NEW :
Loading contents...

  বাংলা নাটকে প্রথম ও বাংলা প্রহসনে প্রথম  

বিভিন্ন দিকের প্রথম নাটক ও প্রথম প্রহসনগুলির সম্পূর্ণ তালিকা নিম্নে দেওয়া হল ---

  ¤ বাংলা নাটকে প্রথম :-  

১) প্রথম বাংলা অনূদিত নাটক -- "কাল্পনিক সংবদল" (১৭৯৫) :- হেরাসিম স্টেপানোভিচ লেবেডেফ। এটি "দ্য ডিস্গাইস" ("The Disguise") নাটকের বঙ্গানুবাদ।

২) প্রথম বাংলা মৌলিক নাটক -- "ভদ্রার্জুন" (সেপ্টেম্বর ১৮৫২) :- তারাচরণ শিকদার।

৩) প্রথম বাংলা বিয়োগান্তক নাটক -- "কীর্তিবিলাস" (১৮৫২) :- যোগেশ চন্দ্র গুপ্ত।

৪) প্রথম বাংলা ঐতিহাসিক নাটক -- "কৃষ্ণকুমারী" (১৮৬১) :- মাইকেল মধুসূদন দত্ত।

৫) প্রথম বাংলা সামাজিক নাটক -- "কুলীনকুলসর্বস্ব" (১৮৫৪) - রামনারায়ণ তর্করত্ন।

৬) প্রথম বাংলা পৌরাণিক নাটক -- "ভদ্রার্জুন" (সেপ্টেম্বর ১৮৫২) :- তারাচরণ শিকদার।

৭) প্রথম বাংলা মধুরান্তিক নাটক -- "ভদ্রার্জুন" (সেপ্টেম্বর ১৮৫২) - তারাচরণ শিকদার।

৮) প্রথম বাংলা আধুনিক একাঙ্ক নাটক - "মুক্তির ডাক" (১৯২৩) :- মন্মথ রায়।

৯) প্রথম বাংলা অ্যাবসাডধর্মী নাটক -- "এবং ইন্দ্রজিৎ" (১৯৬৫) :- বাদল সরকার।

১০) প্রথম বাংলা সার্থক ট্রাজেডি নাটক -- "কৃষ্ণকুমারী" (১৮৬১) - মাইকেল মধুসূদন দত্ত।

১১) প্রথম বাংলা মুসলিম সাহিত্যিক রচিত নাটক -- "বসন্তকুমারী নাটক" (ফেব্রুয়ারি ১৮৭৩/১৫ মাঘ ১২৭৯) :- মীর মশাররফ হোসেন। এই নাটকটি তিনি উৎসর্গ করেন নওয়াব আবদুল লতিফকে।

১২) প্রথম বাংলা অভিনীত নাটক -- "দ্য ডিস্গাইস" ("The Disguise") :- হেরাসিম স্টেপানোভিচ লেবেডেফ এই নাটকটি অনুবাদ করান তাঁর ভাষাশিক্ষাবীদ গোলকনাথ দাসকে দিয়ে। এই নাটকটির বঙ্গানুবাদ হল "কাল্পনিক সংবদল"। নাটকটি প্রথম অভিনীত হয় ২৭ নভেম্বর ১৭৯৫ খ্রিস্টাব্দে।

১৩) বাংলা নাটকের প্রথম অভিনয় হয় -- "বাংলা রঙ্গমঞ্চ"-তে ২৭ নভেম্বর ১৭৯৫ খ্রিস্টাব্দে। এখানে প্রথম হেরাসিম স্টেপানোভিচ লেবেডেফ অনূদিত "দ্য ডিস্গাইজ" ("The Disguise") নাটকের বঙ্গানুবাদ "কাল্পনিক সংবদল" মঞ্চস্থ হয়।

১৪) প্রথম বাংলা আধুনিক পাশ্চাত্য শৈলীতে লেখা নাটক -- "শর্মিষ্ঠা" (১৮৫৯) :- মাইকেল মধুসূদন দত্ত।

১৫) প্রথম বাংলা "অমিত্রাক্ষর" ছন্দে রচিত নাটক -- "পদ্মাবতী" (১৮৬০) :- মাইকেল মধুসূদন দত্ত। তিনি এই ছন্দটি প্রথম ব্যবহার করেন এই নাটকের 'কলি'র চরিত্রে।

১৬) প্রথম বাংলা ট্র্যাজেডি নাটক -- "কীর্তিবিলাস" (১৮৫২) :- যোগেশ চন্দ্র গুপ্ত।

১৭) প্রথম বাংলা বিষদাত্মক নাটক -- "কীর্তিবিলাস" (১৮৫২) :- যোগেশ চন্দ্র গুপ্ত।

১৮) প্রথম বাংলা নাট্যশালা গড়ে তোলেন -- রুশ দেশবাসী হেরাসিম স্টেপানোভিচ লেবেডেফ। তিনি এই নাট্যশালাটি বাংলাদেশ গড়ে তোলেন।

১৯) প্রথম বাংলা সার্থক নাটক -- "শর্মিষ্ঠা" (১৮৫৯) :- মাইকেল মধুসূদন দত্ত।

  ¤ বাংলা প্রহসনে প্রথম :-  

১) প্রথম বাংলা প্রহসন -- "বাবুনাটক" (১৮৫৪) :- কালীপ্রসন্ন সিংহ।

২) প্রথম বাংলা সার্থক প্রহসন -- "একেই কি বলে সভ্যতা" (১৮৬০) এবং "বুড়ো শালিকের ঘাড়ে রোঁ" (১৮৬০) :- মাইকেল মধুসূদন দত্ত।

  ¤ আরও দেখুন :-  



  • আলোচক : সৌম্য মাইতি
  • যোগাযোগ : ৬২৯০৩৭৭১৩৪
  • S.L.S.T  বাংলা অনলাইন ক্লাসে যুক্ত হতে চাইলে ফোন করে যোগাযোগ করুন আমার ৬২৯০৩৭৭১৩৪ নম্বরে, অথবা আমার WhatssApp-তে ম্যাসেজ করুন ৮৭৬৮৮৩০২৩০ নম্বরে। ধন্যবাদ।

This is a premium content, you can continue reading this content in our Android App. Click the button below to continue. alert-info

Post a Comment

Previous Post Next Post