শ্রীকৃষ্ণকীর্তন কাব্য থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর
১) শ্রীকৃষ্ণকীর্তন কাব্যে পুথিটির আকার কত?
(ক) ১২ ১/৪ × ৩ ৩/৪ ইঞ্চি
(খ) ১৩ ১/৪ × ৩ ৩/৪ ইঞ্চি √
(গ) ১৩ ৫/৬ ×৩ ১/৪ ইঞ্চি
(ঘ) ১২ ১/৪ × ৩ ২/৪ ইঞ্চি
২) শ্রীকৃষ্ণকীর্তন কাব্যে 'গাইল বড়ু চণ্ডীদাস' ভণিতাটি মোট কতবার ব্যবহৃত হয়েছে?
(ক) ১০৭ বার
(খ) ২৯৮ বার √
(গ) ৪৩ বার
(খ) ৭ বার
৩) শ্রীকৃষ্ণকীর্তন কাব্যের রাধা-কৃষ্ণের মিলন পাঁচবার সংঘটিত হলেও নীচের কোন্ খণ্ডে রাধা-কৃষ্ণের মিলন একবারও সংঘটিত হয়নি?
(ক) দান খণ্ডে
(খ) বান খণ্ডে
(গ) বৃন্দাবন খণ্ডে
(ঘ) ভার খণ্ডে √
৪) পুথির নামকরণ 'শ্রীকৃষ্ণকীর্তন' নিয়ে ১৯২৭ খ্রিস্টাব্দে (১৩৩৪ ব.) 'সাহিত্য পরিষৎ' পত্রিকায় কে প্রথম সংশয় তোলেন?
(ক) ড. বিজনবিহারী ভট্টাচার্য
(খ) ড. রমেশ বসু √
(গ) ড. বিমানবিহারী মজুমদার
(ঘ) ড. দক্ষিণারঞ্জন ঘোষ
৫) ড. সত্যব্রত মুখোপাধ্যায় কাব্যের নাম 'শ্রীকৃষ্ণকীর্তন'-এর পরিবর্তে কী রাখতে চেয়েছিলেন?
(ক) 'শ্রীকৃষ্ণপুরান'
(খ) 'শ্রীকৃষ্ণমঙ্গল'
(গ) 'রাধাকৃষ্ণের ধামালি'
(ঘ) 'কৃষ্ণকীর্তন' √
৬) শ্রীকৃষ্ণকীর্তন কাব্যে মোট কয়টি স্থানে 'ধামালি' শব্দটির ব্যবহার হয়েছে?
(ক) ১০টি
(খ) ১১টি
(গ) ১২টি √
(ঘ) ১৫টি
৭) শ্রীকৃষ্ণকীর্তন কাব্যটিকে 'রাধাসর্বস্ব' কে বলেছেন?
(ক) ড. সত্যব্রত দে
(খ) ড. নলিনীনাথ দাশগুপ্ত
(গ) ড. রমেশ বসু
(ঘ) ড. শঙ্করীপ্রসাদ বসু √
৮) শ্রীকৃষ্ণকীর্তন কাব্যে রাগরাগিনীর সংখ্যা কত?
(ক) ৩১টি
(খ) ৩২টি √
(গ) ২২টি
(ঘ) ২৮টি
৯) শ্রীকৃষ্ণকীর্তন কাব্যের শ্রেষ্ঠ পালা খণ্ড কোনটি?
(ক) 'রাধাবরহ' অংশ √
(খ) যমুনা খণ্ড
(গ) নৌকা খণ্ড
(ঘ) কালিয়দমন খণ্ড
১০) নীচের কোন্ নদীর উল্লেখ শ্রীকৃষ্ণকীর্তন কাব্যে পাওয়া যায় না?
(ক) যমুনা
(খ) পদ্মা √
(গ) কালিন্দী
(ঘ) ক ও খ ঠিক এবং গ ভুল
১১) I. এই কাব্যে কৃষ্ণ মহাদানি সেজে রাধার কাছে কড়ি আদায় করে।
II. এই কাব্যের তাম্বুল খণ্ডে শ্রীরামচন্দ্রের পূজা প্রচলিত ছিল।
(ক) I ও II উভয়েই ঠিক
(খ) I ভুল এবং II ঠিক √
(গ) I ঠিক এবং II ভুল
(ঘ) I এবং II উভয়েই ভুল
১২) I. এই কাব্যে 'ভাগবতের রাস' বলা হয় বৃন্দাবন খণ্ডকে।
II. এই কাব্যের দ্বিতীয় সর্বাধিক পদ পাওয়া যায় 'রাধাবিরহ' অংশে।
(ক) I এবং II উভয়েই ঠিক √
(খ) I ঠিক এবং II ভুল
(গ) I ভুল এবং II ঠিক
(ঘ) I এবং II উভয়েই ভুল
১৩) শ্রীকৃষ্ণকীর্তন কাব্যের কোন্ খণ্ডে সর্বাধিক পদ পাওয়া যায়?
(ক) ছত্র খণ্ডে
(খ) ভার খণ্ডে
(গ) হার খণ্ডে
(ঘ) দান খণ্ডে √
১৪) শ্রীকৃষ্ণকীর্তন কাব্যের দান খণ্ডে রাধার বয়স কত?
(ক) ১০ বছর
(খ) ১২ বছর
(গ) ১১ বছর √
(ঘ) ১৬ বছর
১৫) ব্রহ্মবৈবর্ত পুরাণে রাধার মাতার নাম কী?
(ক) কীর্তিদা
(খ) চন্দ্রাবলী
(গ) কলাবতী √
(ঘ) পদুমা বা পদ্মা
১৬) শ্রীকৃষ্ণকীর্তন কাব্যে কৃষ্ণের গোপিনী সংখ্যা কত?
(ক) ১৭০০ জন
(খ) ১৬০০ জন √
(গ) ১১০০ জন
(ঘ) ১৫০০ জন
১৭) শ্রীকৃষ্ণকীর্তন কাব্যের কোন্ খণ্ডে প্রথম যমুনা নদীর উল্লেখ পাওয়া যায়?
(ক) নৌকা খণ্ডে
(খ) দান খণ্ডে
(গ) যমুনা খণ্ডে
(ঘ) তাম্বুল খণ্ডে √
১৮) শ্রীকৃষ্ণকীর্তন কাব্যের কোন্ খণ্ডের নিজস্ব কোনো পদ নেই?
(ক) দান খণ্ডের
(খ) যমুনা খণ্ডের √
(গ) কালিয়দমন খণ্ডের
(ঘ) তাম্বুল খণ্ডের
১৯) 'ললাট লিখিত খন্ডন না জাএ' --- এটি শ্রীকৃষ্ণকীর্তন কাব্যের কোন্ খণ্ডের অংশ?
(ক) জন্ম খণ্ডের
(খ) তাম্বুল খণ্ডের
(গ) দান খণ্ডের √
(ঘ) হার খণ্ডের
২০) শ্রীকৃষ্ণকীর্তন কাব্যের কোন্ খণ্ডে রাধা সর্বসমক্ষে কৃষ্ণকে 'পরানপতি' বলে উল্লেখ করেছেন?
(ক) কালিয়দমন খণ্ডে √
(খ) বৃন্দাবন খণ্ডে
(গ) দান খণ্ডে
(ঘ) বংশী খণ্ডে
২১) শ্রীকৃষ্ণকীর্তন কাব্যে বলরাম কৃষ্ণের পূর্বজন্মের কথা বলেছেন কোন্ খণ্ডে?
(ক) তাম্বুল খণ্ডে
(খ) দান খণ্ডে
(গ) কালিয়দমন খণ্ডে √
(খ) হার খণ্ডে
২২) শ্রীকৃষ্ণকীর্তন কাব্যে সবচেয়ে বেশি ব্যবহৃত রাগের নাম কী?
(ক) পাহাড়ীআ √
(খ) রামগিরি
(গ) গুজ্জরী
(ঘ) পটমঞ্জরি
২৩) শ্রীকৃষ্ণকীর্তন কাব্যে লোকগীতির কোন্ ধারা বর্তমান?
(ক) ভাটিয়ালি
(খ) ঝুমুর √
(গ) চটকা
(ঘ) বাউল
২৪) শ্রীকৃষ্ণকীর্তন কাব্যের শুধুমাত্র একটি পদে ব্যবহৃত হয়েছে এমন রাগরাগিনীর সংখ্যা কত?
(ক) ১৩টি
(খ) ৫টি
(গ) ৮টি √
(ঘ) ১১টি
২৫) শ্রীকৃষ্ণকীর্তন কাব্যটি শেষ হয়েছে কোন্ ঋতুতে?
(ক) শরৎ ঋতুতে √
(খ) বর্ষা ঋতুতে
(গ) গ্রীষ্ম ঋতুতে
(ঘ) বসন্ত ঋতুতে
- আলোচক : সৌম্য মাইতি
- যোগাযোগ : ৬২৯০৩৭৭১৩৪
- S.L.S.T বাংলা অনলাইন ক্লাসে যুক্ত হতে চাইলে ফোন করে যোগাযোগ করুন আমার ৬২৯০৩৭৭১৩৪ নম্বরে, অথবা আমার WhatssApp-তে ম্যাসেজ করুন ৮৭৬৮৮৩০২৩০ নম্বরে। ধন্যবাদ।
Super
ReplyDeletePost a Comment