NEW :
Loading contents...

শ্রীকৃষ্ণকীর্তন কাব্য থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর 

১) শ্রীকৃষ্ণকীর্তন কাব্যে পুথিটির আকার কত?

(ক) ১২ ১/৪ × ৩ ৩/৪ ইঞ্চি

(খ) ১৩ ১/৪ × ৩ ৩/৪ ইঞ্চি √

(গ) ১৩ ৫/৬ ×৩ ১/৪ ইঞ্চি

(ঘ) ১২ ১/৪ × ৩ ২/৪ ইঞ্চি

২) শ্রীকৃষ্ণকীর্তন কাব্যে 'গাইল বড়ু চণ্ডীদাস' ভণিতাটি মোট কতবার ব্যবহৃত হয়েছে?

(ক) ১০৭ বার

(খ) ২৯৮ বার √

(গ) ৪৩ বার

(খ) ৭ বার

৩) শ্রীকৃষ্ণকীর্তন কাব্যের রাধা-কৃষ্ণের মিলন পাঁচবার সংঘটিত হলেও নীচের কোন্ খণ্ডে রাধা-কৃষ্ণের মিলন একবারও সংঘটিত হয়নি?

(ক) দান খণ্ডে

(খ) বান খণ্ডে

(গ) বৃন্দাবন খণ্ডে

(ঘ) ভার খণ্ডে √

৪) পুথির নামকরণ 'শ্রীকৃষ্ণকীর্তন' নিয়ে ১৯২৭ খ্রিস্টাব্দে (১৩৩৪ ব.) 'সাহিত্য পরিষৎ' পত্রিকায় কে প্রথম সংশয় তোলেন?

(ক) ড. বিজনবিহারী ভট্টাচার্য

(খ) ড. রমেশ বসু √

(গ) ড. বিমানবিহারী মজুমদার

(ঘ) ড. দক্ষিণারঞ্জন ঘোষ

৫) ড. সত্যব্রত মুখোপাধ্যায় কাব্যের নাম 'শ্রীকৃষ্ণকীর্তন'-এর পরিবর্তে কী রাখতে চেয়েছিলেন?

(ক) 'শ্রীকৃষ্ণপুরান'

(খ) 'শ্রীকৃষ্ণমঙ্গল'

(গ) 'রাধাকৃষ্ণের ধামালি'

(ঘ) 'কৃষ্ণকীর্তন' √

৬) শ্রীকৃষ্ণকীর্তন কাব্যে মোট কয়টি স্থানে 'ধামালি' শব্দটির ব্যবহার হয়েছে?

(ক) ১০টি

(খ) ১১টি

(গ) ১২টি √

(ঘ) ১৫টি

৭) শ্রীকৃষ্ণকীর্তন কাব্যটিকে 'রাধাসর্বস্ব' কে বলেছেন?

(ক) ড. সত্যব্রত দে

(খ) ড. নলিনীনাথ দাশগুপ্ত

(গ) ড. রমেশ বসু

(ঘ) ড. শঙ্করীপ্রসাদ বসু √

৮) শ্রীকৃষ্ণকীর্তন কাব্যে রাগরাগিনীর সংখ্যা কত?

(ক) ৩১টি

(খ) ৩২টি √

(গ) ২২টি

(ঘ) ২৮টি

৯) শ্রীকৃষ্ণকীর্তন কাব্যের শ্রেষ্ঠ পালা খণ্ড কোনটি?

(ক) 'রাধাবরহ' অংশ √

(খ) যমুনা খণ্ড

(গ) নৌকা খণ্ড

(ঘ) কালিয়দমন খণ্ড

১০) নীচের কোন্ নদীর উল্লেখ শ্রীকৃষ্ণকীর্তন কাব্যে পাওয়া যায় না?

(ক) যমুনা

(খ) পদ্মা √

(গ) কালিন্দী

(ঘ) ক ও খ ঠিক এবং গ ভুল

১১) I. এই কাব্যে কৃষ্ণ মহাদানি সেজে রাধার কাছে কড়ি আদায় করে।

II. এই কাব্যের তাম্বুল খণ্ডে শ্রীরামচন্দ্রের পূজা প্রচলিত ছিল।

(ক) I ও II উভয়েই ঠিক

(খ) I ভুল এবং II ঠিক √

(গ) I ঠিক এবং II ভুল

(ঘ) I এবং II উভয়েই ভুল

১২) I. এই কাব্যে 'ভাগবতের রাস' বলা হয় বৃন্দাবন খণ্ডকে।

II. এই কাব্যের দ্বিতীয় সর্বাধিক পদ পাওয়া যায় 'রাধাবিরহ' অংশে।

(ক) I এবং II উভয়েই ঠিক √

(খ) I ঠিক এবং II ভুল

(গ) I ভুল এবং II ঠিক

(ঘ) I এবং II উভয়েই ভুল

১৩) শ্রীকৃষ্ণকীর্তন কাব্যের কোন্ খণ্ডে সর্বাধিক পদ পাওয়া যায়?

(ক) ছত্র খণ্ডে

(খ) ভার খণ্ডে

(গ) হার খণ্ডে

(ঘ) দান খণ্ডে √

১৪) শ্রীকৃষ্ণকীর্তন কাব্যের দান খণ্ডে রাধার বয়স কত?

(ক) ১০ বছর

(খ) ১২ বছর

(গ) ১১ বছর √

(ঘ) ১৬ বছর

১৫) ব্রহ্মবৈবর্ত পুরাণে রাধার মাতার নাম কী?

(ক) কীর্তিদা

(খ) চন্দ্রাবলী

(গ) কলাবতী √

(ঘ) পদুমা বা পদ্মা

১৬) শ্রীকৃষ্ণকীর্তন কাব্যে কৃষ্ণের গোপিনী সংখ্যা কত?

(ক) ১৭০০ জন

(খ) ১৬০০ জন √

(গ) ১১০০ জন

(ঘ) ১৫০০ জন

১৭) শ্রীকৃষ্ণকীর্তন কাব্যের কোন্ খণ্ডে প্রথম যমুনা নদীর উল্লেখ পাওয়া যায়?

(ক) নৌকা খণ্ডে

(খ) দান খণ্ডে

(গ) যমুনা খণ্ডে

(ঘ) তাম্বুল খণ্ডে √

১৮) শ্রীকৃষ্ণকীর্তন কাব্যের কোন্ খণ্ডের নিজস্ব কোনো পদ নেই?

(ক) দান খণ্ডের

(খ) যমুনা খণ্ডের √

(গ) কালিয়দমন খণ্ডের

(ঘ) তাম্বুল খণ্ডের

১৯) 'ললাট লিখিত খন্ডন না জাএ' --- এটি শ্রীকৃষ্ণকীর্তন কাব্যের কোন্ খণ্ডের অংশ?

(ক) জন্ম খণ্ডের

(খ) তাম্বুল খণ্ডের

(গ) দান খণ্ডের √

(ঘ) হার খণ্ডের

২০) শ্রীকৃষ্ণকীর্তন কাব্যের কোন্ খণ্ডে রাধা সর্বসমক্ষে কৃষ্ণকে 'পরানপতি' বলে উল্লেখ করেছেন?

(ক) কালিয়দমন খণ্ডে 

(খ) বৃন্দাবন খণ্ডে

(গ) দান খণ্ডে

(ঘ) বংশী খণ্ডে

২১) শ্রীকৃষ্ণকীর্তন কাব্যে বলরাম কৃষ্ণের পূর্বজন্মের কথা বলেছেন কোন্ খণ্ডে?

(ক) তাম্বুল খণ্ডে

(খ) দান খণ্ডে

(গ) কালিয়দমন খণ্ডে √

(খ) হার খণ্ডে

২২) শ্রীকৃষ্ণকীর্তন কাব্যে সবচেয়ে বেশি ব্যবহৃত রাগের নাম কী?

(ক) পাহাড়ীআ √

(খ) রামগিরি

(গ) গুজ্জরী

(ঘ) পটমঞ্জরি

২৩) শ্রীকৃষ্ণকীর্তন কাব্যে লোকগীতির কোন্ ধারা বর্তমান?

(ক) ভাটিয়ালি

(খ) ঝুমুর √

(গ) চটকা

(ঘ) বাউল

২৪) শ্রীকৃষ্ণকীর্তন কাব্যের শুধুমাত্র একটি পদে ব্যবহৃত হয়েছে এমন রাগরাগিনীর সংখ্যা কত?

(ক) ১৩টি

(খ) ৫টি

(গ) ৮টি 

(ঘ) ১১টি

২৫) শ্রীকৃষ্ণকীর্তন কাব্যটি শেষ হয়েছে কোন্ ঋতুতে?

(ক) শরৎ ঋতুতে 

(খ) বর্ষা ঋতুতে

(গ) গ্রীষ্ম ঋতুতে

(ঘ) বসন্ত ঋতুতে

  ¤ আরও দেখুন :-  



  • আলোচক : সৌম্য মাইতি
  • যোগাযোগ : ৬২৯০৩৭৭১৩৪
  • S.L.S.T  বাংলা অনলাইন ক্লাসে যুক্ত হতে চাইলে ফোন করে যোগাযোগ করুন আমার ৬২৯০৩৭৭১৩৪ নম্বরে, অথবা আমার WhatssApp-তে ম্যাসেজ করুন ৮৭৬৮৮৩০২৩০ নম্বরে। ধন্যবাদ।

This is a premium content, you can continue reading this content in our Android App. Click the button below to continue. alert-info


1 Comments

Post a Comment

Previous Post Next Post