NEW :
Loading contents...

 বাংলা সাহিত্যের আন্দোলন কেন্দ্রিক রচিত গ্রন্থ 

বাংলা সাহিত্যের বিভিন্ন আন্দোলনকে কেন্দ্র করে রচিত কয়েকটি গ্রন্থের নাম নিম্নে দেওয়া হল ---

তেভাগা আন্দোলনকে কেন্দ্র করে রচিত গ্রন্থ

১) মানিক বন্দ্যোপাধ্যায়ের "হারানের নাতজামাই"
২)
মানিক বন্দ্যোপাধ্যায়ের "ছোট বকুলপুরের যাত্রী
"

ছেচল্লিশের দাঙ্গাকে কেন্দ্র করে রচিত গ্রন্থ

১) সমরেশ বসুর "আদাব"
২)
নবেন্দু ঘোষের "ফিয়ার্স লেন"
৩)
নারায়ণ গঙ্গোপাধ্যায়ের "দাঙ্গা"
৪)
মনোজ বসুর "রক্তের বদলে রক্ত"
৫)
উৎপল দত্তের "নীর
"

নৌবিদ্রোহকে কেন্দ্র করে রচিত গ্রন্থ

১) উৎপল দত্তের "কল্লোল"

বিয়াল্লিশের আগস্ট আন্দোলনকে কেন্দ্র করে  রচিত গ্রন্থ

১) সতীনাথ ভাদুড়ীর "জাগরী"
২)
গোপাল হালদারের "ঊনপঞ্চাশী"
৩)
নবেন্দু ঘোষের "ডাক দিয়ে যাই"
৪)
মনোজ বসুর "সৈনিক"
৫)
মনোজ বসুর "আগস্ট ১৯৪২"

পঞ্চাশের মন্বন্তরকে কেন্দ্র করে রচিত গ্রন্থ

১) বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের "অশনি সংকেত"
২)
গোপাল হালদারের "পঞ্চাশের পথে"
৩)
গোপাল হালদারের "তেরশ পঞ্চাশ"
৪)
গোপাল হালদারের "ঊনপঞ্চাশী"
৫)
তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের "মন্বন্তর
"

নকশাল আন্দোলনকে কেন্দ্র করে রচিত গ্রন্থ

১) মহাশ্বেতা দেবীর "হাজার চুরাশির মা"
২)
নবারুণ ভট্টাচার্যের "হারবার্ট"
৩)
সমরেশ মজুমদারের "কালবেলা"
৪)
সমরেশ মজুমদারের "কালপুরুষ"
৫)
সমরেশ মজুমদারের "উত্তরাধিকার"
৬)
সমরেশ বসুর "মহাকালের রথের ঘোড়া"
৭)
তপোবিজয় ঘোষের "এখন প্রেম"
৮)
নবারুণ ভট্টাচার্যের "খোঁচড়"
৯)
ঝুম্পা লাহিড়ীর "নাবাল জমি"
১০)
অরুন্ধতী রায়ের "The God of Small Things" ("বুকার পুরস্কার" জয়ী উপন্যাস : ১৯৯৭
)

বঙ্গভঙ্গ আন্দোলনকে কেন্দ্র করে রচিত গ্রন্থ

১) রবীন্দ্রনাথ ঠাকুরের "ঘরে বাইরে" (১৯১৬)
২)
রবীন্দ্রনাথ ঠাকুরের "গোরা
" (১৯১০)

দেশভাগের পটভূমিতে রচিত গ্রন্থ

১) অতীন বন্দ্যোপাধ্যায়ের "নীলকণ্ঠ পাখির খোঁজে"
২)
হাসান আজিজুল হকের "আগুনপাখি"
৩)
শক্তিপদ রাজগুরুর "মেঘে ঢাকা তারা"
৪)
অমিয়ভূষণ মজুমদারের "গড় শ্রীখণ্ড"
৫)
সমরেশ বসুর "সুচাঁদের স্বদেশ যাত্রা"
৬)
রাজিয়া খানের "বটতলার উপন্যাস"
৭)
শহীদুল্লাহ কায়সারের "সংশপ্তক"
৮)
সেলিনা হোসেনের "যাপিত জীবন"
৯)
আবু ইসহাকের "সূর্য-দীঘল বাড়ী"
১০)
সুনীল গঙ্গোপাধ্যায়ের "পূর্ব-পশ্চিম" (অখণ্ড)
১১)
প্রফুল্ল রায়ের "কেয়াপাতার নৌকো
"

মহাবিদ্রোহ বা সিপাহি বিদ্রোহকে কেন্দ্র করে রচিত গ্রন্থ

¤ উপন্যাস :-

১) অপর্ণাপ্রসাদ সেনগুপ্তের "বাংলা ঐতিহাসিক উপন্যাস"
২)
বিজিত কুমার দত্তের "বাংলা সাহিত্যে ঐতিহাসিক উপন্যাস"
৩)
সুকুমার মিত্রের "১৮৫৭  বাংলাদেশ"
৪)
শঙ্করপ্রসাদ চক্রবর্তীর "মহাবিদ্রোহ" (২০০৭)
৫)
গোবিন্দচন্দ্র ঘোষের "চিত্ত বিনোদিনী" (১৮৭৪)
[
প্রথম মহাবিদ্রোহকে কেন্দ্র করে লেখা উপন্যাস]
৬)
প্রমথ চৌধুরীর "ভগ্নী"
৭)
প্রসন্নময়ী দেবীর "অশোকা"
৮)
উপেন্দ্রচন্দ্র মিত্রের "নানাসাহেব"
৯)
চণ্ডীচরণ সেনের "ঝাঁসির রাণী"
১০)
কালিনী প্রসন্ন দত্তের "বিজয়"
১১)
নগেন্দ্র গুপ্তের "অমর সিংহ"
১২)
সুরেন্দ্রনাথ ভট্টাচার্যের "স্বপ্নসুন্দরী"
১৩)
গজেন্দ্রকুমার মিত্রের "বহ্নি কন্যা"
১৪)
প্রমথনাথ বিশীর "লালকেল্লা"
১৫)
মহাশ্বেতা দেবীর "নটী"
১৬)
মহাশ্বেতা দেবীর "অমৃত সঞ্চয়"
১৭)
অমিয়ভূষণ মজুমদারের "নয়নতারা"
১৮)
সমরেশ বসুর "উত্তরঙ্গ"
১৯)
সুনীল গঙ্গোপাধ্যায়ের "সেই সময়"
২০)
প্রফুল্ল রায়ের "মানুষের যুদ্ধ"
২১)
সঞ্জীব চট্টোপাধ্যায়ের "আবর্ত বিদ্যাসাগর"
২২)
যদুনাথ সর্বাধিকারীর "তীর্থভ্রমণ" (আত্মকথা)

২৩) গিরিশচন্দ্র ঘোষের "চন্দ্রা"

¤ নাটক :-

১) অতুলকৃষ্ণ মিত্রের "নির্বাসিত দীপ" (১৮৭৬)
[
মহাবিদ্রোহকে কেন্দ্র করে লেখা প্রথম নাটক]
২)
তৃপ্তি মিত্রের "বিদ্রোহিণী"
৩)
উৎপল দত্তের "মহাবিদ্রোহ" (পূর্ব নাম "টোটা
")

¤ যাত্রাপালা :-

১) উৎপল দত্তের "কুঠার"
২)
উৎপল দত্তের "বিবিঘর
"

¤ ছোটোগল্প :-

১) নগেন্দ্রনাথ গুপ্তের "ভৈরবী"
২)
স্বর্ণকুমারী দেবীর "মিউটিনি"
৩)
সুধীন্দ্রনাথ ঠাকুরের "পরিণাম
"

¤ প্রবন্ধ :-

১) শিবনাথ শাস্ত্রীর "রামতনু লাহিড়ী তৎকালীন
বঙ্গসমাজ
" (১৯০৩-১৯০৪)

¤ কবিতা :-

১) সত্যেন্দ্রনাথ দত্তের "বর্ষীয়ান"
২)
তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের "দেলখুসা"
৩)
জ্যোতিরিন্দ্র মৈত্রের "রাজধানী"
৪)
সুকান্ত ভট্টাচার্যের "সিপাহি বিদ্রোহ" [এটি মহাবিদ্রোহকে কেন্দ্র করে সুকান্ত ভট্টাচার্যের লেখা স্মরণীয় কবিতা। এই কবিতাটিতে তিনি লিখেছেন : "নানাসাহেব, তাঁতিয়া টোপি, ঝাঁসির রানি লক্ষ্মী। / এদের নামে দৃপ্ত কিশোর খুলবে তোমার চোখ কি?"]

¤ কিশোর সংকলন :-

১) "ইন্দ্রধনু" - সুনির্মল বসু [এতে সুনির্মল বসু লিখেছেন : "ঝাঁসি নাহি দিব"]


  ¤ আরও দেখুন :-  



  • আলোচক : সৌম্য মাইতি
  • যোগাযোগ : ৬২৯০৩৭৭১৩৪
  • S.L.S.T  বাংলা অনলাইন ক্লাসে যুক্ত হতে চাইলে ফোন করে যোগাযোগ করুন আমার ৬২৯০৩৭৭১৩৪ নম্বরে, অথবা আমার WhatssApp-তে ম্যাসেজ করুন ৮৭৬৮৮৩০২৩০ নম্বরে। ধন্যবাদ।

This is a premium content, you can continue reading this content in our Android App. Click the button below to continue. alert-info

Post a Comment

Previous Post Next Post