'ভাঙার গান' : কবি কাজী নজরুল ইসলাম
(নবম শ্রেণি : 'সাহিত্য সঞ্চয়ন')
১) 'ভাঙার গান' কবিতাটি কবি কাজী নজরুল ইসলামের কোন্ কাব্যগ্রন্থের অন্তর্ভুক্ত?
★উত্তর --- 'ভাঙার গান' কাব্যগ্রন্থের অন্তর্ভুক্ত।
২) 'ভাঙার গান' কাব্যগ্রন্থটি প্রথম কবে গ্রন্থাকারে প্রকাশিত হয়?
★উত্তর --- ১৯২৪ খ্রিস্টাব্দের আগস্ট মাসে (শ্রাবণ ১৩৩১ বঙ্গাব্দ)।
৩) 'ভাঙার গান' কাব্যগ্রন্থের 'ভাঙার গান' কবিতাটি কত সংখ্যক কবিতা?
★উত্তর --- ১ সংখ্যক কবিতা।
৪) 'ভাঙার গান' কাব্যগ্রন্থটি ইংরেজ সরকার দ্বারা কবে বাজেয়াপ্ত হয়?
★উত্তর --- ১৯২৪ খ্রিস্টাব্দের ১১ নভেম্বর।
৫) পাঠ্যাংশের 'ভাঙার গান' কবিতায় ক'টি পঙ্ক্তি আছে?
★উত্তর --- ১৬ টি।
৬) "কারার ওই লৌহকপাট ভেঙে ফেল কররে লোপাট" -- এখানে 'লৌহকপাট' শব্দের অর্থ কী?
★উত্তর --- লোহার দরজা।
৭) 'কারার ওই লৌহকপাট'কে কবি কী করতে বলেছেন?
★উত্তর --- ভেঙে ফেলতে ও লোপাট করতে।
৮) "ভেঙে ফেল কররে লোপাট" -- কী?
★উত্তর --- লৌহকপাট।
৯) 'ওই লৌহকপাট' কোথাকার?
★উত্তর --- কারার।
১০) "ভেঙে ফেল কররে লোপাট" -- এখানে 'লোপাট' শব্দের অর্থ কী?
★উত্তর --- চিহ্নমাত্র না রাখা।
১১) "রক্ত জমাট শিকল পূজার পাষাণ বেদী" -- কবি কাজী নজরুল ইসলাম কাকে 'পাষাণ বেদী' বলেছেন?
★উত্তর --- পরাধীন ভারতবর্ষকে।
১২) "পাষাণ বেদী" -- কীসের?
★উত্তর --- শিকল পূজার।
১৩) 'শিকল পূজার পাষাণ বেদী'তে কী পড়ে আছে?
★উত্তর --- জমাট রক্ত।
১৪) 'শিকল পূজার পাষাণ বেদী'তে কাদের রক্ত লেগে আছে?
★উত্তর --- বিপ্লবীদের।
১৫) কবি 'ভাঙার গান' কবিতায় কোন্ জিনিসকে 'শিকল পূজা' বলেছেন?
★উত্তর --- ইংরেজ শাসনের প্রতি আনুগত্যকে।
১৬) "ওরে ও তরুণ ঈশান" -- উদ্ধৃতাংশে কাদের সম্বোধন করা হয়েছে?
★উত্তর --- জাগ্রত তরুণদলকে।
১৭) 'ভাঙার গান' কবিতায় কবি ঈশানের কাছে কী প্রত্যাশা করেন?
★উত্তর --- সে তার প্রলয় বিষাণ বাজাবে।
১৮) "ওরে তুই তরুণ ঈশান" -- ঈশান কোন্ দেবতা?
★উত্তর --- মহাদেব বা শিব।
১৯) "বাজা তোর প্রলয় বিষাণ" -- 'প্রলয় বিষাণ' কে বাজাবে?
★উত্তর --- তরুণ ঈশান।
২০) "বাজা তোর প্রলয় বিষাণ" -- 'প্রলয় বিষাণ' কী?
★উত্তর --- ধ্বংসের ঘোষণাকারী শিঙা।
২১) ''ধ্বংস নিশান উড়ুক'' -- 'ধ্বংস নিশান' কী?
★উত্তর --- প্রলয়সূচক পতাকা।
২২) ''ধ্বংস নিশান উড়ুক'' -- কীভাবে উড়বে?
★উত্তর --- প্রাচীন প্রাচীর ভেদ করে।
২৩) "গাজনের বাজনা বাজা, কে মালিক, কে সে রাজা" -- 'গাজন' কী?
★উত্তর --- চৈত্র মাসে অনুষ্ঠিত মহাদেবের উৎসববিশেষ।
২৪) "গাজনের বাজনা বাজা" -- কবি গাজনের বাজনা বাজাতে বলেছেন কেন?
★উত্তর --- এর কারণ গাজনের বাজনা তরুণ ঈশানকে কারার লৌহকপাট ভাঙতে উদ্দীপিত করবে।
২৫) "গাজনের বাজনা বাজা" -- 'গাজন' কোন্ মাসে অনুষ্ঠিত হয়?
★উত্তর --- চৈত্র মাসে।
২৬) "গাজনের বাজনা বাজা" -- 'গাজন' কোন্ দেবতার উৎসব?
★উত্তর --- মহাদেবের।
২৭) 'মুক্ত স্বাধীন সত্যকে' কেউ কী করতে পারে না?
★উত্তর --- সাজা দিতে।
২৮) "কে দেয় সাজা" -- কাকে সাজা দেওয়া যায় না?
★উত্তর --- সত্যকে।
২৯) "হা হা হা পায় যে হাসি" -- কার হাসি পায়?
★উত্তর --- কবি কাজী নজরুল ইসলামের।
৩০) "ভগবান পরবে ফাঁসি" -- কে ভগবানকে ফাঁসি পরাতে চায়?
★উত্তর --- শাসক।
৩১) "শিখায় এ হীন তথ্য কে রে" -- কোন্ তথ্য?
★উত্তর --- ভগবানকে ফাঁসি দেওয়া যায়।
৩২) "সর্বনাশী শিখায়" -- কী শেখায়?
★উত্তর --- হীন তথ্য।
৩৩) "ওরে ও পাগলা ভোলা" -- 'ভোলা' কে?
★উত্তর --- মহেশ্বর বা শিব।
৩৪) "দে রে দে প্রলয় দোলা" -- 'প্রলয় দোলা' কে হবে?
★উত্তর --- পাগলা ভোলা।
৩৫) "গারদগুলো জোরসে ধরে হ্যাঁচকা টানে" -- কী করতে হবে?
★উত্তর --- প্রলয় দোলা দিতে হবে।
৩৬) "মার হাঁক হায়দারী হাঁক" -- এখানে 'হায়দারী হাঁক' কী?
★উত্তর --- ভয়ংকর হাঁক।
৩৭) "কাঁধে নে দুন্দুভি ঢাক" -- 'দুন্দুভি' কী?
★উত্তর --- দামামা।
৩৮) ''কাঁধে নে দুন্দুভি ঢাক" -- 'দুন্দুভি' বাজানো হয় কখন?
★উত্তর --- যুদ্ধের সময়ে।
৩৯) "ডাক ওরে ডাক মৃত্যুকে ডাক" -- মৃত্যুকে কোথায় ডাকার কথা বলা হয়েছে?
★উত্তর --- জীবনপানে।
৪০) 'ভাঙার গান' কবিতায় 'জীবনপানে' কাকে ডাকতে বলেছেন কবি?
★উত্তর --- মৃত্যুকে।
৪১) "কাটাবি কাল বসে কি" -- বসে কালক্ষেপ না করে কবি কী বলেছেন?
★উত্তর --- ভীমকারার ভিত্তি নাড়াতে।
৪২) "নাচে ওই" -- কে নাচে?
★উত্তর --- কালবৈশাখি।
৪৩) 'ভাঙার গান' কবিতায় 'লাথি' মেরে কী ভাঙতে বলা হয়েছে?
★উত্তর --- তালা।
৪৪) "আগুন জ্বালা, আগুন জ্বালা" -- কোথায় আগুন জ্বালাতে বলা হয়েছে?
★উত্তর --- বন্দিশালায়।
৪৫) পাঠ্যাংশের 'ভাঙার গান' কবিতায় কোন্ দেবতার প্রসঙ্গ একাধিকবার উত্থাপিত হয়েছে?
★উত্তর --- মহাদেবের।
¤ তথ্যঋণ :- 'বাংলা শিক্ষক' (নবম শ্রেণি) --- ড. অমল পাল ও ড. প্রিয়তোষ বসু।
★প্রকাশনা সংস্থা :- 'ছায়া প্রকাশনী', ১, বিধান সরণি, কলকাতা - ৭০০০৭৩।
- আলোচক : সৌম্য মাইতি
- যোগাযোগ : ৬২৯০৩৭৭১৩৪
- S.L.S.T বাংলা অনলাইন ক্লাসে যুক্ত হতে চাইলে ফোন করে যোগাযোগ করুন আমার ৬২৯০৩৭৭১৩৪ নম্বরে, অথবা আমার WhatssApp-তে ম্যাসেজ করুন ৮৭৬৮৮৩০২৩০ নম্বরে। ধন্যবাদ।
Post a Comment