NEW :
Loading contents...

চর্যাপদ থেকে গুরুত্বপূর্ণ অতি সংক্ষিপ্ত প্রশ্নোত্তর 

১) চর্যাপদ কী নামে 'বঙ্গীয় সাহিত্য পরিষদ' থেকে হরপ্রসাদ শাস্ত্রী প্রকাশ করেন?

(ক) হাজার বছরের পুরাণ বাংলা ভাষায় বৌদ্ধগান ও দোহা 

(খ) হাজার বছরের পুরাণ বাঙ্গালা ভাষায় বৌদ্ধগান ও দোহা √

(গ) হাজার বছরের পুরাণ বাংলা ভাষায় রচিত বৌদ্ধগান ও দোহা 

(ঘ) হাজার বছরের পুরাণ বাঙ্গালা ভাষায় রচিত বৌদ্ধগান ও দোহা

২) চর্যাপদে প্রতি পাতার আয়তন কত?

(ক) ১২ ২/৪ × ১ ৭/৮ ইঞ্চি

(খ) ১৩ ৩/৪ × ১ ৭/৮ ইঞ্চি

(গ) ১২ ৩/৪ × ১ ৭/৮ ইঞ্চি √

(ঘ) ১১ ১/৪ × ১ ৬/৮ ইঞ্চি

৩) বিধুশেখর শাস্ত্রীর মতে, চর্যাপদের প্রকৃত নাম কী?

(ক) 'চর্যাচর্যবিনিশ্চয়'

(খ) 'চর্যাগীতিকোষ'

(গ) 'চর্যাগীতি পদাবলী'

(ঘ) 'আশ্চর্যচর্য্যাচয়' √

৪) কে, কত খ্রিস্টাব্দে 'নবচর্যাপদ' আবিষ্কার করেন?

(ক) শশীভূষণ দাশগুপ্ত, ১৯৬৩ খ্রি. √

(খ) অসিতকুমার বন্দ্যোপাধ্যায়, ১৯৬৩ খ্রি.

(গ) শশীভূষণ দাশগুপ্ত, ১৯৮৯ খ্রি.

(ঘ) অসিতকুমার বন্দ্যোপাধ্যায়, ১৯৮৯ খ্রি.

৫) 'দুহিল দুধু কি বেন্টে সামায়।' -- চর্যার এই প্রবাদটি কার, কত নং পদে রয়েছে?

(ক) ভুসুকুপা - ৬নং পদ 

(খ) লুইপা - ৩৯নং পদ 

(গ) ঢেণ্ঢণপা - ৩৩নং পদ √ 

(ঘ) উপরের কোনোটিই নয়

৬) চর্যাপদে রাগরাগিনীর সংখ্যা কত?

(ক) ১২টি 

(খ) ১৭টি 

(গ) ২২টি √

(ঘ) ৩২টি 

৭) নীচের কোন্ পণ্ডিত চর্যার অবাঙালি গবেষক ছিলেন?

(ক) শান্তি ভিক্ষু 

(খ) তারাপদ মুখোপাধ্যায় 

(গ) বিশ্বনাথপ্রসাদ মিশ্র √

(ঘ) ক ও খ ঠিক এবং গ ভুল

৮) চর্যাপদে কতজন পদকর্তার ১টি করে পদ পাওয়া যায়?

(ক) ১২ জন 

(খ) ১৪ জন 

(গ) ১৬ জন √

(ঘ) ১০ জন 

৯) চর্যাপদে দ্বিতীয় সর্বোচ্চ পদ কার রয়েছে?

(ক) কাহ্নপা 

(খ) ভুসুকুপা √

(গ) সরহপা 

(ঘ) শবরপা 

১০) চর্যাপদকে 'মৈথিলী ভাষার আদি নিদর্শন' কে বলেছেন?

(ক) হরপ্রসাদ শাস্ত্রী 

(খ) প্রবোধচন্দ্র বাগচী 

(গ) সুকুমার সেন 

(ঘ) জয়কান্ত মিশ্র √

১১) চর্যায় নীচের কোন্ প্রাণীর কথা উল্লেখ নেই?

(ক) ইঁদুর

(খ) সিংহ 

(গ) বিড়াল √

(ঘ) ক ও গ ঠিক এবং খ ভুল

১২) I. চর্যাপদে চাটিলপাদ রচিত ৫নং পদে সাঁকো তৈরির কথা উল্লেখ আছে।

II. চর্যাপদে ডোম্বীপাদ রচিত ১৬নং পদে নারীদের নৌকাচালনার কথা আছে।

(ক) I. শুদ্ধ ও II. অশুদ্ধ √

(খ) I. ও II. উভয়ই শুদ্ধ 

(গ) I. অশুদ্ধ ও II. শুদ্ধ 

(ঘ) I. ও II. উভয়ই অশুদ্ধ

১৩) চর্যাপদকে কেন্দ্র করে রচিত 'নিলয় না জানি' উপন্যাসটি কার লেখা?

(ক) দীপেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় 

(গ) শিবাশিস মুখোপাধ্যায় 

(গ) হরপ্রসাদ শাস্ত্রী 

(ঘ) সৈয়দ মুস্তাফা সিরাজ √

১৪) চর্যাপদের একটি সন্ধ্যাভাষা হল 'শুঁড়ি' -- এই শব্দের অর্থ কী?

(ক) চাঙ্গাড়ি তৈরি 

(খ) মদ চোয়ানো √

(গ) গাছ কাটা ও ফাড়া 

(ঘ) তুলাধুনা 

১৫) চর্যাপদে 'ভৈরবী' রাগে রচিত পদের সংখ্যা কয়টি?

(ক) ৫টি 

(খ) ২টি 

(গ) ৮টি 

(ঘ) ৪টি √

১৬) চর্যাপদে ১টি রাগে রচিত পদের সংখ্যা কয়টি?

(ক) ১১টি √

(খ) ১০টি 

(গ) ১২টি

(ঘ) ১৪টি 

১৭) 'অভিসময়বিভঙ্গ' গ্রন্থটি কে রচনা করেন?

(ক) চাটিলপা 

(খ) কাহ্নপা 

(গ) লুইপা √

(ঘ) ভুসুকুপা 

১৮) I. চর্যার প্রতি পাতায় চরণ আছে ১০টি করে।

II. চর্যায় কৌলিন্য প্রথার উল্লেখ আছে কাহ্নপা রচিত ১৮নং পদে।

(ক) I. শুদ্ধ ও II. অশুদ্ধ 

(খ) I. ও II. উভয়ই শুদ্ধ 

(গ) I. অশুদ্ধ ও II. শুদ্ধ √

(ঘ) I. ও II. উভয়ই অশুদ্ধ

১৯) চর্যার ভাষাকে 'প্রহেলিকাময় ভাষা' কে বলেছেন?

(ক) ম্যাক্সমুলার 

(খ) বুর্ণফ সাহেব √

(গ) হরপ্রসাদ শাস্ত্রী 

(ঘ) বিজয়চন্দ্র মজুমদার 

২০) চর্যাপদের ভাষাকে 'খিচুড়ি ভাষা' কে বলেছেন?

(ক) দীনেশচন্দ্র সেন 

(খ) মুহম্মদ শহীদুল্লাহ 

(গ) সুনীতিকুমার চট্টোপাধ্যায় 

(ঘ) বিজয়চন্দ্র মজুমদার √

২১) I. ভুসুকপা রচিত ৪৯নং পদে পদ্মানদীর কথা উল্লেখ আছে।

II. চর্যাপদে গুরুর কথা বলা হয়েছে ১৩ বার।

III. চর্যাপদের একটি সন্ধ্যা শব্দ 'শবরী'র অর্থ হল বজ্রধর।

IV. চর্যাপদে ডোম্বীপার লেখা ১২নং পদটি ধনসী রাগে রচিত।

(ক) শুদ্ধ, শুদ্ধ, অশুদ্ধ, অশুদ্ধ

(খ) শুদ্ধ, অশুদ্ধ, শুদ্ধ, অশুদ্ধ

(গ) শুদ্ধ, শুদ্ধ, শুদ্ধ, শুদ্ধ

(ঘ) শুদ্ধ, শুদ্ধ, অশুদ্ধ, শুদ্ধ √

২২) নীচের কোন্ অপশনটি ভুল ---

(ক) কাহ্নপা রচিত ১২নং পদে দাবাখেলার কথা উল্লেখ আছে।

(খ) ঢেণ্ঢণ পার লেখা ৩৩নং পদটি পটমঞ্জরি রাগে রচিত।

(গ) চর্যায় যে পদকর্তার অপর নাম অচল সেন তাঁকে 'অনুত্তরস্বামী' বলা হয়। √

(ঘ) কাহ্নপা রচিত পদগুলিতে নিপুণ কবিত্বশক্তি প্রকাশের পাশাপাশি তৎকালীন সমাজচিত্র উদ্‌ঘাটিত হয়েছে।

২৩) নীচের কোন্ অপশনটি ঠিক ---

(ক) সুনীতিকুমার চট্টোপাধ্যায়ের পূর্বে চর্যার ভাষাকে প্রাচীন বাংলা বলেছেন জেকবি সাহেব। √

(খ) কাহ্নপা ৩৬নং পদে নিজেকে 'বিরুআ' বলেছেন।

(গ) চাচাগানের প্রথম সন্ধান পেয়েছিলেন শশিভূষণ দাশগুপ্ত।

(ঘ) চর্যাপদের শেষ পদ পটমঞ্জরি রাগে রচিত।

২৪) চর্যাপদে থানাকে কী বলা হত?

(ক) উআরি √

(খ) দুষাধী 

(গ) উভয়ই ঠিক 

(ঘ) উপরের কোনোটিই নয়

২৫) ২০১৭ সালে চর্যাপদের ইংরেজি অনুবাদ কে করেন?

(ক) প্রবোধচন্দ্র বাগচী

(খ) জসিম উদ্দিনের কন্যা হাসনা জসিম উদ্দিন মওদুদ √

(গ) সুকুমার সেন

(ঘ) বিজয়চন্দ্র মজুমদার

  ¤ আরও দেখুন :-  



  • আলোচক : সৌম্য মাইতি
  • যোগাযোগ : ৬২৯০৩৭৭১৩৪
  • S.L.S.T  বাংলা অনলাইন ক্লাসে যুক্ত হতে চাইলে ফোন করে যোগাযোগ করুন আমার ৬২৯০৩৭৭১৩৪ নম্বরে, অথবা আমার WhatssApp-তে ম্যাসেজ করুন ৮৭৬৮৮৩০২৩০ নম্বরে। ধন্যবাদ।

This is a premium content, you can continue reading this content in our Android App. Click the button below to continue. alert-info

Post a Comment

Previous Post Next Post