NEW :
Loading contents...

 আর্নেস্ট মিলার হেমিংওয়ে : মার্কিন সাহিত্যিক  

       (২১ জুলাই ১৮৯৯ ---  জুলাই ১৯৬১)

আর্নেস্ট মিলার হেমিংওয়ে [Ernest Miller Hemingway] (১৮৯৯-১৯৬১) ছিলেন একজন মার্কিন সাহিত্যিক (ঔপন্যাসিক ছোটোগল্পকার) এবং সাংবাদিক। তাঁর "আইসবার্গ তত্ত্ব" নামে পরিচিত নির্মেদ নিরাবেগী লেখনী বিংশ শতাব্দীর কথাসাহিত্যের ভাষাশৈলীতে ব্যাপক প্রভাব ফেলে। অন্যদিকে, হেমিংওয়ের রোমাঞ্চপ্রিয় জীবন ভাবমূর্তি পরবর্তী প্রজন্মের কাছে তাঁকে প্রশংসিত করে তোলে। বিংশ শতাব্দীর বিশের দশকের মাঝামাঝি সময় থেকে পঞ্চাশের দশকের মাঝামাঝি পর্যন্ত সময়ে তিনি তার অধিকাংশ সাহিত্যকর্ম রচনা করেছিলেন। তাঁর প্রকাশিত গ্রন্থের মধ্যে অনেকগুলো গ্রন্থ মার্কিন সাহিত্যের "ধ্রুপদী" বা "চিরায়ত গ্রন্থ" হিসেবে বিবেচিত হয়।

 ¤ জন্ম জন্মস্থান :- 

আর্নেস্ট মিলার হেমিংওয়ে ১৮৯৯ খ্রিস্টাব্দের ২১শে জুলাই মার্কিন যুক্তরাষ্ট্রের ইলিনয় অঙ্গরাজ্যের শিকাগো শহরের অন্তর্গত ওক পার্কে জন্মগ্রহণ করেন।

 ¤ বংশপরিচয় :- 

আর্নেস্ট মিলার হেমিংওয়ের পিতা ক্লেরেন্স এডমন্ডস হেমিংওয়ে ছিলেন পেশায় একজন চিকিৎসক এবং তাঁর মাতা গ্রেস হল হেমিংওয়ে ছিলেন একজন সংগীতাজ্ঞ দুজনেই শিকাগো শহরের অন্তর্গত ওক পার্কে উচ্চ শিক্ষিত সম্মানিত ছিলেন। এই সংরক্ষিত এলাকার বাসিন্দা ফ্র্যাংক লয়েড রাইট এলাকাটি সম্পর্কে বলেন, --- "অনেকগুলো ভালো মানুষের যাওয়ার জন্য অনেকগুলো গির্জা রয়েছে।"

         
আর্নেস্ট মিলার হেমিংওয়ের ভাই-বোনেরা হলেন :- মার্শেলিন (জন্ম : ১৮৯৮), উরসুলা (জন্ম : ১৯০২), ম্যাডেলিন (জন্ম : ১৯০৪), ক্যারল (জন্ম : ১৯১১) লিস্টার (জন্ম : ১৯১৫) তাঁদের পরিবার পরবর্তী কালে নিকটবর্তী একটি স্থানে সাত-কামরা বিশিষ্ট বাড়িতে চলে যান, সেখানে গ্রেসের জন্য একটি মিউজিক স্টুডিও ক্লেরেন্সের জন্য মেডিক্যাল অফিসের সুব্যবস্থা ছিল।


 ¤ বাল্যকাল :- 

আর্নেস্ট মিলার হেমিংওয়ের জন্মস্থান মার্কিন যুক্তরাষ্ট্রের ইলিনয় অঙ্গরাজ্যের শিকাগো শহরের অন্তর্গত ওক পার্ক -- এই সংরক্ষিত এলাকার বাসিন্দা ফ্র্যাংক লয়েড রাইট এলাকাটি সম্পর্কে বলেন, --- "অনেকগুলো ভালো মানুষের যাওয়ার জন্য অনেকগুলো গির্জা রয়েছে।" আর্নেস্ট হেমিংওয়ের বাল্যকাল এখানেই কেটেছিল।

 ¤ তাঁর নামকরণ :- 

বাল্যকালে আর্নেস্ট হেমিংওয়ের নাম তাঁর নানার নাম অনুযায়ীই রাখা হয়। যদিও পরবর্তীকালে হেমিংওয়ে এই নাম পছন্দ করেননি। কারণ অস্কার ওয়াইল্ডের নাটক "দি ইমপোর্টেক্স অব্ বিইং আর্নেস্ট" ["The Importance of being Ernest"]-এর প্রধান চরিত্রের নাম ছিল 'Ernest'('আর্নেস্ট') যে ছিল সাদাসিধে বোকাসোপা টাইপের।

 ¤ স্থানীয় নাম :-  Ernest Hemingway [আর্নেস্ট হেমিংওয়ে]

 ¤ পেশা :-  সাহিত্যিক (ঔপন্যাসিক ছোটোগল্পকার) এবং সাংবাদিক।

 ¤ জাতীয়তা :-  মার্কিন।



 ¤ সক্রিয় বছর :-  ১৯১৫-১৯৪৫ খ্রিস্টাব্দ [নীচের তথ্যানুযায়ী]

তথ্য :- বিংশ শতাব্দীর বিশের দশকের মাঝামাঝি থেকে পঞ্চাশের দশকের মাঝামাঝি পর্যন্ত সময়ে আর্নেস্ট মিলার হেমিংওয়ে তাঁর অধিকাংশ সাহিত্যকর্ম রচনা করেছিলেন, অর্থাৎ ১৯১৫-১৯৪৫ খ্রিস্টাব্দে।

 ¤ দাম্পত্য জীবন :- 

আর্নেস্ট মিলার হেমিংওয়ে চার বার দাম্পত্যসঙ্গী করেছিলেন, অর্থাৎ চার বার বিয়ে করেছিলেন। এই দম্পতিদেরর ঘরে কয়েকজন সন্তানও জন্মগ্রহণ করেছিল। সেই দাম্পত্যসঙ্গীদের নাম সন্তানদের নাম নিম্নে দেওয়া হল ---

 ¤ দাম্পত্যসঙ্গী :- 

) হ্যাডলি রিচার্ডসন [বিবাহ :- ১৯২১ বিচ্ছেদ :- ১৯২৭],

) পলিন ফাইফার [বিবাহ :- ১৯২৭ বিচ্ছেদ :- ১৯৪০],

) মার্থা গেলহর্ন [বিবাহ :- ১৯৪০ বিচ্ছেদ :- ১৯৪৫],

) ম্যারি ওয়েলশ হেমিংওয়ে [বিবাহ :- ১৯৪৬ হেমিংওয়ের মৃত্যু :- ১৯৬১]

 ¤ সন্তান :- 

) জ্যাক হেমিংওয়ে  [পুত্র সন্তান] (১৯২৩-২০০০),

) প্যাট্রিক হেমিংওয়ে [পুত্র সন্তান] (১৯২৮ ---),

) গ্রেগরি হেমিংওয়ে [পুত্র সন্তান] (১৯৩১-২০০১)

 ¤ প্রথম বিশ্বযুদ্ধে ভূমিকা :- 

১৯১৮ খ্রিস্টাব্দের প্রথম দিকে আর্নেস্ট মিলার হেমিংওয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের মিজুরি অঙ্গরাজ্যের বৃহত্তম শহর কানসাস- রেড ক্রসের নিয়োগ কার্যক্রমে সাড়া দেন এবং ইতালিয় অ্যাম্বুলেন্সে চালক হিসেবে নিয়োগ পান। তিনি মে মাসে নিউ ইয়র্ক সিটি ছেড়ে যান এবং প্যারিস পৌঁছে দেখেন শহরটি জার্মান গোলন্দাজ বাহিনী কর্তৃক বোমাবিধ্বস্ত। জুন মাসের মধ্যে তিনি ইতালির যুদ্ধ ক্ষেত্রে পৌঁছে যান। মিলানে উপস্থিত হয়ে প্রথম দিনই তাঁকে একটি যুদ্ধোপকরণ কারখানার বিস্ফোরণস্থলে পাঠানো হয়। সেখানে উদ্ধারকর্মীরা নারী শ্রমিকদের লাশের টুকরো টুকরো অংশ উদ্ধারের চেষ্টা করছিল। তিনি এই দুর্ঘটনার কথা তাঁর "ডেথ ইন দ্য আফটারনুন" ["Death in the Afternoon"] (১৯৩২) নামক অকল্পিত সাহিত্য গ্রন্থে বর্ণনা করে বলেন, --- "আমার মনে আছে আমরা গোটা মৃতদেহ খুঁজছিলাম কিন্তু পাচ্ছিলাম মৃতদেহের টুকরো টুকরো অংশ।"

 ¤ সাহিত্যকর্ম :- 

আর্নেস্ট মিলার হেমিংওয়ে তাঁর জীবদ্দশায় মোট টি উপন্যাস, টি ছোটোগল্প-সংকলন গ্রন্থ এবং টি অকল্পিত সাহিত্য গ্রন্থ প্রকাশ করেছিলেন। তাঁর মৃত্যুর পরে আরও টি উপন্যাস, টি ছোটোগল্প-সংকলন গ্রন্থ এবং টি অকল্পিত সাহিত্য গ্রন্থ প্রকাশিত হয়েছিল। বিংশ শতাব্দীর বিশের দশকের মাঝামাঝি থেকে পঞ্চাশের দশকের মাঝামাঝি পর্যন্ত সময়ে তিনি তার অধিকাংশ সাহিত্যকর্ম রচনা করেছিলেন। তাঁর প্রকাশিত গ্রন্থের মধ্যে অনেকগুলোই মার্কিন সাহিত্যের "ধ্রুপদী" বা "চিরায়ত গ্রন্থ" হিসেবে বিবেচিত হয়।

 ¤ গ্রন্থপঞ্জি :- 

 ¤ উপন্যাস :- 

) "The Torrents of Spring" ["দ্য টরেন্টস অফ স্প্রিং"] (১৯২৪)

★তথ্য :- এটি তাঁর প্রথম প্রকাশিত উপন্যাস।

) "The Sun Also Rises" ["দ্য সান অলসো রাইজেস"] (১৯২৬)

) "Fiesta" ["ফিয়েস্তা"] (১৯২৭)

) "A Farewell to Arms" [" ফেয়ারওয়েল টু আর্মস"] (১৯২৯)

) "To Have and Have Not" ["টু হ্যাভ অ্যান্ড হ্যাভ নট"] (১৯৩৭)

) "For Whom The Bell Tolls" ["ফর হুম দ্য বেল টোলস"] (১৯৪০)

) "Across the Eiver and into the Trees" ["এক্রশ দ্য ঈভের অ্যান্ড ইনটু দ্য ট্রিস"] (১৯৫০)

) "The Old Man and the Sea" ["দ্য ওল্ড ম্যান অ্যান্ড দ্য সী"] (১৯৫২)

) "Island in the Stream" ["আইল্যান্ড ইন দ্য স্ট্রীম"] (১৯৭০)

তথ্য :- এটি তাঁর মরণোত্তর প্রকাশিত উপন্যাস।

১০) "The Garden of Eden" ["দ্য গার্ডেন অফ ইডেন"] (১৯৮৬)

তথ্য :- এটি তাঁর মরণোত্তর প্রকাশিত উপন্যাস।

১১) "True At First Light" ["ট্রু অ্যাট ফার্স্ট লাইট"] (১৯৯৯)

তথ্য :- এটি তাঁর মরণোত্তর প্রকাশিত উপন্যাস।

১২) "Under Kilimanjaro" ["আন্ডার কিলিমাঞ্জারো"] (২০০৫)

তথ্য :- এটি তাঁর মরণোত্তর প্রকাশিত উপন্যাস।

 ¤ ছোটোগল্প-সংকলন গ্রন্থ :- 

) "Three Stories and Ten Poems" ["থ্রি স্টোরিস অ্যান্ড টেন পোয়েমস"] (১৯২৩)

তথ্য :- এটি তাঁর প্রথম প্রকাশিত ছোটোগল্প-সংকলন গ্রন্থ।

) "Cat in the Rain" ["ক্যাট ইন দ্য রেইন"] (১৯২৫)

) "In our Time" ["ইন আওয়ার টাইম"] (১৯২৫)

) "Men Without Women" ["মেন উইথআউট ওমেন"] (১৯২৭)

) "Winner Take Nothing" ["উইনার টেক নাথিং] (১৯৩৩)

) "The Snows of Kilimanjaro" ["দ্য স্নোস অফ কিলিমাঞ্জারো"] (১৯৩৬)

) "The Fifth Column and the First Forty-Nine Stories" ["দ্য ফিফ্থ কলাম অ্যান্ড দ্য ফার্স্ট ফোর্টি-নাইন স্টোরিস"] (১৯৩৮)

) "The Fifth Column and Four Stories of the Spanish Civil War" ["দ্য ফিফ্থ কলাম অ্যান্ড ফোর স্টোরিস অফ দ্য স্প্যানিশ সিভিল ওয়ার"] (১৯৬৯)

তথ্য :- এটি তাঁর মরণোত্তর প্রকাশিত ছোটোগল্প-সংকলন গ্রন্থ।

) "The Nick Adams Stories" ["দ্য নিক এডামস স্টোরিস"] (১৯৭২)

তথ্য :- এটি তাঁর মরণোত্তর প্রকাশিত ছোটোগল্প-সংকলন গ্রন্থ।

১০) "The Complete Short Stories of Ernest Hemingway" ["দ্য কমপ্লিট শর্ট স্টোরিস অফ আর্নেস্ট হেমিংওয়ে"] (১৯৮৭)

তথ্য :- এটি তাঁর মরণোত্তর প্রকাশিত ছোটোগল্প-সংকলন গ্রন্থ।

১১) "Every man's Library: The Collected Stories" ["এভ্রি ম্যান' লাইব্রেরি: দ্য কালেক্টেড স্টোরিস"] (১৯৯৫)

তথ্য :- এটি তাঁর মরণোত্তর প্রকাশিত ছোটোগল্প-সংকলন গ্রন্থ।

 ¤ অকল্পিত সাহিত্য গ্রন্থ :- 

) "Death in the Afternoon" ["ডেথ ইন দ্য আফটারনুন"] (১৯৩২)

তথ্য :- এটি সম্ভবত তাঁর প্রথম প্রকাশিত অকল্পিত সাহিত্য গ্রন্থ।

) "Green Hills of Africa" ["গ্রীন হিলস অফ আফ্রিকা"] (১৯৩৫)

) "Hemingway, The Wild Years" ["হেমিংওয়ে, দ্য ওয়াইল্ড ইয়ারস"] (১৯৬২)

তথ্য :- এটি তাঁর মরণোত্তর প্রকাশিত অকল্পিত সাহিত্য গ্রন্থ।

) "A Movable Feast" [" মুভেবল ফিস্ট"] (১৯৬৪)

তথ্য :- এটি তাঁর মরণোত্তর প্রকাশিত অকল্পিত সাহিত্য গ্রন্থ।

) "By-Line: Ernest Hemingway" ["বাই-লাইন: আর্নেস্ট হেমিংওয়ে"] (১৯৬৭)

তথ্য :- এটি তাঁর মরণোত্তর প্রকাশিত অকল্পিত সাহিত্য গ্রন্থ।

) "Ernest Hemingway: Cub Reporter" ["আর্নেস্ট হেমিংওয়ে: কাব রিপোর্টার"] (১৯৭০)

তথ্য :- এটি তাঁর মরণোত্তর প্রকাশিত অকল্পিত সাহিত্য গ্রন্থ।

) "Ernest Hemingway Selected Letters ১৯১৭-১৯৬১" ["আর্নেস্ট হেমিংওয়ে সিলেক্টেড লেটারস ১৯১৭-১৯৬১"] (১৯৮১)

তথ্য :- এটি তাঁর মরণোত্তর প্রকাশিত অকল্পিত সাহিত্য গ্রন্থ।

) "Dateline: Toronto" ["ডেটলাইন: টরোন্টো"] (১৯৮৫)

তথ্য :- এটি তাঁর মরণোত্তর প্রকাশিত অকল্পিত সাহিত্য গ্রন্থ।

 ¤ সাহিত্যকর্মভিত্তিক চলচ্চিত্র :- 

মার্কিন সাহিত্যিক আর্নেস্ট মিলার হেমিংওয়ের বেশ কয়েকটি উপন্যাস ছোটোগল্প-সংকলন গ্রন্থ অবলম্বনে কয়েকটি চলচ্চিত্র নির্মাণ হয়। তার মধ্যে কেবল মার্কিন যুক্তরাষ্ট্র যুক্তরাজ্যে মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্রের তালিকা নিম্নে দেওয়া হল ---

) "A Farewell to Arms" (১৯৩২) [" ফেয়ারওয়েল টু আর্মস"] {পরিচালক: গ্যারি কুপার}

) "For Whom the Bell Tolls" (১৯৪৩) ["ফর হুম দ্য বেল টোলস"] {পরিচালক: গ্যারি কুপার এবং ইনগ্রিড বের্জম্যান}

) "To Have and Have Not" (১৯৪৪) ["টু হ্যাভ অ্যান্ড হ্যাভ নট"] {পরিচালক: হামফ্রে বোগ্রেট এবং লাউরেন বারকল}

) "The Killers" (১৯৪৬) ["দ্য কিলারস"] {পরিচালক: বার্ট লেনকেস্টার}

) "The Snows of Kilimanjaro" ["দ্য স্নোস অফ কিলিমাঞ্জারো"] (১৯৫২) {পরিচালক: গ্রেগরি পেক}

) "A Farewell to Arms" (১৯৫৭) [" ফেয়ারওয়েল টু আর্মস"] {পরিচালক: রক হাডসন}

) "The Sun Also Rises" ["দ্য সান অলসো রাইজেস"] (১৯৫৭) {পরিচালক: টায়রন পাওয়ার}

) "The Old Man and The Sea" [দ্য ওল্ড ম্যান অ্যান্ড দ্য সী"] (১৯৫৮) {পরিচালক: স্পেনসার ট্রেকি}

) "Adventures of a Young Man" ["অ্যাডভেঞ্চারস অফ ইয়ং ম্যান"] (১৯৬২)

১০) "The Killers" (১৯৬৪) ["দ্য কিলারস"] {পরিচালক: লি মারভিন}

১১) "For Whom the Bell Tolls" ["ফর হুম দ্য বেল টুলস"] (১৯৬৫)

১২) "Islands in the Stream" (১৯৭৭) ["আইসল্যান্ড ইন দ্য স্ট্রীম"] {পরিচালক: গিওর্গি সি. স্কট}

১৩) "The Sun Also Rises" ["দ্য সান অলসো রাইজেস"] (১৯৮৪)

১৪) "The Old Man and The Sea" [দ্য ওল্ড ম্যান অ্যান্ড দ্য সী"] (১৯৯০) {পরিচালক: অ্যানথনি কুইন}

১৫) "In Love and War" ["ইন লাভ অ্যান্ড ওয়ার"] (১৯৯৬) {পরিচালক: চ্রিস 'ডোন্নেল}

এর মধ্যে তিনটি চলচ্চিত্র তিনজন ভিন্ন পরিচালক পরিচালনা করেছেন। সেগুলি হল ---

) "The Killers" ["দ্য কিলারস"] (১৯৬৪)

) "The Sun Also Rises" ["দ্য সান অলসো রাইসেস"] (১৯৮৪)

) "The Old Man and the Sea" ["দ্য ওল্ড ম্যান অ্যান্ড দ্য সি"] (১৯৯০)

 ¤ দ্বিতীয় বিশ্বযুদ্ধে ভূমিকা :- 

১৯৪৪ খ্রিস্টাব্দের মার্চ মাস থেকে ১৯৪৫ খ্রিস্টাব্দের মে মাস পর্যন্ত আর্নেস্ট মিলার হেমিংওয়ে লন্ডন ইউরোপে ছিলেন। হেমিংওয়ে যখন প্রথম লন্ডনে পৌঁছান, তিনি টাইম সাময়িকীর করেসপন্ডেন্ট ম্যারি ওয়েলশের সাথে সাক্ষাৎ করেন। তিনি তার প্রতি আকৃষ্ট হন। হেমিংওয়ে মার্থাকে বিমানে প্রেস পাস না দেওয়ায় মার্থা বিস্ফোরক ভর্তি এক জাহাজে করে আটলান্টিক মহাসাগর পাড়ি দেন। তিনি লন্ডনে এসে গাড়ি দুর্ঘটনায় আহত হেমিংওয়েকে হাসপাতালে খুঁজে বের করেন। তার এই অবস্থায় সহানুভূতিশীল না হয়ে বরং মার্থা তার বিরুদ্ধে ভয় দেখানোর অভিযোগ করেন। হেমিংওয়ে শেষবারের মত মার্থার সাথে সাক্ষাৎ করেন ১৯৪৫ খ্রিস্টাব্দের মার্চ মাসে যখন তিনি কিউবা ফিরে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন। এই বছরের শেষের দিকে তাদের বিবাহবিচ্ছেদ চূড়ান্ত হয়। ইতিমধ্যে, তিনি ম্যারি ওয়েলশকে তাদের তৃতীয় সাক্ষাতেই বিয়ের প্রস্তাব দেন।

           জুলাই মাসের শেষের দিকে তিনি কর্নেল চার্লস বাক ল্যানহামের অধীনস্ত ২২তম পদাতিক রেজিমেন্টে যোগ দেন। তিনি প্যারিসের বাইরে রামবুয়েতে একটি ছোট গ্রাম্য মিলিশিয়া ব্যান্ডের অনানুষ্ঠানিক নেতার দায়িত্ব পালন করেন। হেমিংওয়ের বীরত্ব সম্পর্কে ইতিহাসবেত্তা দুটি বিশ্বযুদ্ধের সাহিত্যের সমালোচক পল ফুসেল লেখেন, --- "হেমিংওয়ে তাঁর জড়ো করা রেজিস্টেন্স দলের পদাতিক বাহিনীর ক্যাপ্টেনের দায়িত্ব পালনকালে বেশ কিছু সমস্যার সম্মুখীন হয়েছেন, কারণ একজন করেসপন্ডেন্টের সৈন্যদলের নেতৃত্ব দেওয়ার কথা নয়, তবুও তিনি তা সুষ্ঠুভাবে পালন করেন।"

 ¤ কয়েকটি সেরা উক্তি :- 

) "মানুষ পরাজিত হওয়ার জন্য জন্মেনি।"

) "কেউ ভালো না মন্দ বিচার করতে চাইলে তাকে বিশ্বাস কর।"

) "আমরা সবাই একটা স্কুলের শিক্ষার্থী, যেখানে কোনো শিক্ষক নেই।"

) "বুদ্ধিমানদের জন্য সুখ একটি দুষ্প্রাপ্য জিনিস।"

) "সত্য বলে কিছুই নেই, কারণ সবই সত্য।"

) "বইয়ের মতো বিশ্বস্ত বন্ধু আর নেই।"

) "মানুষ কখনও হার মানতে চায় না। যদিও সে যুদ্ধ করতে করতে নিঃস্ব হয়ে যায়।"

) "সাহস হল প্রচণ্ড চাপের ফসল।"

 ¤ উল্লেখযোগ্য পুরস্কার :- 

) ১৯৫৩ খ্রিস্টাব্দে : তিনি কথাসাহিত্যে "পুলিৎজার পুরস্কার" পান।

) ১৯৫৪ খ্রিস্টাব্দে : তিনি সাহিত্যে "নোবেল পুরস্কার" লাভ করেন।

 ¤ স্বীকৃতি সম্মাননা :- 

শিল্পকলা সংস্কৃতিতে আর্নেস্ট মিলার হেমিংওয়ের গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসেবে তাঁর নামে একাধিক পুরস্কার প্রবর্তিত হয়। তার মধ্যে উল্লেখযোগ্য কয়েকটি হল ---

) "হেমিংওয়ে ফাউন্ডেশন"/"পেন পুরস্কার"

) "হেমিংওয়ে পুরস্কার"

 ¤ মৃত্যু মৃত্যুস্থান :- 

আর্নেস্ট মিলার হেমিংওয়ে ১৯৬১ খ্রিস্টাব্দের ২রা জুলাই মার্কিন যুক্তরাষ্ট্রের আইডাহো অঙ্গরাজ্যের কেচাম শহরে ভোর-সকালে নিজের বাড়িতে নিজের প্রিয় শটগান দিয়ে নিজেকে গুলি করে আত্মহত্যা করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল মাত্র ৬২ বছর।

  ¤ আরও দেখুন :-  



  • আলোচক : সৌম্য মাইতি
  • যোগাযোগ : ৬২৯০৩৭৭১৩৪
  • S.L.S.T  বাংলা অনলাইন ক্লাসে যুক্ত হতে চাইলে ফোন করে যোগাযোগ করুন আমার ৬২৯০৩৭৭১৩৪ নম্বরে, অথবা আমার WhatssApp-তে ম্যাসেজ করুন ৮৭৬৮৮৩০২৩০ নম্বরে। ধন্যবাদ।

This is a premium content, you can continue reading this content in our Android App. Click the button below to continue. alert-info

Post a Comment

Previous Post Next Post