বাংলা গানের ইতিহাসে রবীন্দ্রনাথের অবদান
১) রবীন্দ্রনাথ ঠাকুর আনুমানিক গান রচনা করেছিলেন - ২২৩২টি।
২) 'স্বরবিতান' গ্রন্থে আনুমানিক রবীন্দ্রনাথের স্বরলিপি মুদ্রিত হয়েছে - ১৯৩১টি।
৩) সুরের দিক থেকে রবীন্দ্রসংগীতকে বিভক্ত করা যায় - ৫টি শ্রেণিতে।
৪) হিন্দি গানের সুর নিয়ে রবীন্দ্রনাথ ধ্রুপদ রচনা করেছেন - ৭৭টি।
৫) রবীন্দ্রনাথ ঠাকুর মৌলিক ধ্রুপদ রচনা করেন - ২৭টি।
৬) চৌদ্দমাত্রাবিশিষ্ট তালে রচিত হোলি-বিষয়ক গানকে বলে 'ধামার'। এই হিন্দি ধামারের অনুকরণে রবীন্দ্রনাথ ধামার তৈরি করেন - ১৪টি।
৭) রবীন্দ্রনাথ ঠাকুর মৌলিক ধামার/ঠুংরি রচনা করেন - ২টি।
৮) রবীন্দ্রনাথ হিন্দি খেয়াল ভেঙে গান রচনা করেছেন - ৭০টি।
৯) রবীন্দ্রনাথ ঠাকুর মৌলিক খেয়াল রচনা করেছেন - ৫৫টি।
১০) হিন্দি টপ্পার অনুসরণে রবীন্দ্রনাথ টপ্পা রচনা করেন - ১৪টি।
১১) রবীন্দ্রনাথ নিজস্ব শৈলীতে টপ্পা রচনা করেন - ২৫টি।
১২) যে রবীন্দ্রসংগীতটি তাল ছাড়াই গাওয়া হয়ে থাকে সেটি হল - 'তবু মনে রেখো'।
১৩) সারি গানের সুরে গাওয়া রবীন্দ্রগান হল - 'এবার তোর মরা গাঙে'।
১৪) ভাটিয়ালি সুরে গাওয়া রবীন্দ্রগান হল - 'গ্রামছাড়া ওই রাঙামাটির পথ'।
১৫) ঝুমুর সুরে গাওয়া রবীন্দ্রগান হল - 'ওরে বকুল-পারুল'।
১৬) বাংলাদেশের জাতীয় সংগীত 'আমার সোনার বাংলা' রচনা করেন - রবীন্দ্রনাথ ঠাকুর।
১৭) পাশ্চাত্য সুরের অনুকরণে রবীন্দ্রনাথ গান তৈরি করেন - ১২টি।
১৮) রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা দেশাত্মবোধক গানের সংখ্যা - ৬২টি।
১৯) প্রথমে কবিতা হিসেবে লিখে পরে তাতে সুর সংযোজনা করেন, রবীন্দ্রনাথের এমন একটি গান হল - 'কৃষ্ণকলি আমি তারেই বলি'।
২০) রবীন্দ্রনাথসৃষ্ট একটি আধ্যাত্মিক সংগীত হল - 'আমার সকল রসের ধারা'।
২১) রবীন্দ্রনাথ ঠাকুরের একটি প্রেমসংগীত হল - 'সেদিন আমায় বলেছিলে'।
২২) ঋতু ও প্রকৃতি বিষয়ক একটি রবীন্দ্রগান হল - 'দারুণ অগ্নিবাণে'।
২৩) রবীন্দ্রনাথ ঠাকুরের একটি শিশুসংগীত হল - 'আলো আমার আলো ওগো'।
২৪) অধিকাংশ রবীন্দ্রসংগীতকে স্বরলিপি-নিবদ্ধ করেন - দীনেন্দ্রনাথ ঠাকুর।
২৫) রবীন্দ্রনাথ ঠাকুর তাঁর গানে মোট তাল প্রয়োগ করেছেন - ২৫ রকমের।
¤ তথ্যঋণ :- 'বাংলা শিক্ষক' (নবম শ্রেণি) --- ড. অমল পাল ও ড. প্রিয়তোষ বসু।
★প্রকাশনা সংস্থা :- 'ছায়া প্রকাশনী', ১, বিধান সরণি, কলকাতা - ৭০০০৭৩।
- আলোচক : সৌম্য মাইতি
- যোগাযোগ : ৬২৯০৩৭৭১৩৪
- S.L.S.T বাংলা অনলাইন ক্লাসে যুক্ত হতে চাইলে ফোন করে যোগাযোগ করুন আমার ৬২৯০৩৭৭১৩৪ নম্বরে, অথবা আমার WhatssApp-তে ম্যাসেজ করুন ৮৭৬৮৮৩০২৩০ নম্বরে। ধন্যবাদ।
Post a Comment