NEW :
Loading contents...

 জানা অজানায় চর্যাপদের সংক্ষিপ্ত প্রশ্নোত্তর 

১) লুইপাদের 'লুই' শব্দটি কোন শব্দ থেকে উদ্ভূত?

★উত্তর - 'রোহিত' শব্দ থেকে।

২) ভুসুকপাদ কোথাকার রাজপুত্র ছিলেন?

★উত্তর - সৌরাষ্ট্রের।

৩) ভুসুকপাদ কোথাকার সেনাপতি ছিলেন?

★উত্তর - মগধের।

৪) চর্যাপদের কোন কোন পদগুলিতে সহজযান বৌদ্ধ মতের কথা উল্লেখ আছে?

★উত্তর - ৩, ৯, ১৯, ২৮, ৩০, ৩৭, ৩৯, ৪২, ৪৩ সংখ্যক পদগুলিতে। ['চর্যাপদ' : ডঃ মণীন্দ্রমোহন বসু]।

৫) কে, কত খ্রিস্টাব্দে কোন গ্রন্থে চর্যাপদের ভাষা নিয়ে সর্বপ্রথম আলোচনা করেন? গ্রন্থটি কোন ভাষায় রচিত?

★উত্তর - ডঃ বিজয়চন্দ্র মজুমদার ১৯২৬ খ্রিস্টাব্দে তাঁর 'History of the Bengali Lauguage' গ্রন্থে। গ্রন্থটি ইংরেজি ভাষায় রচিত।

৬) চর্যাগীতিগুলির ভাষাতাত্ত্বিক স্বরূপ বিশ্লেষণ করে সেগুলি যে বাংলা ভাষার আদিরূপ তা নিঃসংশয়ে কে, কত খ্রিস্টাব্দে কোন গ্রন্থের সাহায্যে প্রমাণ করেন?

★উত্তর - ডঃ সুনীতিকুমার চট্টোপাধ্যায় ১৯২৬ খ্রিস্টাব্দে তাঁর 'The Origin of Development of the Bengali Language'  বা সংক্ষেপে 'O.D.B.L' (Part-I) গ্রন্থের সাহায্যে।

৭) 'ধর্মমত' ও 'ধর্মতত্ত্ব' -- এই কথা দুটি কী একই? না আলাদা?

★উত্তর - একই নয়, আলাদা। কারণ - ধর্মমত হল কোনো ধর্ম সম্পর্কে একাধিক মতভেদের সমন্বয়।

আর ধর্মতত্ত্ব হল ধর্ম, ধর্মের প্রভাব এবং ধর্মীয় সত্যের প্রকৃতি নিয়ে পদ্ধতিগত ও যৌক্তিক অধ্যয়ন।

৮) চর্যাপদের ধর্মমত নিয়ে কে, কত খ্রিস্টাব্দে কোন গ্রন্থে সর্বপ্রথম আলোচনা করেন? গ্রন্থটি কোন ভাষায় রচিত?

★উত্তর - ডঃ মুহম্মদ শহীদুল্লাহ ১৯২৭ খ্রিস্টাব্দে তাঁর 'Buddhist Mystic Songs' গ্রন্থে। গ্রন্থটি ইংরেজি ভাষায় রচিত।

৯) চর্যাপদের ধর্মতত্ত্ব নিয়ে কে, কত খ্রিস্টাব্দে কোন গ্রন্থে সর্বপ্রথম আলোচনা করেন? গ্রন্থটি কোন ভাষায় রচিত?

★উত্তর - ডঃ মুহম্মদ শহীদুল্লাহ ১ জানুয়ারি ১৯২৮ খ্রিস্টাব্দে তাঁর 'Les Chants Mystiques de Kanha et de Saraha' গ্রন্থে। গ্রন্থটি ফরাসি ভাষায় রচিত।

১০) পণ্ডিত রাহুল সাংকৃত্যায়নের চর্যাপদ বিষয়ে বিশেষ গবেষণার কিছু অংশ কোন ভাষায় অনূদিত হয়ে কোন জার্নালে, কবে প্রকাশিত হয়?

★উত্তর - ফরাসি ভাষায় অনূদিত হয়ে 'Journal Asiatic'-এর ১৯৩৪ খ্রিস্টাব্দের অক্টোবর সংখ্যায় প্রকাশিত হয়। পণ্ডিত রাহুল সাংকৃত্যায়নও চর্যাপদ বিষয়ে বিশেষ গবেষণা করেন এবং তিনি বহু প্রবন্ধে চর্যাগীতি সম্পর্কে বহু নূতন তথ্য এবং তত্ত্ব প্রকাশ করেন।

১১) কে, কোন জার্নালে 'দোহাকোষ' প্রকাশ করেন? এর বিশেষত্ব কী?

★উত্তর - ডঃ প্রবোধচন্দ্র বাগচী কলকাতা বিশ্ববিদ‍্যালয় থেকে প্রকাশিত 'Journal of the Department of Letters' [২৮শ খণ্ড] জার্নালে 'দোহাকোষ' প্রকাশ করেন। 'দোহাকোষে'র বিশেষত্ব হল - এটি প্রকাশ করে তিনি চর্যাপদের কয়েকজন কবি ও দোহাকোষের পরিচয় দেন। (১৯৩৮ খ্রিস্টাব্দে তিনি উক্ত জার্নালের ৩০শ খণ্ডে 'Materials for Critical Edition of the Old Bengali Charyapadas' সংকলনে বাংলা অক্ষরে সংগৃহীত চর্যাপদ, তার সংস্কৃত অনুবাদ এবং তিব্বতি অনুবাদের উল্লেখ করেন।)

১২) 'Obscure Religious Cults as Background of Bengali Literature' (১৯৪৬) -- এই গ্রন্থটির রচয়িতা কে?

★উত্তর - ডঃ শশিভূষণ দাশগুপ্ত।

১৩) 'Obscure Religious Cults as Background of Bengali Literature' (১৯৪৬) -- এই গ্রন্থটি কোথা থেকে প্রকাশিত হয়? গ্রন্থটির বিশেষত্ব কী?

★উত্তর - এই গ্রন্থটি কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে প্রকাশিত হয়। গ্রন্থটির বিশেষত্ব হল - এই গ্রন্থে ডঃ শশিভূষণ দাশগুপ্ত সহজযান প্রসঙ্গে চর্যাপদের অন্তর্নিহিত তত্ত্বের ব্যাখা করেন।

১৪) 'Old Bengali Language and Text' (১৯৬৩) -- এই গ্রন্থটি কে রচনা করেন?

★উত্তর - ডঃ তারাপদ মুখোপাধ্যায়।

১৫) 'Old Bengali Language and Text' (১৯৬৩) -- এই গ্রন্থটি কোথা থেকে প্রকাশিত হয়? গ্রন্থটির বিশেষত্ব কী?

★উত্তর - এই গ্রন্থটি কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে প্রকাশিত হয়। গ্রন্থটির বিশেষত্ব হল - এই গ্রন্থে ডঃ তারাপদ মুখোপাধ্যায় চর্যাপদের ভাষার শব্দতাত্ত্বিক ব্যাখা করেছেন।

১৬) ডঃ মুহম্মদ শহীদুল্লাহ সম্পাদিত চর্যাপদ বিষয়ক গ্রন্থের নাম কী? গ্রন্থটির বিশেষত্ব কী?

★উত্তর - 'Buddhist Mystic Songs'। গ্রন্থটির বিশেষত্ব হল - এই গ্রন্থেই ডঃ মুহম্মদ শহীদুল্লাহ ১৯২৭ খ্রিস্টাব্দে চর্যাপদের ধর্মমত নিয়ে সর্বপ্রথম আলোচনা করেন।

১৭) ডঃ আনোয়ার পাশা ও ডঃ মুহম্মদ হাই সম্পাদিত চর্যাপদ বিষয়ক গ্রন্থের নাম কী?

★উত্তর - 'চর্যাগীতিকা'।

১৮) ডঃ সুকুমার সেন সম্পাদিত চর্যাপদ বিষয়ক গ্রন্থের নাম কী?

★উত্তর - 'চর্যাগীতি পদাবলী'।

১৯) ডঃ মণীন্দ্রমোহন বসু সম্পাদিত চর্যাপদ বিষয়ক গ্রন্থের নাম কী?

★উত্তর - 'চর্যাপদ'।

২০) ডঃ অতীন্দ্র মজুমদার সম্পাদিত চর্যাপদ বিষয়ক গ্রন্থের নাম কী? গ্রন্থটির বিশেষত্ব কী?

★উত্তর - 'চর্যাপদ'। গ্রন্থটির বিশেষত্ব হল - এই গ্রন্থে অতীন্দ্র মজুমদার মূলত চর্যাপদের আধ্যাত্মিক বা ভাষাগত দিক ছাড়াও কাব্যের বিভিন্ন দিকগুলি নিয়ে আলোচনা করেছেন। এছাড়া তিনি চর্যাপদের বাক্যগুলির নানা দিক বিশ্লেষণ করেছেন। চর্যাপদকে প্রাচীণ আর কাঠখোট্টা যারা ভেবে থাকেন তাদের জন্য সহজ ভাষায় বিশ্লেষণ করে বলা হয়েছে চর্যাপদের ভেতরে কত গভীর সুমধুর নির্জাস রয়েছে।

 ¤ তথ্যঋণ :- 'চর্যাপদ' (চৈত্র ১৩৬৭) --- ডঃ শ্রীঅতীন্দ্র মজুমদার।

★প্রকাশনা সংস্থা :- 'নয়া প্রকাশ', ২০৬, বিধান সরণী, কলকাতা - ৭০০০০৬।

★প্রচ্ছদপট ও রূপায়ণ :- শ্রীপূর্ণেন্দু পত্রী।

  ¤ আরও দেখুন :-  


  • আলোচক : সৌম্য মাইতি
  • যোগাযোগ : ৬২৯০৩৭৭১৩৪
  • S.L.S.T  বাংলা অনলাইন ক্লাসে যুক্ত হতে চাইলে ফোন করে যোগাযোগ করুন আমার ৬২৯০৩৭৭১৩৪ নম্বরে, অথবা আমার WhatssApp-তে ম্যাসেজ করুন ৮৭৬৮৮৩০২৩০ নম্বরে। ধন্যবাদ।

This is a premium content, you can continue reading this content in our Android App. Click the button below to continue. alert-info

Post a Comment

Previous Post Next Post