গি দ্য মোপাসাঁর সাহিত্যকর্ম ও গ্রন্থপঞ্জি
(৫ আগস্ট ১৮৫০ --- ২ জানুয়ারি ১৮৯৩)
গুস্তাভ ফ্লবেয়ার, এমিল জোলা, অলফস দোঁদেদের উত্তরসূরী হিসাবে ১৮৮০ খ্রিস্টাব্দে "De-ver" কাব্যগ্রন্থ প্রকাশের মধ্য দিয়ে ফরাসি কবি, গল্পকার ও ঔপন্যাসিক গি দ্য মোপাসাঁ (Guy de Maupassant) সাহিত্য জগতে আত্মপ্রকাশ করেন। অবশ্য এই প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থে তিনি খুব বেশি জনপ্রিয়তা পাননি।
ফরাসি সাহিত্যের প্রথম সার্থক এবং বিশ্বের অন্যতম সর্বশ্রেষ্ঠ ছোটোগল্পকার হলেন গি দ্য মোপাসাঁ (Guy de Maupassant), যার পুরো নাম হেনরি রেনে আলবার্ট গি দ্য মোপাসাঁ (Henry Rene Albert Guy de Maupassant)। তাঁর গল্পের মধ্যেই প্রথম সাধারণ মানুষের সুখ-দুঃখের কথা ফুটে উঠেছে।
মোপাসাঁ বরাবরই স্বল্পভাষী লাজুক স্বভাবের ছিলেন। মায়ের চারিত্রিক বৈশিষ্ট্য অনেকখানিই তাঁর উপর প্রভাব ফেলেছিল। মা ভুগতেন দুরারোগ্য ব্যাধি ম্যালানকোলিয়ায়। গুস্তাভ ফ্লবেয়ার, এমিল জোলা, অলফস দোঁদেদের উত্তরসূরী হিসাবে ১৮৮০ খ্রিস্টাব্দে একটি কাব্যগ্রন্থ "De-ver" প্রকাশের মধ্য দিয়ে তিনি সাহিত্য জগতে পদার্পণ করেন। অবশ্য এই প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থে তিনি খুব বেশি জনপ্রিয়তা পাননি। এ সময় প্যারিশ তরুণ সাহিত্যিকদল একটি সাহিত্যিকদল বের করে একটি সাহিত্যিক-সংকলন "Less Sovressde Medan" নাম দেন। এখানে গি দ্য মোপাসাঁর প্রথম বড়ো গল্প "বুল দ্য সুইফ" ["Boule de suif"] প্রকাশিত হয়। যার পটভূমিতে আছে ফ্রাঙ্ক-প্রুশিয়ান যুদ্ধের একজন বেশ্যার কাহিনি। ১৮৮৩ খ্রিস্টাব্দে আর একটি বিখ্যাত বড়ো গল্প প্রকাশিত হয় "মাদ মোয়াজেল ফিকি"। এরপর ওই বছরেই, অর্থাৎ ১৮৮৩ খ্রিস্টাব্দে মোপাসাঁর প্রথম উপন্যাস "Une vie" প্রকাশিত হয়। এই উপন্যাসটি সরকারি রোষানলের শিকার হয়ে উঠেছিল। এরপর ১৮৮৫ খ্রিস্টাব্দে প্রকাশিত হয় তাঁর দ্বিতীয় উপন্যাস "বেল আমি" ["Bel Ami"] । এটি তাঁর প্রথম উল্লেখযোগ্য ও বিখ্যাত উপন্যাস।বলা হয়ে থাকে ছোটোগল্পকার হিসাবে তিনি যতটুকু পারদর্শী ছিলেন, উপন্যাসে তিনি ততটা ঋজুগতি ধরে রাখতে পারেন নি।
মাত্র এক দশক সাহিত্যচর্চার সুযোগ পান গি দ্য মোপাসাঁ। আর ওই সংক্ষিপ্ত সময়ে তিনি ৬টি উপন্যাস, ৩০০টি ছোটোগল্প, ৩টি ভ্রমণকাহিনি এবং কবিতা রচনা করেন।
¤ গ্রন্থপঞ্জি :-
¤ কাব্যগ্রন্থ :-
১) "De-ver" (১৮৮০)
★তথ্য :- এই কাব্যগ্রন্থ প্রকাশের মধ্য দিয়ে গি দ্য মোপাসাঁ সাহিত্য জগতে আত্মপ্রকাশ করেন। অবশ্য এই প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থে তিনি খুব বেশি জনপ্রিয়তা পাননি।
¤ উপন্যাস :-
১) "Une vie" (১৮৮৩)
★তথ্য :- এটি গি দ্য মোপাসাঁর প্রথম প্রকাশিত উপন্যাস। এই উপন্যাসটি সরকারি রোষানলের শিকার হয়ে উঠেছিল।
২) "Bel Ami" (১৮৮৫)
★তথ্য :- এটি গি দ্য মোপাসাঁর দ্বিতীয় প্রকাশিত উপন্যাস। এছাড়া এটি তাঁর
৩) "Mont-Orial" (১৮৮৭)
৪) "Pierre et Jean" (১৮৮৮)
৫) "Fort Comme la mort" (১৮৮৯)
৬) "Notre Cocur" (১৮৯০)
¤ ছোটোগল্প-সংকলন গ্রন্থ :-
১) "La Maison Tellier" (১৮৮১)
২) "Mademoiselle Fifi" (১৮৮৩)
৩) "Conten de la Becasse" (১৮৮৩)
৪) "Miss Harriet" (১৮৮৪)
৫) "Les Socurs Rondoli" (১৮৮৪)
৬) "Clair du lune" (১৮৮৪)
৭) "Yvette" (১৮৮৪)
৮) "Contes du jour et de la muit" (১৮৮৫)
৯) "Monsieur Parent" (১৮৮৬)
১০) "Lapetite Roque" (১৮৮৬)
১১) "Toine" (১৮৮৬)
১২) "Le Horla" (১৮৮৭)
১৩) "Le Roiser de Madame Husson" (১৮৮৮)
১৪) "La Main gauche" (১৮৮৯)
১৫) "L'Inutile Beaute" (১৮৯০)
¤ উল্লেখযোগ্য ছোটোগল্প :-
১) "নেকলেস"
★তথ্য :- এই গল্পটি বাংলায় অনুবাদ করেছেন --- সাহিত্যিক পূর্ণেন্দু দস্তিদার।
¤ উল্লেখযোগ্য বড়ো গল্প :-
১) "বুল দ্য সুইফ" ["Boule de suif"]
★তথ্য :- এটি গি দ্য মোপাসাঁর প্রথম প্রকাশিত বড়ো গল্প। ফ্রাঙ্ক-প্রুশিয়ান যুদ্ধের একজন বেশ্যার কাহিনি নিয়ে এই গল্পের পটভূমিতে রচিত হয়েছে।
২) "মাদ মোয়াজেল ফিকি" (১৮৮৩)
★তথ্য :- এটি গি দ্য মোপাসাঁর একটি বিখ্যাত বড়ো গল্প।
¤ ভ্রমণকাহিনি :-
১) "Au Soleil" (১৮৮৪)
2) "Sur l'eau"
(১৮৮৮)
3) "La Vie Errante" (১৮৯০)
¤ বাংলা সাহিত্যে প্রভাব :-
বাংলা সাহিত্যে সবচেয়ে বেশি মোপাসাঁ রীতির পরিচয় পাওয়া যায় প্রভাতকুমার মুখোপাধ্যায়ের ছোটোগল্পের মধ্যে। তাই প্রভাতকুমার মুখোপাধ্যায়কে "বাংলার মোপাসাঁ" বলে অভিহিত করা হয়। এছাড়াও বাংলা সাহিত্যে মোপাসাঁ রীতির পরিচয় পাওয়া যায় সুবোধ ঘোষের ছোটোগল্পের মধ্যে। সুবোধ ঘোষের ছোটোগল্পগুলিতে রয়েছে সমাজের প্রতি তীব্র ব্যঙ্গ-বিদ্রুপ ও পরিণতির চমক। সুবোধ ঘোষের "সুন্দরম", "ফসিল", "পরশুরামের কুঠার" প্রভৃতি গল্পের মধ্যে গি দ্য মোপাসাঁর গল্পের মিল খুঁজে পাওয়া যায়।
¤ তথ্যঋণ :-
১) "নতুন দিগন্ত : অনুবাদ ও অনুষঙ্গ" --- অরূপ সিং।
- আলোচক : সৌম্য মাইতি
- যোগাযোগ : ৬২৯০৩৭৭১৩৪
- S.L.S.T বাংলা অনলাইন ক্লাসে যুক্ত হতে চাইলে ফোন করে যোগাযোগ করুন আমার ৬২৯০৩৭৭১৩৪ নম্বরে, অথবা আমার WhatssApp-তে ম্যাসেজ করুন ৮৭৬৮৮৩০২৩০ নম্বরে। ধন্যবাদ।
Post a Comment