ঘনরামের 'ধর্মমঙ্গল' কাব্যের সংক্ষিপ্ত প্রশ্নোত্তর
১) লাউসেনের পুত্রের নাম কী?
(ক) বিজয়সেন
(খ) লক্ষ্মণসেন
(গ) সামন্তসেন
(ঘ) চিত্রসেন v
২) রঞ্জাবতীর গুরু কে ছিলেন?
(ক) রূপরাম চক্রবর্তী
(খ) রামাই পণ্ডিত √
(গ) ঘনরাম চক্রবর্তী
(ঘ) লখাই পণ্ডিত
৩) ঘনরাম চক্রবর্তীর ধর্মমঙ্গল কাব্যের লাউসেনের চরিত্রটি কার আদলে তৈরি?
(ক) বলরামের
(খ) লক্ষ্মণের
(গ) অর্জুনের
(ঘ) শ্রীকৃষ্ণের √
৪) ঘনরাম চক্রবর্তীর 'ধর্মমঙ্গল' কাব্যে 'মায়ামুন্ড' কততম পালা?
(ক) ১২ তম
(খ) ১৪ তম
(গ) ১৮ তম √
(ঘ) ২০ তম
৫) লাউসেনকে 'অসি' (তলোয়ার) কে দিয়েছিলেন?
(ক) মা মনসা
(খ) মা চণ্ডী
(গ) মা দুর্গা √
(ঘ) মা কালী
৬) ধর্মঠাকুর কী রূপে পূজিত হন?
(ক) বৃক্ষরূপে
(খ) প্রস্তরখণ্ডরূপে √
(গ) ভূমিরূপে
(ঘ) মূর্তিরূপে
৭) ঘনরাম চক্রবর্তীর পিতার নাম কী?
(ক) নিশানাথ
(খ) গৌরীকান্ত √
(গ) রঘুনাথ
(ঘ) হরিদাস
৮) "ঘনরামের ধর্মমঙ্গলে পাইলাম দেশাত্মবোধের প্রথম উন্মেষ।" --- এ কথা কে বলেছেন?
(ক) ড. সুকুমার সেন √
(খ) ড. অসিতকুমার বন্দ্যোপাধ্যায়
(গ) ড. সুনীতিকুমার চট্টোপাধ্যায়
(ঘ) ড. মুহম্মদ শহীদুল্লাহ
৯) ধর্মমঙ্গল কাব্যকে 'রাঢ়ের জাতীয় মহাকাব্য' বলে কে উল্লেখ করেছেন?
(ক) ড. সুকুমার সেন
(খ) ড. অসিতকুমার বন্দোপাধ্যায়
(গ) ড. সুনীতিকুমার চট্টোপাধ্যায় √
(ঘ) ড. মুহম্মদ শহীদুল্লাহ
১০) ঘনরাম চক্রবর্তীর জন্ম সাল কত?
(ক) ১৬৬১ খ্রিস্টাব্দ
(খ) ১৬৬৯ খ্রিস্টাব্দ √
(গ) ১৬৬৪ খ্রিস্টাব্দ
(ঘ) ১৬৬৮ খ্রিস্টাব্দ
১১) ইছাই ঘোষের সঙ্গে লাউসেনের কোন নদের তীরে যুদ্ধ হয়?
(ক) দামোদর
(খ) হুগলি
(গ) অজয় √
(ঘ) ফল্গু
১২) ঘনরাম চক্রবর্তীকে 'কবিরত্ন' উপাধি কে প্রদান করেন?
(ক) গুরু শ্রীরামদাস √
(খ) গোবিন্দদাস
(গ) বাঁকুড়া রায়
(ঘ) হরিপাল
১৩) কামরূপরাজেরর কন্যার নাম কী?
(ক) রঞ্জাবতী
(খ) কানাড়া
(গ) কলিঙ্গা √
(ঘ) লহনা
১৪) ঘনরাম চক্রবর্তীর 'ধর্মমঙ্গল' কাব্যটি মোট কয়টি পালায় বিভক্ত?
(ক) ২২টি
(খ) ২৪টি √
(গ) ২৬টি
(ঘ) ২৮টি
১৫) ধর্মমঙ্গল কাব্যের লাউসেনের কাহিনিকে 'গৌরকাব্য' বলে কে অভিহিত করেছেন?
(ক) ঘনরাম চক্রবর্তী
(খ) রূপরাম চক্রবর্তী
(গ) খেলারাম চক্রবর্তী √
(ঘ) সীতারাম চক্রবর্তী
১৬) কবি ঘনরাম চক্রবর্তী কোথায় অবস্থান কালে ফারসি ভাষা শেখেন?
(ক) মালদায়
(খ) বর্ধমানে √
(গ) বীরভূমে
(ঘ) নদিয়ায়
১৭) এই কাব্যে রঞ্জাবতীর আসল নাম কী?
(ক) বিম্ববতী
(খ) রূপবতী
(গ) কৃষ্ণবতী
(ঘ) অম্বুবতী √
১৮) ধর্মঠাকুর মূলত কোন রোগের দেবতা?
(ক) বসন্ত
(খ) কুষ্ঠ √
(গ) হাম
(ঘ) গুটিবসন্ত
১৯) ধর্মঠাকুরকে 'প্রছন্ন বৌদ্ধ দেবতা' বা 'বৌদ্ধ দেবতা' কে বলেছেন?
(ক) মহামহোপাধ্যায় হরপ্রসাদ শাস্ত্রী √
(খ) কবি রূপরাম চক্রবর্তী
(গ) কবি ঘনরাম চক্রবর্তী
(ঘ) ড. সুনীতিকুমার চট্টোপাধ্যায়
২০) ঘনরাম চক্রবর্তী রচিত 'ধর্মমঙ্গল' কাব্যের অপর নাম কী?
(ক) ধর্মগীতিকা
(খ) শ্রীধর্মমঙ্গল গান
(গ) ধর্মমঙ্গলগীত
(ঘ) শ্রীধর্মসঙ্গীত √
¤ তথ্যঋণ :- 'রাঢ়ের ধর্মঠাকুর ও ঘনরামের ধর্মমঙ্গল' --- ড. ভবেশ মজুমদার।
★প্রকাশনা সংস্থা :- 'বঙ্গীয় সাহিত্য সংসদ', কলকাতা।
- আলোচক : সৌম্য মাইতি
- যোগাযোগ : ৬২৯০৩৭৭১৩৪
- S.L.S.T বাংলা অনলাইন ক্লাসে যুক্ত হতে চাইলে ফোন করে যোগাযোগ করুন আমার ৬২৯০৩৭৭১৩৪ নম্বরে, অথবা আমার WhatssApp-তে ম্যাসেজ করুন ৮৭৬৮৮৩০২৩০ নম্বরে। ধন্যবাদ।
Post a Comment