NEW :
Loading contents...

বৈষ্ণব পদাবলি, চৈতন্যজীবনীকাব্য ও চরিত সাহিত্য 

এক নজরে বৈষ্ণব পদাবলির কবি ও বৈষ্ণব সাহিত্য, চৈতন্যজীবনীকাব্য ও তার রচয়িতা, চরিত সাহিত্য ও তার রচয়িতা এবং বৃন্দাবনের ষড় গোস্বামীর তালিকা দেখে নেওয়া যাক ---

¤ মধ্যযুগের বৈষ্ণব পদকর্তাগণ :-

১. প্রাক্-চৈতন্যযুগ :

জয়দেব গোস্বামী, বড়ু চণ্ডীদাস, পদাবলির চণ্ডীদাস, বিদ্যাপতি।

২. চৈতন্য সমসাময়িক যুগ :

মুরারি গুপ্ত, নরহরি সরকার, গোবিন্দ ঘোষ, মাধব ঘোষ, বাসুদেব ঘোষ, রামানন্দ বসু, রায় রামানন্দ, যদুনন্দন, বংশীদাস, পরমানন্দ গুপ্ত, মাধব দাস, যদু কবিচন্দ্র, গোবিন্দ আচার্য, মুকুন্দ দত্ত, বাসুদেব দত্ত, শিবানন্দ সেন প্রমুখ।

৩. চৈতন্যোত্তর যুগ :

কবিরঞ্জন, রায়শেখর (কবিশেখর), জ্ঞানদাস, লোচনদাস, গোকুলানন্দ সেন, উদ্ধব দাস, নরোত্তম দাস, শ্যামানন্দ দাস, গোবিন্দদাস কবিরাজ, বলরাম দাস, রাধাবল্লভ দাস, ঘনশ্যাম দাস, জগদানন্দ, মনোহর দাস, রাধামোহন ঠাকুর, যাদবেন্দ্র, দেবকীনন্দন, চন্দ্রশেখর, শশিশেখর, গদাধর দাস, কবিবল্লভ, নসির মামুদ, সৈয়দ মর্তুজা, কুমুদানন্দ, নৃসিংহ কবিরাজ, প্রসাদ দাস, দিব্যসিংহ, বলরাম কবিরাজ, যদুনন্দন দাস, গৌরদাস, গোপাল দাস, মনোহর দাস, বিশ্বনাথ চক্রবর্তী, দীনবন্ধু দাস, কমলাকান্ত দাস, যদুনাথ দাস, কানাই খুঁটিয়া, নিমানন্দ দাস, নটবর দাস, গৌরসুন্দর দাস, বৈষ্ণব দাস, কানুরাম দাস, অনন্ত দাস, বৃন্দাবন দাস, শ্রীনিবাস আচার্য, বীর হাম্বির, বসন্ত রায়, বল্লভ দাস, রাধারমণ দাস, রামদাস, বৈষ্ণবচরণ দাস প্রমুখ।

¤ বৈষ্ণব গ্রন্থাবলি :-

১. ষোড়শ শতাব্দী :

(ক) লোচনদাস - 'দুর্লভসার'।

(খ) কবিবল্লভ - 'রসকদম্ব'।

২. সপ্তদশ শতাব্দী :

(ক) দ্বিজ ঘনশ্যাম - 'চতুষ্কাণ্ড পরিমিতি'।

(খ) কবিচন্দ্র - 'গোবিন্দমঙ্গল'।

(গ) ভবানন্দ - 'হরিবংশ'।

(ঘ) ভবানীদাস ঘোষ - 'কৃষ্ণমঙ্গল'।

(ঙ) অভিরাম দত্ত - 'গোবিন্দবিজয়'।

(চ) নিত্যানন্দ দাস - 'প্রেমবিলাস'।

¤ বৈষ্ণব সংকলন ও অন্যান্য গ্রন্থ :-

১. সপ্তদশ শতাব্দী :

(ক) রামগোপাল দাস - 'রাধাকৃষ্ণ রসকল্পবল্লী'।

(খ) নিত্যানন্দ দাস - 'প্রেমবিলাস'।

(গ) নন্দকিশোর দাস - 'রসপুষ্পকলিকা'।

(ঘ) পীতাম্বর - 'রসমঞ্জরী'।

(ঙ) মনোহর দাস - 'দিনমণি চন্দ্রোদয়'।

২. অষ্টাদশ শতাব্দী :

(ক) বিশ্বনাথ চক্রবর্তী - 'ক্ষণদাগীতচিন্তামণি'।

(খ) নরহরি চক্রবর্তী - 'গীতচন্দ্রোদয়'।

(গ) রাধামোহন ঠাকুর - 'পদামৃত সমুদ্র'।

(ঘ) দীনবন্ধু দাস - 'সঙ্কীর্তনামৃত'।

(ঙ) রাধামুকুন্দ দাস - 'মুকুন্দানন্দ'।

(চ) কমলাকান্ত দাস - 'পদরত্নাকর'।

(ছ) গোকুলানন্দ সেন - 'পদকল্পতরু'।

¤ চৈতন্যজীবনীকাব্য :-

১. ষোড়শ শতাব্দী :

(ক) বৃন্দাবন দাস - 'শ্রীচৈতন্যভাগবত'।

(খ) লোচনদাস - 'চৈতন্যমঙ্গল'।

(গ) কৃষ্ণদাস কবিরাজ - 'শ্রীশ্রীচৈতন্যচরিতামৃত'।

(ঘ) জয়ানন্দ - 'চৈতন্যমঙ্গল'।

(ঙ) চূড়ামণি দাস - 'গৌরাঙ্গবিজয়', 'গোবিন্দ দাসের করচা'।

২. অষ্টাদশ শতাব্দী :

(ক) প্রেমদাস - 'চৈতন্যচন্দ্রোদয় কৌমুদী'।

(খ) ভগীরথ বন্ধু - 'চৈতন্য সংহিতা'।

(গ) মুরারি গুপ্ত - 'শ্রীকৃষ্ণচৈতন্যচরিতামৃত' বা 'মুরারি গুপ্তের কড়চা', 'স্বরূপ দামোদরের কড়চা' (সংস্কৃত)।

(ঘ) কবিকর্ণপুর পরমানন্দ সেন - 'চৈতন্যচরিতামৃত' (সংস্কৃত)।

¤ চরিত সাহিত্য :-

১. ঈশান নগর - 'অদ্বৈত প্রকাশ'।

২. শ্যামদাস আচার্য - 'অদ্বৈত মঙ্গল'।

৩. হরিচরণ দাস - 'অদ্বৈত মঙ্গল'।

৪. নরহরি দাস - 'অদ্বৈত বিলাস'।

৫. বিষ্ণুদাস আচার্য - 'সীতাগুণ কদম্ব'।

৬. লোকনাথ দাস - 'সীতাচরিত্র'।

৭. নিত্যানন্দ দাস - 'প্রেমবিলাস'।

৮. যদুনন্দন দাস - 'কর্ণানন্দ'।

৯. রাজবল্লভ - 'বংশীবিলাস' / 'মুরলীবিলাস'।

১০. গুরুচরণ দাস - 'প্রেমামৃত'।

১১. গোপীবল্লভ দাস - 'রসিকমঙ্গল'।

১২. মনোহর দাস - 'অনুরাগবল্লী'।

১৩. নরহরি চক্রবর্তী - 'ভক্তিরত্নাকর', 'নরোত্তম বিলাস'।

¤ বৃন্দাবনের ষড় গোস্বামী :-

১. সনাতন গোস্বামী।

২. রূপ গোস্বামী।

৩. জীব গোস্বামী।

৪. গোপাল ভট্ট।

৫. রঘুনাথ দাস গোস্বামী।

৬. রঘুনাথ ভট্ট।

★নরোত্তম দাস ঠাকুর লিখেছেন, --- "জয় রূপ-সনাতন ভট্ট রঘুনাথ। / শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ। / এ ছয় গোসাঞির করি চরণ বন্দন। / যাহা হৈতে বিঘ্ননাশ অভীষ্ট পূরণ।। / এ ছয় গোসাঞি যবে ব্রজে কৈলেন বাগ। / রাধাকৃষ্ণ নিত্যলীলা করিলেন প্রকাশ।।"

  ¤ তথ্যঋণ :-  

১) 'বাংলা সাহিত্যের সামগ্রিক ইতিহাস' (ডিসেম্বর ২০১৮) - ডঃ দীপঙ্কর মল্লিক ও ডঃ দেবারতি মল্লিক।

★প্রকাশনা সংস্থা :- 'দিয়া পাবলিকেশন', ৪৪/১ এ বেনিয়াটোলা লেন, কলকাতা - ৭০০০০৯।

  ¤ আরও দেখুন :-  


  • আলোচক : সৌম্য মাইতি
  • যোগাযোগ : ৬২৯০৩৭৭১৩৪
  • S.L.S.T  বাংলা অনলাইন ক্লাসে যুক্ত হতে চাইলে ফোন করে যোগাযোগ করুন আমার ৬২৯০৩৭৭১৩৪ নম্বরে, অথবা আমার WhatssApp-তে ম্যাসেজ করুন ৮৭৬৮৮৩০২৩০ নম্বরে। ধন্যবাদ।

This is a premium content, you can continue reading this content in our Android App. Click the button below to continue. alert-info

Post a Comment

Previous Post Next Post