মধ্যযুগ এবং আধুনিক যুগের সংক্ষিপ্ত প্রশ্নোত্তর
১) মুকুন্দ চক্রবর্তীকে 'কবিকঙ্কণ' উপাধি কে দেন?
★উত্তর - মেদিনীপুরের আরড়া গ্রামের ব্রাহ্মণভূমির জমিদার বাঁকুড়া রায়ের পুত্র রঘুনাথ রায়।
২) ঘনরাম চক্রবর্তীর জন্মস্থান কোথায়?
★উত্তর - পূর্ব বর্ধমান জেলার খণ্ডকোষ থানার কৃষ্ণপুর কুকুরা গ্রামে।
৩) ঘনরাম চক্রবর্তীর পিতা এবং মাতার নাম কী?
★উত্তর - পিতার নাম গৌরীকান্ত এবং মাতার নাম সীতাদেবী।
৪) ঘনরাম চক্রবর্তীর 'ধর্মমঙ্গল' কাব্যে বৃদ্ধ রাজা কর্ণসেন এবং রঞ্জাবতীর পুত্রের নাম কী?
★উত্তর - লাউসেন।
৫) ঘনরাম চক্রবর্তীর 'ধর্মমঙ্গল' কাব্যে লাউসেনের সেনাপতির নাম কী?
★উত্তর - কালু ডোম।
৬) ঘনরাম চক্রবর্তীর 'ধর্মমঙ্গল' কাব্যে লাউসেনের পুত্রের নাম কী?
★উত্তর - চিত্রসেন।
৭) ঘনরাম চক্রবর্তীর 'ধর্মমঙ্গল' কাব্যে কালু ডোমের স্ত্রীর নাম কী?
★উত্তর - লখ্যা বা লখাই।
৮) ঘনরাম চক্রবর্তীর 'ধর্মমঙ্গল' কাব্যের গায়ক কে ছিলেন?
★উত্তর - নাড়গাঁ নিবাসী অমূল্যচরণ পণ্ডিত।
৯) ভারতচন্দ্রের প্রথম সমালোচক কে ছিলেন? তিনি কত খ্রিস্টাব্দে 'অন্নদামঙ্গল' কাব্য প্রকাশ করেন?
★উত্তর - রাধামোহন সেন। তিনি তিনি ১৮৩৩ খ্রিস্টাব্দে 'অন্নদামঙ্গল' কাব্য প্রকাশ করেন।
১০) ভারতচন্দ্র রায়গুণাকরের শ্রেষ্ঠ সমালোচক কে ছিলেন? ভারতচন্দ্রকে নিয়ে লেখা তাঁর একটি প্রবন্ধের নাম বলুন।
★উত্তর - প্রমথ চৌধুরী। ভারতচন্দ্রকে নিয়ে লেখা তাঁর একটি প্রবন্ধের নাম -- 'ভারতচন্দ্র'।
১১) "বিরল ক্ষেত্রে কাব্যের শেষাংশ কাব্যের শ্রেষ্ঠাংশ হয়। এখানে তাই হয়েছে।" --- ভারতচন্দ্রের 'অন্নদামঙ্গল' কাব্যের মূল্যায়ন করতে গিয়ে কে এমন বলেছেন?
★উত্তর - ডঃ শঙ্করীপ্রসাদ বসু।
১২) নারায়ণ গঙ্গোপাধ্যায় তাঁর কোন উপন্যাসে আধুনিককালেও ভারতচন্দ্র চর্চার ধারা অক্ষুণ্ণ রেখেছেন?
★উত্তর - 'অমাবস্যার গান' উপন্যাসে।
১৩) সাধুরীতির রূপটি গড়ে ওঠে কার হাতে?
★উত্তর - মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কারের হাতে।
১৪) বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের 'দুর্গেশনন্দিনী' (মার্চ ১৮৬৫) উপন্যাসটির কে, কত খ্রিস্টাব্দে কী নামে ইংরেজি অনুবাদ করেন?
★উত্তর - চারুচন্দ্র মুখোপাধ্যায় ১৮৮০ খ্রিস্টাব্দে 'Durgesa Nandini; or The Chieftain's Daughter' নামে ইংরেজি অনুবাদ করেন।
১৫) রবীন্দ্রনাথ ঠাকুরের একটি লুপ্ত কাব্যগ্রন্থ হল 'পৃথ্বীরাজ পরাজয়' (১৮৭৩)। তিনি এই কাব্যগ্রন্থটি মাত্র ১২ বছর বয়সে কোথায় বসে লেখেন?
★উত্তর - বোলপুরে।
১৬) রবীন্দ্রনাথ ঠাকুরের 'ভগ্নহৃদয়' (২৩ জুন ১৮৮১ খ্রি./১৮০৩ শক) কাব্যগ্রন্থের মোট সর্গ সংখ্যা কয়টি?
★উত্তর - ৩৪টি।
১৭) রবীন্দ্রনাথ ঠাকুরের 'ভগ্নহৃদয়' (২৩ জুন ১৮৮১ খ্রি./১৮০৩ শক) কাব্যগ্রন্থে কোন কবির প্রভাব লক্ষ্য করা যায়?
★উত্তর - কবি বিহারীলাল চক্রবর্তীর প্রভাব লক্ষ্য করা যায়।
১৮) রবীন্দ্রনাথ ঠাকুরের 'নটীর পূজা' (১৫ সেপ্টেম্বর ১৯২৬/১৩৩৩) নাটকটি কোন ধর্মের কাহিনি নিয়ে রচিত?
★উত্তর - বৌদ্ধধর্মের কাহিনি নিয়ে রচিত।
১৯) রবীন্দ্রনাথ ঠাকুর তাঁর 'সোনার তরী' (২ জানুয়ারি ১৮৯৪/১৩০০) কাব্যগ্রন্থটি কোথায় বসে রচনা করেন?
★উত্তর - বাংলাদেশের শিলাইদহে।
২০) "এরা বসন্তের ফুল নয়, এরা হয়তো প্রৌঢ় ঋতুর ফসল, বাইরে থেকে মন ভোলাবার দিকে এদের ঔদাসীন্য।" --- রবীন্দ্রনাথ ঠাকুর তাঁর কোন কাব্যগ্রন্থের কবিতাগুলি সম্পর্কে এ কথা বলেছেন?
★উত্তর - 'নবজাতক' (১৯৪০/বৈশাখ ১৩৪৭) কাব্যগ্রন্থের কবিতাগুলি সম্পর্কে।
২১) রবীন্দ্রনাথ ঠাকুর তাঁর 'বনবাণী' (১৯৩১/আশ্বিন ১৩৩৮) কাব্যগ্রন্থটি কাকে উৎসর্গ করেন?
★উত্তর - বাঙালি পদার্থবিদ, জীববিজ্ঞানী এবং কল্পবিজ্ঞান রচয়িতা শ্রীযুক্ত জগদীশচন্দ্র বসুকে।
২২) রবীন্দ্রনাথ ঠাকুর তাঁর কোন কোন রচনাতে শাক্ত পদাবলী সম্পর্কে আলোচনা করেছেন?
★উত্তর - 'গ্রাম্যসাহিত্য' নামক লোকসাহিত্যে এবং 'শরৎ' নামক বিচিত্র প্রবন্ধে।
২৩) রবীন্দ্রনাথ ঠাকুর লালন ফকিরের ক'টি গান সংগ্রহ করেন? এবং ক'টি গান প্রকাশ করেন?
★উত্তর - ২৯৮টি গান সংগ্রহ করেন এবং ২২টি গান প্রকাশ করেন।
২৪) কোন পত্রিকায় প্রথম রবীন্দ্র বিরোধিতা লক্ষ্য করা যায়?
উত্তর - 'সাহিত্য' পত্রিকায়।
২৫) রবীন্দ্রনাথ ঠাকুরের মৃত্যুশয্যায় তাঁর মুখে শেষবার কে জল দিয়েছিলেন?
★উত্তর - অমিতা ঠাকুর।
২৬) 'তোমার সৃষ্টির পথ রেখেছ আকীর্ণ করি' --- মৃত্যুশয্যায় রবীন্দ্রনাথ ঠাকুর এই কবিতাটি কাকে দিয়ে লিখিয়ে নিয়েছিলেন?
★উত্তর - তাঁর ভ্রমণসঙ্গী শ্রীমতি রানী চন্দকে দিয়ে লিখিয়ে নিয়েছিলেন। এটি রবীন্দ্রনাথ ঠাকুরের মৌখিকভাবে রচিত শেষ কবিতা।
২৭) বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ইচ্ছে ছিল যে তাঁর মৃত্যুর পরে কোন গান গাওয়া হোক?
★উত্তর - 'অনায়াসে যে পেরেছে ছলনা সহিতে / সে পায় তোমার হাতে / শান্তির অক্ষয় অধিকার'।
২৮) রবীন্দ্রনাথ ঠাকুরের মুখাগ্নি কে করেছিলেন?
★উত্তর - রবীন্দ্রনাথের ভ্রাতুষ্পুত্র সুবীরেন্দ্রনাথ ঠাকুর।
২৯) "একেবারে ওস্তাদ লিখিয়ের লেখা। নবীনত্বে ঝলমল করছে।" --- কে, কার কোন উপন্যাসটি সম্পর্কে এমন মন্তব্য করেছেন?
★উত্তর - অতুলচন্দ্র গুপ্ত সতীনাথ ভাদুড়ীর 'জাগরী' (অক্টোবর ১৯৪৫) উপন্যাসটি সম্পর্কে এমন মন্তব্য করেছেন।
৩০) কোনো উপন্যাস লেখার সময় কোন বিখ্যাত সাহিত্যিক প্রতিবার নতুন পেন বা কলম ব্যবহার করতেন?
★উত্তর - তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়।
৩১) তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের কোন উপন্যাসে একজন ট্যাক্সি ড্রাইভারের কথা উল্লেখ আছে?
★উত্তর - 'অভিযান' (১৫ ফেব্রুয়ারি ১৯৪৬/পৌষ ১৩৫৩) উপন্যাসে।
৩২) তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের জীবদ্দশায় প্রকাশিত শেষ উপন্যাস কোনটি?
★উত্তর - 'ফরিয়াদ' (১৯৭১/১ বৈশাখ ১৩৭৮)।
৩৩) সুভাষ মুখোপাধ্যায়ের ছদ্মনাম কয়টি? এবং কী কী?
★উত্তর - ৩টি। যথা :- (ক) 'সুবচনী', (খ) 'ঢোল গোবিন্দ', (গ) 'ফকির'।
৩৪) সুভাষ মুখোপাধ্যায়ের শ্রেষ্ঠ কাব্যগ্রন্থ কোনটি?
★উত্তর - 'পদাতিক' (ফেব্রুয়ারি ১৯৪০/ফাল্গুন ১৩৪৬)।
৩৫) সুভাষ মুখোপাধ্যায়ের 'পদাতিক' (ফেব্রুয়ারি ১৯৪০/ফাল্গুন ১৩৪৬) কাব্যগ্রন্থের প্রথম কবিতা এবং শেষ কবিতা কোনটি?
★উত্তর - প্রথম কবিতা : 'মে-দিনের কবিতা' এবং শেষ কবিতা : 'আর্য'।
৩৬) মহাশ্বেতা দেবীর প্রথম রচনা কোনটি? সেটি কবে, কোন পত্রিকায় প্রকাশিত হয়?
অথবা, মহাশ্বেতা দেবী কবে, কোন পত্রিকায় কোন রচনার মধ্য দিয়ে সাহিত্য জগতে আত্মপ্রকাশ করেন?
★উত্তর - ১৯৩৯ খ্রিস্টাব্দে শ্রীখগেন্দ্রনাথ মিত্র সম্পাদিত 'রংমশাল' পত্রিকায় 'রবীন্দ্রনাথের ছেলেবেলা' নামক রচনার মধ্য দিয়ে।
৩৭) মহাশ্বেতা দেবীর প্রথম প্রকাশিত গ্রন্থ (জীবনীগ্রন্থ) কোনটি? এই উপন্যাসটি কোন পত্রিকায় প্রকাশিত হয়?
★উত্তর - 'ঝাঁসির রাণী' (১৯৫৬/শ্রাবণ ১৩৬৩) হবে। এই উপন্যাসটি 'দেশ' পত্রিকায় প্রকাশিত হয়।
৩৮) মহাশ্বেতা দেবীর প্রথম প্রকাশিত উপন্যাস কোনটি?
অথবা, মহাশ্বেতা দেবীর দ্বিতীয় প্রকাশিত গ্রন্থ কোনটি? এই উপন্যাসটি কোন পত্রিকায় প্রকাশিত হয়?
★উত্তর - 'নটী' (১৯৫৭)। এই উপন্যাসটি হুমায়ুন কবির সম্পাদিত 'চতুরঙ্গ' পত্রিকায় প্রকাশিত হয়।
৩৯) মহাশ্বেতা দেবীর প্রথম প্রকাশিত গল্পগ্রন্থের নাম কী? এই গল্পগ্রন্থে ক'টি গল্প আছে?
★উত্তর - 'কি বসন্তে কি শরতে' (১৯৫৯)। এই গল্পগ্রন্থে ৯টি গল্প আছে।
৪০) শক্তি চট্টোপাধ্যায়ের শেষ কাব্যগ্রন্থ কোনটি?
★উত্তর - 'জঙ্গল বিষাদে আছে' (জানুয়ারি ১৯৯৪)।
- আলোচক : সৌম্য মাইতি
- যোগাযোগ : ৬২৯০৩৭৭১৩৪
- S.L.S.T বাংলা অনলাইন ক্লাসে যুক্ত হতে চাইলে ফোন করে যোগাযোগ করুন আমার ৬২৯০৩৭৭১৩৪ নম্বরে, অথবা আমার WhatssApp-তে ম্যাসেজ করুন ৮৭৬৮৮৩০২৩০ নম্বরে। ধন্যবাদ।
Khub sundar
ReplyDeleteধন্যবাদ আপনাকে।
DeletePost a Comment