বাংলা সাহিত্যের ত্রয়ী উপন্যাস ও ত্রয়ী মহাকাব্য
¤ বাংলা সাহিত্যের 'ত্রয়ী উপন্যাস' :-
বাংলা সাহিত্যের বিভিন্ন 'ত্রয়ী উপন্যাস' বা 'ট্রিলজি নভেল'গুলির একটি সম্পূর্ণ তালিকা তথ্যসহকারে আমার সাধ্যমতো অথেনটিক প্রকাশকালসহ নীচে দেওয়া হল—
১) বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় :-
(ক) "আনন্দমঠ" (১৫ ডিসেম্বর ১৮৮২/১২৮৯)
(খ) "দেবী চৌধুরাণী" (২০ মে ১৮৮৪/১২৯১)
(গ) "সীতারাম" (৪ মার্চ ১৮৮৭/১২৯৩)
- বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ই প্রথম "ত্রয়ী" ধারা বা রীতির প্রবর্তন করেন। তাঁর লেখা এই উপন্যাসগুলি "বাংলা সাহিত্যের প্রথম ত্রয়ী" নামে খ্যাত।
২) বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় :-
(ক) "পথের পাঁচালী" (১লা নভেম্বর ১৯২৯/আশ্বিন ১৩৩৬)
(খ) "অপরাজিত" (প্রথম খণ্ড : ২৬ এপ্রিল ১৯৩২/মাঘ ১৩৩৮ ও দ্বিতীয় খণ্ড : ২৫ মে ১৯৩২/ফাল্গুন ১৩৩৮)
(গ) "অপুর সংসার"
- বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের "পথের পাঁচালী" ও "অপরাজিত" উপন্যাসের পর অপুকে নিয়ে তৃতীয় পর্ব লিখেছিলেন লেখক পুত্র তারাদাস বন্দ্যোপাধ্যায়। সেই তৃতীয় পর্বের প্রথম খণ্ড হল "‘কাজল" ও দ্বিতীয় বা শেষ খণ্ড হল "তৃতীয় পুরুষ"। পরবর্তীকালে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় ও তারাদাস বন্দ্যোপাধ্যায়ের এই উপন্যাসগুলি একত্রে কলকাতার "মিত্র ও ঘোষ পাবলিশার্স প্রাঃ লিঃ" থেকে "অপুর সংসার সমগ্র" নামে প্রকাশিত হয়। এই উপন্যাস-সংকলন গ্রন্থের সূচিপত্র হল — "পথের পাঁচালী", "অপরাজিত", "কাজল", "তৃতীয় পুরুষ", "গ্রন্থপরিচয়"।
৩) তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় :-
(ক) "ধাত্রীদেবতা" (৭ অক্টোবর ১৯৩৯/আশ্বিন ১৩৪৬)
(খ) "গণদেবতা" (অক্টোবর ১৯৪২/আশ্বিন ১৩৪৯)
(গ) "পঞ্চগ্রাম" (২৬ জুলাই ১৯৪৪/মাঘ ১৩৫০)
৪) আশাপূর্ণা দেবী (গুপ্ত) :-
(ক) "প্রথম প্রতিশ্রুতি" (১৯৬৪/১৩৭১)
(খ) "সুবর্ণলতা" (১৯৬৬/চৈত্র ১৩৭২)
(গ) "বকুল কথা" (১৯৭৪/চৈত্র ১৩৮০)
- এই উপন্যাসগুলি পরবর্তীকালে একত্রে "সত্যবতী ট্রিলজি" নামে গ্রন্থাকারে প্রকাশিত হয়।
৫) বিমল কর :-
(ক) "ছোট ঘর" (১৯৫৬/জ্যৈষ্ঠ ১৩৬৩)
(খ) "ছোট মন" (১৯৫৮)
(গ) "খোলা জানলা" (১৯৬২)
- এই উপন্যাসগুলি পরবর্তীকালে একত্রে "দেওয়াল" নামে গ্রন্থাকারে প্রকাশিত হয়।
৬) বিমল মিত্র :-
(ক) "সাহেব বিবি গোলাম" (১৯৫৩)
(খ) "কড়ি দিয়ে কিনলাম" (১৯৬২)
(গ) "একক দশক শতক" (১৯৬৩)
৭) অতীন বন্দ্যোপাধ্যায় :-
(ক) "নীলকণ্ঠ পাখির খোঁজে" (২টি খণ্ড : ১৯৭১)
(খ) "অলৌকিক জলযান" (১৯৭৫)
(গ) "ঈশ্বরের বাগান" (১৯৭৮)
- বাংলা সাহিত্যে এই উপন্যাসগুলি একত্রে "সোনা ট্রিলজি" নামে পরিচিত।
৮) সমরেশ মজুমদার :-
(ক) "উত্তরাধিকার" (১৯৭৯/জ্যৈষ্ঠ ১৩৮৬)
(খ) "কালবেলা" (১৯৮৩)
(গ) "কালপুরুষ" (১৯৮৫)
৯) ধূর্জটিপ্রসাদ মুখোপাধ্যায় :-
(ক) "অন্তঃশীলা" (১৯৩৫)
(খ) "আবর্ত" (১৯৩৭)
(গ) "মোহানা" (১৯৪৩)
১০) প্রেমেন্দ্র মিত্র :-
(ক) "পাঁক" (প্রথম গ্রন্থাকারে কিয়দংশ প্রকাশ : ১৯২৪ ও গ্রন্থাকারে সম্পূর্ণ প্রকাশ : ১৯২৬)
(খ) "মিছিল" (১৯২৮, মতান্তরে ১৯৩৩)
(গ) "কুয়াশা" (১৯৩১)
১১) গোপাল হালদার :-
(ক) "একদা" (১৯৩৯)
(খ) "অন্যদিন" (১৯৫০)
(গ) "আর একদিন" (১৯৫১)
- এই উপন্যাসগুলি পরবর্তীকালে একত্রে "ত্রিদিবা" (১৯৭৮) নামে গ্রন্থাকারে প্রকাশিত হয়।
১২) গোপাল হালদার :-
(ক) "পঞ্চাশের পথে" (১৯৪৪)
(খ) "তেরশ পঞ্চাশ" (১৯৪৫)
(গ) "ঊনপঞ্চাশী" (১৯৪৬)
১৩) প্রমথনাথ বিশী :-
(ক) "পদ্মা" (১৯৩৫/১৩৪২)
(খ) "জোড়াদীঘির চৌধুরী পরিবার" (১৯৩৮)
(গ) "কোপবতী" (১৯৪১)
১৪) সুনীল গঙ্গোপাধ্যায় :-
(ক) "সেই সময়" (প্রথম খণ্ড : ১৯৮১ ও দ্বিতীয় খণ্ড : ১৯৮২)
(খ) "পূর্ব-পশ্চিম" (প্রথম খণ্ড : ১৯৮৮ ও দ্বিতীয় খণ্ড : ১৯৮৯)
(গ) "প্রথম আলো" (প্রথম খণ্ড : ১৯৯৬ ও দ্বিতীয় খণ্ড : ১৯৯৭)
১৫) সরোজকুমার রায়চৌধুরী :-
(ক) "ময়ুরাক্ষী" (১৯৩৬)
(খ) "গৃহকপোতী" (১৯৩৭)
(গ) "সোমলতা" (১৯৩৮)
- বাংলা সাহিত্যে এই উপন্যাসগুলি একত্রে "নতুন ফসল" নামে পরিচিত।
১৬) সতীনাথ ভাদুড়ী :-
(ক) "অচিন রাগিণী" (নভেম্বর ১৯৫৪/অগ্রহায়ণ ১৩৬১)
(খ) "সংকট" (জুন ১৯৫৭/আষাঢ় ১৩৬৪)
(গ) "দিকভ্রান্ত" (১৯৬৬/জ্যৈষ্ঠ ১৩৭৩)
১৭) মানিক বন্দ্যোপাধ্যায় :-
(ক) "পুতুলনাচের ইতিকথা" (২২ মে ১৯৩৬/জ্যৈষ্ঠ ১৩৪৩)
(খ) "সহরবাসের ইতিকথা" (ফেব্রুয়ারি-মার্চ ১৯৪৬/ফাল্গুন ১৩৫২)
(গ) "ইতিকথার পরের কথা" (আগস্ট-সেপ্টেম্বর ১৯৫২/ভাদ্র ১৩৫৯)
১৮) বুদ্ধদেব বসু :-
(ক) "প্রথম শাড়ি : শ্রবণ শ্রাবণ"
(খ) "করুণ রঙিন পথ"
(গ) "যবনিকা কম্পমান"
- এই উপন্যাসগুলি পরবর্তীকালে একত্রে "তিথিডোর" (১৯৪৯) নামে গ্রন্থাকারে প্রকাশিত হয়।
১৯) গজেন্দ্রকুমার মিত্র :-
(ক) "কলকাতার কাছেই" (১৯৫৭)
(খ) "উপকণ্ঠে" (১৯৬১)
(গ) "পৌষ ফাগুনের পালা" (১৯৬৪)
২০) প্রফুল্ল রায় :-
(ক) "কেয়াপাতার নৌকো" (২০০৩)
(খ) "শতধারায় বয়ে যায়" (২০০৮)
(গ) "উত্তাল সময়ের ইতিকথা" (২০১৪)
২১) দিলীপ কুমার রায় :-
(ক) "মনের পরশ" (১৯২৬)
(খ) "রঙের পরশ" (১৯৩৪)
(গ) "বহুবল্লভ" (১৯৩৫)
২২) মণিশংকর মুখোপাধ্যায় (শংকর) :-
(ক) "কাজ"
(খ) "এবিসিডি লিমিটেড"
(গ) "মানসম্মান" (১৯৮১)
- এই উপন্যাসগুলি পরবর্তীকালে একত্রে "কথা-সাগর" নামে গ্রন্থাকারে প্রকাশিত হয়।
২৩) মণিশংকর মুখোপাধ্যায় (শংকর) :-
(ক) "লক্ষ্যভ্রষ্ট"
(খ) "মনজঙ্গল" (অগ্রহায়ণ ১৩৬৬)
(গ) "খবর এখন"
- এই উপন্যাসগুলি পরবর্তীকালে একত্রে "কথা-মন্থন" নামে গ্রন্থাকারে প্রকাশিত হয়।
২৪) মণিশংকর মুখোপাধ্যায় (শংকর) :-
(ক) "জন অরণ্য" (১৯৭১)
(খ) "সীমাবদ্ধ" (১৯৭১)
(গ) "আশা আকাঙ্খা" (১৯৭৩)
- এই উপন্যাসগুলি পরবর্তীকালে একত্রে কলকাতার "দে'জ পাবলিশিং" থেকে আগস্ট ১৯৭৬ খ্রিস্টাব্দে (শ্রাবণ ১৩৮৩ বঙ্গাব্দ) "স্বর্গ মর্ত পাতাল" নামে গ্রন্থাকারে প্রকাশিত হয়।
২৫) মণিশংকর মুখোপাধ্যায় (শংকর) :-
(ক) "স্থানীয় সংবাদ"
(খ) "সুবর্ণ সুযোগ"
(গ) "বোধোদয়"
- এই উপন্যাসগুলি পরবর্তীকালে একত্রে "জন্মভূমি" নামে গ্রন্থাকারে প্রকাশিত হয়।
২৬) চিত্তরঞ্জন মাইতি :-
(ক) "নির্জনে খেলা" (১৯৭৫/পৌষ ১৩৮২)
(খ) "নির্ঝরের গান" (১৯৮৬/মাঘ ১৩৯৩)
(গ) "তিন্নির রোদ আর বৃষ্টি" (১৯৯৬/১৪০২)
২৭) হুমায়ূন আহমেদ :-
(ক) "জোছনা ও জননীর গল্প" (ফেব্রুয়ারি ২০০৪)
(খ) "মধ্যাহ্ন" (প্রথম খণ্ড : ফেব্রুয়ারি ২০০৭ ও দ্বিতীয় খণ্ড : ফেব্রুয়ারি ২০০৮ এবং সমগ্রাকারে গ্রন্থাকারে প্রকাশ : ২০০৮)
(গ) "মাতাল হাওয়া" (ফেব্রুয়ারি ২০১০)
- এই উপন্যাসগুলি পরবর্তীকালে একত্রে ফেব্রুয়ারি ২০১২ সালে বাংলাদেশের "জ্ঞানকোষ প্রকাশনী" থেকে "উপন্যাস ত্রয়ী" নামে গ্রন্থাকারে প্রকাশিত হয়।
২৮) শওকত আলী :-
(ক) "দক্ষিণায়নের দিন" (১৯৮৫)
(খ) "কুলায় কালস্রোত" (১৯৮৬)
(গ) "পূর্বরাত্রি পূর্বদিন" (১৯৮৬)
২৯) আবু জাফর শামসুদ্দীন :-
(ক) "ভাওয়ালগড়ের উপাখ্যান" (১৯৬৩)
(খ) "পদ্মা মেঘনা যমুনা" (১৯৭৪)
(গ) "সংকর সংকীর্তন" (১৯৮০)
৩০) শরীফুল হাসান :-
(ক) "বাতিঘর সাম্ভালা"
(খ) "সাম্ভালা দ্বিতীয় যাত্রা"
(গ) "সাম্ভালা শেষ যাত্রা"
- এই উপন্যাসগুলি পরবর্তীকালে একত্রে "সাম্ভালা ট্রিলজি" নামে গ্রন্থাকারে প্রকাশিত হয়।
৩১) ইমদাদুল হক মিলন :-
(ক) "নূরজাহান" (প্রথম খণ্ড)
(খ) "নূরজাহান" (দ্বিতীয় খণ্ড)
(গ) "নূরজাহান" (তৃতীয় খণ্ড)
- এই উপন্যাসগুলি পরবর্তীকালে একত্রে "নূরজাহান ট্রিলজি" নামে গ্রন্থাকারে প্রকাশিত হয়।
¤ বাংলা সাহিত্যের 'ত্রয়ী মহাকাব্য' :-
বাংলা সাহিত্যের একটি 'ত্রয়ী মহাকাব্য' সম্পর্কে তথ্যসহকারে নীচে দেওয়া হল ---
১) নবীনচন্দ্র সেন :-
(ক) "রৈবতক" (১৮৮৭)—২০টি সর্গে বিভক্ত।
(খ) "কুরুক্ষেত্র" (১৮৯৩)—১৭টি সর্গে বিভক্ত।
(গ) "প্রভাস" (১৮৯৬)—১৩টি সর্গে বিভক্ত।
- নবীনচন্দ্র সেন রচিত এই কাব্যগুলি "বাংলা সাহিত্যের ত্রয়ী মহাকাব্য" নামে খ্যাত। কাব্যগুলি পরবর্তীকালে একত্রে "ত্রয়ী মহাকাব্য" নামে গ্রন্থাকারে প্রকাশিত হয়।
- আলোচক : সৌম্য মাইতি
- যোগাযোগ : ৬২৯০৩৭৭১৩৪
- S.L.S.T বাংলা অনলাইন ক্লাসে যুক্ত হতে চাইলে ফোন করে যোগাযোগ করুন আমার ৬২৯০৩৭৭১৩৪ নম্বরে, অথবা আমার WhatssApp-তে ম্যাসেজ করুন ৮৭৬৮৮৩০২৩০ নম্বরে। ধন্যবাদ।
Post a Comment