NEW :
Loading contents...

  ধ্বনিতত্ত্ব এবং রূপতত্ত্বের কিছু গুরুত্বপূর্ণ উদাহরণ  

দ্বাদশ শ্রেণির পাঠ্য বই থেকে ধ্বনিতত্ত্ব এবং রূপতত্ত্বের কিছু গুরুত্বপূর্ণ উদাহরণ এখানে দেওয়া হল ---

    ধ্বনিতত্ত্ব  :    

) গুচ্ছধ্বনি : "উত্তর" শব্দের "ত্ত" (ত্+ত্) হল গুচ্ছধ্বনি।
) যুক্তধ্বনি : "প্রাণ" শব্দের 'প্র' "ট্যাক্স" শব্দের 'ক্স' হল যুক্তধ্বনি।
) মুক্ত বৈচিত্র্য : গাড় > গাঢ়।
) মৌলিক স্বরধ্বনি : ""
) ন্যূনতম শব্দজোড় : "আম" "জাম"
) লোকনিরুক্ত : আর্মচেয়ার > আরামকেদারা।
) স্বনিম : "কাল" "খাল" শব্দের ক্ষুদ্রতম ধ্বনি '' এবং '' হল স্বনিম (বা ধ্বনিমূল)
) অর্ধস্বরধ্বনি : "", "", "" ("য়্"), "" --- এই চারটি হল অর্ধস্বরধ্বনি।
) সহধ্বনি : "ল্" ধ্বনিমূলের তিনটি সহধ্বনি আছে।


১০) দুই ব্যঞ্জনে তৈরি বাংলা গুচ্ছধ্বনি : "উত্তর", "সম্মাননা", "কম্বল" (এর সংখ্যা ২০০টিরও বেশি)


১১) তিন ব্যঞ্জনে তৈরি বাংলা গুচ্ছধ্বনি : "অস্ত্র", "যন্ত্র", "মন্ত্র" (এক্ষেত্রে তৃতীয় ব্যঞ্জনটি সর্বদা "" হয় এবং এই ব্যঞ্জনের সংখ্যা ৮টি)
১২) চার ব্যঞ্জনে তৈরি বাংলা গুচ্ছধ্বনি : "সংস্কৃত"
১৩) তিন ব্যঞ্জনে তৈরি যুক্তধ্বনি : "স্ত্র", "স্পৃ" (এর সংখ্যা ২টি)
১৪) সন্দেহভাজন জোড় : "শারদা-সারদা"
১৫) শব্দের আদিতে বসেনা এমন দুটি ব্যঞ্জন ধ্বনি : "ঙ্" এবং "ড়্"
১৬) ভাষাবিজ্ঞানীদের মধ্যে বিতর্ক আছে এমন দুটি ব্যঞ্জন ধ্বনি : "" এবং ""

    রূপতত্ত্ব :    

) মুক্ত রুপিম : "আম"
) বদ্ধ রূপিম : "ছেলেটি"- 'টি'
) Unique Morpheme বা অনন্যসাধারণ  রূপিম : ইংরেজিতে "Cranberry" শব্দের "Cran" রূপিমটি অন্য শব্দে ব্যবহৃত।
) জটিল শব্দ : ছেলে + মি = "ছেলেমি"
) পদদ্বৈত : "দিনদিন", "অল্প-বিস্তর"
) অনুকার পদ : "টুপ-টাপ", "জল-টল"
) বিকল্পন : "go" থেকে "went"
) নব্যশব্দ প্রয়োগ : "ফেসবুক", "সেলফি"
) ক্র্যানবেরি রূপমূল : "আলাপ", "বিলাপ" শব্দের "লাপ" অংশটি।
১০) মুণ্ডমাল শব্দ : "VIP", "ATM", "SSC", "পীপুফিশু" ("পিঠ পুড়ছে, ফিরে শুই")
১১) উপসর্গ : "অনাসৃষ্টি", "বিপথ"
১২) জোড়কলম শব্দ : ধোঁয়া + কুয়াশা = "ধোঁয়াশা"
১৩) পরাধীন রূপমূল : "উপসর্গ", "প্রত্যয়", "বিভক্তি"
১৪) অভিধানিক রূপমূল : "মৌলিক শব্দ", "উপসর্গ"
১৫) সমন্বয়ী রূপমূল : "বিভক্তি"
১৬) নিষ্পাদক রূপমূল : "প্রত্যয়", "উপসর্গ"
১৭) মিশ্র রূপমূল : "গঙ্গাফড়িং" (গঙ্গা+ফড়িং), "শাসনকাল" (শাসন+কাল), "গাংচিল" (গাং+চিল)
১৮) ফাঁকা রূপ : "ব্যাঙ্গমা-ব্যাঙ্গমী"
১৯) শূন্য রূপ : "শূন্য বিভক্তি"
২০) সমধ্বনিরূপ : "বই" পড়ে "জল" পড়ে।


২১) দ্বন্দ্ব সমাস : "বাপ-মা", "পিতা-মাতা", "সুখ-দুঃখ"
২২) ব্যাখ্যামূলক সমাস : "মহাকবি"
২৩) বর্ণনামূলক সমাস : "ক্ষুরধার" (একে বহুব্রীহি সমাসও বলে)
২৪) ক্লিপিংস বা সংক্ষেপিত পদ : মাইক্রোফোন > মাইক, এরোপ্লেন > প্লেন।
২৫) ধাতুপ্রকৃতি : "যা", "চল্", "বল্"
২৬) নামপ্রকৃতি : "গাছ", "হাত"
২৭) কৃৎ প্রত্যয় : -/পূজ + অনীয় = "পূজনীয়" এখানে "অনীয়" হল কৃৎ প্রত্যয়।
২৮) তদ্ধিত প্রত্যয় : বাঁশি + ওয়ালা = "বাঁশিওয়ালা" এখানে "ওয়ালা" হল তদ্ধিত প্রত্যয়।
২৯) স্বাধীন রূপমূল : স্বাধীন রূপমূল হল "মৌলিক শব্দ"
৩০) জটিল  রূপমূল : "বহুবর্ণপাথর", "জাতীয়তাবাদ", "অসহযোগিতা"
৩১) একটি স্বরের পরিবর্তনে সৃষ্ট অনুকার শব্দ : "খুচখাচ", "টুপটাপ"
৩২) একটি ব্যাঞ্জনের পরিবর্তনে সৃষ্ট অনুকার শব্দ : "জলটল", "কাজফাজ"

 ¤ তথ্যঋণ :-  'বাংলা শিক্ষক' (দ্বাদশ শ্রেণি) --- ড. অমল পাল, অপূর্ব কর ও ড. প্রিয়তোষ বসু।

★প্রকাশনা সংস্থা :- 'ছায়া প্রকাশনী', ১, বিধান সরণি, কলকাতা - ৭০০০৭৩।

  ¤ আরও দেখুন :-  




  • আলোচক : সৌম্য মাইতি
  • যোগাযোগ : ৬২৯০৩৭৭১৩৪
  • S.L.S.T  বাংলা অনলাইন ক্লাসে যুক্ত হতে চাইলে ফোন করে যোগাযোগ করুন আমার ৬২৯০৩৭৭১৩৪ নম্বরে, অথবা আমার WhatssApp-তে ম্যাসেজ করুন ৮৭৬৮৮৩০২৩০ নম্বরে। ধন্যবাদ।

This is a premium content, you can continue reading this content in our Android App. Click the button below to continue. alert-info

Post a Comment

Previous Post Next Post