NEW :
Loading contents...

পত্র-পত্রিকায় প্রকাশিত সমস্ত বঙ্কিম উপন্যাস

বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের গ্রন্থাকারে প্রকাশিত ইংরেজি উপন্যাসের সংখ্যা ১টি এবং বাংলা উপন্যাসের সংখ্যা ১৪টি। সুতরাং ইংরেজি ও বাংলা মিলিয়ে গ্রন্থাকারে প্রকাশিত তাঁর মোট উপন্যাসের সংখ্যা ১৫টি। তার মধ্যে ১টি ইংরেজি উপন্যাস এবং ১১টি বাংলা উপন্যাস বিভিন্ন পত্র-পত্রিকায় প্রকাশিত হয়। সুতরাং ইংরেজি ও বাংলা মিলিয়ে তাঁর বিভিন্ন পত্র-পত্রিকায় প্রকাশিত মোট উপন্যাসের সংখ্যা ১২টি। এর মধ্যে বঙ্কিমচন্দ্রের ১০টি বাংলা উপন্যাস মাসিক "বঙ্গদর্শন" পত্রিকায় প্রকাশিত হয়। সেগুলির সম্পূর্ণ তালিকা তথ্যসহকারে নীচে দেওয়া হল

 ¤ পত্র-পত্রিকায় প্রকাশিত ইংরেজি উপন্যাস :- 

১) "Rajmohan's Wife" (১৮৬৪) —  কিশোরীচাঁদ মিত্র সম্পাদিত "Indian Field" (ইন্ডিয়ান ফিল্ড) পত্রিকায়।

 ¤ পত্র-পত্রিকায় প্রকাশিত বাংলা উপন্যাস :- 

১) "বিষবৃক্ষ" (বৈশাখ ১২৭৯ - ফাল্গুন ১২৭৯) — বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় সম্পাদিত মাসিক "বঙ্গদর্শন" পত্রিকায় প্রকাশিত হয়।

২) "ইন্দিরা" (পত্রিকায় সম্পূর্ণ প্রকাশ : চৈত্র ১২৭৯/১৮৭৩) — বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় সম্পাদিত মাসিক "বঙ্গদর্শন" পত্রিকায় প্রকাশিত হয়।

৩) "যুগলাঙ্গুরীয়" (পত্রিকায় সম্পূর্ণ প্রকাশ : বৈশাখ ১২৮০/১৮৭৩) — বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় সম্পাদিত মাসিক "বঙ্গদর্শন" পত্রিকায় প্রকাশিত হয়।

৪) "চন্দ্রশেখর" (শ্রাবণ ১২৮০/১৮৭৪ - ভাদ্র ১২৮১/১৮৭৫) — বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় সম্পাদিত মাসিক "বঙ্গদর্শন" পত্রিকায় প্রকাশিত হয়।

৫) "রজনী" (১২৮১ - ১২৮২) — বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় সম্পাদিত মাসিক "বঙ্গদর্শন" পত্রিকায় প্রকাশিত হয়।

৬) "রাধারাণী" (কার্তিক ১২৮২ - অগ্রহায়ণ ১২৮২) [কিন্তু এটি গ্রন্থাকারে স্বতন্ত্র পুস্তকাকারে বা বই আকারে প্রকাশিত হয় ১৮৮৬ খ্রিস্টাব্দে] — বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় সম্পাদিত মাসিক "বঙ্গদর্শন" পত্রিকায় প্রকাশিত হয়।

৭) "কৃষ্ণকান্তের উইল" (পৌষ ১২৮২/জুন ১৮৭৫ - মাঘ ১২৮৪/১৮৭৭) — ১২৮২ বঙ্গাব্দের (১৮৭৫ খ্রিস্টাব্দ) পৌষ, মাঘ, ফাল্গুন সংখ্যায় ('নবম পরিচ্ছেদ' পর্যন্ত প্রকাশিত হয়) বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় সম্পাদিত মাসিক "বঙ্গদর্শন" পত্রিকার পাতায় এই উপন্যাসের কিছু অংশ প্রকাশিত হয়। এরপর পত্রিকাটি কিছুকাল বন্ধ থাকায় উপন্যাসটির প্রকাশও বন্ধ হয়। পরবর্তীতে ১২৮৪ বঙ্গাব্দের (১৮৭৭ খ্রিস্টাব্দ) বৈশাখ মাসে সঞ্জীবচন্দ্ৰ চট্টোপাধ্যায়ের সম্পাদনায় পত্রিকাটি পুনরায় পুনঃপ্রকাশিত হলে উপন্যাসটিও প্রকাশিত হতে থাকে। ১২৮৪ বঙ্গাব্দের মাঘ সংখ্যায় সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায় সম্পাদিত মাসিক "বঙ্গদর্শন" পত্রিকায় উপন্যাসটির সম্পূর্ণ অংশ প্রকাশিত হয়।

৮) "রাজসিংহ" (চৈত্র ১২৮৪ - ভাদ্র ১২৮৫)  সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায় সম্পাদিত মাসিক "বঙ্গদর্শন" পত্রিকায় প্রকাশিত হয়।

৯) "আনন্দমঠ" (চৈত্র ১২৮৭/মার্চ ১৮৮১ - জ্যৈষ্ঠ ১২৮৯/১৮৮২) — সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায় সম্পাদিত মাসিক "বঙ্গদর্শন" পত্রিকায় প্রকাশিত হয়।

১০) "দেবী চৌধুরাণী" (১২৮৯ - ১২৯০)  সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায় সম্পাদিত মাসিক "বঙ্গদর্শন" পত্রিকায় প্রকাশিত হয়।

১১) "সীতারাম" (শ্রাবণ ১২৯১ - মাঘ ১২৯৩)  রাখালচন্দ্র বন্দ্যোপাধ্যায় সম্পাদিত মাসিক "প্রচার" পত্রিকায় প্রকাশিত হয়।

  • অতএব বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের "দুর্গেশনন্দিনী" (মার্চ ১৮৬৫), "কপালকুণ্ডলা" (১৮৬৬), "মৃণালিনী" (১৮৬৯) --- এই ৩টি প্রথম প্রকাশিত বাংলা উপন্যাস কোনো পত্রিকায় প্রকাশিত না হয়ে একদম গ্রন্থাকারে পুস্তকাকারে বা বই আকারে প্রকাশিত হয়।


  • আলোচক : সৌম্য মাইতি
  • যোগাযোগ : ৬২৯০৩৭৭১৩৪
  • S.L.S.T  বাংলা অনলাইন ক্লাসে যুক্ত হতে চাইলে ফোন করে যোগাযোগ করুন আমার ৬২৯০৩৭৭১৩৪ নম্বরে, অথবা আমার WhatssApp-তে ম্যাসেজ করুন ৮৭৬৮৮৩০২৩০ নম্বরে। ধন্যবাদ।

This is a premium content, you can continue reading this content in our Android App. Click the button below to continue. alert-info

Post a Comment

Previous Post Next Post