ঊনবিংশ শতাব্দীর মহিলা সাহিত্যিকদের
ছদ্মনামে লেখা বাংলা গ্রন্থ
ঊনবিংশ শতাব্দীর মহিলা সাহিত্যিকদের ছদ্মনামে লেখা বিভিন্ন ধরনের বাংলা গ্রন্থের নাম প্রকাশকাল অনুসারে ক্রমানুযায়ী সাজিয়ে নিম্নে দেওয়া হল ---
মহিলা সাহিত্যিকদের নাম --- ছদ্মনাম --- গ্রন্থ
১) রাখালমনি গুপ্ত --- "কোন সদ্বংবংশীয় কুলবধু" --- "কবিতামালা অর্থাৎ নানাবিধ জ্ঞানগর্ভ কবিতাসমূহ" (কাব্যগ্রন্থ : ১৮৫৬)।
২) রাখালমনি গুপ্ত --- "একজন হিন্দুমহিলা" --- "পদ্যচতুষ্টয়" (কাব্যগ্রন্থ : ১৮৬৮)।
৩) কামিনীসুন্দরী দেবী --- "দ্বিজতনয়া" --- "বালা বোধিকা, প্রথম ভাগ : বালিকা শিক্ষার প্রথম পুস্তক" (১৮৬৮)।
৪) রাখালমনি গুপ্ত --- "কোন বঙ্গবালা" --- "বঙ্গবালা : দশপদী কবিতাবলী" (কাব্যগ্রন্থ : ১৮৬৯)।
৫) কৃষ্ণময়ী দাসী --- "একজন বঙ্গমহিলা" --- "পদ্যমালা" (কাব্যগ্রন্থ : ১৮৭০)।
৬) প্রসন্নময়ী দেবী --- "কোন বঙ্গকামিনী" --- "কুসুমমালিকা" (কাব্যগ্রন্থ : ১৮৭১)।
৭) মহালক্ষ্মী দেবী --- "কোন বঙ্গকামিনী" --- "একজন দুঃখিনীর বিলাপ" (কাব্যগ্রন্থ : ১৮৭১)।
৮) গিরীন্দ্রমোহিনী দাসী --- "জনৈক হিন্দুমহিলা" --- "কবিতাহার" (কাব্যগ্রন্থ : ১৮৭৩)।
৯) ভুবনমোহিনী দাসী --- "একজন হিন্দুমহিলা" --- "মনোরমা" (কাব্যগ্রন্থ : ১৮৭৩)।
১০) সুরঙ্গিনী সর্ব্বাধিকারী --- "অনামা" --- "তারাবতী উপাখ্যান" (উপন্যাস : ১৮৭৩)।
১১) ইন্দুমতী দাসী --- "কোন হিন্দুমহিলা" --- "দুঃখমালা" (কাব্যগ্রন্থ : ১৮৭৪)।
১২) ইন্দুমতী দাসী --- "কোন হিন্দুমহিলা" --- "দুঃখমালা" (কাব্যগ্রন্থ : ১৮৭৪)।
১৩) ইন্দুমতী দাসী --- "কোন বঙ্গমহিলা" --- "বিলাপলহড়ী" (কাব্যগ্রন্থ : ১৮৭৫)।
১৪) তরঙ্গিনী দাসী --- "জনৈক ভদ্রমহিলা" --- "সপ্তাপিনী নাটক" (নাটক : ১৮৭৬)।
১৫) নওয়াব ফয়জুন্নেছা চৌধুরানী --- "জনৈক বঙ্গ-কুলকামিনী" --- "বিনয়াবতী" (উপন্যাস : ১৮৭৭)।
১৬) শ্রীমতি হেমাঙ্গিনী দেবী --- "একজন বঙ্গমহিলা" --- "কামিনী ও মৃন্ময়ী" (উপন্যাস : ১৮৭৮)।
১৭) ভুবনমোহিনী দেবী --- "একজন বঙ্গমহিলা" --- "কমলকালিকা (১ম খণ্ড)" [কাব্যগ্রন্থ : ১৮৭৯]।
১৮) কমলকামিনী দেবী --- "কোন হিন্দুমহিলা" --- "এবং মাতৃস্নেহ ও ঈশস্তুতি" (কাব্যগ্রন্থ : ১৮৭৯)।
১৯) কৃষ্ণকুমারী দেবী --- "কুলমহিলা" --- "বনফুল, প্রথম ভাগ" (কাব্যগ্রন্থ : ১৮৮০)।
২০) নয়নতারা দে --- "মণিমোহিনী" --- "বিনোদকানন বা গন্ধমিলন নাট্যগীতি" (নাটক : ১৮৮০)।
২১) নয়নতারা দে --- "মণিমোহিনী" --- "মন্দারকানন" (নাটক : ১৮৮১)।
২২) শ্রীমতি কাদম্বিনী দেবী --- "জনৈক বঙ্গমহিলা" --- "পদ্যমালা" (কাব্যগ্রন্থ : ১৮৮২)।
২৩) গিরীন্দ্রমোহিনী দাসী --- "জনৈক বঙ্গমহিলা" --- "ভারতকুসুম" (কাব্যগ্রন্থ : ১৮৮২)।
২৪) গিরীন্দ্রমোহিনী দাসী --- "জনৈক হিন্দুমহিলা" --- "অবসর বিকাশ : কবিতাবলী, প্রথম খণ্ড" (কাব্যগ্রন্থ : ১৮৮৪)।
২৫) মোক্ষদায়িনী মুখোপাধ্যায় --- "বনপ্রসূন" --- "সফল স্বপ্ন" (উপন্যাস : ১৮৮৪)।
২৬) কৃষ্ণভাবিনী দাস --- "বঙ্গমহিলা" --- "ইংলণ্ডে বঙ্গমহিলা" (ভ্রমণকাহিনি : ১৮৮৫)।
২৭) ইন্দুবালা দাসী --- "একজন হিন্দুমহিলা" --- "বিজ্ঞানকুসুম" (কাব্যগ্রন্থ : ১৮৯৬)।
২৮) ইন্দুবালা দাসী --- "একজন হিন্দুমহিলা" --- "মাতৃভক্তি" (কাব্যগ্রন্থ : ১৮৯৬)।
¤ তথ্যঋণ :-
১) 'আধুনিক বাংলা সাহিত্যের ইতিহাস'(দ্বিতীয় খণ্ড) --- অধ্যাপক তপন কুমার চট্টোপাধ্যায়।
★প্রকাশনা সংস্থা :- 'প্রজ্ঞাবিকাশ', ৯/৩, রমানাথ মজুমদার স্ট্রিট, কলকাতা - ৭০০০০৯।
- আলোচক : সৌম্য মাইতি
- যোগাযোগ : ৬২৯০৩৭৭১৩৪
- S.L.S.T বাংলা অনলাইন ক্লাসে যুক্ত হতে চাইলে ফোন করে যোগাযোগ করুন আমার ৬২৯০৩৭৭১৩৪ নম্বরে, অথবা আমার WhatssApp-তে ম্যাসেজ করুন ৮৭৬৮৮৩০২৩০ নম্বরে। ধন্যবাদ।
Post a Comment