'ক্রন্দনরতা জননীর পাশে' : কবি মৃদুল দাশগুপ্ত
(দ্বাদশ শ্রেণি : 'সাহিত্যচর্চা')
১) 'ক্রন্দনরতা জননীর পাশে' কবিতাটির কবি কে?
★উত্তর - মৃদুল দাশগুপ্ত।
২) কবি কোন্ জননীর পাশে দাঁড়াতে চেয়েছেন?
★উত্তর - ক্রন্দনরতা জননীর পাশে।
৩) ক্রন্দনরতা জননীর পাশে না থাকলে কবির কী অর্থহীন মনে হয়েছে?
★উত্তর - লেখালেখিকে।
৪) নিহত ভাইয়ের শবদেহ কবির মনে কী জাগিয়েছিল?
★উত্তর - ক্রোধ।
৫) নিহত ভাইয়ের শবদেহ দেখে জেগে ওঠা ক্রোধের সঙ্গে কী যুক্ত আছে?
★উত্তর - মূল্যবোধ।
৬) আলোচ্য কবিতায় নিখোঁজ ছিন্নভিন্ন মেয়েটিকে কোথায় পাওয়া গিয়েছিল?
★উত্তর - জঙ্গলে।
৭) আকাশের দিকে তাকিয়ে কী চাওয়া হয়?
★উত্তর - বিধির বিচার।
৮) নিখোঁজ মেয়েটিকে কী অবস্থায় জঙ্গলে পাওয়া গিয়েছিল?
★উত্তর - ছিন্নভিন্ন অবস্থায়।
৯) 'ক্রন্দনরতা জননীর পাশে' কবিতায় কী জেগে ওঠে?
★উত্তর - কবির বিবেক।
১০) আলোচ্য কবিতায় নিজের বিবেককে কবি কার সঙ্গে তুলনা করেছেন?
★উত্তর - বারুদের সঙ্গে।
১১) কবির বিবেক জেগে ওঠার পটভূমি কী?
★উত্তর - কবিতা।
১২) কবি 'ক্রন্দনরতা জননী' বলতে কাকে বুঝিয়েছেন?
★উত্তর - কবির স্বদেশকে।
১৩) 'না-ই যদি হয় ক্রোধ।' - কবির মতে ক্রোধের জাগরণ কী দেখে ঘটা উচিত?
★উত্তর - নিহত ভাইয়ের শবদেহ দেখে।
১৪) কবি কার পাশে থাকতে চেয়েছেন?
★উত্তর - ক্রন্দনরতা জননীর পাশে।
১৫) বিধির বিচার চাওয়ার চেয়ে কবির কাছে কী গুরুত্বপূর্ণ?
★উত্তর - প্রতিবাদ।
১৬) 'আমি তা পারি না।' - এখানে কী না পারার কথা বলা হয়েছে?
★উত্তর - বিধির মুখাপেক্ষী হয়ে থাকা।
১৭) ছিন্নভিন্ন মেয়েটিকে দেখে কবি কার দিকে তাকাতে চান না?
★উত্তর - আকাশের দিকে।
১৮) আলোচ্য কবিতায় বিবেক বলতে কী বোঝানো হয়েছে?
★উত্তর - অন্তরাত্মাকে।
১৯) মৃদুল দাশগুপ্তের প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থের নাম কী?
★উত্তর - "জলপাই কাঠের এসরাজ" (১৯৮০ খ্রিস্টাব্দ)।
২০) ছিন্নভিন্ন দেহ পাওয়া গিয়েছে কোন্ মেয়েটির?
★উত্তর - যে মেয়েটি নিখোঁজ ছিল।
২১) 'ক্রন্দনরতা জননীর পাশে' কবিতাটি কোন্ কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে?
★উত্তর - 'ধানক্ষেত থেকে' (২০০৭ খ্রিস্টাব্দ) কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে।
২২) 'এখন যদি না-থাকি' - এখন বলতে কবি কোন্ সময়ের কথা বলেছেন?
★উত্তর - নিপীড়িত, অত্যাচারিত হওয়ার সময়ের কথা।
২৩) 'কেন তবে আঁকাআঁকি' - এই কথাটির অর্থ কী?
★উত্তর - না আঁকাই শ্রেয়।
২৪) 'কেন গান গাওয়া' - এই কথাটির অর্থ কী?
★উত্তর - গান গাওয়ার তবে প্রয়োজন নেই।
২৫) 'নিহত ভাইয়ের শবদেহ দেখে' কবি কোন্ বিশেষ বোধের যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুলেছেন?
★উত্তর - মূল্যবোধ।
২৬) 'যে-মেয়ে নিখোঁজ, ছিন্নভিন্ন' - মেয়েটি ছিন্নভিন্ন হওয়ার কারণ কী?
★উত্তর - কারণ সে অত্যাচারিতা।
২৭) 'আমি তা পারি না।' - এখানে আমি কে?
★উত্তর - কবি মৃদুল দাশগুপ্ত।
২৮) 'যে-মেয়ে নিখোঁজ, ছিন্নভিন্ন' - তার জন্য কবি কী করবেন না?
★উত্তর - বিধির বিচার চাইবেন না।
২৯) কবিতায় কী জেগে ওঠে 'বিস্ফোরণের আগে'?
★উত্তর - কবির বিবেক।
৩০) কবির বারুদ জাগে কখন?
★উত্তর - বিস্ফোরণের আগে।
৩১) আলোচ্য কবিতাটির স্তবক সংখ্যা কত?
★উত্তর - ৪টি।
৩২) আলোচ্য কবিতাটির পঙ্ক্তি সংখ্যা কত?
★উত্তর - ১৬টি।
¤ তথ্যঋণ :- 'বাংলা শিক্ষক' (দ্বাদশ শ্রেণি) --- ড. অমল পাল, অপূর্ব কর ও ড. প্রিয়তোষ বসু।
★প্রকাশনা সংস্থা :- 'ছায়া প্রকাশনী', ১, বিধান সরণি, কলকাতা - ৭০০০৭৩।
- আলোচক : সৌম্য মাইতি
- যোগাযোগ : ৬২৯০৩৭৭১৩৪
- S.L.S.T বাংলা অনলাইন ক্লাসে যুক্ত হতে চাইলে ফোন করে যোগাযোগ করুন আমার ৬২৯০৩৭৭১৩৪ নম্বরে, অথবা আমার WhatssApp-তে ম্যাসেজ করুন ৮৭৬৮৮৩০২৩০ নম্বরে। ধন্যবাদ।
Post a Comment