সাধারণ রঙ্গালয়ে বঙ্কিমচন্দ্রের উপন্যাসের
নাটকাকারে অভিনয় (ইং ১৮৭২-১৮৭৫)
৭ ডিসেম্বর ১৮৭২ খ্রিস্টাব্দে কলকাতায় সাধারণ রঙ্গালয়ের প্রতিষ্ঠা থেকে ১৮৭৫ খ্রিস্টাব্দ পর্যন্ত বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের যে সকল উপন্যাস নাটকাকারে অভিনীত হয়, তার একটি তালিকা সংকলিত হল :–
অভিনীত পুস্তক-থিয়েটারের নাম-অভিনয়ের তারিখ
১) 'কপালকুণ্ডলা' – 'ন্যাশনাল থিয়েটার' – ১০ মে ১৮৭৩ খ্রি.।
২) 'দুর্গেশনন্দিনী' – 'বেঙ্গল থিয়েটার' – ২০ ডিসেম্বর ১৮৭৩ খ্রি.।
৩) 'দুর্গেশনন্দিনী' – 'বেঙ্গল থিয়েটার' – ২৭ ডিসেম্বর ১৮৭৩ খ্রি.।
৪) 'দুর্গেশনন্দিনী' – 'বেঙ্গল থিয়েটার' – ৩ জানুয়ারি ১৮৭৪ খ্রি.।
৫) 'কপালকুণ্ডলা' – 'গ্রেট ন্যাশনাল থিয়েটার' – ৭ ফেব্রুয়ারি ১৮৭৪ খ্রি.।
৬) 'কপালকুণ্ডলা' – 'গ্রেট ন্যাশনাল থিয়েটার' – ১৪ ফেব্রুয়ারি ১৮৭৪ খ্রি.।
৭) 'মৃণালিনী' – 'ন্যাশনাল থিয়েটার' – ১৪ ফেব্রুয়ারি ১৮৭৪ খ্রি.।
৮) 'দুর্গেশনন্দিনী' – 'বেঙ্গল থিয়েটার' – ১৪ ফেব্রুয়ারি ১৮৭৪ খ্রি.।
৯) 'দুর্গেশনন্দিনী' – 'বেঙ্গল থিয়েটার' – ২১ ফেব্রুয়ারি ১৮৭৪ খ্রি.।
১০) 'মৃণালিনী' – 'গ্রেট ন্যাশনাল থিয়েটার' – ২১ ফেব্রুয়ারি ১৮৭৪ খ্রি.।
১১) 'মৃণালিনী' – 'গ্রেট ন্যাশনাল থিয়েটার' – ২৮ ফেব্রুয়ারি ১৮৭৪ খ্রি.।
১২) 'কপালকুণ্ডলা' – 'গ্রেট ন্যাশনাল থিয়েটার' – ৪ এপ্রিল ১৮৭৪ খ্রি.।
১৩) 'দুর্গেশনন্দিনী' – 'বেঙ্গল থিয়েটার' – ২ মে ১৮৭৪ খ্রি.।
১৪) 'দুর্গেশনন্দিনী' – 'বেঙ্গল থিয়েটার' – ১৫ আগস্ট ১৮৭৪ খ্রি.।
১৫) 'দুর্গেশনন্দিনী' – 'বেঙ্গল থিয়েটার' – ৩ অক্টোবর ১৮৭৪ খ্রি.।
১৬) 'দুর্গেশনন্দিনী' – 'বেঙ্গল থিয়েটার' – ৫ ডিসেম্বর ১৮৭৪ খ্রি.।
১৭) 'দুর্গেশনন্দিনী' – 'বেঙ্গল থিয়েটার' – ১২ ডিসেম্বর ১৮৭৪ খ্রি.।
১৮) 'কপালকুণ্ডলা' – 'বেঙ্গল থিয়েটার' – ১৩ ফেব্রুয়ারি ১৮৭৫ খ্রি.।
১৯) 'দুর্গেশনন্দিনী' – 'বেঙ্গল থিয়েটার' – ২৫ মার্চ ১৮৭৫ খ্রি.।
২০) 'বিষবৃক্ষ' – 'গ্রেট ন্যাশনাল থিয়েটার' – ১ মে ১৮৭৫ খ্রি.।
¤ তথ্যঋণ :- 'সাহিত্য-সাধক চরিতমালা' (দ্বিতীয় খণ্ড) --- শ্রীব্রজেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, শ্রীসজনীকান্ত দাস ও শ্রীযোগেশচন্দ্র বাগল।
★প্রকাশনা সংস্থা :- 'বঙ্গীয়-সাহিত্য-পরিষৎ', ২৪৩/১, আচার্য প্রফুল্লচন্দ্র রোড, কলকাতা - ৭০০০০৬।
- আলোচক : সৌম্য মাইতি
- যোগাযোগ : ৬২৯০৩৭৭১৩৪
- S.L.S.T বাংলা অনলাইন ক্লাসে যুক্ত হতে চাইলে ফোন করে যোগাযোগ করুন আমার ৬২৯০৩৭৭১৩৪ নম্বরে, অথবা আমার WhatssApp-তে ম্যাসেজ করুন ৮৭৬৮৮৩০২৩০ নম্বরে। ধন্যবাদ।
Post a Comment