'আমি দেখি' : কবি শক্তি চট্টোপাধ্যায়
(দ্বাদশ শ্রেণি : 'সাহিত্যচর্চা')
১) "আমি দেখি" কবিতাটির কবি কে?
★উত্তর - শক্তি চট্টোপাধ্যায়।
২) "আমি দেখি" কবিতাটি কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে?
★উত্তর - "অঙ্গুরী তোর হিরণ্য জল" (জুলাই ১৯৮০/শ্রাবণ ১৩৮৭)।
৩) শক্তি চট্টোপাধ্যায়ের প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থের নাম কী?
★উত্তর - "হে প্রেম হে নৈঃশব্দ্য" (মার্চ ১৯৬১/ ফাল্গুন ১৩৬৭)।
৪) শক্তি চট্টোপাধ্যায়ের জীবদ্দশায় প্রকাশিত শেষ কাব্যগ্রন্থের নাম কী?
উত্তর - "জঙ্গল বিষাদে আছে" (জানুয়ারি ১৯৯৪)।
৫) "আমি দেখি" কবিতার প্রথম পঙ্ক্তিটি কী?
উত্তর - "গাছ তুলে আনো, বাগানে বসাও"।
৬) শহরের অসুখ কী করে?
★উত্তর - সবুজ খায়।
৭) "সবুজের অনটন" কথাটির অর্থ কী?
★উত্তর - বৃক্ষ নিধন।
৮) কী সবুজ বাগানের আকাঙ্ক্ষা করে?
★উত্তর - কবির দেহ।
৯) "আমি দেখি" কবিতায় কবি কী দেখতে চান?
★উত্তর - বাগানের গাছ।
১০) "আমি দেখি" কবিতায় কবির কী দরকার?
★উত্তর - গাছ দেখা।
১১) "গাছের ______ শরীরে দরকার।"
★উত্তর - সবুজটুকু।
১২) "আমি দেখি কবিতার স্তবক সংখ্যা কয়টি?
★উত্তর - ৩টি।
১৩) "আমি দেখি" কবিতার পঙ্ক্তি সংখ্যা কয়টি?
★উত্তর - ১৬টি।
১৪) "আমি দেখি" কবিতায় কবি বহুদিন কোথায় আছেন?
★উত্তর - শহরে।
১৫) "অনটন" শব্দের প্রতিশব্দ কী?
★উত্তর - অভাব।
১৬) "_________ হাঁ করে কেবল সবুজ খায়" - কে হাঁ করে সবুজ খায়?
★উত্তর - শহরের অসুখ।
১৭) "গাছের সবুজটুকু শরীরে দরকার।" -- কেন?
★উত্তর - আরোগ্যের জন্য।
১৮) "গাছগুলো তুলে আনো।" -- গাছগুলো তুলে আনতে বলা হয়েছে কেন?
★উত্তর - বাগানে বসানোর জন্য।
১৯) "গাছগুলো তুলে আনো।" -- গাছগুলো তুলে আনার পর সেগুলিকে কী করতে বলেছেন কবি?
★উত্তর - বাগানে বসাতে।
২০) "আমার দরকার শুধু।" -- কবির শুধু কী দরকার?
★উত্তর - গাছ দেখে যাওয়া।
২১) গাছের কোন অংশটুকু কবির "শরীরে দরকার"?
★উত্তর - সবুজ অংশটুকু।
২২) "আমি দেখি" কবিতার কবি বহুদিন কোথায় যাননি?
★উত্তর - জঙ্গলে।
২৩) বহুদিন ধরে কোথায় না যেতে পেরে কবি শক্তি চট্টোপাধ্যায় দুঃখিত?
★উত্তর - জঙ্গলে।
২৪) "শহরের অসুখ হাঁ ক'রে কেবল সবুজ খায়" বলে তার ফলে কী ঘটে?
★উত্তর - সবুজের অনটন ঘটে।
২৫) "তাই বলি।" - কবি কী বলেন?
★উত্তর - গাছ তুলে আনো।
২৬) "তাই বলি, গাছ তুলে আনো / বাগানে বসাও আমি দেখি" -- এর কারণ কী?
★উত্তর - চোখ তো সবুজ চায়।
২৭) "আমি দেখি" কবিতায় কবির চোখ কী চায়?
★উত্তর - সবুজ।
২৮) "আমি দেখি" কবিতায় কবির দেহ কী চায়?
★উত্তর - সবুজ বাগান।
২৯) "আমি দেখি" কবিতায় "আমি দেখি" শব্দটি কতবার ব্যবহৃত হয়েছে?
★উত্তর - ২ বার।
৩০) "আমি দেখি" কবিতার শেষ পঙ্ক্তিটি কী?
★উত্তর - "আমি দেখি"।
¤ তথ্যঋণ :- 'বাংলা শিক্ষক' (দ্বাদশ শ্রেণি) --- ড. অমল পাল, অপূর্ব কর ও ড. প্রিয়তোষ বসু।
★প্রকাশনা সংস্থা :- 'ছায়া প্রকাশনী', ১, বিধান সরণি, কলকাতা - ৭০০০৭৩।
- আলোচক : সৌম্য মাইতি
- যোগাযোগ : ৬২৯০৩৭৭১৩৪
- S.L.S.T বাংলা অনলাইন ক্লাসে যুক্ত হতে চাইলে ফোন করে যোগাযোগ করুন আমার ৬২৯০৩৭৭১৩৪ নম্বরে, অথবা আমার WhatssApp-তে ম্যাসেজ করুন ৮৭৬৮৮৩০২৩০ নম্বরে। ধন্যবাদ।
Post a Comment