রাজশেখর বসু এবং সুনীতিকুমার চট্টোপাধ্যায়
১) রাজশেখর বসুর 'শ্রীশ্রীসিদ্ধেশ্বরী লিমিটেড' গল্পটি প্রথম কোন পত্রিকায় প্রকাশিত হয়?
(ক) সন্দেশ পত্রিকায়
(খ) বিচিত্রা পত্রিকায়
(গ) যুগান্তর পত্রিকায়
(ঘ) ভারতবর্ষ পত্রিকায় √
২) রাজশেখর বসুর 'হনুমানের স্বপ্ন ইত্যাদি গল্প' নামক গল্পগ্রন্থটি কত খ্রিস্টাব্দে প্রকাশিত হয়?
(ক) ১৯২৭ খ্রিস্টাব্দে
(খ) ১৯৩৭ খ্রিস্টাব্দে √
(গ) ১৯৫০ খ্রিস্টাব্দে
(ঘ) ১৯৫২ খ্রিস্টাব্দে
৩) রাজশেখর বসুর 'লম্বকর্ণ' গল্পটি তাঁর কোন গল্পগ্রন্থের অন্তর্গত?
(ক) গড্ডলিকা √
(খ) কজ্জলী
(গ) গল্পকল্প
(ঘ) চমৎকুমারী ইত্যাদি গল্প
৪) কোন গল্পগ্রন্থের জন্য রাজশেখর বসু ১৯৫৫ খ্রিস্টাব্দে 'রবীন্দ্র পুরস্কার' লাভ করেন?
(ক) গড্ডলিকা
(খ) কজ্জলী
(গ) কৃষ্ণকলি ইত্যাদি গল্প √
(ঘ) আনন্দীবাঈ ইত্যাদি গল্প
৫) কোন গল্পগ্রন্থের জন্য রাজশেখর বসু ১৯৫৮ খ্রিস্টাব্দে 'সাহিত্য অকাদেমি পুরস্কার' লাভ করেন?
(ক) গল্পকল্প
(খ) কৃষ্ণকলি ইত্যাদি গল্প
(গ) কৃষ্ণকলি ইত্যাদি গল্প
(ঘ) আনন্দীবাঈ ইত্যাদি গল্প √
৬) রাজশেখর বসু কোন বিষয়ের উপর দীর্ঘদিন কর্মরত ছিলেন?
(ক) প্রযুক্তিবিদ্যা
(খ) চিকিৎসাবিদ্যা
(গ) রসায়নবিদ্যা √
(ঘ) চারুকলা
৭) রবীন্দ্রনাথ ঠাকুর রাজশেখর বসুর কোন গল্পগ্রন্থটি সম্পর্কে 'প্রবাসী' পত্রিকায় বলেছেন, --- 'বইখানি চরিত্র চিত্রশালা'?
(ক) গড্ডলিকা √
(খ) কজ্জলী
(গ) হনুমানের স্বপ্ন ইত্যাদি গল্প
(ঘ) আনন্দীবাঈ ইত্যাদি গল্প
৮) রাজশেখর বসু তাঁর কোন গল্পগ্রন্থটি 'উপরিচর বসু' ছদ্মনামে প্রথমে লিখতে চাইলেও পরে তা আবার 'পরশুরাম' ছদ্মনামেই লেখেন?
(ক) আনন্দীবাঈ ইত্যাদি গল্প
(খ) কজ্জলী √
(গ) গড্ডলিকা
(ঘ) হনুমানের স্বপ্ন ইত্যাদি গল্প
৯) রাজশেখর বসুর 'কজ্জলী' (১৯২৭) গল্পগ্রন্থে গল্পের সংখ্যা কয়টি?
(ক) ৫টি
(খ) ৬টি √
(গ) ১১টি
(ঘ) ১০টি
১০) রাজশেখর বসুর সর্বশেষ রচনা 'রবীন্দ্র কাব্যবিচার' গ্রন্থটি কত খ্রিস্টাব্দে প্রকাশিত হয়?
(ক) ১৯৬০ খ্রিস্টাব্দে
(খ) ১৯৬৬ খ্রিস্টাব্দে
(গ) ১৯৬৮ খ্রিস্টাব্দে
(ঘ) ১৯৬১ খ্রিস্টাব্দে √
১১) সুনীতিকুমার চট্টোপাধ্যায় কবে, কোথায় জন্মগ্রহণ করেন?
(ক) ১৮৮০ খ্রিস্টাব্দে, পূর্ব বর্ধমান জেলার বামুনপাড়া গ্রামে
(খ) ১৮৮৭ খ্রিস্টাব্দে, নাদিয়া জেলার শান্তিপুরে
(গ) ১৮৯০ খ্রিস্টাব্দে হাওড়া জেলার শিবপুর গ্রামে √
(ঘ) ১৮৯৮ খ্রিস্টাব্দে বীরভূম জেলার লাভপুর গ্রামে
১২) সুনীতিকুমার চট্টোপাধ্যায় 'O.D.B.L' প্রবন্ধগ্রন্থের প্রথম খণ্ডটি ১৯২৬ খ্রিস্টাব্দে কোথা থেকে প্রকাশিত হয়?
(ক) কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে √
(খ) যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে
(গ) লন্ডন বিশ্ববিদ্যালয় থেকে
(ঘ) কেমব্রিজ বিশ্ববিদ্যালয় থেকে
১৩) সুনীতিকুমার চট্টোপাধ্যায়ের প্রথম প্রকাশিত বাংলা প্রবন্ধগ্রন্থ 'বাঙ্গালা ভাষাতত্ত্বের ভূমিকা'য় (১৯২৯) মোট প্রবন্ধের সংখ্যা কয়টি?
(ক) ৩টি √
(খ) ৫টি
(গ) ৭টি
(ঘ) ১১টি
১৪) সুনীতিকুমার চট্টোপাধ্যায়ের 'বৈদেশিকী' (প্রথম খণ্ড) প্রবন্ধগ্রন্থটি কত খ্রিস্টাব্দে প্রকাশিত হয়?
(ক) ১৯৪৩ খ্রিস্টাব্দে √
(খ) ১৯৪৫ খ্রিস্টাব্দে
(গ) ১৯৪৪ খ্রিস্টাব্দে
(ঘ) ১৯৪৬ খ্রিস্টাব্দে
১৫) সুনীতিকুমার চট্টোপাধ্যায় তাঁর 'দ্বীপময় ভারত' (১৯৪০) প্রবন্ধগ্রন্থটি কাকে উৎসর্গ করেন?
(ক) নন্দলাল বসুকে √
(খ) রবীন্দ্রনাথ ঠাকুরকে
(গ) ভূদেব মুখোপাধ্যায়কে
(ঘ) আশুতোষ মুখোপাধ্যায়কে
১৬) সুনীতিকুমার চট্টোপাধ্যায়ের 'মনীষী স্মরণে' (১৯৭২) প্রবন্ধগ্রন্থে মোট ক'টি রবীন্দ্রবিষয়ক প্রবন্ধ আছে?
(ক) ৭টি
(খ) ৮টি √
(গ) ১০টি
(ঘ) ১২টি
১৭) সুনীতিকুমার চট্টোপাধ্যায় তাঁর 'বৈদেশিকী' (প্রথম খণ্ড) [১৯৪৩] প্রবন্ধগ্রন্থটি কাকে উৎসর্গ করেন?
(ক) গুরুদাস চট্টোপাধ্যায়কে
(খ) রবীন্দ্রনাথ ঠাকুরকে √
(গ) প্রভাত কুমার বর্মনকে
(ঘ) রাসবিহারী বসুকে
১৮) সুনীতিকুমার চট্টোপাধ্যায়কে 'বিদ্যাবারিধি' উপাধি কে বা কারা প্রদান করেন?
(ক) কৃষ্ণা চট্টোপাধ্যায়
(খ) রবীন্দ্রনাথ ঠাকুর
(গ) কলকাতা বিশ্ববিদ্যালয়
(ঘ) বিহারের নালন্দা বিশ্ববিদ্যালয় √
১৯) নীচের অপশনগুলির মধ্যে কোনটি ভুল তা খুঁজে বার করুন।
(ক) সুনীতিকুমার চট্টোপাধ্যায়ের জীবদ্দশায় প্রকাশিত শেষ প্রবন্ধগ্রন্থ 'সংস্কৃতি শিল্প ইতিহাস'।
(খ) সুনীতিকুমার চট্টোপাধ্যায়ের 'সাংস্কৃতিকী' প্রবন্ধগ্রন্থটি মোট চারটি খণ্ডে বিভক্ত।
(গ) সুনীতিকুমার চট্টোপাধ্যায়ের 'জীবনকথা' নামক আত্মজীবনীমূলক প্রবন্ধগ্রন্থটি তাঁর মরণোত্তর ১৯৭৯ খ্রিস্টাব্দে প্রকাশিত হয়।
(ঘ) সুনীতিকুমার চট্টোপাধ্যায় তাঁর 'পশ্চিমের যাত্রী' (১৯৩৮) প্রবন্ধগ্রন্থটি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরকে উৎসর্গ করেন। √
২০) নীচের অপশনগুলি থেকে কোনটি শুদ্ধ আর কোনটি অশুদ্ধ তা নির্ণয় করুন।
১। রাজশেখর বসুর প্রথম প্রকাশিত গল্পগ্রন্থ 'গড্ডলিকা' এবং শেষ প্রকাশিত গল্পগ্রন্থ 'চমৎকুমারী ইত্যাদি গল্প'।
২। 'ইনি খাঁটি খনিজ' -- রাজশেখর বসু সম্পর্কে এই মন্তব্যটি করেন বলাইচাঁদ মুখোপাধ্যায়।
৩। হিন্দি ভাষায় বিশেষ অবদানের জন্য ১৯৪৫ খ্রিস্টাব্দে সুনীতিকুমার চট্টোপাধ্যায় 'সাহিত্য বাচস্পতি' উপাধি লাভ করেন।
৪। সুনীতিকুমার চট্টোপাধ্যায়ের 'পথ-চলতি' (প্রথম খণ্ড) [১৯৬২] প্রবন্ধগ্রন্থের শেষ প্রবন্ধ 'কাবুলীওয়ালা সহযাত্রী'।
(ক) শুদ্ধ, অশুদ্ধ, শুদ্ধ, অশুদ্ধ
(খ) শুদ্ধ, অশুদ্ধ, অশুদ্ধ, শুদ্ধ √
(গ) শুদ্ধ, অশুদ্ধ, অশুদ্ধ, অশুদ্ধ
(ঘ) শুদ্ধ, শুদ্ধ, অশুদ্ধ, শুদ্ধ
¤ তথ্যঋণ :-
১) 'বাংলা সাহিত্যিক চরিতমালা : আধুনিক যুগ' (প্রথম খণ্ড) [সেপ্টেম্বর ২০২১] - সৌম্যদীপ মাইতি, সাজিদুল মণ্ডল, সপ্তদীপ ঘোষ।
★প্রকাশনা সংস্থা :- 'বুকমার্ট', ৬, কলেজ রো, কলকাতা - ৭০০০০৯।
- আলোচক : সৌম্যদীপ মাইতি
- যোগাযোগ : ৬২৯০৩৭৭১৩৪
- S.L.S.T বাংলা অনলাইন ক্লাসে যুক্ত হতে চাইলে ফোন করে যোগাযোগ করুন আমার ৬২৯০৩৭৭১৩৪ নম্বরে, অথবা আমার WhatssApp-তে ম্যাসেজ করুন ৮৭৬৮৮৩০২৩০ নম্বরে। ধন্যবাদ।
ধন্যবাদ
ReplyDeleteস্বাগত আপনাকে।
DeletePost a Comment