NEW :
Loading contents...

  ছদ্মনাম নিয়ে সাহিত্যিকদের লেখা বিভিন্ন গ্রন্থ  

 ছদ্মনামসাহিত্যিকছদ্মনামে লেখা বিভিন্ন গ্রন্থ 

) "টেকচাঁদ ঠাকুর" - প্যারীচাঁদ মিত্র - "আলালের ঘরের দুলাল" উপন্যাস, সমাজ রীতিনীতিকে ব্যঙ্গ করার কারণে।

) "কেনচিৎ পথিকেনাভি প্রণীত" - দীনবন্ধু মিত্র - "নীলদর্পণ" নাটক।

) "নাদাপেটা হাঁদারাম" - বিহারীলাল চট্টোপাধ্যায় - "আচাভুয়ার বোম্বাচাক" নাটক।

) "হুতোম প্যাঁচা" - কালীপ্রসন্ন সিংহ - "হুতোম প্যাঁচার নকশা" নামক একটি ব্যঙ্গকৌতুক নকশাজাতীয় গ্রন্থ।

) "শ্রীমতি ভুবনমোহিনী দেবী" - নবীনচন্দ্র মুখোপাধ্যায় - কিছু কবিতা।

) "শ্রীমতী রাধামণি দেবী" - প্রভাতকুমার মুখোপাধ্যায় - "পূজোর চিঠিছোটোগল্প ["কুন্তলীন পুরস্কার" প্রাপ্ত]

) "ভাস্কর" - জ্যোতির্ময় ঘোষ - রঙ্গ ব্যঙ্গ রচনা।

) "নবকুমার কবিরত্ন" - সত্যেন্দ্রনাথ দত্ত - কবিতা।

) "নীহারিকা দেবী" - অচিন্ত্যকুমার সেনগুপ্ত - প্রথম কবিতা।

১০) "প্রসাদ রায়" - হেমেন্দ্রকুমার রায় - গোয়েন্দা গল্প।

১১) "জরাসন্ধ" - চারুচন্দ্র চক্রবর্তী - "লৌহকপাট" উপন্যাস।

১২) "বনফুল" - বলাইচাঁদ মুখোপাধ্যায় - কথাসাহিত্য।

১৩) "স্বপন বুড়ো" - অখিলবন্ধু নিয়োগী - ছোটোদের বিভিন্ন রচনা।

১৪) "রৈবতক" - অজিতকুমার দত্ত - "মন পবনের নাও" রম্যরচনা।

১৫) "ইন্দ্রজিৎ" - হীরেন্দ্রনাথ দত্ত - "ইন্দ্রজিতের খাতা", "ইন্দ্রজিতের আসর" রসরচনা।

১৬) "যাযাবর" - বিনয় মুখোপাধ্যায় - "দৃষ্টিপাত" রম্যরচনা।

১৭) "অবধূত" - দুলাল চন্দ্র মুখোপাধ্যায় - "মরুতীর্থ হিংলাজ" উপন্যাস, "উদ্ধারণপুরের ঘাটউপন্যাস

১৮) "শ্রীম" - মহেন্দ্রনাথ গুপ্ত - "শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত" গ্রন্থ।

১৯) "অনামিকা" - অন্নপূর্ণা গোস্বামী - কথাসাহিত্য।

২০) "ইন্দ্রমিত্র" - অরবিন্দ গুহ - বিভিন্ন ধরনের প্রবন্ধ।

২১) "শঙ্খ ঘোষ", "শুভময় রায়" - চিত্তপ্রিয় ঘোষ - কাব্যগ্রন্থ এবং বিভিন্ন রচনা।

২২) "কুন্তক" - শঙ্খ ঘোষ - "শব্দ নিয়ে খেলা" নামক গল্প বলার ধরনে কিশোরদের জন্য বানান শেখানোর সরস ও ঋজু প্রবন্ধগ্রন্থ, "কথা নিয়ে খেলা" নামক ছোটোদের কবিতার অলংকার বিষয়ক গ্রন্থ।

২৩) "মানিক বন্দ্যোপাধ্যায়" - প্রবোধকুমার বন্দ্যোপাধ্যায় - কথাসাহিত্য।

২৪) "ধনঞ্জয় বৈরাগী" - রুণ রায় - বিভিন্ন ধরনের নাটক।

২৫) "চাণক্য সেন" - ভবানী সেনগুপ্তকথাসাহিত্য

২৬) "শংকর" - মণিশংকর মুখোপাধ্যায় - কথাসাহিত্য।

২৭) "শঙ্কু মহারাজ" - জ্যোতির্ময় ঘোষদস্তিদার - বিভিন্ন ধরনের ভ্রমণসাহিত্য।

২৮) "অনিলা দেবী" - শরৎচন্দ্র চট্টোপাধ্যায় - "নারীর মূল্য" প্রবন্ধগ্রন্থ।

২৯) "প্রমথনাথ শর্ম্মণ" - ভবানীচরণ বন্দ্যোপাধ্যায় - "নববাবুবিলাস" নামক একটি ব্যঙ্গকৌতুক নকশাজাতীয় গ্রন্থ।

৩০) "ভোলানাথ বন্দ্যোপাধ্যায়" - ভবানীচরণ বন্দ্যোপাধ্যায় - "নববিবিবিলাস" নামক একটি ব্যঙ্গকৌতুক নকশাজাতীয় গ্রন্থ।

৩১) "বাগবান" - মোহাম্মদ মোদাব্বের - দৈনিক আজাদের "মুকুলের মাহফিল" সম্পাদনা করতেন।

৩২) "শ্রীবিপ্রতীপ গুপ্ত" - যতীন্দ্রনাথ সেনগুপ্ত - "স্মৃতিকথা" (আত্মজীবনীমূলক গ্রন্থ)

৩৩) "ভানুসিংহ" - রবীন্দ্রনাথ ঠাকুর - "ভানুসিংহের পদাবলী" কাব্যগ্রন্থ।

৩৪) "শ্রী পরশুরাম" - রাজশেখর বসু - "শ্রীশ্রীসিদ্ধেশ্বরী লিমিটেডছোটোগল্প।

৩৫) "পরশুরাম" - গড্ডলিকা", "কজ্জলী", "হনুমানের স্বপ্ন ইত্যাদি গল্প", "গল্পকল্প", "ধুস্তরীমায়া ইত্যাদি গল্প", "কৃষ্ণকলি ইত্যাদি গল্প", "নীলতারা ইত্যাদি গল্প", "আনন্দীবাঈ ইত্যাদি গল্প", "চমৎকুমারী ইত্যাদি গল্প" নামক ৯টি গল্পগ্রন্থ এবং "পরশুরামের কবিতা" নামক কাব্যগ্রন্থ।

৩৬) "কালকূট" - সমরেশ বসু - "অমৃতকুম্ভের সন্ধানে", "কোথায় পাবো তারে", "নির্জন সৈকতে", "স্বর্ণশিখর প্রাঙ্গনে", "আরব সাগরের জল লোনা", "মন চল বনে", "বনের সঙ্গে খেলা", "প্রেম নামে বন", "হারায়ে সেই মানুষে", "বাঁশীর তিন সুরে", "তুষার সিংহের পদতলে", "ঘরের কাশে আরশিনগর", "মুক্ত বেণীর উজানে", "অমৃত বিষের পাত্রে", "মন মেরামতের আশায়" ইত্যাদি উপন্যাস।

৩৭) "প্রমথনাথ বসু" - সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায় - "পালামৌ" ভ্রমণকাহিনি

৩৮) "প্র. না. বি" - প্রমথনাথ বিশী - ছোটোগল্প লেখার ক্ষেত্রে।

৩৯) "জি. বি. এস" - প্রমথনাথ বিশী - নাটক রচনার ক্ষেত্রে।

৪০) "শ্রীকমলাকান্ত শর্মা" "মাধব্য" - প্রমথনাথ বিশী - "আন্দবাজার পত্রিকা" লেখালেখির ক্ষেত্রে।

৪১) "স্কট টমসন" - প্রমথনাথ বিশী - "শনিবারের চিঠি পত্রিকা" ব্যঙ্গ কবিতা রচনার ক্ষেত্রে।

৪২) "শ্রীমর্কট" - প্রমথনাথ বিশী - মোহিতলাল মজুমদারের বিরুদ্ধাচরণ করার ক্ষেত্রে।

৪৩) "কস্যচিৎ উপযুক্ত ভাইপোস্য" - ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর - "অতি অল্প হইল", "আবার অতি অল্প হইল", "ব্রজবিলাস" নামক বেনামি গ্রন্থ।

৪৪) "কস্যচিৎ উপযুক্ত ভাইপোসহচরস্য" - ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর - "রত্নপরীক্ষানামক বেনামি গ্রন্থ।

৪৫) "শিবপ্রসাদ রায়" - রাজা রামমোহন রায় - ১৮২১ খ্রিস্টাব্দের সেপ্টেম্বর মাসে "ব্রাহ্মণ সেবধি" নামক একটি মাসিক পত্রিকা সম্পাদনা করেন।

 ¤ তথ্যসূত্র :- 

১) 'আধুনিক বাংলা সাহিত্যের ইতিহাস' (দ্বিতীয় খণ্ড) [এপ্রিল ২০০৪] --- অধ্যাপক শ্রীতপন কুমার চট্টোপাধ্যায়।

  ¤ আরও দেখুন :-  



  • আলোচক : সৌম্য মাইতি
  • যোগাযোগ : ৬২৯০৩৭৭১৩৪
  • S.L.S.T  বাংলা অনলাইন ক্লাসে যুক্ত হতে চাইলে ফোন করে যোগাযোগ করুন আমার ৬২৯০৩৭৭১৩৪ নম্বরে, অথবা আমার WhatssApp-তে ম্যাসেজ করুন ৮৭৬৮৮৩০২৩০ নম্বরে। ধন্যবাদ।

This is a premium content, you can continue reading this content in our Android App. Click the button below to continue. alert-info

2 Comments

Post a Comment

Previous Post Next Post