NEW :
Loading contents...

   'কর্ভাস' গল্প : গল্পকার সত্যজিৎ রায়   

      (নবম শ্রেণি --- 'সাহিত্য সঞ্চয়ন')

) 'কর্ভাস' গল্পটির রচয়িতা হলেন --- গল্পকার সত্যজিৎ রায়।

) 'কর্ভাস' গল্পটির উৎস --- সত্যজিৎ রায় রচিত 'কর্ভাস' কাহিনিটি ১৩৭৯ বঙ্গাব্দে (১৯৭২ খ্রিস্টাব্দ) আনন্দমেলা 'পূজাবার্ষিকী' পত্রিকায় প্রথম প্রকাশিত হয়। পরবর্তীকালে এই কাহিনিটি 'শঙ্কুসমগ্র' গ্রন্থে সংকলিত হয়।

) ছেলেবেলায় প্রোফেসর শঙ্কুর বাড়িতে কোন্ পোষা পাখি ছিল?
*
উত্তর --- ময়না।

) প্রোফেসর শঙ্কুর পোষা ময়না একদিন __________________________ বলে চেঁচিয়ে উঠেছিল। --- ভূমিকম্প, ভূমিকম্প।

) প্রোফেসর শঙ্কুর পোষা বিড়ালের নাম হল --- নিউটন।

) কোন্ পাখি মাটিতে বাসা বাঁধে?
*
উত্তর --- ম্যালি-ফাউল।

) ম্যালি-ফাউল ডিম ফুটে বাচ্চা বেরোনোর জন্য তাদের বাসার ভিতরের তাপমাত্রা কত রাখে?
*
উত্তর ---- আটাত্তর ডিগ্রি ফারেনহাইট।

) কোন্ পাখি নিজেদের পালক ছিঁড়ে খায় শাবকদেরও খাওয়ায়?
*
উত্তর --- গ্রিব।

) 'কর্ভাস' গল্পে প্রোফেসর শঙ্কুর তৈরি যন্ত্রটির নাম হল --- অরনিথন।

১০) 'কর্ভাস' গল্পে প্রোফেসর শঙ্কুর তৈরি যন্ত্রটির কাজ হল --- পাখিকে পড়ানো।

১১) সব পাখির মধ্যে কোন্ বিশেষ পাখি বিশেষভাবে প্রোফেসর শঙ্কুর দৃষ্টি আকর্ষণ করেছিল?
*
উত্তর --- কাক।

১২) প্রোফেসর শঙ্কু কাকটিকে প্রথম কী শেখাতে শুরু করেন?
*
উত্তর --- সহজ বাংলা।

১৩) কর্ভাস কোন্ জাতীয় পাখির ল্যাটিন নাম?
*
উত্তর --- কাক।

১৪) প্রোফেসর শঙ্কু তাঁর ছাত্র কাকটিকে কী নামে ডাকতেন?
*
উত্তর --- কর্ভাস।

১৫) কর্ভাসের ট্রেনিং-এর সময় ছিল --- সকাল আটটা থেকে -টা।

১৬) প্রোফেসর শঙ্কুর পক্ষীবিজ্ঞানী বন্ধুর নাম কী?
*
উত্তর --- রিউফাস গ্রেনফেল।

১৭) সারা বিশ্বের পক্ষীবিজ্ঞানীদের কনফারেন্স কোথায় হয়েছিল?
*
উত্তর --- চিলির রাজধানী সানতিয়াগোতে।

১৮) প্রোফেসর শঙ্কুর ভৃত্যের নাম হল --- প্রহ্লাদ।

১৯) প্রোফেসর শঙ্কুর দেরাজের মধ্যে কী রয়ে গিয়েছিল?
*
উত্তর --- পাসপোর্ট।

২০) কত তারিখে সানতিয়াগোর সম্মেলনে প্রোফেসর শঙ্কু বক্তৃতা দিয়েছিলেন?
*
উত্তর --- ১৪ নভেম্বর।

২১) সানতিয়াগোর কোন্ সংবাদপত্রে কর্ভাসের খর বেরিয়েছিল?
*
উত্তর --- কোরিয়েরে দেল সানতিয়াগো।

২২) পক্ষিবিজ্ঞানীদের কনফারেন্স-এর চেয়ারম্যান ছিলেন --- কোভারুবিয়াস।

২৩) 'কর্ভাস' গল্পে আর্গাস ছিলেন --- চিলিয়ান জাদুকর।

২৪) আর্গাস তাঁর ম্যাজিকে ব্যবহার করতেন --- নানারকম পাখি।

২৫) আর্গাসের চশমার পাওয়ার ছিল --- মাইনাস কুড়ি।

২৬) আর্গাস হোটেলের ঘরে ঢোকার পর প্রোফেসর শঙ্কু তাঁর পকেটে দেখতে পান --- 'কোরিয়েরে দেল সানতিয়াগো'- সান্ধ্য সংস্করণ।

২৭) গ্রিক উপকথায় যে কীর্তিমান পুরুষের উল্লেখ পাওয়া যায়, তাঁর নাম --- আর্গাস।

২৮) কর্ভাসের কীর্তি দেখে আর্গাসের মুখ থেকে কোন্ শব্দ উচ্চারিত হয়?
*
উত্তর --- ম্যানিফিকো।

২৯) 'কর্ভাস' গল্পে স্প্যানিশ শব্দ 'ম্যানিফিকো'- অর্থ কী?
*
উত্তর --- চমকপ্রদ, অসামান্য।

৩০) আর্গাস কর্ভাসকে পাওয়ার জন্য প্রোফেসর শঙ্কুকে কত টাকা দিতে চেয়েছিলেন?
*
উত্তর --- দশ হাজার এসকুডো।

৩১) 'দশ হাজার এসকুডো' মানে কত টাকা?
*
উত্তর --- পনেরো হাজার টাকা।

৩২) হোটেলের ঘর থেকে কবে কর্ভাস উধাও হয়ে যায়?
*
উত্তর --- ১৬ নভেম্বর।

৩৩) হোটেলের কত নম্বর ঘরে প্রোফেসর শঙ্কু কর্ভাসকে রেখেছিলেন?
*
উত্তর --- একাত্তর নম্বর।

৩৪) "দরজায় চাবি লাগাতেই বুঝলাম, সেটার প্রয়োজন হবে না," - কারণ --- দরজা খোলা।

৩৫) আর্গাস কোন্ গাড়ি করে কর্ভাসকে নিয়ে গিয়েছিলেন?
*
উত্তর --- সিলভার ক্যাডিলাকে।

৩৬) কত বছর বয়স থেকে আর্গাস ম্যাজিক দেখতে শুরু করেন?
*
উত্তর --- উনিশ বছর।

৩৭) কত বছর হল আর্গাস পাখি নিয়ে ম্যাজিক দেখাতে শুরু করেন?
*
উত্তর --- চার বছর।

৩৮) আর্গাস ছাড়া সানতিয়াগোতে আর কার সিলভার ক্যাডিলাক গাড়ি আছে?
*
উত্তর --- ব্যাংকার গালদামেসের।

৩৯) " সংকটে আর্গাসের কোনও ভেলকিই কাজ করবে না।" - কারণ --- আর্গাসের চশমা খোয়া গেছে।

৪০) 'কর্ভাস' গল্পে আর্গাসের কীভাবে খোয়া যায়?
*
উত্তর --- কর্ভাস তার ঠোঁটে করে চশমাটি তুলে নেয়।

৪১) আর্গাসের মাইনাস কুড়ি পাওয়ারের কুড়ি পাওয়ারের চশমাটা ছিল --- সোনার।

৪২) "সে পাখি উধাও হয়ে গেল!" --- কোন্ পাখি?
*
উত্তর --- কর্ভাস।

৪৩) সাহিত্যিক সত্যজিৎ রায়ের 'কর্ভাস গল্পটি কত বঙ্গাব্দে প্রকাশিত হয়?
*
উত্তর --- ১৩৭৯ বঙ্গাব্দে।

৪৪) গল্পকার সত্যজিৎ রায়ের 'কর্ভাস' গল্পটি প্রথম প্রকাশিত হয় --- আনন্দমেলা 'পূজাবার্ষিকী' পত্রিকায়      

৪৫) ছেলেবেলায় প্রোফেসর শঙ্কুর পাখি সম্পর্কে কী ধারণা ছিল?
*
উত্তর --- পাখি কথা বললেও সেই কথার মানে বোঝে না।

৪৬) ছেলেবেলায় প্রোফেসর শঙ্কু কাকে একশোর উপর বাংলা শব্দ উচ্চারণ করতে শিখিয়েছিলেন?
*
উত্তর --- তাঁর বাড়ির পোষা ময়নাকে।

৪৭) প্রোফেসর শঙ্কুর পোষা বিড়ালের নাম কী? সে কী পছন্দ করে না?
*
উত্তর --- নিউটন। সে একেবারেই পাখি পছন্দ করে না।

৪৮) অস্ট্রেলিয়ার কোন্ পাখি মাটিতে বাসা বাঁধে?
*
উত্তর --- অস্ট্রেলিয়ায় ম্যালি-ফাউল নামে একরকম পাখি আছে যারা মাটিতে বালি, মাটি আর উদ্ভিজ্জ দিয়ে বাসা বাঁধে।

৪৯) ম্যালি-ফাউল পাখি ডিমে তা না দেওয়া সত্ত্বেও কী উপায়ে ডিম ফুটে বাচ্চার বেরোয়?
*
উত্তর --- ম্যালি-ফাউল আশ্চর্য উপায়ে তার বাসার ভিতরের তাপমাত্রা আটাত্তর ডিগ্রি ফারেনহাইট রাখায় তা না দিয়েও ডিম ফোটাতে পারে।

৫০) কোন্ পাখি নিজেদের পালক ছিঁড়ে খায় শাবকদের খাওয়ায়?
*
উত্তর --- গ্রিব নামের এক ধরনের পাখি।

৫১) সব পাখির মধ্যে কোন পাখি বিশেষভাবে প্রোফেসর শঙ্কুর দৃষ্টি আকর্ষণ করেছিল?
*
উত্তর --- একটি কাক।

৫২) প্রোফেসর শঙ্কু কোন্ যন্ত্র নিয়ে কাজ করেছিলেন? যন্ত্রটির নাম কী?
*
উত্তর --- পাখি পড়ানোর যন্ত্র নিয়ে। তাঁর এই যন্ত্রটির নাম হল 'অরনিথন'

৫৩) প্রোফেসর শঙ্কু কাকটিকে আলাদাভাবে কী করে চিনতেন?
*
উত্তর --- কাকটির ডান চোখের নীচে একটা সাদা ফুটকি থাকায় এবং তার হাবভাব অন্যরকম হওয়ায় প্রোফেসর শঙ্কু তাকে চিনতে পারতেন।

৫৪) কবে, কোথায় সারা বিশ্বের পক্ষীবিজ্ঞানীদের একটা কনফারেন্স ছিল?
*
উত্তর --- নভেম্বর মাসে চিলির রাজধানী সানতিয়াগো শহরে।

৫৫) প্রোফেসর শঙ্কুর পক্ষীবিজ্ঞানী বন্ধুর নাম কী? তিনি কোথায় থাকেন?
*
উত্তর - বিউফাস গ্রেনফেল। তিনি মিনেসোটাতে থাকেন।

৫৬) "আমার ছাত্রটিকে আমি ওই নামেই ডাকছি।" --- ছাত্রটি কে? প্রোফেসর শঙ্কু তাকে কী নামে ডাকতেন?
*
উত্তর --- ছাত্রটি হল প্রোফেসর শঙ্কুর পোষা একটি বুদ্ধিমান কাক। প্রোফেসর শঙ্কু তাকে 'কর্ভাস' নামে ডাকতেন।

৫৭) কর্ভাস প্রোফেসর শঙ্কুর 'অরনিথন' যন্ত্রের সাহায্যে কী কী শিখেছিল?
*
উত্তর --- বাংলা ইংরেজি ভাষাসহ অঙ্ক, জ্যামিতি, ইতিহাস, ভূগোল, পদার্থবিজ্ঞান, রসায়ন ইত্যাদি শিখেছিল।

৫৮) কর্ভাসের মধ্যে যে মানবসুলভ বুদ্ধি জেগে উঠেছিল, তার উদাহরণ পাওয়া যায় কোন্ ঘটনায়?
*
উত্তর --- চিলির রাজধানী সানতিয়াগো যাবার জন্য প্রোফেসর শঙ্কুর সুটকেস গোছানোর শেষে ঠোঁটে করে চাবি এগিয়ে দেওয়াই কর্ভাসের মানবসুলভ বুদ্ধির প্রকাশ।

৫৯) কর্ভাস কীভাবে প্রোফেসর শঙ্কুকে তাঁর পাসপোর্টের কথা মনে করিয়ে দিয়েছিল?
*
উত্তর --- প্রথমে খাঁচায় ছটফট করে এবং পরে ঠোঁট দিয়ে দেরাজে টোকা মেরে।

৬০) সানতিয়াগোর কোন্ কাগজে কর্ভাসের খবর কী ছবি বেরিয়েছিল?
*
উত্তর --- কোরিয়েরে দল সানতিয়াগো- সান্ধ্য সংস্করণে কর্ভাসের খবর একটা ছবি বেরিয়েছিল।

৬১) মিটিং-এর পর প্রোফেসর শঙ্কু কাদের সাথে সানতিয়াগো শহরটা দেখতে বেরিয়েছিলেন?
*
উত্তর --- তাঁর বন্ধু রিউফাস গ্রেনফেল সম্মেলনের চেয়ারম্যান সিনিয়র কোভারুবিয়াসের সঙ্গে শহর দেখতে বেরিয়েছিলেন।

৬২) কোন্ পর্বতশ্রেণি চিলি আর্জেন্টিনার মধ্যে প্রাচীরের মতো দাঁড়িয়ে আছে?
*
উত্তর --- পূর্বদিকে আন্ডিজ (আন্দিজ) পর্বতশ্রেণি।

৬৩) প্রোফেসর শঙ্কু চিলিতে গিয়ে কার ম্যাজিক দেখেছিলেন? তাঁর ম্যাজিকের বিশেষত্ব কী ছিল?
*
উত্তর --- চিলিয়ান জাদুকর আর্গাসের ম্যাজিক দেখেছিলেন। তাঁর ম্যাজিকের বিশেষত্ব হল তিনি ম্যাজিকে নানা ধরনের পাখি ব্যবহার করতেন।

৬৪) "নামটা শুনে বাধ্য হয়েই ভদ্রলোককে উপরে আসতে বলতে হল" --- কোন্ নাম?
*
উত্তর --- নামটি হল আর্গাস। ইনি হলেন বিখ্যাত চিলিয়ান জাদুকর। ইনি রাতে হোটেলে প্রোফেসর শঙ্কুর সাথে দেখা করতে এসেছিলেন।

৬৫) "সেই কীর্তিমান পুরুষটির সঙ্গে পাখির একটা সম্পর্ক রয়েছে।" --- কার কথা বলা হয়েছে?
*
উত্তর --- এখানে গ্রিক উপকথায় উল্লিখিত সর্বাঙ্গে সহস্র চোখ-বিশিষ্ট আর্গাস নামের কীর্তিমান পুরুষের কথা বলা হয়েছে।

৬৬) "বেশ তো --- তাই হোক...." --- কী হয়েছিল?
*
উত্তর --- আর্গাসের অনুরোধে প্রোফেসর শঙ্কু খাঁচার দরজা খোলায় কর্ভাস বেরিয়ে ঠোঁটের ঠোকরে টেবিল ল্যাম্পটা নিবিয়ে দিয়ে খাঁচায় ঢুকে গিয়েছিল।

৬৭) কর্ভাসের কীর্তি দেখে চিলিয়ান জাদুকর আর্গাস কোন্ স্প্যানিশ শব্দ উচ্চারণ করেছিলেন? তার অর্থ কী?
*
উত্তর --- 'ম্যানিফিকো' শব্দটি উচ্চারণ করেছিলেন। তার অর্থ হল চমকপ্রদ, অসামান্য।

৬৮) "সেই থেকেই ময়ূরের লেজে চাকা চাকা দাগ।" --- কখন থেকে?
*
উত্তর --- গ্রিক উপকথা অনুসারে দেবী হেরা আর্গাসের সহস্র চোখ ময়ূরের লেজে বসানোর সময় থেকেই তাতে চাকা চাকা দাগ দেখা যায়।

৬৯) "ওই পাখি আমার চাই... আমার চাই... আমার চাই..." --- কে, কার কাছে কোন্ পাখি চেয়েছিলেন?
*
উত্তর --- চিলিয়ান জাদুকর আর্গাস প্রোফেসর শঙ্কুর কাছ থেকে তাঁর পোষা বুদ্ধিধর কাক কর্ভাসকে চেয়েছিলেন।

৭০) আর্গাস তাঁর ক্রোড়পতি হওয়ার প্রমাণ হিসেবে কী কী উদাহরণ দিয়েছিলেন?
*
উত্তর --- আর্গাস বলেছিলেন যে তাঁর পঞ্চাশ কামরাবিশিষ্ট প্রাসাদ রয়েছে। বাড়িতে ছাব্বিশ জন চাকর আর চারটে ক্যাডিলাক গাড়ি রয়েছে।

৭১) কর্ভাসকে পাওয়ার জন্য আর্গাস প্রোফেসর শঙ্কুকে কত টাকা দিতে চেয়েছিলেন?
*
উত্তর --- দশ হাজার এসকুডো টাকা।

৭২) 'দশ হাজার এসকুডো' টাকা বলতে কত টাকা বোঝানো হয়েছে?
*
উত্তর --- পনেরো হাজার টাকা।

৭৩) কোন্ জাপানি পক্ষিবিজ্ঞানীর ভাষণের সময় কর্ভাস চেয়ারের হাতলে ঠোঁটতালি দিতে শুরু করেছিল?
*
উত্তর --- জাপানি পক্ষিবিজ্ঞানী তোমাসাকা মোরিমোতোর ক্লান্তিকর ভাষণের সময় কর্ভাস চেয়ারের হাতলে ঠোঁটতালি দিতে শুরু করেছিল।

৭৪) "মুহূর্তের মধ্যে একটা চরম বিপদের আশঙ্কা আমার রক্ত জল করে দিল।" --- কোন্ বিপদের আশঙ্কা?
*
উত্তর --- হোটেলের ঘরের দরজা খোলা দেখে প্রোফেসর শঙ্কুর মনে এই আশঙ্কা হয় যে নিশ্চয়ই কর্ভাস চুরি হয়ে গেছে।

৭৫) আর্গাসের আসল নাম কী?
*
উত্তর --- চিলিয়ান জাদুকর আর্গাসের আসল নাম হল দ্যেমিনগো বার্তেলেমে সারমিয়েনতো।

৭৬) আর্গাস কত বছর বয়স থেকে ম্যাজিক দেখাতে আরম্ভ করেন?
*
উত্তর --- উনিশ বছর বয়স থেকে।

৭৭) আর্গাসের ক্যাডিলাক গাড়ি কোন্ পথে গিয়েছিল বলে জানা যায়?
*
উত্তর --- আর্গাসের ক্যাডিলাক গাড়ি হাইওয়ে থেকে পশ্চিমে ভালপারাইজোর উদ্দেশ্যে গিয়েছিল বলে জানা যায়।

৭৮) "কিন্তু সামনে ওটা কী?" --- সামনে কী ছিল?
*
উত্তর --- হাইওয়েতে প্রোফেসর শঙ্কুদের গাড়ি থেকে সিকি মাইল দূরে আর্গাসের সিলভার ক্যাডিলাক গাড়ি গাছে ধাক্কা খেয়ে একপাশে বেঁকে দাঁড়িয়েছিল।

৭৯) চিলির রাজধানী সানতিয়াগোতে আর্গাস ছাড়া আর কার সিলভার ক্যাডিলাক গাড়ি ছিল?
*
উত্তর --- ব্যাংকার সিনিয়র গালদামেসের।

৮০) "..... নরকবাস আছে তোর কপালে....." --- কে, কার সম্পর্কে এই উক্তি করেছিলেন?
*
উত্তর --- চিলিয়ান জাদুকর আর্গাস প্রোফেসর শঙ্কুর পোষা বুদ্ধিমান কাক কর্ভাসের সম্পর্কে এই উক্তি করেছিলেন।

৮১) "আমি যে কিছুই দেখতে পাচ্ছি না।" --- কে, কেন কিছু দেখতে পাচ্ছিলেন না?
*
উত্তর --- কর্ভাস জাদুকর আর্গাসের মাইনাস কুড়ি পাওয়ারের চশমাটি ঠোঁটে করে উড়ে পালানোয় তিনি কিছুই দেখতে পাচ্ছিলেন না।

৮২) "এইবার বুঝলাম তার দশাটা।" --- কার, এখানে কোন্ দশার কথা বলা হয়েছে?
*
উত্তর --- আর্গাসের মাইনাস কুড়ি পাওয়ারের চশমাটি খোয়া যাওয়ায় তাঁর অন্ধের মতো অবস্থা হয়েছিল। এখানে সেই দশার কথা বলা হয়েছে।

৮৩) প্রোফেসর শঙ্কুরা শেষে কর্ভাসকে কোথায় দেখতে পেলেন?
*
উত্তর --- প্রোফেসর শঙ্কুরা শেষে কর্ভাসকে রাস্তার উলটো দিকে একটা ন্যাড়া অ্যাকেসিয়া গাছের সবচেয়ে উঁচু ডালে নিশ্চিন্তভাবে বসে থাকতে দেখলেন।

৮৪) চিলিয়ান জাদুকর আর্গাসের চশমা কোথায় খোয়া গিয়েছিল?
*
উত্তর --- প্রোফেসর শঙ্কুর পোষা বুদ্ধিমান কাক কর্ভাস বুদ্ধি করে তার ঠোঁট দিয়ে চিলিয়ান জাদুকর আর্গাসের চোখ থেকে চশমাটি তুলে নিয়েছিল। এভাবেই সেটি খোয়া গিয়েছিল।

  ¤ তথ্যঋণ :-   'বাংলা শিক্ষক' (নবম শ্রেণি) --- ড. অমল পাল ও ড. প্রিয়তোষ বসু।

★প্রকাশনা সংস্থা :- 'ছায়া প্রকাশনী', কলকাতা।

  • আলোচক : সৌম্য মাইতি
  • যোগাযোগ : ৬২৯০৩৭৭১৩৪
  • S.L.S.T  বাংলা অনলাইন ক্লাসে যুক্ত হতে চাইলে ফোন করে যোগাযোগ করুন আমার ৬২৯০৩৭৭১৩৪ নম্বরে, অথবা আমার WhatssApp-তে ম্যাসেজ করুন ৮৭৬৮৮৩০২৩০ নম্বরে। ধন্যবাদ।

This is a premium content, you can continue reading this content in our Android App. Click the button below to continue. alert-info

Post a Comment

Previous Post Next Post