খেলাধূলা কেন্দ্রিক রচিত কয়েকটি গ্রন্থ ও লেখক
এখানে বিভিন্ন ধরনের খেলাধূলাকে কেন্দ্র করে রচিত কয়েকটি গ্রন্থের নাম ও তার লেখকদের নামের একটি তালিকা দেওয়া হল। এখানে আরো কিছু গ্রন্থের নাম ও তার লেখকদের নাম সংযোজন করা যেত, কিন্তু গুগল কপিরাইটের আওতায় পড়ার জন্য সেগুলি আর দিতে পারলাম না।
¤ ক। মতি নন্দী (১৯৩১-২০১০) :-
১) "দ্বিতীয় ইনিংসের পর" (ক্রীড়ামূলক উপন্যাস) :-
★প্রকাশনা" :- "আনন্দ পাবলিকেশন"।
২) "কোনি" (কিশোর উপন্যাস) :-
★প্রকাশনা" :- "আনন্দ পাবলিকেশন"।
৩) "অলৌকিক দিলু" (কিশোর উপন্যাস) :-
★প্রকাশনা" :- "আনন্দ পাবলিকেশন"।
৪) "স্টপার" (কিশোর উপন্যাস) :-
★প্রকাশনা" :- "আনন্দ পাবলিকেশন"।
৫) স্ট্রাইকার" (কিশোর উপন্যাস) :-
★প্রকাশনা" :- "আনন্দ পাবলিকেশন"।
৬) "কুড়ন" (কিশোর উপন্যাস) :-
★প্রকাশনা" :- "আনন্দ পাবলিকেশন"।
৭) "জীবন অনন্ত" (কিশোর উপন্যাস) :-
★প্রকাশনা" :- "আনন্দ পাবলিকেশন"।
৮) "নারান" (কিশোর উপন্যাস) :-
★প্রকাশনা" :- "আনন্দ পাবলিকেশন"।
৯) "ফেরারি" (কিশোর উপন্যাস) :-
★প্রকাশনা" :- "আনন্দ পাবলিকেশন"।
১০) "তুলসী" (কিশোর উপন্যাস) :-
★প্রকাশনা" :- "আনন্দ পাবলিকেশন"।
১১) "দলবদলের আগে (কিশোর উপন্যাস) :-
★প্রকাশনা" :- "আনন্দ পাবলিকেশন"।
১২) "মিনু চিনুর ট্রফি" (কিশোর উপন্যাস) :-
★প্রকাশনা" :- "আনন্দ পাবলিকেশন"।
১৩) "আম্পায়ারিং" (কিশোর উপন্যাস)
১৪) "ধানকুড়ির কিংকং" (কিশোর উপন্যাস) :-
★প্রকাশনা" :- "আনন্দ পাবলিকেশন"।
১৫) "বিশ্ব-জোড়া বিশ্বকাপ" (কিশোর উপন্যাস) :-
★প্রকাশনা" :- "আনন্দ পাবলিকেশন"।
১৬) "বুড়ো ঘোড়া" (কিশোর উপন্যাস) :-
★প্রকাশনা" :- "আনন্দ পাবলিকেশন"।
১৭) "দৃষ্টি কিশোর উপন্যাস" (কিশোর উপন্যাস) :-
★প্রকাশনা" :- "আনন্দ পাবলিকেশন"।
১৮) "ক্রিকেটের আইন কানুন" (কিশোর উপন্যাস) :-
★প্রকাশনা" :- "আনন্দ পাবলিকেশন"।
১৯) "ভুলি" (কিশোর উপন্যাস) :-
★প্রকাশনা" :- "গাঙচিল প্রকাশনী"।
২০) "শিবা" (কিশোর উপন্যাস) :-
★প্রকাশনা" :- "আনন্দ পাবলিকেশন"।
২১) "ননিদা নট আউট" (কিশোর উপন্যাস)।
২২) "অপরাজিত আনন্দ" (কিশোর উপন্যাস)।
২৩) "কলাবতী" (কলাবতী সিরিজের কিশোর উপন্যাস)।
২৪) "কলাবতী ও মিলেনিয়াম ম্যাচ" (কলাবতী সিরিজের কিশোর উপন্যাস)।
২৫) "কলাবতীর শক্তিশেল" (কলাবতী সিরিজের কিশোর উপন্যাস)।
¤ খ। গৌতম ভট্টাচার্য :-
১) "উইকি" (ক্রীড়ামূলক উপন্যাস) :-
★প্রকাশনা :- "দীপ প্রকাশন"।
★তথ্য :- এটি গৌতম ভট্টাচার্যের প্রথম উপন্যাস।
২) "দাদাতন্ত্র" (ক্রীড়ামূলক গ্রন্থ) :-
★প্রকাশনা :- "দীপ প্রকাশন"।
৩) "সচ্ অমনিবাস" (ক্রীড়ামূলক গ্রন্থ) :-
★প্রকাশনা :- "দীপ প্রকাশন"।
★তথ্য :- এই গ্রন্থটি ভারতীয় আন্তর্জাতিক প্রাক্তন ক্রিকেটার সচীন রমেশ তেন্ডুলকরের ২৫ বছরের রূপকথার জীবননাট্য নিয়ে রচিত।
৪) "নতুন বলের মুখে" (ক্রীড়ামূলক গ্রন্থ) :-
★প্রকাশনা :- "দীপ প্রকাশন"।
৫) "২৫/৬ এবং সৌরভ" (ক্রীড়ামূলক গ্রন্থ) :-
★প্রকাশনা :- "দীপ প্রকাশন"।
৬) "কখনও ফুলে কখনও বাউন্সারে" (ক্রীড়ামূলক গ্রন্থ) :-
★প্রকাশনা :- "দীপ প্রকাশন"।
৭) "পাকিস্তানে ভারত উদয়" (ক্রীড়ামূলক গ্রন্থ) :-
★প্রকাশনা :- "দীপ প্রকাশন"।
৮) "বাপি বাড়ি যা" (ক্রীড়ামূলক গ্রন্থ) :-
★প্রকাশনা :- "দীপ প্রকাশন"।
৯) "স্টিভের অন্তরাগে" (ক্রীড়ামূলক গ্রন্থ) :-
★প্রকাশনা :- "দীপ প্রকাশন"।
১০) "বাপি জাহান্নামে যা" (ক্রীড়ামূলক গ্রন্থ) :-
★প্রকাশনা :- "দীপ প্রকাশন"।
১১) "সেলিব্রিটি এখন আপনিও" (ক্রীড়ামূলক জীবনী-সংকলন গ্রন্থ) :-
★প্রকাশনা :- "দীপ প্রকাশন"।
১২) "জয় হে" (ক্রীড়ামূলক গ্রন্থ) :-
★প্রকাশনা :- "দীপ প্রকাশন"।
★তথ্য :- এই গ্রন্থটি জীবন যুদ্ধে মহোত্তীর্ণ ২৫ জন সুপার অ্যাচিভারের জয়মন্ত্র নিয়ে রচিত।
১৩) "ক্রিকেট শ্যাম্পেনের দুর্ভিক্ষে" (ক্রীড়ামূলক গ্রন্থ) :-
★প্রকাশনা :- "আনন্দ পাবলিশার্স"।
১৪) "কাপমহলা" (ক্রীড়ামূলক গ্রন্থ) :-
★প্রকাশনা :- "দীপ প্রকাশন"।
১৫) "বুম্বা শট রেডি" (ক্রীড়ামূলক গ্রন্থ) :-
★প্রকাশনা :- "দীপ প্রকাশন"।
¤ গ। রূপক সাহা (১৯৪৯ ---) :-
১) "গোলকি" (ক্রীড়ামূলক গল্পগ্রন্থ) :-
★তথ্য :- এই গল্পগ্রন্থটিতে ফুটবল নিয়ে ৩টি গল্প রয়েছে। যথা :- "গোলকি", "ভাইটুং" এবং "ক্যাপ্টেন কারে কয়"।
২) "নায়ক যখন কুশ" (ক্রীড়ামূলক উপন্যাস) :-
★প্রকাশনা :- "দীপ প্রকাশন"।
৩) "ইতিহাসে ইস্টবেঙ্গল" (ক্রীড়ামূলক গ্রন্থ) :-
★প্রকাশনা :- "দীপ প্রকাশন"।
৪) "বিদ্রোহী মারাদোনা" (ক্রীড়ামূলক গ্রন্থ)
৫) "মারাদোনার দোষ নেই" (ক্রীড়ামূলক গল্পগ্রন্থ) :-
★প্রকাশনা :- "আনন্দ পাবলিশার্স"।
৬) "চাইনিজ ওয়াল গোষ্ঠ পাল" (ক্রীড়ামূলক গ্রন্থ)
৭) "জুয়াড়ি" (ক্রীড়ামূলক উপন্যাস) :-
★প্রকাশনা :- "আনন্দ পাবলিশার্স"।
৮) "বেঁচে গেল কলকাতা" (ক্রীড়ামূলক গ্রন্থ)।
৯) "একাদশে সূর্যোদয়" (ক্রীড়ামূলক গ্রন্থ)।
¤ ঘ। কৌশিক বন্দ্যোপাধ্যায় :-
১) "সাবাশ বাংলাদেশ : ক্রিকেট, জাতীয়তাবাদ, সংস্কৃতি" (ক্রীড়ামূলক গ্রন্থ) :-
★প্রকাশনা :- "সময় প্রকাশন"।
২) "Bangladesh Playing" (ক্রীড়ামূলক গ্রন্থ) :-
★প্রকাশনা :- "সুবর্ণ প্রকাশন"।
৩) "খেলা যখন ইতিহাস" (ক্রীড়ামূলক গ্রন্থ) :-
★প্রকাশনা :- "সেতু প্রকাশনী"।
¤ ঙ। দেবব্রত মুখোপাধ্যায় (১৯৭৯ ---) :-
১) "মাশরাফি" (ক্রীড়ামূলক গ্রন্থ) :-
★প্রকাশনা" :- "বাংলাদেশ ক্রিকেট সাপোর্টার্স অ্যাসোসিয়েশন"।
২) "নায়ক" (ক্রীড়ামূলক গ্রন্থ) :-
★প্রকাশনা" :- "ঐতিহ্য প্রকাশন"।
৩) "খেলা নয় ধুলা" (ক্রীড়ামূলক গ্রন্থ) :-
★প্রকাশনা" :- "আদর্শ প্রকাশন"।
¤ চ। উৎপল শুভ্র (১৩৭৩ বঙ্গাব্দ ---) :-
১) "এগারো" (ক্রীড়ামূলক গ্রন্থ) :-
★প্রকাশনা" :- "প্রথমা প্রকাশন"।
★তথ্য :- এই গ্রন্থটি বাংলাদেশের ১১ জন ক্রিকেটারের জীবন-কাহিনী নিয়ে রচিত।
২) "শচীন রূপকথা" (ক্রীড়ামূলক গ্রন্থ) :-
★প্রকাশনা" :- "প্রথমা প্রকাশন"।
৩) "কল্পলোকে ক্রিকেটের গল্প" (ক্রীড়ামূলক গ্রন্থ) :-
★প্রকাশনা" :- "প্রথমা প্রকাশন"।
৪) "কাছের ক্রিকেট দূরের ক্রিকেট" (ক্রীড়ামূলক গ্রন্থ) :-
★প্রকাশনা" :- "অনন্যা প্রকাশন"।
৫) "ভেজা উইকেট" (ক্রীড়ামূলক গ্রন্থ) :-
★প্রকাশনা" :- "জনান্তিক প্রকাশন"।
৬) "তারার মুখে তারার কথা" (ক্রীড়ামূলক গ্রন্থ) :-
★প্রকাশনা" :- "সময় প্রকাশন"।
৭) "শুধু ক্রিকেট" (ক্রীড়ামূলক গ্রন্থ) :-
★প্রকাশনা" :- "অনন্যা প্রকাশন"।
৮) "উৎপল শুভ্রের মুখোমুখি মাশরাফি সাকিব তামিম" (ক্রীড়ামূলক গ্রন্থ) :-
★প্রকাশনা" :- "সমগ্র প্রকাশন"।
৯) "বিশ্ব যখন ফুটবলময়" (ক্রীড়ামূলক গ্রন্থ) :-
★প্রকাশনা" :- "অনন্যা প্রকাশন"।
১০) "সেই সব ইনিংস" (ক্রীড়ামূলক গ্রন্থ) :-
★প্রকাশনা" :- "অনন্যা প্রকাশন"।
১১) "ষোল তারকার মুখোমুখি" (ক্রীড়ামূলক গ্রন্থ) :-
★প্রকাশনা" :- "অনন্যা প্রকাশন"।
¤ ছ। নোমান মোহাম্মদ :-
১) "কিংবদন্তি কথা : ক্রীড়াজগতের তারকাদের সাক্ষাৎকার" (ক্রীড়ামূলক গল্পগ্রন্থ) :-
★প্রকাশনা" :- "আগামী প্রকাশনী"।
★তথ্য :- এই গ্রন্থটিতে বাংলাদেশের কীর্তিমান খেলোয়াড়দের সোনালি দিনের গল্প বর্ণিত হয়েছে।
২) "পেলে থেকে মেসি" (ক্রীড়ামূলক গল্পগ্রন্থ) :-
★সম্পাদনা :- মোস্তফা মামুন।
★গ্রন্থনাম :- নোমান মোহাম্মদ।
★প্রকাশনা :- "আলোঘর প্রকাশনা"।
৩) "ফারাবীর ব্রাজিল ফারহানের আর্জেন্টিনা" (ক্রীড়ামূলক গল্পগ্রন্থ) :-
★প্রকাশনা :- "অবসর প্রকাশনা সংস্থা"।
¤ জ।
প্রভাষ আমিন (১৯৬৯ ---) :-
১) "মাশরাফীর জন্য ভালোবাসা" (ক্রীড়ামূলক গ্রন্থ) :-
★প্রকাশনা" :- "আহমদ পাবলিশিং হাউস"।
২) "স্পোর্টিংলি নাও" (ক্রীড়ামূলক গ্রন্থ) :-
★প্রকাশনা :- "আদর্শ প্রকাশন"।
¤ ঝ। মোস্তফা মামুন :-
১) "পেলে থেকে মেসি" (ক্রীড়ামূলক গল্পগ্রন্থ) :-
★সম্পাদনা :- মোস্তফা মামুন।
★গ্রন্থনাম :- নোমান মোহাম্মদ।
★প্রকাশনা :- "আলোঘর প্রকাশনা"।
২) "বাউন্সারের মুখে" (ক্রীড়ামূলক গ্রন্থ) :-
★প্রকাশনা" :- "ওরাকল পাবলিকেশন্স"।
৩) "হৃদয়ের ক্রিকেট হৃদয়হীনতার খেলা" (ক্রীড়ামূলক গ্রন্থ) :-
★প্রকাশনা :- "বিদ্যাপ্রকাশ প্রকাশন"।
৪) "টাচলাইন থেকে লাফ ঝাঁপ" (ক্রীড়ামূলক গ্রন্থ) :-
★প্রকাশনা :- "বিদ্যাপ্রকাশ প্রকাশন"।
৫) "নো বলে রান আউট" (শিশু-কিশোর উপন্যাস) :-
★প্রকাশনা :- "অনন্যা প্রকাশন"।
৬) "ভালোবাসার কালিতে ক্রিকেটের গল্প" (ক্রীড়ামূলক গল্পগ্রন্থ) :-
★প্রকাশনা :- "অনন্যা প্রকাশন"।
৭) "টিফিন পিরিয়ড" (শিশু-কিশোর উপন্যাস) :-
★প্রকাশনা :- "অনন্যা প্রকাশন"।
৮) "ক্রিকেটের পাঞ্চ" (শিশু-কিশোর উপন্যাস) :-
★প্রকাশনা :- "অন্বেষা প্রকাশন"।
৯) "৯৯ নট আউট" (শিশু-কিশোর উপন্যাস) :-
★প্রকাশনা :- "অন্বেষা প্রকাশন"।
১০) "কলেজ ক্যাপ্টেন" (শিশু-কিশোর উপন্যাস) :-
★প্রকাশনা :- "অনন্যা প্রকাশন"।
১১) "ইনিংস শেষ হলে" (শিশু-কিশোর উপন্যাস) :-
★প্রকাশনা :- "অনন্যা প্রকাশন"।
১২) "ভাইস ক্যাপ্টেন" (শিশু-কিশোর উপন্যাস) :-
★প্রকাশনা :- "অন্বেষা প্রকাশন"।
১৩) "লিডার রবি" (শিশু-কিশোর উপন্যাস) :-
★প্রকাশনা :- "ইত্যাদি গ্রন্থ প্রকাশ"।
১৪) "ম্যারাডোনার একটুখানী দাবী" (ক্রীড়ামূলক গ্রন্থ) :-
★প্রকাশনা :- "নিউ শিখা প্রকাশনী"।
১৫) "পঞ্চম ইনিংস" (ক্রীড়ামূলক গ্রন্থ) :-
★প্রকাশনা :- "জোনাকী প্রকাশনী"।
¤ ঞ। দেবাশিস দত্ত :-
১) "ডনের মন্দিরে" (ক্রীড়ামূলক গ্রন্থ) :-
★সম্পাদক :- সত্যম রায়চৌধুরী।
★প্রকাশনা :- "দীপ প্রকাশন"।
★তথ্য :- এই গ্রন্থটি ক্রিকেটের সর্বকালের সেরা ব্যাটসম্যান স্যার ডােনাল্ড জর্জ ব্র্যাডম্যানকে
নিয়ে রচিত হয়েছে (যার টেস্ট গড় : ৯৯.৯৪)।
২) "ট্র্যাজিক হিরো" (ক্রীড়ামূলক গ্রন্থ) :-
★প্রকাশনা :- "দীপ প্রকাশন"।
৩) "শচীন ধামাকা" (ক্রীড়ামূলক গ্রন্থ) :-
★প্রকাশনা :- "দীপ প্রকাশন"।
৪) "একুশো কোটির ভরসা" (ক্রীড়ামূলক গ্রন্থ) :-
★প্রকাশনা :- "দীপ প্রকাশন"।
৫) "গ্রেগের গালে সৌরভের থাপ্পড় ২১৪!" (ক্রীড়ামূলক গ্রন্থ) :-
★প্রকাশনা :- "দীপ প্রকাশন"।
৬) "জুটি" (ক্রীড়ামূলক গ্রন্থ) :-
★প্রকাশনা :- "দীপ প্রকাশন"।
৭) "হাতের মুঠোয় সৌরভ" (ক্রীড়ামূলক গ্রন্থ) :-
★প্রকাশনা :- "দীপ প্রকাশন"।
৮) "ইডেন গার্ডেন্স নট আউট ১৫০" (ক্রীড়ামূলক গ্রন্থ) :-
★প্রকাশনা :- "দীপ প্রকাশন"।
৯) "প্রবেশপত্র ছাড়াই বিশ্বকাপে!" (ক্রীড়ামূলক গ্রন্থ) :-
★প্রকাশনা :- "দীপ প্রকাশন"।
¤ ট। হুমায়ূন রহমান :-
১) "বাংলাদেশের গ্রামীণ খেলাধুলা" (ক্রীড়ামূলক গ্রন্থ) :-
★প্রকাশনা" :- "আপন প্রকাশ"।
২) "মেয়েদের গ্রামীণ খেলাধুলা" (ক্রীড়ামূলক গ্রন্থ) :-
★প্রকাশনা" :- "গাউছিয়া প্রেস এন্ড পাবলিকেশন্স"।
৩) "মেয়েদের লোকজ খেলাধুলা" (ক্রীড়ামূলক গ্রন্থ) :-
★প্রকাশনা" :- "আপন প্রকাশ"।
¤ ঠ।
নির্মলেন্দু গুণ (১৯৪৫/১৩৫২ ---) :-
১) "ক্রিকেট সমগ্র" (ক্রীড়ামূলক গ্রন্থ) :-
★প্রকাশনা" :- "মিজান পাবলিশার্স"।
¤ ড। মুহাম্মদ লুৎফুল হক :-
১) "মোহাম্মদ আলীর বাংলাদেশ বিজয়" (ক্রীড়ামূলক গ্রন্থ) :-
★প্রকাশনা" :- "অনন্যা প্রকাশন"।
¤ ঢ। শাহেদ কামাল :-
১) "মাশরাফির সঙ্গে ক্রিকেট আনন্দে" (ক্রীড়ামূলক গ্রন্থ) :-
★প্রকাশনা" :- "অবসর প্রকাশনা সংস্থা"।
¤ ণ। ড. নজরুল ইসলাম :-
১) "বাংলাদেশের লোকজ খেলাধুলা" :-
★প্রকাশনা" :- "শুভ প্রকাশন"।
¤ ত।
ক্যারিবিয়ান লেখক মাইকেল অ্যান্টনি (১৯৩০ ---) :-
১) "The Games Were Coming" (ক্রীড়ামূলক উপন্যাস : ১৯৬৩)।
২) "Sandra Street and Other Stories" (ক্রীড়ামূলক গল্পগ্রন্থ : ১৯৭৩)।
৩) "Cricket in the Road and other
Stories" (ক্রীড়ামূলক গল্পগ্রন্থ : ১৯৭৩)।
¤ থ। ধ্যানচাঁদ (১৯০৫-১৯৭৯) :-
১) "Goal" (আত্মজীবনীমূলক ও ক্রীড়ামূলক গ্রন্থ)।
¤ দ। শচীন রমেশ তেন্ডুলকর (১৯৭৩ ---) :-
১) "Playing It My Way" (৬ নভেম্বর ২০১৪ : আত্মজীবনীমূলক ও ক্রীড়ামূলক গ্রন্থ) :-
★সম্পাদক :- হোডার এবং স্টফটন (বিশ্বব্যাপী), হ্যাচিট লিভরে (উপমহাদেশে)।
★সহকারী লেখক :- বোরিয়া মজুমদার।
¤ ধ। যুবরাজ সিংহ (১৯৮১ ---) :-
১) "The Test Of My Life" (১ জানুয়ারি ২০১৩ : আত্মজীবনীমূলক ও ক্রীড়ামূলক গ্রন্থ) :-
★সহযোগী লেখক :- নিশান্ত জিত অরোরা ও শারদা উগ্রা।
★তথ্য :- এই আত্মজীবনীমূলক ও ক্রীড়ামূলক গ্রন্থটি ভারতীয় আন্তর্জাতিক প্রাক্তন ক্রিকেটার যুবরাজ সিংহ আরেক ভারতীয় আন্তর্জাতিক প্রাক্তন ক্রিকেটার শচীন রমেশ তেন্ডুলকরের কাছ থেকে অনুপ্রাণিত হয়ে লিখেছেন।
¤ ন। সাকিব আল হাসান (১৯৮৭ ---) :-
১) "হালুম" (আত্মজীবনীমূলক ও ক্রীড়ামূলক গ্রন্থ) :-
★প্রকাশনা :- "পাল পাবলিকেশন্স"।
★তথ্য :- এই গ্রন্থটি বাংলাদেশী আন্তর্জাতিক ক্রিকেটার সাকিব আল হাসানের শৈশব-কৈশোর বিজড়িত স্মৃতিকথা নিয়ে রচিত।
¤ প। মতিউল ইসলাম মিঠু :-
১) "প্লেয়িং ইট মাই ওয়ে : শচীন টেন্ডুলকার" (শচীন টেন্ডুলকারের আত্মজীবনীমূলক ও ক্রীড়ামূলক গ্রন্থ) :-
★বাংলা অনুবাদ :- মতিউল ইসলাম মিঠু।
★প্রকাশনা" :- "অন্যধারা প্রকাশন"।
¤ ফ। মোহাম্মদ হাসান শরীফ :-
১) "বিতর্কিত আমি শোয়েব আখতার" (শোয়েব আখতার এবং অংশু ডোগরা চরিত পাকিস্তানী আন্তর্জাতিক স্পিডস্টার বা ক্রিকেটার শোয়েব আখতারের আত্মজীবনীমূলক ও ক্রীড়ামূলক গ্রন্থ) :-
★বাংলা অনুবাদ :- মোহাম্মদ হাসান শরীফ।
★প্রকাশনা" :- "সন্দেশ প্রকাশন"।
¤ ব। চুনী গোস্বামী (১৯৩৮ ---) :-
১) "খেলতে খেলতে" (আত্মজীবনীমূলক ও ক্রীড়ামূলক গ্রন্থ)।
¤ ভ। মুহাম্মদ আলী (১৯৪২-২০১৬) :-
১) "Greatest of all Time" (আত্মজীবনীমূলক ও ক্রীড়ামূলক গ্রন্থ)।
¤ ম। রবার্ট গ্রেম পোলক (১৯৪৪ ---) :-
১) "Down the Wicket" (আত্মজীবনীমূলক ও ক্রীড়ামূলক গ্রন্থ)।
¤ য। ক্লাইভ হাবার্ট লয়েড (১৯৪৪ ---) :-
১) "Living for Cricket" (আত্মজীবনীমূলক ও ক্রীড়ামূলক গ্রন্থ)।
¤ র। মিশেল ফ্রঁসোয়া প্লাতিনি (১৯৫৫ ---) :-
১) "Life is a Game" (আত্মজীবনীমূলক ও ক্রীড়ামূলক গ্রন্থ)।
¤ ল। বিয়ন রিউন বর্গ (১৯৫৬-১৯৯৩) :-
১) "My life and Game" (আত্মজীবনীমূলক ও ক্রীড়ামূলক গ্রন্থ)।
¤ ব। দিয়েগো আর্মান্দো মারাদোনা (১৯৬০-২০২০) :-
১) "I am Maradona" (আত্মজীবনীমূলক ও ক্রীড়ামূলক গ্রন্থ)।
¤ শ। পি. টি. ঊষা (১৯৬৪ ---) :-
১) "Golden Girl" (আত্মজীবনীমূলক ও ক্রীড়ামূলক গ্রন্থ)।
¤ ষ। শ্যেন ওয়ার্ন (১৯৬৯ ---) :-
১) "My Illustrated Career" (আত্মজীবনীমূলক ও ক্রীড়ামূলক গ্রন্থ)।
¤ স। ডেভিড বেকহ্যাম (১৯৭৫ ---) :-
১) "My Side" (আত্মজীবনীমূলক ও ক্রীড়ামূলক গ্রন্থ)।
¤ হ। এম. মোস্তাক আলী :-
১) "Cricket Delightful" (আত্মজীবনীমূলক ও ক্রীড়ামূলক গ্রন্থ।
¤ তথ্যসূত্র :-
১) "রকমারি.com" [Rokomari.com]।
২) বিভিন্ন ধরনের ক্রিড়ামূলক সংবাদপত্র।
- আলোচক : সৌম্য মাইতি
- যোগাযোগ : ৬২৯০৩৭৭১৩৪
- S.L.S.T বাংলা অনলাইন ক্লাসে যুক্ত হতে চাইলে ফোন করে যোগাযোগ করুন আমার ৬২৯০৩৭৭১৩৪ নম্বরে, অথবা আমার WhatssApp-তে ম্যাসেজ করুন ৮৭৬৮৮৩০২৩০ নম্বরে। ধন্যবাদ।
Post a Comment