সুধীন্দ্রনাথ দত্তের গ্রন্থপঞ্জি : 'ক্রন্দসী'র কবি
(৩০ অক্টোবর ১৯০১ --- ২৫ জুন ১৯৬০)
¤ সুধীন্দ্রনাথ দত্তের গ্রন্থপঞ্জি :-
¤ কাব্যগ্রন্থ :-
সুধীন্দ্রনাথ দত্তের জীবদ্দশায় প্রকাশিত কাব্যগ্রন্থের সংখ্যা ৬টি। সেগুলি হল ---
(১) "তন্বী" (জুন ১৯৩০/জ্যৈষ্ঠ ১৩৩৭) :-
★প্রকাশক :- শ্রীসুধীরচন্দ্র সরকার।
★প্রকাশনা :- "এম. সি. সরকার অ্যান্ড সন্স", ১৫, কলেজ স্কোয়ার, কলকাতা।
★উৎসর্গ :- 'রবীন্দ্রনাথ ঠাকুরের শ্রীচরণে/অর্ঘ্য/ঋণশোধের জন্য নয় ঋণস্বীকারের জন্য'।
★পৃষ্ঠাসংখ্যা --- ৭৩টি।
★কবিতার সংখ্যা --- ২৯টি।
★কবিতার ক্রম :- "তন্বী সে যে", "নবীন লেখনী", "শ্রাবণবন্যা", "বর্ষার দিনে", "বাৎসরিক", "পলাতকা", "উর্বশী", "মৃত প্রেম", "ভ্রষ্ট লগ্ন", "শৃঙ্গার", "কবি", "অতন্দ্রায়", "অন্ধকার", "অনাহূত", "পশ্চিমবঙ্গ ডাক", "অন্তিম গীতিকা", "প্রতিহিংসা", "নিকষ", "অপলাপ", "হিমালয়", "চ্যুতকুসুম", "উত্তমর্ণ", "মানবী", "কৈফিয়ৎ", "অবিনশ্বর", "স্মরণ", "অভিসার", "অভিব্যাপ্তি", "চিরন্তনী"।
★তথ্য :- এটি তাঁর প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ।
@"তন্বী" কাব্যগ্রন্থের কোনো সংস্করণ হয়নি।
(২) "অর্কেস্ট্রা" [প্রথম সংস্করণ] (সেপ্টেম্বর ১৯৩৫/ভাদ্র-আশ্বিন ১৩৪২) :-
★প্রকাশক :- শ্রীকুন্দভূষণ ভাদুড়ী।
★প্রকাশনা :- "ভারতী ভবন", ৯, রুস্তমজী স্ট্রিট", কলকাতা।
★প্রচ্ছদপট :- শ্রীগিরিজাপতি ভট্টাচার্য।
★উৎসর্গ :- 'সত্যেন্দ্রনাথ বসুর/করকমলে---'।
★পৃষ্ঠাসংখ্যা --- ৯৭টি।
★কবিতার সংখ্যা --- ২৫টি।
★কবিতার ক্রম :- "হৈমন্তী", "চপলা", 'অপচয়", "কম্মৈ দেবায়", "পণ্ডশ্রম", "মূর্তিপূজা", "মহাসত্য", "পুনর্জন্ম", "ভবিতব্য", "বিকলতা", "অনুষঙ্গ", "মহাশ্বেতা", "সঞ্চয়", "প্রলাপ", "উদ্ভ্রান্তি", "নাম", "জিজ্ঞাসা", "সমাপ্তি", "দৈন্য", "ধিক্কার", "সর্বনাশ", "মার্জনা", "শাশ্বতী", "বিস্মরিণী", "অর্কেস্ট্রা"।
★তথ্য :- এটি তাঁর দ্বিতীয় প্রকাশিত কাব্যগ্রন্থ।
@"অর্কেস্ট্রা" [দ্বিতীয় সংস্করণ] (এপ্রিল ১৯৫৪/বৈশাখ ১৩৬১) :-
★প্রকাশক :- শ্রীদিলীপকুমার গুপ্ত।
★প্রকাশনা :- "সিগনেট প্রেস" প্রকাশনী, ১০/২ এলগিন রোড, কলকাতা।
★প্রচ্ছদপট :- শ্রীসত্যজিৎ রায়।
★উৎসর্গ :- 'সত্যেন্দ্রনাথ বসুর/করকমলে---'।
★পৃষ্ঠাসংখ্যা --- ৮২টি।
★কবিতার সংখ্যা --- ২৫টি।
★কবিতাগুলির নাম ও ক্রম অপরিবর্তিত, তবে পাঠ আদ্যন্ত পরিমার্জিত, ভূমিকা সংকলিত।
(৩) "ক্রন্দসী" (১৯৩৭/১৩৪৪) :-
★প্রকাশক :- শ্রীকুন্দভূষণ ভাদুড়ী।
★প্রকাশনা :- "ভারতী ভবন", ১১, কলেজ স্কোয়ার, কলকাতা।
★উৎসর্গ :- 'হমফ্রে হাউস বন্ধুবরেষু---'।
★পৃষ্ঠাসংখ্যা --- ৭৮টি।
★কবিতার সংখ্যা --- ২৪টি।
★কবিতার ক্রম :- "উটপাখী", "সন্ধান", "সৃষ্টিরহস্য", "প্রত্যাখ্যান", "জাদুঘর", "বর্ষপঞ্চক", "বর্ষশেষ", "প্রতর্ক", "কাল", "অকৃতজ্ঞ", "লঘিমা", "বিরাম", "প্রশ্ন", "প্রতীক", "জাতিস্মর", "নরক", "কুক্কুট", "ভাগ্যগণনা", "মৃত্যু", "সিনেমায়", "সমাপ্তি", "পরাবর্ত", "বাক্য", "প্রার্থনা"।
★তথ্য :- এটি তাঁর তৃতীয় প্রকাশিত কাব্যগ্রন্থ।
@"ক্রন্দসী" কাব্যগ্রন্থের কোনো সংস্করণ হয়নি।
(৪) "উত্তরফাল্গুনী" (১৯৪০/১৩৪৭) :-
★প্রকাশক :- শ্রীকুন্দভূষণ ভাদুড়ী।
★প্রকাশনা :- "পরিচয় প্রেস", ৮-বি, দীনবন্ধু লেন, কলকাতা।
★প্রচ্ছদপট :- শ্রীযামিনী রায়।
★উৎসর্গ :- 'সুমন্ত্র মহলানবিশের/করকমলে---'।
★পৃষ্ঠাসংখ্যা --- ৬২টি।
★কবিতার সংখ্যা --- ১৯টি।
★কবিতার ক্রম :- "শর্বরী", "সংশয়", "ব্যবধান", "প্রতিদান", "মৌনব্রত", "নিরুক্তি", "অহৈতুকী", "মরণতরী", "অননুতপ্ত", "প্রশ্ন", "দুঃসময়", "জন্মান্তর", "বিলয়", "মহানিশা", "জাগরণ", "মাধবী পূর্ণিমা", "ডাক", "দ্বন্দ্ব", "প্রতিপদ"।
★তথ্য :- এটি তাঁর চতুর্থ প্রকাশিত কাব্যগ্রন্থ।
@"উত্তরফাল্গুনী" কাব্যগ্রন্থের কোনো সংস্করণ হয়নি।
(৫) "সংবর্ত" [প্রথম সংস্করণ] (জুন ১৯৫৩/জ্যৈষ্ঠ ১৩৬০) :-
★প্রকাশক :- শ্রীদিলীপকুমার গুপ্ত।
★প্রকাশনা :- "সিগনেট প্রেস", ১০/২, এলগিন রোড, কলকাতা।
★প্রচ্ছদপট :- শ্রীশুভেন্দু বসু।
★নামপত্র :- শ্রীসত্যজিৎ রায়।
★উৎসর্গ :- 'আবু সয়ীদ আইয়ুব/বন্ধুবরের করকমলে---'।
★পৃষ্ঠাসংখ্যা --- ৭৪টি।
★কবিতার সংখ্যা --- 'সংবর্ত' ১৬ + 'প্রাক্তনী'/'পুনর্লিখিত কৈশোরিক কবিতা' ৭।
★কবিতার ক্রম :- 'সংবর্ত' --- "নান্দীমুখ", "উপসংহার", "উজ্জীবন", "জেসন্", "সংক্রাম", "কাস্তে", "জাতক (১)", "জাতক (২)", "সংবর্ত", "বিপ্রলাপ", "কঞ্চুকী", "সোহংবাদ", "১৯৪৫", "যযাতি", "উন্মাদ", "প্রত্যাবর্তন"। 'প্রাক্তনী' --- "পুনরাবৃত্তি", "লগ্নহারা", "অসময়ে আহ্বান", "প্রত্যাখ্যান", "প্রতিধ্বনি", "অনিকেত", "পথ"।
★তথ্য :- এটি তাঁর পঞ্চম প্রকাশিত কাব্যগ্রন্থ।
@"সংবর্ত" [দ্বিতীয় সংস্করণ] (মার্চ-এপ্রিল ১৯৫৫/চৈত্র ১৩৬১) :-
★প্রকাশক :- শ্রীদিলীপকুমার গুপ্ত।
★প্রকাশনা :- "সিগনেট প্রেস", ১০/২, এলগিন রোড, কলকাতা - ৭০০০২০।
★প্রচ্ছদপট :- শ্রীসত্যজিৎ রায়।
★নামপত্র :- শ্রীসত্যজিৎ রায়।
★উৎসর্গ :- 'আবু সয়ীদ আইয়ুব/বন্ধুবরের করকমলে---'।
★পৃষ্ঠাসংখ্যা --- ৭২টি।
★কবিতার সংখ্যা --- 'সংবর্ত' ১৬ + 'প্রাক্তনী'/'পুনর্লিখিত কৈশোরিক কবিতা' ৭।
★কবিতাগুলির নাম ও ক্রম অপরিবর্তিত, তবে পাঠ কয়েক জায়গায় পরিমার্জিত। মুখবন্ধ অপরিবর্তিত।
(৬) "দশমী" (এপ্রিল-মে ১৯৫৬/বৈশাখ ১৩৬৩) :-
★প্রকাশক :- শ্রীদিলীপকুমার গুপ্ত।
★প্রকাশনা :- "সিগনেট প্রেস, ১০/২ এলগিন রোড, কলকাতা - ৭০০০২০।
★উৎসর্গ :- 'অবনীভূষণ চট্টোপাধ্যায়/বন্ধুবরেষু'।
★পৃষ্ঠাসংখ্যা --- ২৫টি।
★কবিতার সংখ্যা --- ১০টি।
★কবিতার ক্রম :- "প্রতীক্ষা", "নৌকাডুবি", "অগ্রহায়ণ", "ভ্রষ্ট তরী", "তীর্থপরিক্রমা", "ভূমা", "উপস্থাপন", "প্রত্যুত্তর", "অসংগতি", "নষ্ট নীড়"।
★তথ্য :- এটি তাঁর ষষ্ঠ বা জীবদ্দশায় প্রকাশিত শেষ কাব্যগ্রন্থ।
★পেছনের মলাটে প্রকাশক শ্রীদিলীপকুমার গুপ্তের নিবেদন : "সুধীন্দ্রনাথের পরবর্তী কাব্যগ্রন্থে এই কবিতাগুলি সংযোজিত হবে। এই কারণে 'দশমী'র পুনর্মুদ্রণ সম্ভব হবে না।"
¤ অনূদিত কাব্যগ্রন্থ (অনুবাদ কবিতা) :-
(১) "প্রতিধ্বনি" (ফেব্রুয়ারি-মার্চ ১৯৫৫/ফাল্গুন ১৩৬১) :-
★প্রকাশক :- শ্রীদিলীপকুমার গুপ্ত।
★প্রকাশনা :- "সিগনেট প্রেস", ১০/২, এলগিন রোড, কলকাতা - ৭০০০২০।
★প্রচ্ছদপট :- শ্রীসত্যজিৎ রায়।
★উৎসর্গ :- 'ইন্দিরা ও সুশীলকুমারদের/করকমলে---'।
★পৃষ্ঠাসংখ্যা --- ১০৬টি।
★কবিতার সংখ্যা --- ৫৫টি।
★কবিতার ক্রম :- "প্রদীপ" (হিউ মেনাইয়ের কবিতা), "মাধুরী" (জন মেসফীলডের কবিতা), "প্রদোষ" (জন মেসফীলডের কবিতা), "স্বপ্নপ্রয়াণ" (সীগফ্রিড্ সসুনের কবিতা), "কালতরী" (ডি. এইচ্ লরেন্সর কবিতা), "উত্তর" (সি ফীলড্ কৃত জালালুদ্দিন রুমির কবিতা), "পুত্রেষ্টি", "ফাল্গুনী", "নিত্য সাক্ষী", "মিতভাষী", "বিনিময়", "শান্তিনিকেতন", "দুর্দিনের বন্ধু", "সান্ত্বনা", "উত্তরাধিকারী", "সৌর ধর্ম", "দুঃসময়", "নির্বিকার", "গুপ্ত প্রেম", "পূরবী", "অবিনাশ", "প্রাণবায়ু", "অনিবার্য", "কালযাত্রা", "অতিদৈব", "কামরূপ", "মৃণ্ময়ী", "জ্ঞানপাপী", "মৃত্যুঞ্জয়" ("পুত্রেষ্টি" কবিতা থেকে তেইশটি কবিতা উইলিয়াম শেক্সপিয়রের), জার্মান : "জয়ন্তী" (হানস্ কারোসার কবিতা), "গোধুলি", "তত্ত্বকথা", "মন্ত্রগুপ্তি", "অধঃপাত", "মায়ার খেলা", "অবিশ্বাসী", "পরিবাদ", "প্রত্যাবর্তন", "আত্মপরিচয়", "রোমন্থ", "বর্ষশেষ", "সূর্যাস্ত", "স্মৃতিবিষ", "মহাকাব্য", "প্রমারা", "প্রায়শ্চিত্ত" ("গোধূলি" কবিতা থেকে ষোলোটি কবিতা হাইনরিখ্ হাইনে), "বিদায়" (যোহান উলফ্গ্যাং ভন্ গ্যেটের কবিতা), "সুরাত্রি" (যোহান উলফ্গ্যাং ভন্ গ্যেটের কবিতা), ফরাসী : "আদিনাগ" (পোল্ ভালেরির কবিতা), "বাতায়ন", "উজ্জীবন", "উৎকণ্ঠা", "নীলিমা", "সমুদ্রসমীর", "ফনের দিবাস্বপ্ন" [ভাষ্যসহ] ("বাতায়ন" কবিতা থেকে ছ'টি কবিতা স্তেফান্ ম্যালার্মের)। ভূমিকা সংবলিত।
★তথ্য :- এটি তাঁর জীবদ্দশায় প্রকাশিত একমাত্র অনূদিত কাব্যগ্রন্থ।
@"প্রতিধ্বনি" অনূদিত কাব্যগ্রন্থের কোনো সংস্করণ হয়নি।
¤ প্রবন্ধগ্রন্থ :-
সুধীন্দ্রনাথ দত্তের জীবদ্দশায় প্রকাশিত প্রবন্ধগ্রন্থের সংখ্যা ২টি। সেগুলি হল ---
(১) "স্বগত" [প্রথম সংস্করণ] (১৯৩৮/১৩৪৫) :-
★প্রকাশক :- শ্রীকুন্দভূষণ ভাদুড়ী।
★প্রকাশনা :- "ভারতী ভবন", ১১, কলেজ স্কোয়ার, কলকাতা।
★উড়োপত্রের ছবি :- শ্রীযামিনী রায়।
★নামপত্রের ছবি :- শ্রীযামিনী রায়।
★উৎসর্গ :- 'ধূর্জটিপ্রসাদ মুখোপাধ্যায়ের/করকমলে---'।
★পৃষ্ঠাসংখ্যা --- ২২৯টি।
★প্রবন্ধসংখ্যা --- "সূচনা" নাম্নী ভূমিকা বাদ দিয়ে ১৯টি।
★প্রবন্ধের ক্রম :- প্রবন্ধগুলি পাঁচটি ভাগে বিভক্ত : (১) "কাব্যের মুক্তি", "ধ্রুপদ-খেয়াল", "ছন্দোমুক্তি ও রবীন্দ্রনাথ" ; (২) "ডি-এইচ্ লরেন্স ও ভার্জিনিয়া উলফ্", "ফরাসীর হার্দ্য পরিবর্তন", "উইলিয়ম্ ফকনর", "উপন্যাসে তত্ত্ব ও তথ্য", "মাক্সিম গর্কি", "দোটানা" ; (৩) "বার্নার্ড শ", "লিটন্ স্ট্রেচি", "উইণ্ড্যাম্ ল্যুইস ও এজ্রা পাউণ্ড্" ; (৪) "ঐতিহ্য ও টি-এস্ এলিয়ট্", "ডব্ল্যু-বি য়েটস্ ও কলাকৈবল্য", "জেরার্ড ম্যানলি হপকিন্স্" ; (৫) "বাংলা ছন্দের মূল সূত্র", "অন্তঃশীলা", "চোরাবালি", "সূর্যাবর্ত"।
★তথ্য :- এটি তাঁর প্রথম প্রকাশিত প্রবন্ধগ্রন্থ।
@"স্বগত" [দ্বিতীয় সংস্করণ] {"প্রথম সিগনেট সংস্করণ" : পরিবর্তিত} (জুন-জুলাই ১৯৫৭/আষাঢ় ১৩৬৪) :-
★প্রকাশক :- শ্রীদিলীপকুমার গুপ্ত।
★প্রকাশনা :- "সিগনেট প্রেস", ১০/২, এলগিন রোড, কলকাতা - ৭০০০২০।
★প্রচ্ছদপট :- শ্রীসত্যজিৎ রায়।
★উৎসর্গ :- 'ধূর্জটিপ্রসাদ মুখোপাধ্যায়ের/করকমলে---'।
★পৃষ্ঠাসংখ্যা --- ২০২টি।
★প্রবন্ধসংখ্যা --- "সূচনা" (১৯৩৮) ও "পুনশ্চ" (১৯৫৬) বাদ দিয়ে ১৫টি।
★প্রবন্ধের ক্রম :- "কাব্যের মুক্তি" (১৯৩০), "ধ্রুপদ-খেয়াল" (১৯৩২), "ডি. এইচ্. লরেন্স্ ও ভার্জিনিয়া উলফ্" (১৯৩২), "ফরাসীর হাদ্য পরিবর্তন" (১৯৩২), "উইলিয়ম্ ফকনর" (১৯৩৪), "উপন্যাসে তত্ত্ব ও তথ্য" (১৯৩৩), "মাক্সিম গর্কি" (১৯৩৭), "দোটানা" (১৯৩৭), "গুরুচণ্ডাল" (১৯৪০), "বার্নার্ড্ শ" (১৯৩৬), "লিটন্ স্ট্রেচি" (১৯৩২), "উইণ্ড্যাম্ ল্যুইস্ ও এজ্রা পাউণ্ড্" (১৯৩৫), "ঐতিহ্য ও টি. এস্ এলিয়ট্" (১৯৩৪), "ডব্ল্যু. বি. য়েটস্ ও কলাকৈবল্য" (১৯৩৬), "জেরার্ড্ ম্যানলি হপকিন্স্" (১৯৩৭)।
(২) "কুলায় ও কালপুরুষ" (জুন-জুলাই ১৯৫৭/আষাঢ় ১৩৬৪) :-
★প্রকাশক :- শ্রীদিলীপকুমার গুপ্ত।
★প্রকাশনা :- "সিগনেট প্রেস", ১০/২, এলগিন রোড, কলকাতা - ৭০০০২০।
★প্রচ্ছদপট :- শ্রীসত্যজিৎ রায়।
★উৎসর্গ :- 'আমার প্রথম শ্রোতাদের মধ্যে/যিনি সহ্যগুণে ও অনুকম্পায় অদ্বিতীয় সেই/ধীরেন্দ্রনাথ মিত্রের/শ্রীকরকমলে'।
★পৃষ্ঠাসংখ্যা --- ২৭১টি।
★প্রবন্ধসংখ্যা --- 'মুখবন্ধ' বাদ দিয়ে ১৯টি।
★প্রবন্ধের ক্রম :- "রবীন্দ্রপ্রতিভার উপক্রমণিকা", "রবিশস্য", "ছন্দোমুক্তি ও রবীন্দ্রনাথ", "সূর্যাবর্ত", "দিনান্ত", "উক্তি ও উপলব্ধি", "অন্তঃশীলা", "চোরাবালি", "বাংলা ছন্দের মূল সূত্র", "শিল্প ও স্বাধীনতা", "মনুষ্যধর্ম", "অদ্বৈতের অত্যাচার", "বিজ্ঞানের আদর্শ", "উদয়াস্ত", "আঠারো শতকের আবহ", "ভিক্টোরীয় ইংলণ্ড", "অনার্য সভ্যতা", "পিতা-পুত্র", "প্রগতি ও পরিবর্তন"।
★তথ্য :- এটি তাঁর দ্বিতীয় বা জীবদ্দশায় প্রকাশিত শেষ প্রবন্ধগ্রন্থ।
@"কুলায় ও কালপুরুষ" প্রবন্ধগ্রন্থের কোনো সংস্করণ হয়নি।
¤ মরণোত্তর প্রকাশিত কাব্য-সংকলন গ্রন্থ :-
(১) "সুধীন্দ্রনাথ দত্তের কাব্যসংগ্রহ" [প্রথম সংস্করণ] (মে ১৯৬২/বৈশাখ ১৩৬৯) :-
★প্রকাশক :- শ্রীসৌরেন্দ্রনাথ বসু।
★প্রকাশনা :- "নাভানা", ৪৭, গণেশচন্দ্র এ্যভিনিউ, কলকাতা - ৭০০০১৩।
★প্রচ্ছদপট :- শ্রীপূর্ণেন্দু পত্রী।
★ভূমিকা লিখেছেন --- শ্রীবুদ্ধদেব বসু।
★পৃষ্ঠাসংখ্যা :- ৩৯৯টি।
★কাব্যগ্রন্থের সংখ্যা :- ৭টি।
★কাব্যগ্রন্থের ক্রম :- "তন্বী", "অর্কেস্ট্রা", "ক্রন্দসী", "উত্তরফাল্গুনী", "সংবর্ত", "প্রতিধ্বনি", "দশমী"।
পরিশিষ্টে দুটি পুরোনো অগ্রন্থিত কবিতা --- "পুরস্কার" ও "অমৃত"।
★সর্বশেষ সমাপ্ত অনুবাদ কবিতা, হানস্ এগন্ হোলটহুজেন-এর "মৃত্যুর সময়" ও টি. এস. এলিয়টের "বার্নট্ নর্টন"-এর প্রথম কয়েক পঙ্ক্তির দুটি অনুবাদ লেখেন।
★শেষ পরিমার্জিত পাঠ গ্রহণের ফলে পূর্ববর্তী সংস্করণের সঙ্গে যে পাঠভেদ সূচিত হয়েছিল তার পরিচয়।
★জীবনপঞ্জি ও গ্রন্থপঞ্জি।
@"সুধীন্দ্রনাথ দত্তের কাব্যসংগ্রহ" [দ্বিতীয় সংস্করণ] {"প্রথম ভারবি সংস্করণ"} (অক্টোবর ১৯৬৬/আশ্বিন ১৩৭৩) :-
★প্রকাশক :- শ্রীগোপীমোহন সিংহরায়।
★প্রকাশনা :- "ভারবী", ২৬, কলেজ স্ট্রিট, কলকাতা - ৭০০০১২।
★প্রচ্ছদপট :- শ্রীপূর্ণেন্দু পত্রী।
★প্রকাশকের নিবেদন ভিন্ন অন্যত্র প্রথম সংস্করণের অনুরূপ।
@"সুধীন্দ্রনাথ দত্তের কাব্যসংগ্রহ" [তৃতীয় সংস্করণ] {"প্রথম দে'জ সংস্করণ"} (জুলাই ১৯৭৬/শ্রাবণ ১৩৮৩) :-
★প্রকাশক :- শ্রীসুধাংশুশেখর দে।
★প্রকাশনা :- "দে'জ পাবলিশিং", ৩১/১-বি, মহাত্মা গান্ধি রোড, কলকাতা - ৭০০০০৯।
★পৃষ্ঠাসংখ্যা :- ৪৩৮টি।
★প্রকাশকের নিবেদনে আছে : "পূর্বতন সংস্করণের পাঠ অবিকৃত রেখে এই সংগ্রহে সংযোজিত হয়েছে পূর্ণাঙ্গ পাঠভেদ, কবিতার নাম ও প্রথম পঙ্ক্তির সূচি, [কাব্যগ্রন্থগুলির] বিভিন্ন সংস্করণের প্রচ্ছদচিত্র এবং সুধীন্দ্রনাথের লেখা 'অর্কেস্ট্রা' ও 'ক্রন্দসী'র বিজ্ঞাপন। [কবিভাতা শ্রী হরীন্দ্রনাথ দত্ত ও শ্রী শৌরীন্দ্রনাথ দত্ত-এর সহযোগিতায় বহু কবিতার রচনাকাল উদ্ধার করে দিয়েছেন শ্রী স্বপন মজুমদার। সংযোজক অংশ তাঁরই সংকলন।"
(২) "সুধীন্দ্রনাথ দত্তের শ্রেষ্ঠকবিতা" (জুলাই ১৯৮৮) :-
★প্রকাশক :- শ্রীসুধাংশুশেখর দে।
★প্রকাশনা :- "দে'জ পাবলিশিং", ১৩, বঙ্কিম চ্যাটার্জি স্ট্রিট, কলকাতা - ৭০০০৭২।
★প্রচ্ছদপট :- শ্রীপূর্ণেন্দু পত্রী।
★সম্পাদনা :- শ্রীজগন্নাথ চক্রবর্তী।
★কবিতার সংখ্যা --- ৭৭টি।
★কবিতানির্বাচন কালানুক্রমিক ও অনুবাদ কবিতা সমন্বিত :- "অপলাপ", "পরাবর্ত', "কুক্কুট", "বাক্য", "মূর্তিপূজা", "কম্মৈ দেবায়", "অপচয়", "হৈমন্তী", "পুনর্জন্ম", "ভবিতব্য", "তন্বী সে যে", "অনুষঙ্গ", "প্রলাপ", "স্মৃতিবিষ", "মার্জনা", "মৃত্যু", "শাশ্বতী", "অধঃপাত", "বাতায়ন", "প্রশ্ন", "কাল", "ধিক্কার", "অর্কেস্ট্রা", "নাম", "প্রতর্ক", "প্রার্থনা", "বিরাম", "দ্বন্দ্ব", "জাতিস্মর", 'সংশয়", "নিরুক্ত', "অকৃতজ্ঞ", "প্রতিদান", "মরণতরী", "দুঃসময়", "প্রতীক", "সন্ধান", "জন্মান্তর", "বিলয়", "সৃষ্টিরহস্য", "ডাক", "দুঃসময়" ("প্রতিধ্বনি"), "ফাল্গুনী", "পূরবী", "সৌর ধর্ম", "পুত্রেষ্টি", "নিত্যসাক্ষী", "মৃত্যুঞ্জয়", "মিতভাষী", "শান্তিনিকেতন", "কামরূপ", "উটপাখী", "শর্বরী", "উপসংহার ", "উজ্জীবন", "জেসন্", "কাস্তে", "জাতক (১)", "জাতক (২)", "সংবর্ত", "গোধূলি", "বিপ্রলাপ", "সোহংবাদ", "যযাতি", "উন্মার্গ", "ফনের দিবাস্বপ্ন", মৃণ্ময়ী", "জ্ঞানপাপী", "প্রতীক্ষা", "নৌকাডুবি", "ভ্রষ্ট তরী", "ভূমা", "উপস্থাপন", "নষ্ট নীড়", "মৃত্যুর সময়"।
★সম্পাদক শ্রীজগন্নাথ চক্রবর্তীর ভূমিকা সংবলিত।
¤ মরণোত্তর প্রকাশিত প্রবন্ধ-সংকলন গ্রন্থ :-
(১) "সুধীন্দ্রনাথ দত্তের প্রবন্ধসংগ্রহ" (অক্টোবর-নভেম্বর ১৯৮৩/কার্তিক ১৩৯০) :-
★প্রকাশক :- 'হীরেন্দ্রনাথ দত্ত ফাউন্ডেশনে'র পক্ষে শ্রীঅরুণকুমার গুপ্ত।
★প্রকাশনা :- "রেজিস্ট্রার", যাদবপুর বিশ্ববিদ্যালয়, কলকাতা - ৭০০০৩২।
★প্রচ্ছদপট :- শ্রীপূর্ণেন্দু পত্রী।
★"স্বগত" [দ্বিতীয় সংস্করণ] প্রবন্ধগ্রন্থ ও "কুলায় কালপুরুষ" প্রবন্ধগ্রন্থ একত্র সন্নিবিষ্ট।
★সংযোজন :- "স্বগত" [দ্বিতীয় সংস্করণ] প্রবন্ধগ্রন্থ ও "কুলায় কালপুরুষ" প্রবন্ধগ্রন্থ-পরবর্তী "বুড়োর চোখে রাগী ছোকরার দল"। পরিশিষ্টে "স্বগত" ও "কুলায় ও কালপুরুষ"-এর সংক্ষিপ্ত গ্রন্থপরিচয়।
★সম্পাদনা :- শ্রীঅমিয় দেব।
(২) "The World of Twilight : Essays and Poems" (১৯৭০) :-
★প্রকাশক :- জন ব্রাউন।
★প্রকাশনা :- "অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়", কলকাতা - ৭০০০১৩।
★মুখবন্ধ লিখেছেন :- মেলকম্ মাজ্জেরিজ।
★প্রাপ্তি স্বীকার :- আর. ডি (রাজেশ্বরী দত্ত)।
★ভূমিকা লিখেছেন --- এডওয়ার্ড শিলস।
★প্রবন্ধের ক্রম :- "The World of Twilight" --- প্রবন্ধগুলি দুটি অধ্যায়ে বিভক্ত : (১ম অধ্যায়) "Early Chapters from an Unfinished Autobiography", "Calcutta", "Jamini Roy and the Tradition of Painting in Bengal" ; (২য় অধ্যায়) "The Emancipation of Poetry" (অনুবাদ করেছেন : এডওয়ার্ড ডিমক্ এবং এ. টি. এম আনিসুজ্জামান), "The Bengali Novel : With Special Reference to Dhurjatiprasad Mukhopadhyaya's Antahshila" (বাংলায় অনুবাদ করেছেন : কেতকী কুশারী ডাইসন), "W. B. Yeats and Art for Art's Sake" (অনুবাদ করেছেন : এডওয়ার্ড ডিমক্ এবং এ. টি. এম আনিসুজ্জামান), "The Poet of Bengal --- Bishnu Dey" (বাংলায় অনুবাদ করেছেন : কেতকী কুশারী ডাইসন), "An Introduction to Rabindranath's Genius" (বাংলায় অনুবাদ করেছেন : কেতকী কুশারী ডাইসন), "Utterance and Realization : The Tradion of Writing in Bengal" (বাংলায় অনুবাদ করেছেন : কেতকী কুশারী ডাইসন), "Tagore as a Lyric Poet", "Hugo and Others"।
★কবিতার ক্রম :- "Poems" --- কবিতাগুলির একটিমাত্র অধ্যায় : (৩য় অধ্যায়) "A Farewell", "Conflict", "Nocturne", "Camel-Bird", "Antinomies", "The Fool", "Search", "Independence Day", "The Vagrant" (A note says, 'With the exception of "Independence Day" which was written in English, all the poems are translations from Bengali by the author'), অর্থাৎ 'একটি নোট বলে, "স্বাধীনতা দিবসের ব্যতিক্রম" যা ইংরেজীতে লেখা হয়েছিল, সব কবিতা লেখক দ্বারা বাংলা থেকে অনুবাদ।'
★তথ্য :- এটি তাঁর একমাত্র প্রকাশিত ইংরেজি প্রবন্ধ-সংকলন গ্রন্থ। অনেক সমালোচক এই গ্রন্থটিকে সুধীন্দ্রনাথ দত্তের আত্মজীবনীমূলক গ্রন্থ বলেছেন।
- আলোচক : সৌম্য মাইতি
- যোগাযোগ : ৬২৯০৩৭৭১৩৪
- S.L.S.T বাংলা অনলাইন ক্লাসে যুক্ত হতে চাইলে ফোন করে যোগাযোগ করুন আমার ৬২৯০৩৭৭১৩৪ নম্বরে, অথবা আমার WhatssApp-তে ম্যাসেজ করুন ৮৭৬৮৮৩০২৩০ নম্বরে। ধন্যবাদ।
Post a Comment