NEW :
Loading contents...

   বাংলা সাহিত্যের ইতিহাস : ৬০টি প্রশ্নোত্তর   

(১) কৃষ্ণদাস কবিরাজ তাঁর "শ্রীশ্রীচৈতন্যচরিতামৃত" গ্রন্থে কাকে "চৈতন্যলীলারত্নসার" বলে অভিহিত করেছেন?

★উত্তর - চৈতন্য জীবনীকার স্বরূপ দামোদরকে।

(২) ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের "সীতার বনবাস" (১৮৬০) নামক অনুবাদ গ্রন্থটি কার, কোন্ গ্রন্থ অবলম্বনে রচিত? অনুবাদ গ্রন্থটির নাট্যরূপ কে দেন?

★উত্তর - ভবভূতির "উত্তর রামচরিত" ও মহর্ষি বাল্মীকি মুনির "রামায়ণ"-এর "উত্তরাকান্ড" অবলম্বনে রচিত। এই অনুবাদ গ্রন্থটির নাট্যরূপ দেন :- উমেশচন্দ্র মিত্র।

(৩) কে, কার ছোটোগল্পকে "বয়স্কদের রূপকথার রাজ্য" বলে অভিহিত করেছেন?

★উত্তর - শ্রীকুমার বন্দ্যোপাধ্যায় প্রভাতকুমার মুখোপাধ্যায়ের ছোটোগল্পকে।

(৪) কামকে স্বীকার করেই প্রেমের স্বীকৃতি দেওয়া এটি কোন্ কোন্ কবির কাব্যের বিষয়?

★উত্তর - গোবিন্দচন্দ্র দাস, মোহিতলাল মজুমদার, বুদ্ধদেব বসু প্রমুখ কবির কাব্যের বিষয়।

(৫) বাংলা সাহিত্যে "পঞ্চপান্ডব" কাদের বলা হয়? এবং কেন?

★উত্তর - জীবনানন্দ দাশ, অমিয় চক্রবর্তী, সুধীন্দ্রনাথ দত্ত, বুদ্ধদেব বসু ও বিষ্ণু দে --- এই পাঁচজন রবীন্দ্র প্রভাবমুক্ত কবিকে বাংলা সাহিত্যে "পঞ্চপান্ডব" বলা হয়। তাঁদের বাংলা সাহিত্যে "পঞ্চপান্ডব" বলার কারণ :- বিংশ শতাব্দীর ত্রিশের দশকের বিশিষ্ট পাঁচজন কবি রবীন্দ্র প্রভাবের বাইরে গিয়ে বাংলা ভাষায় তাঁদের আধুনিক কবিতা সৃষ্টি করেছিলেন।

(৬) অচিন্ত্যকুমার সেনগুপ্তের "বেদে" (১৯২৮) উপন্যাসের উপসংহার স্বরূপ উপন্যাস কোনটি?

★উত্তর - "আকস্মিক" (১৯৩০)।

(৭) যৌনভাবাশ্রিত ক্রিমিনাল মনোবৃত্তির প্রকাশ প্রথম পাওয়া যায় কার, কোন্ উপন্যাসে?

★উত্তর - নরেশচন্দ্র মিত্রের "পাপের ছাপ" উপন্যাসে।

(৮) বলাইচাঁদ মুখোপাধ্যায়, ওরফে বনফুল তাঁর কোন্ উপন্যাসকে "চম্পূ কাব্য" বলে উল্লেখ করেছেন? এবং কেন?

★উত্তর - বলাইচাঁদ মুখোপাধ্যায় তাঁর প্রথম প্রকাশিত উপন্যাস "তৃণখণ্ড" (১৯৩৫)-কে "চম্পূ কাব্য" বলে উল্লেখ করেছেন। এর কারণ :- সংস্কৃতে গদ্য ও পদ্যের মিশ্রণের আঙ্গিকে রচনাকে "চম্পূ কাব্য" বলা হয়। যেহেতু এই উপন্যাসটি গদ্য ও পদ্যের মিশ্রণের আঙ্গিকে রচিত। তাই "তৃণখণ্ড" (১৯৩৫) উপন্যাসটিকে বনফুল "চম্পূ কাব্য" বলে উল্লেখ করেছেন।

(৯) সুকান্ত ভট্টাচার্যের লেখা "আঠারো বছর বয়স" কবিতাটি কোন্ ছন্দে রচিত? এই কবিতায় "আঠারো" শব্দটি কতবার ব্যবহৃত হয়েছে?

★উত্তর - মাত্রাবৃত্ত ছন্দে রচিত। এই কবিতায় "আঠারো" শব্দটি নয়বার ব্যবহৃত হয়েছে।

(১০) কে, কার কোন্ উপন্যাসকে "জন্তুসালা" বলে অভিহিত করেছেন?

★উত্তর - মোহিতলাল মজুমদার বলাইচাঁদ মুখোপাধ্যায়ের "জঙ্গম" (প্রথম খণ্ড : ১৯৪৩/১৩৫০, দ্বিতীয় খণ্ড : ১৯৪৫ ও তৃতীয় খণ্ড : ১৯৪৫) নামক সামাজিক উপন্যাসকে "জন্তুসালা" বলে অভিহিত করেছেন।

(১১) চর্যার একজন খ্যাতনামা কবি লুই পাদ। তিব্বতী ভাষায় "লুই" শব্দের অর্থ কী?

★উত্তর - যে ব্যক্তি মাছের অন্ত্র ভক্ষণ করেন।

(১২) মাত্র আঠার বছর বয়সে কোন্ সাহিত্যিক তাঁর প্রথম উপন্যাস "রাজকুমার" (১৯২৯) রচনা করেন?

★উত্তর - বিখ্যাত গোয়েন্দা চরিত্র 'কিরীটি রায়'-এর স্রষ্টা ড. নীহাররঞ্জন গুপ্ত।

(১৩) "কালোভ্রমর" উপন্যাসটি কোন্ সাহিত্যিকের লেখা প্রথম গোয়েন্দা উপন্যাস?

★উত্তর - ড. নীহাররঞ্জন গুপ্তের লেখা প্রথম গোয়েন্দা উপন্যাস।

(১৪) কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের মৌখিকভাবে রচিত শেষ কবিতার নাম কী?

★উত্তর - "তোমার সৃষ্টির পথ রেখেছ আকীর্ণ করি / বিচিত্র ছলনাজালে" (মৃত্যুর আট দিন আগে মৌখিকভাবে রচিত, এর রচনাকাল : ৩০ জুলাই ১৯৪১)।

(১৫) হাংরি আন্দোলনকে নিয়ে লেখা "জানোয়ার" নামক বিতর্কিত কাব্যগ্রন্থটির রচয়িতা কে?

★উত্তর - বিতর্কিত কবি সমীর রায়চৌধুরী।

(১৬) চর্যার ৩১নং পদটির রচয়িতা কে?

★উত্তর - আজদেব।

(১৭) রামেন্দ্রসুন্দর ত্রিবেদী রচিত "মহাশক্তি" প্রবন্ধটি কোন্ পত্রিকায় প্রকাশিত হয়?

★উত্তর - "নবজীবন" পত্রিকায় প্রকাশিত হয়।

(১৮) "গোরা" ছদ্মনামে কোন্ সাহিত্যিক তাঁর সাহিত্য রচনা করতেন?

★উত্তর - গোপালচন্দ্র রায়। 

(১৯) "ইকবাল" ছদ্মনামে কোন্ কবি তাঁর কবিতা রচনা করতেন?

★উত্তর - তরুণ সান্যাল।

(২০) খ্যাতনামা চলচ্চিত্র অভিনেতা উত্তম কুমার কবে, কোন্ চলচ্চিত্রের জন্য সেরা অভিনেতা হিসাবে ১৫তম "জাতীয় চলচ্চিত্র পুরষ্কার" লাভ করেন?

★উত্তর - ১৯৬৮ খ্রিস্টাব্দে "অ্যান্টনি ফিরিঙ্গি" (৬ অক্টোবর ১৯৬৭) নামক বাংলা চলচ্চিত্রের জন্য।

(২১) মধ্যযুগে বাংলা সাহিত্যের পৃষ্ঠপোষকতায় অগ্রণী ভূমিকা পালন করেন কোন্ বংশের সুলতানগণ?

★উত্তর - পাঠান বংশের সুলতানগণ।

(২২) প্যারীচাঁদ মিত্রের লেখা "আলালের ঘরের দুলাল" (১৮৫৮) নামক বাংলা সাহিত্যের প্রথম উপন্যাসটির নাট্যরূপ কে দেন?

★উত্তর - লেখক পুত্র হীরালাল মিত্র।

(২৩) "চন্দ্রলোকে" প্রবন্ধটি কার লেখা? এই প্রবন্ধটিকে সাহিত্যসম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় তাঁর কোন্ গ্রন্থে ঠাঁই দিয়েছেন?

★উত্তর - অক্ষয়চন্দ্র সরকারের লেখা। এই প্রবন্ধটিকে সাহিত্যসম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় তাঁর "কমলাকান্তের দপ্তর" (১৮৭৫) প্রবন্ধগ্রন্থে ঠাঁই দিয়েছেন।

(২৪) "স্ত্রীলোকের রূপ" প্রবন্ধটি কার লেখা? এই প্রবন্ধটিকে সাহিত্যসম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় তাঁর কোন্ গ্রন্থে ঠাঁই দিয়েছেন?

★উত্তর - রাজকৃষ্ণ রায়ের লেখা। এই প্রবন্ধটিকে সাহিত্যসম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় তাঁর "কমলাকান্তের দপ্তর" (১৮৭৫) প্রবন্ধগ্রন্থে ঠাঁই দিয়েছেন।

(২৫) সরলা রায়ের অনুরোধে সখী সমিতির অর্থসংগ্রহের উদ্দেশ্যে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর কোন্ নাটকটি লিখে মঞ্চস্থ করেছিলেন?

★উত্তর - "মায়ার খেলা" (১৮৮৮/১২৯৫) নামক গীতিনাট্যটি।

(২৬) "গফুর আমিনা সংবাদ" --- এই নাটকটির রচয়িতা কে?

★উত্তর - দেশবন্ধু চিত্তরঞ্জন দাশ।

(২৭) "শ্রীজানোয়ারচন্দ্র শর্মা" ছদ্মনামে কে, কোন্ গ্রন্থটি রচনা করেন?

★উত্তর - প্রভাতকুমার মুখোপাধ্যায় তাঁর "সূক্ষ্মলোম পরিণয়" নাটকটি রচনা করেন।

(২৮) কাজী নজরুল ইসলামের প্রথম প্রকাশিত প্রবন্ধ কোনটি? সেটি তাঁর কোন্ প্রবন্ধগ্রন্থের অন্তর্গত? 

★উত্তর - "তুর্ক মহিলার ঘোমটা খোলা" (কার্তিক ১৩২৬ বঙ্গাব্দ)। এই প্রবন্ধটি তাঁর "যুগবানী" (১৯২৬) প্রবন্ধগ্রন্থের অন্তর্গত।

(২৯) "বার্ধক্য তাহাই, যাহা পুরাতনকে, মিথ্যাকে, মৃত্যুকে আকড়াইয়া পড়িয়া থাকে।" --- এটি কার উক্তি?

★উত্তর - কাজী নজরুল ইসলামের।

(৩০) সার্কাসের সঙ্গে জড়িত মানুষদের জীবনকাহিনি নিয়ে তৈরি সুখ্যাত চলচ্চিত্র পরিচালক বারীন সাহা নির্মিত চলচ্চিত্রটির নাম কী?

★উত্তর - "তেরো নদীর পারে"।

(৩১) বৈষ্ণব পদাবলি সাহিত্যের "চতুষ্টয়" কারা ছিলেন?

★উত্তর - কবি বিদ্যাপতি, চণ্ডীদাস, জ্ঞানদাস ও গোবিন্দদাস।

(৩২) ইংরেজি সাহিত্যের কোন্ কবি পদ্যে প্রবন্ধ লিখেছেন বা রচনা করেছেন?

★উত্তর - অষ্টাদশ শতকের ইংরেজ কবি আলেকজান্ডার পোপ (Alexander Pope : ১৬৮৮-১৭৪৪)।

(৩৩) বাংলা নবজাগরণের অগ্রদূত রাজা রামমোহন রায় মুদ্রিত ফারসি সংবাদপত্রের নাম কী?

★উত্তর - "মিরাৎ-উল-আখবার" (প্রকাশকাল : ১৮২২)।

(৩৪) "না" (উপন্যাস : ১৯৫১) = অন্নদাশঙ্কর রায়।

        "না" (উপন্যাস : ১৯৫৩/১৩৬০) = তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়। 

        "না" (গল্পগ্রন্থ : ১৯৫২) = ??

★উত্তর - দীপেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় (১৯৩৩-১৯৭৯)।

(৩৫) সমরেশ বসুর প্রথম সার্থক উপন্যাস কোনটি?

★উত্তর - ''বি.টি. রোডের ধারে'' (১৯৫২/১৩৫৯)।

(৩৬) বাংলা সাহিত্যের প্রথম রাজদ্রোহী সম্পাদক কে ছিলেন?

★উত্তর - কৃষ্ণচন্দ্র বন্দ্যোপাধ্যায়।

(৩৭) বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা প্রথম গানের বই বা গানের সংকলন গ্রন্থটির নাম কী?

★উত্তর - "রবিচ্ছায়া" (১৮৯২/১২৯৯)।

(৩৮) বাংলা সাহিত্যের প্রথম মুসলিম মহিলা কবি কে ছিলেন? তাঁর প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থের নাম কী?

★উত্তর - মাহমুদা খাতুন সিদ্দিকা (১৯০৬-১৯৭৭)। তাঁর প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থের নাম :- "পসারিনী" (১৯৩২)।

(৩৯) রবীন্দ্রনাথ ঠাকুর কবে, কার কাছ থেকে "পরমগুরু" উপাধি গ্রহণ করেন?

★উত্তর - ১৯৪০ খ্রিস্টাব্দে পুরীর রাজার কাছ থেকে "পরমগুরু" উপাধি গ্রহণ করেন।

(৪০) "সাহিত্যের যথার্থ ইতিহাস - চেতনার বিবর্তন" --- উক্তিটি কার?

★উত্তর - ড. অসিতকুমার বন্দ্যোপাধ্যায়ের।

(৪১) বাংলা নবজাগরণের অগ্রদূত রাজা রামমোহন রায়কে কোন্ পাশ্চাত্য কবির সঙ্গে তুলনা করা হয়?

★উত্তর - ইংরেজি সাহিত্যের একজন বিখ্যাত কবি জন উইক্লিফ বা জন ওয়াইক্লিফ (John Wycliffe : ১৩২০-১৩৮৪)-এর সঙ্গে তুলনা করা হয়।

(৪২) সাহিত্যসম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় তাঁর কোন্ উপন্যাসে প্রথম গান বা সংগীত ব্যবহার করেন?

★উত্তর - "মৃণালিনী" (১৮৬৯) উপন্যাসে।

(৪৩) শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের "বৈকুণ্ঠের উইল" (৫ জুন ১৯১৬/১৩২৩) উপন্যাসটির নাট্যরূপ কে দেন?

★উত্তর - বিধায়ক ভট্টাচার্য।

(৪৪) পঞ্চাশের মন্বন্তর উপলক্ষ করে ফ্যাসিবাদবিরোধী লেখক ও শিল্পিসঙ্ঘের পক্ষে কবি সুকান্ত ভট্টাচার্য সম্পাদিত কবিতা-সংকলন গ্রন্থটির নাম কী?

★উত্তর - "আকাল" (১৯৪৪)।

(৪৫) "তিনি আস্বাদন পন্থী, বিশ্লেষণ পন্থী নন"। --- কে, কার সম্পর্কে এ কথা বলেছেন?

★উত্তর - নারায়ণ গঙ্গোপাধ্যায় বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় সম্পর্কে এ কথা বলেছেন।

(৪৬) কাশীরাম দাস রচিত মহাভারতের অনুবাদ "ভারত-পাঁচালী" বা "কাশীদাসী মহাভারত" (রচনাকাল : ১৫২৬ শক/১৬০৪ খ্রি.)-এর দ্বিতীয় সংস্করণ কবে, কার সম্পাদনায় প্রকাশিত হয়?

★উত্তর - ১৮৩৬ খ্রিস্টাব্দে পণ্ডিত জয়গোপাল তর্কালঙ্কার মহাশয়ের সম্পাদনায় প্রকাশিত হয়।

(৪৭) কামিনী রায়ের প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থের নাম কী? সেটির ভূমিকা কে লেখেন?

★উত্তর - "আলো ও ছায়া" (১৮৮৯) (পঁচিশ বছর বয়সে রচিত)। এই কাব্যগ্রন্থটির ভূমিকা লেখেন :- হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়।

(৪৮) প্রথম বাংলা বাণিজ্যিক চলচ্চিত্রের নাম কী ছিল? চলচ্চিত্রটির প্রযোজক ও পরিচালক কে ছিলেন? 

★উত্তর - "বিলাত ফেরত" বা "বিলেত ফেরত" (১৯২১) নামক প্রহসনমূলক বাংলা নির্বাক চলচ্চিত্র। এই চলচ্চিত্রটির প্রযোজক ছিলেন :- অবিভক্ত বাংলা প্রদেশের বরিশালের ডেপুটি কালেক্টর ধীরেন্দ্রনাথ গঙ্গোপাধ্যায় ও পরিচালক ছিলেন :- এন.সি. লাহিড়ী।

(৪৯) বাংলা লোকসাহিত্যের সুবিখ্যাত সংগ্রাহক চন্দ্রকুমার দে যেসব লোকসাহিত্য সংগ্রহ করেছেন সেগুলি "মৈমনসিংহ গীতিকা" (১৯২৩) এবং "পূর্ববঙ্গ-গীতিকা" (১৯২৩-১৯৩২) নামে ড. দীনেশচন্দ্র সেন সম্পাদনা করে কলকাতা বিশ্ববিদ্যালয় হতে প্রকাশ করেছেন।

® প্রশ্ন :- তিনি কার আনুকূল্যে এই গ্রন্থ দু'টি সম্পাদনা করেছেন?

★উত্তর - তৎকালীন কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য স্যার আশুতোষ মুখোপাধ্যায় (যিনি 'বাংলার বাঘ' নামে পরিচিত) মহাশয়ের আনুকূল্যে এই গ্রন্থ দু'টি সম্পাদনা করেছেন।

(৫০) সমরেশ মজুমদারের লেখা প্রথম প্রকাশিত উপন্যাস কোনটি? সেটি কোন্ পত্রিকায় প্রথম ধারাবাহিকভাবে প্রকাশিত হয়? 

★উত্তর - "দৌড়" (১৯৭৬)। এই উপন্যাসটি "দেশ" পত্রিকায় প্রথম ধারাবাহিকভাবে প্রকাশিত হয়।

(৫১) কলকাতায় ঠাকুর বংশের আদিপুরুষ হিসেবে কাকে ধরা হয়?

★উত্তর - কলকাতার ঠাকুর বংশের আদি জমিদার জগন্নাথ কুশারীকে।

(৫২) রবীন্দ্রনাথ ঠাকুরের "প্রকৃতির খেদ" কবিতাটি কোথায় পঠিত হয়? এবং কোন্ পত্রিকায় মুদ্রিত হয়?

★উত্তর - কবির মাত্র চৌদ্দ বছর বয়সে ১৮৭৫ খ্রিস্টাব্দে কলকাতার বিদ্বজন সভায় পঠিত হয় এবং কবির গৃহশিক্ষক পণ্ডিত রামসর্বস্ব ভট্টাচার্য মহাশয় সম্পাদিত "প্রতিবিম্ব" পত্রিকায় মুদ্রিত হয়।

(৫৩) রবীন্দ্রনাথ ঠাকুরের "জ্বল্ জ্বল্ চিতা! দ্বিগুণ, দ্বিগুণ, পরাণ সঁপিবে বিধবা-বালা।" গানটি পরবর্তীতে জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুরের কোন্ নাটকে সংযোজিত হয়?

★উত্তর - "সরোজিনী" বা "চিতোর আক্রমণ" (৩০ নভেম্বর ১৮৭৫) নাটকে সংযোজিত হয়।

(৫৪) জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুরের "অশ্রুমতী" (৪ নভেম্বর ১৮৭৯) নাটকে রবীন্দ্রনাথ ঠাকুরের কোন্ কবিতাটি সংযুক্ত হয়েছে? সেটি পরবর্তীতে কবির কোন্ কাব্যগ্রন্থের অন্তর্ভুক্ত হয়?

★উত্তর - "গহন কুসুম-কুঞ্জ মাঝে মৃদুল মধুর বংশি বাজে, বিসরি ত্রাস লোক লাজে" কবিতাটি সংযুক্ত হয়েছে। এই কবিতাটি পরবর্তীতে কবির ব্রজবুলি ভাষায় রচিত "ভানুসিংহ ঠাকুরের পদাবলী" (১৮৮৪) কাব্যগ্রন্থের অন্তর্ভুক্ত হয়।

(৫৫) রবীন্দ্রনাথ ঠাকুরের "য়ুরোপ-প্রবাসীর পত্র" (১৮৮১) গদ্যগ্রন্থটি "ভারতী" পত্রিকায় কী নামে প্রকাশিত হয়? সেটি তিনি কাকে উৎসর্গ করেন?

★উত্তর - "য়ুরোপযাত্রী কোনো বঙ্গীয় যুবকের পত্রধারা" নামে প্রকাশিত হয়। এই গদ্যগ্রন্থটি তিনি জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুরকে উৎসর্গ করেন।

(৫৬) সত্যেন্দ্রনাথ দত্তের এমন একটি কবিতার নাম বলুন যেটির ইংরেজি অনুবাদ রবীন্দ্রনাথ ঠাকুর করেছেন?

★উত্তর - "মেথর"।

(৫৭) রবীন্দ্রনাথ ঠাকুরের গ্রন্থাকারে প্রকাশিত প্রথম গদ্যনাটক কোনটি?

★উত্তর - "নলিনী" (১৮৮৪)।

(৫৮) রবীন্দ্রনাথ ঠাকুরকে "ভারতের মহাকবি" উপাধিতে কে ভূষিত করেন? 

★উত্তর - চীনা কবি চি-সি-লিজন।

(৫৯) বীরভূম জেলার শান্তিনিকেতনের আচার্যরূপে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম ভাষণ কোনটি?

★উত্তর - "ঔপনিষদ ব্রহ্ম" (১৩০৮ বঙ্গাব্দ) [গ্রন্থটির পৃষ্ঠা সংখ্যা : ৪২টি]।

(৬০) রবীন্দ্রনাথ ঠাকুর তাঁর নিজের আঁকা সমস্ত চিত্র বা ছবিগুলোকে কী বলে উল্লেখ করেছেন?

★উত্তর - "শেষ বয়সের প্রিয়া"।

  ¤ আরও দেখুন :-  



  • আলোচক : সৌম্য মাইতি
  • যোগাযোগ : ৬২৯০৩৭৭১৩৪
  • S.L.S.T  বাংলা অনলাইন ক্লাসে যুক্ত হতে চাইলে ফোন করে যোগাযোগ করুন আমার ৬২৯০৩৭৭১৩৪ নম্বরে, অথবা আমার WhatssApp-তে ম্যাসেজ করুন ৮৭৬৮৮৩০২৩০ নম্বরে। ধন্যবাদ।

This is a premium content, you can continue reading this content in our Android App. Click the button below to continue. alert-info

Post a Comment

Previous Post Next Post