীবন বোধের কবি"।

৩) শিশির কুমার ভাদুড়ী - "নাট্যাচার্য"।

৪) অহীন্দ্র চৌধুরী - "নাট্যসূর্য"।

৫) অমৃতলাল বসু - "রসরাজ"।

৬) কালিদাস / মাইকেল মধুসূদন দত্ত / সৈয়দ আলাওল / কায়কোবাদ - "মহাকবি"।

৭) মাইকেল মধুসূদন দত্ত - "মধুকবি", "কবিকূলভূষণ", "বাংলা সাহিত্যের প্রথম সার্থক নাট্যকার", "বাংলা মহাকাব্যের জনক", "অমিত্রাক্ষর ছন্দের স্রষ্টা", "বাংলা ট্র্যাজেডির জনক", "বাংলা সাহিত্যের প্রথম মৌলিক নাট্যকার", "বাংলা পত্রসাহিত্যের জনক", "বাংলা সনেটের জনক"।

৮) মুকুন্দ চক্রবর্তী - "কবিকঙ্কণ"।

৯) রামপ্রসাদ সেন - "কবিরঞ্জন"।

১০) মহাত্মা গান্ধী - "বাপুজি"।

১১) গোবিন্দদাস - "শাব্দিক কবি", "দ্বিতীয় বিদ্যাপতি"।

১২) ভারতচন্দ্র রায় / ঈশ্বর গুপ্ত - "যুগসন্ধির কবি"।

১৩) সমরেশ বসু - "সাহিত্যের রাজপুত্র"।

১৪) দক্ষিণারঞ্জন মিত্রমজুমদার - "রূপকথার যাদুকর"।

১৫) রজনীকান্ত সেন - "কান্ত কবি"।

১৬) গিরিশচন্দ্র ঘোষ - "নাট্যগুরু", "আধুনিক রঙ্গমঞ্চের জনক", "বঙ্গের গ্যারিক"।

১৭) অবনীন্দ্রনাথ ঠাকুর - "শিল্পী গুরু"।

১৮) রবীন্দ্রনাথ ঠাকুর - "বিশ্বকবি", "কবিগুরু", "বাংলার শেলী", "স্যার" (নাইটহুড", "জীবনশিল্পী", "ভারতের মহাকবি", "গানের রাজা", "ভারত ভাস্কর, "সরস্বতীর বর পুত্র", "কবি সার্বভৌম", "পরমগুরু", "বাংলা ছোটোগল্পের জনক"।

১৯) যতীন্দ্রনাথ সেনগুপ্ত - "দুঃখবাদী কবি", "মরু কবি', "ইঞ্জিনিয়ার কবি", "কচিডাবের কবি"।

২০) মোহিতলাল মজুমদার - "ভোগবাদী কবি", "দেহবাদী কবি", "অঘোরপন্থী কবি"।

২১) কালিদাস রায় - "কবিশেখর", "Major Poet"।

২২) অমিয় চক্রবর্তী - "কবির কবি"।

২৩) বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় - "সাহিত্যসম্রাট", "বাংলার স্কট"।

২৪) শরৎচন্দ্র চট্টোপাধ্যায় - "বাংলার ডিকেন্স", "কথাশিল্পী", "বিশ্বের প্রথ প্রথম শ্রেণির সাহিত্যিক"।

২৫) যতীন্দ্রনাথ সেনগুপ্ত - "মরু কবি"।

২৬) জসীমউদ্দীন / কুমুদরঞ্জন মল্লিক - "পল্লি কবি"।

২৭) দীনেশ দাস - "কাস্তে কবি"।

২৮) মহেন্দ্রচন্দ্র নন্দী - "টলস্টয় অফ বেঙ্গল"।

২৯) নবীনচন্দ্র সেন - "বাংলার বায়রন"।

৩০) নীলমণি দাস (ক্রিড়াবীদ) - "লৌহমানব"। 

৩১) চিত্তরঞ্জন দাশ (বিপ্লবী) - "দেশবন্ধু"।

৩২) সুভাষ মুখোপাধ্যায় - "পদাতিক কবি"।

৩৩) সুভাষচন্দ্র বসু - "নেতাজী"।

৩৪) আশুতোষ মুখোপাধ্যায় - "বাংলার বাঘ"।

৩৫) সি. এফ. এন্ড্রুজ - "দীনবন্ধু মিত্র"।

৩৬) নারায়ণ দেব/ষষ্ঠীবর দত্ত - "সুকবিববল্লভ"।

৩৭) নারায়ণ দেব - "কবিবল্লভ"।

৩৮) ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায় (শর্মা) - "বিদ্যাসাগর", "বাংলাগদ্যের প্রথম যথার্থ শিল্পী", "বাংলাগদ্যের জনক"।

৩৯) মহাশ্বেতা দেবী - "শবরজননী"।

৪০) গোলাম মোস্তফা - "কাব্যসুধাকর"।

৪১) বিষ্ণু দে - "মার্ক্সিট কবি", "নাগরিক কবি", "দুরূহ কবি"।

৪২) দ্বিজেন্দ্রনাথ ঠাকুর - "বঙ্গের বঙ্গদর্শক"।

৪৩) বিহারীলাল চক্রবর্তী - "ভোরের পাখি", "গীতিকবি"।

৪৪) দেবেন্দ্রনাথ সেন - "পুষ্পপ্রিয় কবি"। 

৪৫) সত্যেন্দ্রনাথ দত্ত - "ছন্দের জাদুকর"।

৪৬) সুনীতিকুমার চট্টোপাধ্যায় - "ভাষাচার্য", "আধুনিক ভারতের পাণিনি", "সাহিত্য বাচস্পতি", "বিদ্যাবারিধি"।

৪৭) ভারতচন্দ্র রায় - "নাগরিক কবি", "রায়গুণাকর"।

৪৮) দীনবন্ধু মিত্র / বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় / জলধর সেন / কালীপ্রসন্ন ঘোষ / হরচন্দ্র ঘোষ / দীনেশচন্দ্র সেন - "রায়বাহাদুর"।

৪৯) হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায় - "বাংলার মিলটন"।

৫০) রামমোহন রায় - "রাজা", "ভারত পথিক"।

৫১) রোকনুজ্জামান খান - "দাদাভাই" (১৯৫৫ খ্রিস্টাব্দে তিনি দৈনিক "ইত্তেফাক" পত্রিকায় যোগদান করে "দাদাভা" ছদ্মনামে শিশুদের পাতা "কচি-কাঁচার আসর" সম্পাদনা শুরু করেন এবং এই দিন থেকেই তিনি এই নামে দেশব্যাপী পরিচিত হয়ে উঠেন। )।

৫২) ব্রজেন্দ্রকুমার দে (পালাশিল্পী) - "বড় ফণীবাবু", "মাস্টারমশাই"।

৫৩) কালীপ্রসন্ন ঘোষ - "বাংলার কার্লাইল", "পূর্ববঙ্গের বিদ্যাসাগর"।

৫৪) সুকান্ত ভট্টাচার্য - "ভাবুক কবি", "কিশোর কবি"।

৫৫) আব্দুল করিম সাহেব - "সাহিত্য বিশারদ"।

৫৬) রবীন্দ্রনাথ ঠাকুর, বুদ্ধদেব বসু / বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় / প্রভাত কুমার মুখোপাধ্যায় / সৈয়দ শামসুল হক - "সব্যসাচী লেখক"।

৫৭) নূরন্নেসা খাতুন - "সাহিত্য সরস্বতী"।

৫৮) আব্দুল করিম সাহেব - "সাহিত্য বিশারদ"।

৫৯) ঈশ্বর গুপ্ত - "ব্রজধামের রাখাল রাজ", "গুপ্ত কবি", "খাঁটি বাঙালি কবি", "Realist কবি", "Startist কবি"।

৬০) কৃত্তিবাস ওঝা - "আদি কবি"।

৬১) কাশীরাম দাস / কৃত্তিবাস ওঝা - "জাতীয় কবি"।

৬২) কেদারনাথ বন্দ্যোপাধ্যায় - "দাদামশাই"।

৬৩) অক্ষয় কুমার বড়াল - "প্রকৃতির কবি"।

৬৪) পরমেশ্বর দাস - "কবীন্দ্র"।

৬৫) তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় - "বাংলা ছোটোগল্পের মহাকবি"।

৬৬) রঘুনাথ রায় - "ভগবতাচার্য"।

৬৭) ঘনরাম চক্রবর্তী - "কবিরত্ন"।

৬৮) বৃন্দাবন দাস - "চৈতন্যলীলার ব্যাস"।

৬৯) সনাতন গোস্বামী - "শাকর মল্লিক"।

৭০) শ্রীরূপ গোস্বামী - "দবীর খাস"।

৭১) বৃহস্পতি মিশ্র - "পণ্ডিত সার্বভৌম"।

৭২) দেবেন্দ্রনাথ ঠাকুর - "মহর্ষি"।

৭৩) নরেন্দ্রনাথ দত্ত - "স্বামীজি"।

৭৪) কেশবচন্দ্র সেন - "ব্রহ্মানন্দ"।

৭৫) শঙ্খ ঘোষ - "চিরকালের লেখক"। 

৭৬) বিদ্যাপতি - "অভিনব জয়দেব", "মৈথিল কোকিল", "খেলন কবি", "সুখের কবি"।

৭৭) মুন্সী প্রেমচাঁদ (প্রেমচন্দ) - "উপন্যাস সম্রাট"।

৭৮) মালাধর বসু - "গুণরাজ খান"।

৭৯) জগদীশচন্দ্র বসু - "বিজ্ঞানাচার্য", "বিজ্ঞান সরস্বতী"।

৮০) রামেন্দ্রসুন্দর ত্রিবেদী - "জ্ঞানের জাহাজ"।

৮১) বিষ্ণু দে / সমর সেন / সুভাষ মুখোপাধ্যায় / দীনেশ দাস - "মার্কসবাদী  কবি"।

৮২) কাজেম আল কোরেশী" - "কায়কোবাদ" (ছদ্মনাম)।

৮৩) সতীনাথ ভাদুড়ী / কমলকুমার মজুমদার / অমিয়ভূষণ মজুমদার / জ্যোতিরিন্দ্র নন্দী / জগদীশ গুপ্ত / মতি নন্দী / সন্দীপন চট্টোপাধ্যায় - "লেখকদের লেখক"।

৮৪) মানিক বন্দ্যোপাধ্যায় - "কল্লোলের কুলবর্ধন", "বিলটেটে কলোলিযান"।

৮৫) অক্ষয় কুমার দত্ত - "বাঙালির সর্বপ্রথম নীতি শিক্ষক"।

৮৬) সুধীন্দ্রনাথ দত্ত - "ভাস্কর্যধর্মী কবি"।

৮৭) চণ্ডীদাস - "অধ্যাত্মরসের কবি", "কবি তাপস", "দুঃখের কবি", "বেদনার কবি"।

৮৮) গোকুল চন্দ্র সেন - "বৈষ্ণব দাস"।

৮৯) প্রমথ চৌধুরী - "বাঙালি জাতির বিদূষক", "উদাসীন গ্রন্থকীট", "বাংলা সাহিত্যে চলিত ভাষারীতির প্রবর্তক", "মননপ্রধান সাহিত্যিক", "ইউরোপীয় সাহিত্যের সাতসমুদ্রের নাবিক"।

৯০) জসীমউদ্দীন - "রাখালী কবি"।

৯১) প্রেমেন্দ্র মিত্র - "যত ইতরের কবি"।

৯২) বলরাম দাস - "কবিপতি"।

৯৩) বিপিনবিহারী দাস - "কলকাতার বিশ্বকর্মা"।

৯৪) মদনমোহন চট্টোপাধ্যায় - "তর্কালঙ্কার", "কাব্যরত্নাকর"।

৯৫) মুকুন্দ দাস - "চারণ কবি"।

৯৬) কালিদাস - "ভারতের শেক্সপিয়র"।

৯৭) আব্বাস উদ্দিন আহমেদ - "ভাইআওয়া সম্রাট", "ভাটিয়ালি সম্রাট"।

৯৮) অদ্বৈত আচার্য - "পঞ্চানন"।

৯৯) মোজাম্মেল হক - "শান্তিপুরের কবি"।

১০০) গোবিন্দচন্দ্র দাস - "স্বভাব কবি"।

১০১) দ্বিজেন্দ্রলাল রায় - "হাসির গানের রাজা"।

১০২) বুদ্ধদেব বসু - "চির যৌবনের কবি", "যৌবন বসন্তের কবি", "রোমান্টিক কবি", "অশ্লীল লেখক"।

১০৩) আশাপূর্ণা দেবী - "অবরোধবাসিনী লেখিকা"।

১০৪) বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন - "মুসলিম নারীমুক্তি আন্দোলনের পথিকৃৎ", "মুসলিম নারী জাগরণের পথিকৃৎ", "বাঙালি নারী জাগরণের অগ্রদূত", "বাংলা সাহিত্যের প্রথম নারীবাদী লেখিকা"।

১০৫) "স্বল্পপ্রজ লেখক" - আখতারুজ্জামান ইলিয়াস।

 ¤ তথ্যঋণ :- 

১) 'বাংলা সাহিত্যিক চরিতমালা : আধুনিক যুগ' (প্রথম খণ্ড) [সেপ্টেম্বর ২০২১] - সৌম্যদীপ মাইতি, সাজিদুল মণ্ডল, সপ্তদীপ ঘোষ।

★প্রকাশনা সংস্থা :- 'বুকমার্ট', ৬, কলেজ রো, কলকাতা - ৭০০০০৯।

  ¤ আরও দেখুন :-  



  • আলোচক : সৌম্যদীপ মাইতি
  • যোগাযোগ : ৬২৯০৩৭৭১৩৪
  • S.L.S.T  বাংলা অনলাইন ক্লাসে যুক্ত হতে চাইলে ফোন করে যোগাযোগ করুন আমার ৬২৯০৩৭৭১৩৪ নম্বরে, অথবা আমার WhatssApp-তে ম্যাসেজ করুন ৮৭৬৮৮৩০২৩০ নম্বরে। ধন্যবাদ।

This is a premium content, you can continue reading this content in our Android App. Click the button below to continue. alert-info

Post a Comment

Previous Post Next Post