'খেয়া' কবিতা : বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর
(নবম শ্রেণি --- 'সাহিত্য সঞ্চয়ন')
১) রবীন্দ্রনাথ ঠাকুরের 'চৈতালি' কাব্যগ্রন্থটি সত্যপ্রসাদ গঙ্গোপাধ্যায় প্রকাশিত 'কাব্যগ্রন্থাবলী'-র অন্তর্গত হয়ে গ্রন্থাকারে প্রকাশিত হয় --- ১৩০৩ বঙ্গাব্দে (১৮৯৬ খ্রিস্টাব্দ)।
২) রবীন্দ্রনাথ ঠাকুর 'চৈতালি' কাব্যগ্রন্থের কবিতাগুলি যেখানে বসে লিখেছিলেন, তা হল --- পাতিসর ও সাজাদপুর।
৩) রবীন্দ্রনাথ ঠাকুর 'চৈতালি' কাব্যগ্রন্থের নামকরণ করেছেন --- বছরের শেষ উৎপন্ন শস্যের নামে।
৪) 'চৈতালি' কাব্যগ্রন্থের মোট কবিতার সংখ্যা --- ৭৮টি।
৫) শিরোনামসূচি অনুযায়ী 'খেয়া' কবিতাটি 'চৈতালি' কাব্যগ্রন্থের --- ১৯ সংখ্যক কবিতা।
৬) রবীন্দ্রনাথ ঠাকুরের 'চৈতালি' কাব্যগ্রন্থের সূচনা রচনা করেছেন --- অগ্রহায়ণ ১৩৪৭ বঙ্গাব্দে।
৭) রবীন্দ্রনাথ ঠাকুর 'খেয়া' কবিতাটি রচনা করেন --- ১৮ চৈত্র ১৩০২ বঙ্গাব্দে।
৮) 'খেয়া' কবিতায় যে নদীর প্রসঙ্গ রয়েছে, সেটি হল --- নাগর নদী।
৯) নাগর নদী প্রবাহিত হয়েছে --- পাতিসরে।
১০) "খেয়া ____ পারাপারে করে নদীস্রোতে;" --- নৌকা।
১১) খেয়ানৌকা বলতে বোঝায় --- যে নৌকায় প্রাত্যহিক যাত্রী পারাপার করা হয়।
১২) "কেহ যায় ____," --- ঘরে।
১৩) 'খেয়া' কবিতায় দুই তীরে গ্রাম আছে --- দু'টি।
১৪) "....আছে জানাশোনা," - যাদের মধ্যে জানাশোনা আছে, তারা হল --- নদীর দুই পারের দুই গ্রামের মানুষ।
১৫) দুই তীরের দুটি গ্রামের সম্পর্ক হল --- জানাশোনার।
১৬) "সকাল হইতে ____ করে আনাগোনা।" --- সন্ধ্যা।
১৭) "সকাল হইতে সন্ধ্যা করে আনাগোনা।" - সকাল থেকে সন্ধা পর্যন্ত আনাগোনা করে --- নদীর দু-পারের দুই গ্রামের মানুষজন।
১৮) "পৃথিবীতে কত ____, কত সর্বনাশ," --- দ্বন্দ্ব।
১৯) পৃথিবীতে নূতন নূতন গড়ে ওঠে --- ইতিহাস।
২০) "নূতন নূতন কত গড়ে ইতিহাস" - নতুন নতুন ইতিহাস রচনা করে --- পৃথিবীর যাবতীয় দ্বন্দ্ব-সর্বনাশ।
২১) "____ প্রবাহের মাঝে ফেনাইয়া উঠে" --- রক্ত।
২২) "রক্তপ্রবাহের মাঝে ফেনাইয়া উঠে" - কবির রক্তপ্রবাহের মধ্যে ফেনিয়া ওঠে --- ইতিহাস সচেতনতা।
২৩) কবির মতে ____ মুকুট 'ফুটে আর টুটে'। --- সোনার।
২৪) "সোনার মুকুট কত ফুটে আর টুটে" বলতে কবি বুঝিয়েছেন --- রাজশক্তির উত্থান ও পতনকে।
২৫) 'খেয়া' কবিতায় "সভ্যতার নব নব কত তৃষ্ণা ক্ষুধা" বলতে কবি --- সভ্যতার নানাবিধ চাহিদাকে নির্দেশ করেছেন।
২৬) "উঠে কত ______, উঠে কত সুধা!" --- হলাহল।
২৭) "উঠে কত হলাহল, উঠে কত সুধা!" - 'হলাহল' ও 'সুধা' বলতে কবি বুঝিয়েছেন --- সভ্যতার সুফল ও কুফলকে।
২৮) "শুধু হেথা দুই তীরে, কেবা জানে ____," --- নাম।
২৯) "কেবা জানে নাম," - যাদের নাম কেউ জানে কি না বলে কবির সন্দেহ, তারা হল --- নদীর দু-পাড়ের দুই গ্রাম।
৩০) "দোঁহা পানে চেয়ে আছে ...." পরস্পরের দিকে তাকিয়ে আছে --- নদীর দুই তীরের দুটি গ্রাম।
৩১) "এই খেয়া চিরদিন চলে ________" --- নদীস্রোতে।
৩২) "এই খেয়া চিরদিন চলে নদীস্রোতে" - পঙ্ক্তিটিতে কবি প্রকৃতপক্ষে যে খেয়ার কথা বলেছেন, তা হল --- জীবনতরী।
¤ তথ্যঋণ :- 'বাংলা শিক্ষক' (নবম শ্রেণি) --- ড. অমল পাল ও ড. প্রিয়তোষ বসু।
★প্রকাশনা সংস্থা :- 'ছায়া প্রকাশনী', ১, বিধান সরণি, কলকাতা - ৭০০০৭৩।
- আলোচক : সৌম্য মাইতি
- যোগাযোগ : ৬২৯০৩৭৭১৩৪
- S.L.S.T বাংলা অনলাইন ক্লাসে যুক্ত হতে চাইলে ফোন করে যোগাযোগ করুন আমার ৬২৯০৩৭৭১৩৪ নম্বরে, অথবা আমার WhatssApp-তে ম্যাসেজ করুন ৮৭৬৮৮৩০২৩০ নম্বরে। ধন্যবাদ।
Post a Comment