NEW :
Loading contents...

   বাংলা সাহিত্যের প্রথম পুরস্কার প্রাপকগণ   

১) "সাহিত্য অকাদেমি পুরস্কার" (বাংলা সাহিত্যের জন্য : ১৯৫৫) - জীবনানন্দ দাশ :- "জীবনানন্দ দাশের শ্রেষ্ঠ কবিতা" (মে ১৯৫৪) কবিতা-সংকলন গ্রন্থের জন্য (মরণোত্তর পেয়েছেন)।

২) "বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার" (বাংলা সাহিত্যের জন্য : ১৯৬০) - আবুল মনসুর আহমেদ। [এই পুরস্কারটি বাংলাদেশ থেকে দেওয়া হয়।]

৩) "রবীন্দ্র পুরস্কার" (১৯৫০) - সতীনাথ ভাদুড়ী :- "জাগরী" (অক্টোবর ১৯৪৫) উপন্যাসের জন্য। এটি সতীনাথ ভাদুড়ীর গ্রন্থাকারে প্রকাশিত প্রথম উপন্যাস। এই উপন্যাসটি '১৯৪২ খ্রিস্টাব্দের ভারত ছাড়ো বা গণ আন্দোলন'-এর প্রেক্ষাপট বা পটভূমিকায় রচিত। উপন্যাসটি চারটি পরিচ্ছেদ বা অধ্যায়ে বিভক্ত। যথা :- (ক) 'ফাঁসী সেল', (খ) 'আপার ডিভিশন ওয়ার্ড : বাবা', (গ) 'আওরৎ কিতা : মা'  এবং (ঘ) 'জেলগেট নীলু'। এই উপন্যাসের পাণ্ডুলিপি তৎকালীন ভাগলপুর সেন্ট্রাল জেলের নির্জন সেলে বসেই প্রথম পড়েছিলেন হিন্দি কথাসাহিত্যিক ফণীশ্বরনাথ রেণু। তাঁর মতে, --- 'মায়ের অধ্যায়টি শ্রেষ্ঠ।'

৪) "জ্ঞানপীঠ পুরস্কার" (বাংলা সাহিত্যের জন্য : ১৯৬৬) - তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় :- "গণদেবতা" (অক্টোবর ১৯৪২/ আশ্বিন ১৩৪৯) উপন্যাসের জন্য। এটি তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের শ্রেষ্ঠ উপন্যাস। এই উপন্যাসটির পূর্ব নাম ছিল 'চণ্ডীমণ্ডপ'। মহাকাব্যিক পটভূমিতে রচিত এই উপন্যাসের বিষয়বস্তু বিভাগোত্তর ভারতবর্ষের সমাজব্যবস্থা এবং স্বাধীনতা আন্দোলন ও শিল্পায়নের পরিপ্রেক্ষিতে গ্রামীণ সমাজের বিবর্তন।

৫) "বিদ্যাসাগর স্মৃতি পুরস্কার" (১৯৮০) - অন্নদাশঙ্কর রায় :- শিশুসাহিত্যে অবদানের জন্য।

৬) "দীনবন্ধু পুরস্কার" (১৯৮৩) - মন্মথ রায় :- "মুক্তির ডাক" (১৯২৩) নাটকের জন্য। এটি বাংলা সাহিত্যের প্রথম একাঙ্ক নাটক।

৭) "বঙ্কিম স্মৃতি পুরস্কার" (১৯৭৫) - প্রবোধচন্দ্র সেন।

৮) "আনন্দ পুরস্কার" (১৯৫৮) - বিভূতিভূষণ মুখোপাধ্যায় - আজীবন সাহিত্যকর্মে অবদানের জন্য।

৯) "একুশে পদক" (বাংলা সাহিত্যের জন্য : ১৯৭৬) - আবদুল কাদির। [এই পুরস্কারটি বাংলাদেশ থেকে দেওয়া হয়।]

১০) "বাংলা আকাদেমি ফেলোশিপ" - মওলানা মোহাম্মদ আক্রম খাঁ। [এই পুরস্কারটি বাংলাদেশ থেকে দেওয়া হয়।]

১১) "কুন্তলীন পুরস্কার" (১৮৯৬/১৩০৩) - জগদীশচন্দ্র বসু :- "পলাতক তুফান" নামক বিজ্ঞান বিষয়ক প্রবন্ধের জন্য। যদিও তখন এই প্রবন্ধটির নাম ছিল "নিরুদ্দেশের কাহিনী"। এটি জগদীশচন্দ্র বসুর 'অব্যক্ত' (১৯২২/জৈষ্ঠ্য ১৩২৯) প্রবন্ধগ্রন্থের অন্তর্গত ৭ সংখ্যক রচনা (সায়েন্স ফিকশন বা কল্পবিজ্ঞান কাহিনি)।

১২) "গোপালচন্দ্র ভট্টাচার্য স্মৃতি পুরস্কার" (২০১০) - দেবদাস মুখোপাধ্যায় এবং কুশল মুখোপাধ্যায় (যুগ্মভাবে পেয়েছেন)।

১৩) "শরৎ স্মৃতি পুরস্কার" (১৯৪৭) - তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়।

১৪) "স্বাধীনতা পুরস্কার" (১৯৭৭) - কাজী নজরুল ইসলাম। [এই পুরস্কারটি বাংলাদেশ থেকে দেওয়া হয়।]

১৫) "পদ্মবিভূষণ পুরস্কার" (বাংলা সাহিত্যের জন্য : ১৯৫৪) - সত্যেন্দ্রনাথ দত্ত।

১৬) "মানিক স্মৃতি পুরস্কার" - পূর্ণেন্দুশেখর পত্রী :- "দাঁড়ের ময়না" (১৯৫৮) উপন্যাসের জন্য।

১৭) "মূর্তিদেবী পুরস্কার" - জয় গোস্বামী :- "দু খন্ড ফোয়ারা মাত্র" কাব্যগ্রন্থের জন্য। 

১৮) "সরস্বতী সম্মান" - শঙ্খ ঘোষ :- "গান্ধর্ব কবিতাগুচ্ছ" (১৯৯৪) কাব্যগ্রন্থের জন্য।

১৯) "কবীর সম্মান" - সুভাষ মুখোপাধ্যায়।

২০) "রামোন ম্যাগসেসে পুরস্কার" বা "রামোন ম্যাগসাইসাই পুরস্কার" (১৯৯৭) - মহাশ্বেতা দেবী :- ভারতের জাতীয় জীবনে উপজাতিদের ন্যায়সম্মত ও সম্মানজনক স্থান অর্জনের দাবিতে শিল্পকলা ও আন্দোলনের মাধ্যমে সহানুভূতিপূর্ণ সংগ্রাম চালানোর জন্য।

২১) "নজরুল স্মৃতি পুরস্কার" (১৯৯৯) - অন্নদাশঙ্কর রায়। 

২২) "অন্নদাশঙ্কর স্মৃতি পুরস্কার" (২০০৪) - অম্লান দত্ত।

২৩) "অনীতা-সুনীল বসু স্মৃতি পুরস্কার" (১৯৯৭) - জয় গোস্বামী। 

২৪) "সোমেন চন্দ স্মৃতি পুরস্কার" (১৯৯৭) - সৈকত রক্ষিত।

২৫) "সুধা বসু স্মৃতি পুরস্কার" (১৯৯৮) - সুকুমারী ভট্টাচার্য। 

২৬) "লীলা রায় স্মৃতি পুরস্কার" (২০০০) - কমলেশ সেন। 

২৭) "লিটল ম্যাগাজিন পুরস্কার" (১৯৯৯) - মানিক বন্দ্যোপাধ্যায় :- "দিবারাত্রির কাব্য" (২২ জুলাই ১৯৩৫/শ্রাবণ ১৩৪২) উপন্যাসের জন্য। এটি মানিক বন্দ্যোপাধ্যায় রচিত প্রথম উপন্যাস এবং গ্রন্থাকারে প্রকাশিত তাঁর দ্বিতীয় উপন্যাস। এই উপন্যাসটি তিনভাগে বিভক্ত। যথা - (ক) 'দিনের কবিতা', (খ) 'রাতের কবিতা' ও (গ) 'দিবারাত্রির কাব্য'।

২৮) "অভিজ্ঞান স্মারক স্মৃতি পুরস্কার" (২০০০) - মতি নন্দী। 

২৯) "অভিজ্ঞান স্মারক ছড়া পুরস্কার" (২০০৪) - অমিতাভ চৌধুরী। 

৩০) "সুতপা রায়চৌধুরী স্মৃতি পুরস্কার" (২০০০) - অভিজিৎ তরফদার। 

৩১) "মানস রায়চৌধুরী স্মৃতি পুরস্কার" (২০০১) - তারাপদ সাঁতরা। 

৩২) "মনোজমোহন বসু স্মৃতি পুরস্কার" (২০০২) - অশোক ভট্টাচার্য।

৩৩) "আলপনা আচার্য স্মারক পুরস্কার" (২০০৭) - উৎপলকুমার বসু। 

৩৪) "তাপসী বসু স্মারক পুরস্কার" (২০০৭) - নির্মল দাস। 

৩৫) "বিভা চট্টোপাধ্যায় স্মারক পুরস্কার" (২০০৭) - প্রণবকুমার মুখোপাধ্যায়। 

৩৬) "সুপ্রভা মজুমদার স্মৃতি পুরস্কার" (২০০৭) - শ্যামাপ্রসাদ বসু। 

৩৭) "রণজিৎ গুহ স্মৃতি পুরস্কার" (২০০৮) - বীরেশ্বর বন্দ্যোপাধ্যায়।

  ¤ তথ্যঋণ :-  

১) 'আধুনিক বাংলা সাহিত্যের ইতিহাস' (দ্বিতীয় খণ্ড) [এপ্রিল ২০০৪] --- অধ্যাপক শ্রীতপন কুমার চট্টোপাধ্যায়।

  ¤ আরও দেখুন :-  



  • আলোচক : সৌম্য মাইতি
  • যোগাযোগ : ৬২৯০৩৭৭১৩৪
  • S.L.S.T  বাংলা অনলাইন ক্লাসে যুক্ত হতে চাইলে ফোন করে যোগাযোগ করুন আমার ৬২৯০৩৭৭১৩৪ নম্বরে, অথবা আমার WhatssApp-তে ম্যাসেজ করুন ৮৭৬৮৮৩০২৩০ নম্বরে। ধন্যবাদ।

This is a premium content, you can continue reading this content in our Android App. Click the button below to continue. alert-info

Post a Comment

Previous Post Next Post