NEW :
Loading contents...

কবি ও সাহিত্যিকদের লেখা শ্রেষ্ঠ গ্রন্থ : প্রথম পর্ব

এখানে শুধুমাত্র এস.এল.এস.টি নবম-দশম শ্রেণির কবি ও সাহিত্যিকদের জন্মসাল অনুযায়ী সাজিয়ে তাদের লেখা শ্রেষ্ঠ গ্রন্থগুলির একটি তালিকা সাজিয়ে গুছিয়ে পরপর দেওয়া হল :-

১) মাইকেল মধুসূদন দত্তের শ্রেষ্ঠ কাব্যগ্রন্থ - 'মেঘনাদবধ কাব্য' (১ম খণ্ড : জানুয়ারি ১৮৬১ ও ২য় খণ্ড : জুন ১৮৬১)।

২) মাইকেল মধুসূদন দত্তের শ্রেষ্ঠ ট্র্যাজেডিধর্মী নাটক - 'কৃষ্ণকুমারী' (রচনাকাল : ১৮৬০ ও প্রকাশকাল : ১৮৬১)।

৩) দীনবন্ধু মিত্রের শ্রেষ্ঠ নাটক - 'নীলদর্পণ' (১৮৬০)।

৪) বিহারীলাল চক্রবর্তীর শ্রেষ্ঠ কাব্যগ্রন্থ - 'সারদামঙ্গল' (১৮৭৯)।

৫) বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের শ্রেষ্ঠ মনস্তাত্ত্বিক উপন্যাস - 'বিষবৃক্ষ' (১ জুন ১৮৭৩)।

৬) শ্রীকুমার বন্দ্যোপাধ্যায়ের মতে, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের শ্রেষ্ঠ সামাজিক উপন্যাস - 'কৃষ্ণকান্তের উইল' (সেপ্টেম্বর ১৮৭৮)।

৭) অসিতকুমার বন্দ্যোপাধ্যায়ের মতে, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের শ্রেষ্ঠ ঐতিহাসিক উপন্যাস - 'রাজসিংহ' (১৮৮২)।

৮) বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের শ্রেষ্ঠ প্রবন্ধগ্রন্থ - 'কমলাকান্তের দপ্তর' (১৮৭৫)।

৯) গিরিশচন্দ্র ঘোষের শ্রেষ্ঠ পৌরাণিক নাটক তথা শ্রেষ্ঠ নাট্যরচনা - 'জনা' (২৮ ফেব্রুয়ারি ১৮৯৪)।

১০) গিরিশচন্দ্র ঘোষের শ্রেষ্ঠ সামাজিক নাটক - 'প্রফুল্ল' (২২ আগস্ট ১৮৮৯)।

১১) গিরিশচন্দ্র ঘোষের শ্রেষ্ঠ (কৌতুকপূর্ণ) গীতিনাট্য ও অপেরাধর্মী নাটক - 'আবু হোসেন' বা 'হঠাৎ বাদশাই' (১ জুলাই ১৮৯৩)।

১২) গিরিশচন্দ্র ঘোষের শ্রেষ্ঠ ঐতিহাসিক নাটক - 'সিরাজদ্দৌলা' (১০ জানুয়ারি ১৯০৬)।

১৩) আচার্য জগদীশচন্দ্র বসুর শ্রেষ্ঠ বাংলা প্রবন্ধগ্রন্থ - 'অব্যক্ত' (১৯২১/১৩২৮)।

১৪) 'দেশ' পত্রিকার মতে, বিংশ শতাব্দীর শ্রেষ্ঠ উপন্যাস তথা রবীন্দ্রনাথ ঠাকুরের শ্রেষ্ঠ (স্বদেশচেতনামূলক) উপন্যাস - 'গোরা' (১৯১০/১৩১৬)। 'দেশ' পত্রিকার বিংশ শতাব্দীর শ্রেষ্ঠ ১০০টি উপন্যাসের তালিকায় এই উপন্যাসটি ১ম স্থান অধিকার করে।

১৫) রবীন্দ্রনাথ ঠাকুরের শ্রেষ্ঠ মনস্তাত্ত্বিক উপন্যাস - 'চোখের বালি' (১৯০৩/১৩০৯)।

১৬) রবীন্দ্রনাথ ঠাকুরের শ্রেষ্ঠ রোমান্টিক ও কাব্যধর্মী উপন্যাস - 'শেষের কবিতা' (১৯২৯/১৩৩৬)।

১৭) রবীন্দ্রনাথ ঠাকুরের শ্রেষ্ঠ সাংকেতিক নাটক - 'ডাকঘর' (১৬ জানুয়ারি ১৯১২)।

১৮) রবীন্দ্রনাথ ঠাকুরের শ্রেষ্ঠ রূপক-সাংকেতিক নাটক - 'রক্তকরবী' (১৯২৬/১৩৩৩)।

১৯) দ্বিজেন্দ্রলাল রায়ের শ্রেষ্ঠ কাব্যগ্রন্থ - 'আর্যগাথা' (১ম খণ্ড : ৫ মার্চ ১৮৮২ ও ২য় খণ্ড : ২০ ফেব্রুয়ারি ১৮৯৩)।

২০) দ্বিজেন্দ্রলাল রায়ের শ্রেষ্ঠ ট্র্যাজেডিধর্মী নাটক - 'নুরজাহান' (১৯০৮/১৩১৫)।

২১) দ্বিজেন্দ্রলাল রায়ের শ্রেষ্ঠ ঐতিহাসিক নাটক - 'সাজাহান' (৮ আগস্ট ১৯০৯)।

২২) দ্বিজেন্দ্রলাল রায়ের শ্রেষ্ঠ পৌরাণিক নাটক (নাট্যকাব্য) - 'সীতা' (৬ নভেম্বর ১৯০৮)।

২৩) প্রমথ চৌধুরীর শ্রেষ্ঠ কাব্যগ্রন্থ (কবিতা সংগ্রহ) - 'সনেট-পঞ্চাশৎ' (২৫ মার্চ ১৯১৩)।

২৪) প্রমথ চৌধুরীর শ্রেষ্ঠ প্রবন্ধগ্রন্থ (প্রবন্ধ সংগ্রহ) - 'বীরবলের হালখাতা' (১৯১৭/১৩২৪)। এই গ্রন্থটি তিনি 'বীরবল' ছদ্মনামে রচনা করেন।

২৫) শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের নিজের মতে, তাঁর শ্রেষ্ঠ উপন্যাস - 'গৃহদাহ' (১৯২০/১৩২৬)। এই উপন্যাসটি সম্পর্কে তিনি বলেছেন, - "ওটাই আমার বেস্ট বই। ওটা লিখতেই আমার সবচেয়ে বড়ো শক্তি ব্যয় হয়েছিল বলে আমার বিশ্বাস।" কিন্তু সমালোচকদের মতে, তাঁর শ্রেষ্ঠ উপন্যাস - 'শ্রীকান্ত' (১ম পর্ব : ১৯১৭/১৩২৩, ২য় পর্ব : ১৯১৮/১৩২৫, ৩য় পর্ব : ১৯২৭/১৩৩৩ ও ৪র্থ পর্ব : ১৯৩৩/১৩৩৯)।

২৬) যতীন্দ্রনাথ সেনগুপ্তের শ্রেষ্ঠ কাব্যগ্রন্থ - 'মরীচিকা' (১৯২৩/১৩৩১)।

২৭) সুনীতিকুমার চট্টোপাধ্যায়ের শ্রেষ্ঠ প্রবন্ধগ্রন্থ - 'The Origin of Development of the Bengali Language' অথবা 'O.D.B.L' (১ম ও ২য় খণ্ড : ১৯২৬ এবং ৩য় খণ্ড : ১৯৭১)।

২৮) তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের শ্রেষ্ঠ উপন্যাস - 'গণদেবতা' (১৯৪২/১৩৪৯)।

২৯) তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের শ্রেষ্ঠ প্রবন্ধ-নিবন্ধ (বক্তৃতা ও প্রবন্ধ) - 'রবীন্দ্রনাথ ও বাংলার পল্লী' (১৯৭১/১৩৭৮)।

৩০) বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের শ্রেষ্ঠ উপন্যাস - 'পথের পাঁচালী' (১৯২৯)।

৩১) বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের শ্রেষ্ঠ কিশোরপাঠ্য বা শিশুকিশোর উপন্যাস - 'চাঁদের পাহাড়' (১৯২৭)।

৩২) সমালোচকদের মতে, জীবনানন্দ দাশের শ্রেষ্ঠ কাব্যগ্রন্থ - 'বনলতা সেন' (১৯৪২/১৩৪৯)। এছাড়া তাঁর অন্যতম শ্রেষ্ঠ কাব্যগ্রন্থ - মরণোত্তর প্রকাশিত 'রূপসী বাংলা' (রচনাকাল : ১৯৩৪ ও প্রকাশকাল : ১৯৫৭)।

৩৩) বলাইচাঁদ মুখোপাধ্যায়ের শ্রেষ্ঠ কাব্যধর্মী উপন্যাস - 'মানসপুর' (১৯৬৬)।

৩৪) কাজী নজরুল ইসলামের শ্রেষ্ঠ কাব্যগ্রন্থ - 'অগ্নিবীণা' (১৯২২/১৩২৯)।

৩৫) কাজী নজরুল ইসলামের শ্রেষ্ঠ উপন্যাস (পত্রোপন্যাস) - 'বাঁধনহারা' (১৯২৭/১৩৩৪)।

৩৬) প্রমথনাথ বিশীর মতে, সৈয়দ মুজতবা আলীর শ্রেষ্ঠ গ্রন্থ (ভ্রমণকাহিনি) - 'দেশে বিদেশে' (১৯৪৯/১৩৫৬)।

৩৭) প্রেমেন্দ্র মিত্রের শ্রেষ্ঠ কাব্যগ্রন্থ - 'সাগর থেকে ফেরা' (১৯৫৬)।

৩৮) সতীনাথ ভাদুড়ীর নিজের মতে, তাঁর শ্রেষ্ঠ উপন্যাস - 'ঢোঁড়াই চরিত মানস' (১ম চরণ : ১৯৪৯/১৩৫৬ ও ২য় চরণ : ১৯৫১/১৩৫৮)। কিন্তু সমালোচকদের মতে, তাঁর শ্রেষ্ঠ উপন্যাস - 'জাগরী' (অক্টোবর ১৯৪৫)।

৩৯) লীলা মজুমদারের শ্রেষ্ঠ (ছোটোদের) উপন্যাস - 'হলদে পাখির পালক' (১৯৫৭)।

৪০) লীলা মজুমদারের শ্রেষ্ঠ গল্পগ্রন্থ - 'পদিপীসির বর্মিবাক্স' (১৯৫৩)।

৪১) লীলা মজুমদারের শ্রেষ্ঠ নাটক - 'বক-বধ পালা' (রচনাকাল : ১৯৫৭ ও প্রকাশকাল : ১৯৫৯)।

৪২) লীলা মজুমদারের শ্রেষ্ঠ স্মৃতিচারণামূলক গ্রন্থ - 'আর কোনোখানে' (১৯৬৭)।

৪৩) লীলা মজুমদারের শ্রেষ্ঠ প্রবন্ধ-নিবন্ধ (আত্মজীবনীমূলক গ্রন্থ) - 'পাকদণ্ডী' (১৯৮৬)।

৪৪) মানিক বন্দ্যোপাধ্যায়ের শ্রেষ্ঠ উপন্যাস - জীবনীকারদের মতে, 'পুতুলনাচের ইতিকথা' (১৯৩৬/১৩৪৩)। কারণ এটি তাঁর অন্যান্য উপন্যাসের থেকে গঠনগত, পরিকাঠামোগত ও চারিত্রিক বৈশিষ্ট্যের দিক থেকে অনেক উন্নত। কিন্তু সমালোচকদের মতে, 'পদ্মানদীর মাঝি' (১৯৩৬/১৩৪৩)। কারণ এটি সর্বাধিক পঠিত, আলোচিত ও একাধিক বিদেশি ভাষায় অনূদিত জনপ্রিয় একটি উপন্যাস।

৪৫) বুদ্ধদেব বসুর শ্রেষ্ঠ কাব্যগ্রন্থ - 'বন্দীর বন্দনা' (১৯৩০)।

৪৬) বুদ্ধদেব বসুর শ্রেষ্ঠ উপন্যাস - 'তিথিডোর' (১৯৪৯)।

৪৭) বুদ্ধদেব বসুর শ্রেষ্ঠ নাটক (কাব্যনাট্য) - 'তপস্বী ও তরঙ্গিনী' (১৯৬৬)।

৪৮) আশাপূর্ণা দেবীর শ্রেষ্ঠ উপন্যাস - 'প্রথম প্রতিশ্রুতি' (১৯৬৪/১৩৭১)।

৪৯) বিষ্ণু দে-র শ্রেষ্ঠ কাব্যগ্রন্থ - 'স্মৃতি সত্তা ভবিষ্যত' (১৯৬৪/১৩৭১)।

৫০) বিনয় ঘোষের শ্রেষ্ঠ প্রবন্ধগ্রন্থ - 'পশ্চিমবঙ্গের সংস্কৃতি' (১৯৫৭)।

৫১) সুভাষ মুখোপাধ্যায়ের শ্রেষ্ঠ কাব্যগ্রন্থ - 'পদাতিক' (১৯৪০/১৩৪৬)।

৫২) সুভাষ মুখোপাধ্যায়ের শ্রেষ্ঠ (রিপোর্টাজ ও ভ্রমণ সাহিত্যমূলক) গদ্যগ্রন্থ - 'আমার বাংলা' (১৯৫১/১৩৫৮)।

৫৩) সুভাষ মুখোপাধ্যায়ের ছোটোদের জন্য লেখা শ্রেষ্ঠ গদ্যগ্রন্থ - 'বাঙালীর ইতিহাস [সংক্ষেপে ডক্টর নীহাররঞ্জন রায়-এর 'বাঙালীর ইতিহাস-আদিপর্ব']'।

৫৪) সুভাষ মুখোপাধ্যায়ের শ্রেষ্ঠ ছড়াজাতীয় গ্রন্থ - 'মিউ-এর জন্য ছড়ানো ছিটানো' (জানুয়ারি ১৯৮০)।

৫৫) সুভাষ মুখোপাধ্যায়ের শ্রেষ্ঠ উপন্যাস - 'হাংরাস' (১৯৭৩/১৩৮০)।

৫৬) সুভাষ মুখোপাধ্যায়ের শ্রেষ্ঠ জীবনীমূলক (আত্মজীবনীমূলক) গ্রন্থ - 'আমাদের সবার আপন ঢোলগোবিন্দর আত্মদর্শন' (১৯৮৭/১৩৯৪)।

৫৭) সমরেশ বসুর শ্রেষ্ঠ (আঞ্চলিক) উপন্যাস - 'গঙ্গা' (১৯৫৭)। 'দেশ' পত্রিকার বিংশ শতাব্দীর শ্রেষ্ঠ ১০০টি উপন্যাসের তালিকায় এই উপন্যাসটি ২৪তম উপন্যাস হিসেবে স্বীকৃতি পায়।

৫৮) 'কালকূট' ছদ্মনামে রচিত সমরেশ বসুর শ্রেষ্ঠ উপন্যাস - 'শাম্ব' (১৯৭৮/১৩৮৫)।

৫৯) সমালোচকদের মতে, মহাশ্বেতা দেবীর শ্রেষ্ঠ (ঐতিহাসিক) উপন্যাস - 'অরণ্যের অধিকার' (১৯৭৭/১৩৮৪)।

৬০) মহাশ্বেতা দেবীর শ্রেষ্ঠ রাজনৈতিক উপন্যাস - 'হাজার চুরাশির মা' (আগস্ট ১৯৭৪)।

 ¤ তথ্যঋণ :-  'বাংলা সাহিত্যিক চরিতমালা' (আধুনিক যুগ : প্রথম খণ্ড) [সেপ্টেম্বর ২০২১] --- সৌম্যদীপ মাইতি, সাজিদুল মণ্ডল ও সপ্তদীপ ঘোষ।

  ¤ আরও দেখুন :-  



  • আলোচক : সৌম্য মাইতি
  • যোগাযোগ : ৬২৯০৩৭৭১৩৪
  • S.L.S.T  বাংলা অনলাইন ক্লাসে যুক্ত হতে চাইলে ফোন করে যোগাযোগ করুন আমার ৬২৯০৩৭৭১৩৪ নম্বরে, অথবা আমার WhatssApp-তে ম্যাসেজ করুন ৮৭৬৮৮৩০২৩০ নম্বরে। কারণ আমার এখন নতুন ব্যাচে ভর্তি চলছে। এখানে উপরোক্ত প্রশ্নগুলোর মতো সঠিক তথ্যসহকারে ১ নম্বরের পাশাপাশি ২ নম্বরের ডেসক্রিপটিভ প্রশ্নোত্তরও করানো হয়। ধন্যবাদ।

This is a premium content, you can continue reading this content in our Android App. Click the button below to continue. alert-info

Post a Comment

Previous Post Next Post