NEW :
Loading contents...

 উপন্যাস থেকে মানিক যে গল্পগুলি নিয়েছেন 

যথাক্রমে মানিক বন্দ্যোপাধ্যায়ের গল্প, গল্পগ্রন্থ বা গল্প-সংকলন গ্রন্থ বা গল্পসংগ্রহ এবং উপন্যাসের নাম দেওয়া হল। ১৮ সংখ্যা থেকে কেবল গল্প এবং উপন্যাসের নাম এখানে উল্লেখ আছে।

১) বিলামসন। ভেজাল। হলুদ নদী সবুজ বন। (গল্পটি পূর্বে রচিত)

২) মাটির মাশুল। মাটির মাশুল। ইতিকথার পরের কথা (গল্পটি পূর্বে রচিত)

৩) লেভেল ক্রসিং। ফেরিওলা। আরোগ্য।

৪) বাহিরে ঘরে। লাজুকলতা। সার্বজনীন।

৫) চিকিৎসা। লাজুকলতা। আরোগ্য।

৬) মীমাংসা। লাজুকলতা। পাশাপাশি।

৭) পাষণ্ড। লাজুকলতা। সার্বজনীন।

৮) বড়দিন। গল্প সংগ্রহ। হলুদ নদী সবুজ বন।

৯) শান্তিলতার কথা। গল্প সংগ্রহ। শান্তিলতা। (গল্পটি পূর্বে লিখিত)

১০) সশস্ত্র প্রহরী। গল্প সংগ্রহ। হলুদ নদী সবুজ বন।

১১) প্রাক শারদীয় কাহিনী। স্বনির্বাচিত গল্প। হলুদ নদী সবুজ বন।

১২) হাসপাতালে। গল্প সংগ্রহ। প্রাণেশ্বরের উপাখ্যান।

১৩) দুর্ঘটনা। গল্প সংগ্রহ। শান্তিলতা।

১৪) মানুষ হতবাক নয়। গল্প সংগ্রহ। মাশুল।

১৫) বিচার। শ্রেষ্ঠ গল্প। শান্তিলতা। (গল্পটি পূর্বে রচিত)

১৬) একটি বখাটে ছেলের কাহিনী। গল্প সংগ্রহ। শুভাশুভ।

১৭) কোনদিকে । গল্প সংগ্রহ। সার্বজনীন।

১৮) শিল্পী। আরোগ্য ।

১৯) ঘাসে কত পুষ্টি। 'আশালতা' নামক পরিকল্পিত, অসম্পূর্ণ ও অপ্রকাশিত উপন্যাসের অংশ।

২০) ষ্টুডিও। আরোগ্য।

২১) রত্নাকর। তেইশ বছর আগে পরে।

২২) ভোঁতা। পাশাপাশি।

২৩) কলমে হরফে। হরফ।

২৪) অগ্নিশুদ্ধি। তেইশ বছর আগে পরে।

২৫) মতি গতি। প্রাণেশ্বরের উপাখ্যান।

২৬) তারপর। মাশুল ।

 ¤ তথ্যঋণ :-  'মানিক বন্দ্যোপাধ্যায়ের জীবন ও সাহিত্য' (২৪ বৈশাখ ১৩৭৭) --- ড. শ্রীসরোজমোহন মিত্র।

★প্রকাশনা সংস্থা :- 'গ্রন্থালয় প্রাইভেট লিমিটেড', ১১এ, বঙ্কিম চট্টোপাধ্যায় স্ট্রীট, কলকাতা-৭০০০৭৩।

★প্রকাশক :- শ্রীআনন্দরূপ চক্রবর্তী।

  ¤ আরও দেখুন :-  



  • আলোচক : সৌম্যদীপ মাইতি
  • যোগাযোগ : ৬২৯০৩৭৭১৩৪
  • S.L.S.T  বাংলা অনলাইন ক্লাসে যুক্ত হতে চাইলে ফোন করে যোগাযোগ করুন আমার ৬২৯০৩৭৭১৩৪ নম্বরে, অথবা আমার WhatssApp-তে ম্যাসেজ করুন ৮৭৬৮৮৩০২৩০ নম্বরে। ধন্যবাদ।

This is a premium content, you can continue reading this content in our Android App. Click the button below to continue. alert-info

Post a Comment

Previous Post Next Post