বিদ্যাপতি থেকে গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত প্রশ্নোত্তর
১) মিথিলার রাজা শিবসিংহের প্রশস্তি বা বীরত্বকাহিনি বর্ণনা করে রচিত বিদ্যাপতির গ্রন্থের নাম কী?
(ক) কীর্তিলতা (১৪০২-১৪০৪ খ্রি.)
(খ) কীর্তিপতাকা (১৪১০ খ্রি.) √
(গ) বিভাগসার (১৪৪০-১৪৬০ খ্রি.)
(ঘ) দুর্গাভক্তিতরঙ্গিণী (১৪৪০-১৪৬০ খ্রি.)
২) বিদ্যাপতি রচিত 'কীর্তিপতাকা' (১৪১০ খ্রি.) গ্রন্থটি কোন্ ভাষায় লেখা?
(ক) সংস্কৃত
(খ) মৈথিলি
(গ) ব্রজভাষা
(ঘ) অবহট্ঠ √
৩) বিদ্যাপতি তাঁর 'শৈবসর্বস্বহার' (১৪৩০-১৪৪০ খ্রি.) গ্রন্থটি কার বা কাদের পৃষ্ঠপোষকতায় রচনা করেন?
(ক) শিবসিংহ
(খ) নরসিংহ ও ধীরমতী
(গ) পদ্মসিংহ ও বিশ্বাস দেবী √
(ঘ) ধীরসিংহ ও ভৈরবসিংহ
৪) বৈষ্ণব সাহিত্যে অষ্টাদশ শতাব্দীকে 'পদস্খলনের যুগ' বলে কে অভিহিত করেছেন?
(ক) ড. বিমানবিহারী মজুমদার √
(খ) ড. অসিতকুমার বন্দ্যোপাধ্যায়
(গ) ড. শশীভূষণ দাসগুপ্ত
(ঘ) ড. সুকুমার সেন
৫) বিদ্যাপতিকে 'পূর্বভারতীয় মধ্যযুগের যাবতীয় কবিদের সার্বভৌম' বা 'কবি সার্বভৌম' বলে কে অভিহিত করেছেন?
(ক) ড. বিমানবিহারী মজুমদার
(খ) ড. শঙ্করীপ্রসাদ বসু √
(গ) ড. হরেকৃষ্ণ মুখোপাধ্যায়
(ঘ) ড. শ্রীকুমার বন্দ্যোপাধ্যায়
৬) বিদ্যাপতিকে 'মৈথিল কোকিল' উপাধিতে কে ভূষিত করেন?
(ক) ড. শঙ্করীপ্রসাদ বসু
(খ) রাজা শিবসিংহ
(গ) ড. সুকুমার সেন
(ঘ) রাজকৃষ্ণ মুখোপাধ্যায় √
৭) ড. দেবেশ কুমার আচার্য্যের মতে বিদ্যাপতি সবচেয়ে বেশি কোন্ পর্যায়ে শ্রেষ্ঠত্ব অর্জন করেছেন?
(ক) প্রার্থনা √
(খ) মাথুর
(গ) ভাবসম্মিলন বা ভাবোল্লাস
(ঘ) মান
৮) পণ্ডিতেরা বিদ্যাপতির কয়টি পদের সন্ধান দিয়েছেন?
(ক) ৫০০টি
(খ) ৯০০টি
(গ) ৯৬৫টি √
(ঘ) ১০০০টি
৯) বিদ্যাপতি কমবেশি কয়টি রাধাকৃষ্ণ বিষয়ক পদ রচনা করেন?
(ক) ৪৯৮টি
(খ) ৫০০টি √
(গ) ৬০০টি
(ঘ) ৯৬৫টি
১০) ড. অসিতকুমার বন্দ্যোপাধ্যায় বিদ্যাপতির পদগুলিকে কয়টি শ্রেণিতে বিভক্ত করেন?
(ক) ২টি
(খ) ৩টি
(গ) ৪টি
(ঘ) ৫টি √
১১) বিদ্যাপতি যে বাঙালি নন, এ কথা রাজকৃষ্ণ মুখোপাধ্যায় কত খ্রিস্টাব্দে প্রমাণ করেন?
(ক) ১৮৭০ খ্রিস্টাব্দে
(খ) ১৮৭৫ খ্রিস্টাব্দে √
(গ) ১৮৭৮ খ্রিস্টাব্দে
(ঘ) ১৮৮০ খ্রিস্টাব্দে
১২) বিদ্যাপতির পদগুলিকে 'Cosmic Imagination' কে বলেছেন?
(ক) ড. শ্রীকুমার বন্দ্যোপাধ্যায় √
(খ) রাজকৃষ্ণ মুখোপাধ্যায়
(গ) ড. শঙ্করীপ্রসাদ বসু
(ঘ) ড. অসিতকুমার বন্দ্যোপাধ্যায়
১৩) ১৮৫৮-৫৯ খ্রিস্টাব্দে 'বঙ্গভাষার উৎপত্তি' গ্রন্থে কে প্রথম বিদ্যাপতির পদ উদ্ধৃত করেন?
(ক) রাজকৃষ্ণ মুখোপাধ্যায়
(খ) রাজেন্দ্রলাল মিত্র √
(গ) নগেন্দ্রনাথ বসু
(ঘ) ঈশ্বর গুপ্ত
১৪) জর্জ গ্রীয়ার্সন সাহেবের 'An introduction to the Maithili Language of North Bihar' (১৮৮১) নামক গ্রন্থে বিদ্যাপতির কয়টি পদ সংকলিত হয়েছে?
(ক) ৮০টি
(খ) ৯০টি
(গ) ১০০টি
(ঘ) ৮২টি √
১৫) বাংলাদেশে প্রথম ব্রজবুলি ভাষায় কে পদ রচনা করেন?
(ক) রাজা কপিলেন্দ্র দেবের সভাকবি
(খ) শঙ্কর দেব
(গ) যশোরাজ খান √
(ঘ) ঈশ্বর গুপ্ত
১৬) I. বিদ্যাপতিকে 'পঞ্চোপাসক হিন্দু' বলেছেন -- মহামহোপাধ্যায় হরপ্রসাদ শাস্ত্রী।
II. বিদ্যাপতিকে 'বাইরের কবি' বলেছেন -- ড. অসিতকুমার বন্দ্যোপাধ্যায়।
(ক) I. ও II. উভয়ই ঠিক √
(খ) I. ঠিক এবং II. ভুল
(গ) I. ভুল এবং II. ঠিক
(ঘ) I. ও II. উভয়ই ভুল
১৭) I. বিদ্যাপতির 'দুর্গাভক্তিতরঙ্গিণী' (১৪৪০-১৪৬০ খ্রি.) গ্রন্থে ১০০০টিরও বেশি শ্লোক আছে।
II. 'বিদ্যাপতি বিচার' গ্রন্থটি ড. সুকুমার সেনের লেখা।
(ক) I. ও II. উভয়ই ঠিক
(খ) I. ঠিক এবং II. ভুল √
(গ) I. ভুল এবং II. ঠিক
(ঘ) I. ও II. উভয়ই ভুল
১৮) I. রাজা শিবসিংহের অনুরোধে বিদ্যাপতি কাব্যচর্চা শুরু করেন।
II. জন বীমস-এর মতে বিদ্যাপতির আসল নাম বসন্ত রায়।
(ক) I. ও II. উভয়ই ঠিক
(খ) I. ঠিক এবং II. ভুল
(গ) I. ভুল এবং II. ঠিক √
(ঘ) I. ও II. উভয়ই ভুল
১৯) বিদ্যাপতির ভাষাকে 'বিকৃত মৈথিলি' কে বলেছেন?
ক) ড. সুনীতিকুমার চট্টোপাধ্যায়
খ) ড. সুকুমার সেন
গ) ড. নগেন্দ্রনাথ বসু
ঘ) রবীন্দ্রনাথ ঠাকুর √
২০) বিদ্যাপতির যে 'গোরক্ষোপাখ্যান' ('গোরক্ষবিজয়') নামে একখানি গ্রন্থ বা নাটক আছে -- এ কথা কার, কোন্ গ্রন্থ থেকে জানা যায়?
(ক) ড. সুকুমার সেনের 'বাঙ্গালা সাহিত্যের ইতিহাস'
(খ) ড. জয়কান্ত মিশ্রের 'History of Maithili Literature' √
(গ) ড. সুনীতিকুমার চট্টোপাধ্যায়ের 'O.D.B.L'
(ঘ) ড. শঙ্করীপ্রসাদ বসুর 'মধ্যযুগের কবি ও কাব্য'
২১) ১৮৭৮ খ্রিস্টাব্দে 'বিদ্যাপতির পদাবলী' নামক সংকলন গ্রন্থ কে প্রকাশ করেন?
(ক) ড. দীনেশচন্দ্র সেন
(খ) ড. সারদাচরণ মিত্র √
(গ) জর্জ গ্রীয়ার্সন সাহেব
(ঘ) জন বীমস
২২) 'বিদ্যাপতির পদাবলী' নামক সংকলন গ্রন্থে বিদ্যাপতির মোট কয়টি পদ সংকলিত হয়েছে?
(ক) ৯৩৩টি √
(খ) ৯৫৪টি
(গ) ৯৫০টি
(ঘ) ১০৪৪টি
২৩) 'তাতল সৈকত বারি-বিন্দু-সম সুত মিত রমণী-সমাজে।' -- এটি বিদ্যাপতির কোন্ পর্যায়ের পদ?
(ক) পূর্বরাগ
(খ) মাথুর
(গ) প্রার্থনা √
(ঘ) ভাবসম্মিলন বা ভাবোল্লাস
২৪) 'প্রেমক-অঙ্কুর জাত আত ভেল না ভেল যুগল পলাশা।' -- এটি বিদ্যাপতির কোন্ পর্যায়ের পদ?
(ক) ভাবোল্লাস বা ভাবসম্মিলন
(খ) মাথুর √
(গ) প্রার্থনা
(ঘ) পূর্বরাগ
২৫) 'বঙ্গভাষার লেখক' গ্রন্থে বিদ্যাপতির জীবনী কে, কত খ্রিস্টাব্দে প্রকাশ করেন?
(ক) ১৮৭৩ খ্রিস্টাব্দে, ড. হরিমোহন মুখোপাধ্যায় √
(খ) ১৮৭৫ খ্রিস্টাব্দে, ড. হরিমোহন মুখোপাধ্যায়
(গ) ১৮৭৩ খ্রিস্টাব্দে, ড. নগেন্দ্রনাথ বসু
(ঘ) ১৮৭৫ খ্রিস্টাব্দে, ড. নগেন্দ্রনাথ বসু
২৬) 'বিদ্যাপতি প্রেম মনস্তত্ত্বের সুনিপুণ রূপকার।' -- মন্তব্যটি কে করেছেন?
(ক) বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
(খ) ড. শঙ্করীপ্রসাদ বসু
(গ) রবীন্দ্রনাথ ঠাকুর √
(ঘ) ড. শ্রীকুমার বন্দ্যোপাধ্যায়
২৭) বিদ্যাপতির কোন্ কাব্যকে 'চম্পূ কাব্য' বলা হয়?
(ক) কীর্তিপতাকা (১৪১০ খ্রি.)
(খ) শৈবসর্বস্বহার (১৪৩০-১৪৪০ খ্রি.)
(গ) দুর্গাভক্তিতরঙ্গিণী (১৪৪০-১৪৬০ খ্রি.)
(ঘ) কীর্তিলতা (১৪০২-১৪০৪ খ্রি.) √
২৮) I. 'কবি বিদ্যাপতি' গ্রন্থটি ড. তারাপদ মুখোপাধ্যায় রচনা করেন।
II. বিদ্যাপতিকে 'দুর্গামিনী বেগবতী তরঙ্গসঙ্কুলা নদী' বলেছেন রবীন্দ্রনাথ ঠাকুর।
III. বিদ্যাপতি ৪০ বছর বয়সে বৈষ্ণবধর্ম গ্রহণ করেন।
IV. বিদ্যাপতির পদ সংগ্রহের সবচেয়ে বড়ো কৃতিত্ব জর্জ গ্রীয়ার্সন সাহেবের।
(ক) শুদ্ধ, শুদ্ধ, অশুদ্ধ, অশুদ্ধ
(খ) অশুদ্ধ, অশুদ্ধ, শুদ্ধ, শুদ্ধ
(গ) শুদ্ধ, শুদ্ধ, শুদ্ধ, অশুদ্ধ
(ঘ) শুদ্ধ, অশুদ্ধ, শুদ্ধ, শুদ্ধ √
২৯) I. বিদ্যাপতির পদাবলীর বৃহত্তম সংস্করণ প্রকাশ করেন ড. দীনেশচন্দ্র সেন।
II. বিদ্যাপতির শ্রেষ্ঠ ভাবশিষ্য বলা হয় গোবিন্দদাস কবিরাজকে।
III. বিদ্যাপতির পদ প্রথম আবিষ্কার করেন জর্জ গ্রীয়ার্সন সাহেব।
IV. বিদ্যাপতি তাঁর 'গঙ্গাবাক্যাবলী' (১৪৪০-১৪৬০ খ্রি.) স্মৃতিগ্রন্থটি রাজবনৌলিতে পুরাদিত্যের আজ্ঞায় রচনা করেন।
(ক) শুদ্ধ, শুদ্ধ, শুদ্ধ, অশুদ্ধ √
(খ) অশুদ্ধ, শুদ্ধ, শুদ্ধ, অশুদ্ধ
(গ) শুদ্ধ, শুদ্ধ, অশুদ্ধ, অশুদ্ধ
(ঘ) শুদ্ধ, অশুদ্ধ, শুদ্ধ, অশুদ্ধ
৩০) I. ১৯৩৭ খ্রিস্টাব্দে বিদ্যাপতির জীবনী নিয়ে পরিচালক দেবকী বসু 'বিদ্যাপতি' নামে একটি চলচ্চিত্র নির্মাণ করেন।
II. বিদ্যাপতি রচিত হর-পার্বতী নামক পদগুলি 'মহেশকথা' নামে পরিচিত।
III. বিদ্যাপতির পদ পাঠ করে মহাপ্রভু শ্রীচৈতন্যদেবকে অভ্যর্থনা করতেন অদ্বৈতাচার্য।
IV. বিদ্যাপতি তাঁর 'কীর্তিপতাকা' (১৪১০ খ্রি.) গ্রন্থে নিজেকে 'খেলন কবি' বলেছেন।
(ক) শুদ্ধ, শুদ্ধ, অশুদ্ধ, অশুদ্ধ
(খ) অশুদ্ধ, অশুদ্ধ, শুদ্ধ, শুদ্ধ
(গ) শুদ্ধ, অশুদ্ধ, শুদ্ধ, অশুদ্ধ √
(ঘ) অশুদ্ধ, শুদ্ধ, শুদ্ধ, অশুদ্ধ
- আলোচক : সৌম্য মাইতি
- যোগাযোগ : ৬২৯০৩৭৭১৩৪
- S.L.S.T বাংলা অনলাইন ক্লাসে যুক্ত হতে চাইলে ফোন করে যোগাযোগ করুন আমার ৬২৯০৩৭৭১৩৪ নম্বরে, অথবা আমার WhatssApp-তে ম্যাসেজ করুন ৮৭৬৮৮৩০২৩০ নম্বরে। ধন্যবাদ।
Post a Comment