NEW :
Loading contents...

 কয়েকজন সাহিত্যিকের বিভিন্ন রচনার পূর্বনাম 

                         [প্রথম পর্যায়]

 ক। মাইকেল মধুসূদন দত্ত (১৮২৪-১৮৭৩) :- 

) "বুড়ো শালিকের ঘাড়ে রোঁ" (প্রহসন : ১৮৬০) --- "ভগ্ন শিবমন্দির"

) "ব্রজাঙ্গনা" (ওড জাতীয় কাব্যগ্রন্থ : ১৮৬১) --- "রাধাবিরহ"

) "মায়াকানন" (মরণোত্তর  রূপক নাটক : ১৪ মার্চ ১৮৭৪) --- "সুভদ্রা"

★এই নাটকটি সমাপ্ত করেন :- ভুবনচন্দ্র মুখোপাধ্যায়।

) "আশার ছলনে ভুলি" (গীতকবিতা) --- "আত্মবিলাপ"

 খ। রবীন্দ্রনাথ ঠাকুর (১৮৬১-১৯৪১) :- 

) "চোখের বালি" (উপন্যাস : ৫ এপ্রিল ১৯০৩/১৩০৯) --- "বিনোদিনী" 

) "বলাকা" (কাব্যগ্রন্থ : ১৯১৬/জ্যৈষ্ঠ ১৩২৩) --- "ঝড়ের খেয়া"

) "যোগাযোগ" (উপন্যাস : ১৯২৯/আষাঢ় ১৩৩৬) --- "তিনপুরুষ"

) "শেষের কবিতা" (উপন্যাস : ১৯২৯/ভাদ্র ১৩৩৬) --- "মিতা"

) "রূপনারানের কূলে" (কবিতা : ১৩ মে ১৯৪১) --- "কঠিনেরে ভালোবাসিলাম"

এই কবিতাটি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের "শেষ লেখা" (১৯৪১/ভাদ্র ১৩৪৮) কাব্যগ্রন্থের ১১ সংখ্যক কবিতা। এই কাব্যগ্রন্থ সম্পর্কে শ্রীরথীন্দ্রনাথ ঠাকুর লিখেছেন, --- "এই গ্রন্থের নামকরণ পিতৃদেব করিয়া যাইতে পারেন নাই....।"

 গ। শরৎচন্দ্র চট্টোপাধ্যায় (১৮৭৬-১৯৩৮) :- 

) "বড়দিদি" (উপন্যাস : ৩০ সেপ্টেম্বর ১৯১৩/১৩২০) --- "শিশু"

) "পল্লীসমাজ" (উপন্যাস : ১৫ জানুয়ারি ১৯১৬/মাঘ ১৩২২) --- "রমা" 

) "শ্রীকান্ত" (উপন্যাস : প্রথম খণ্ড : ১৯১৭/১৩২৩, দ্বিতীয় খণ্ড : ১৯১৮/১৩২৫, তৃতীয় খণ্ড : ১৯২৭/১৩৩৩ এবং চতুর্থ খণ্ড : ১৯৩৩/১৩৩৯) --- "শ্রীকান্তের ভ্রমণ কাহিনী" 

ঘ। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় (১৮৯৪-১৯৫০) :- 

) "অপরাজিত" (উপন্যাস : প্রথম খণ্ড : ১৯৩২ দ্বিতীয় খণ্ড : ১৯৩২) --- "আলোর সারথি"

) "দেবযান" (উপন্যাস : ১৯৪৪) --- "দেবতার ব্যথা"

 ঙ। তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় (১৮৯৮-১৯৭১) :- 

) "চৈতালি ঘূর্ণি" (উপন্যাস : অক্টোবর ১৯৩১/আশ্বিন ১৩৩৮) --- "শ্মশানের পথে"

) "প্রেম প্রয়োজন" (উপন্যাস : ১০ জুলাই ১৯৩৬/আষাঢ় ১৩৪২) --- "বেনের বেসাতী"

) "আগুন" (উপন্যাস : ৯ অক্টোবর ১৯৩৭/১৩৪৪) --- "কালপুরুষ"

) "ধাত্রীদেবতা" (উপন্যাস : ৭ অক্টোবর ১৯৩৯/আশ্বিন ১৩৪৬) --- "জমিদারের মেয়ে"

) "গণদেবতা" (উপন্যাস : অক্টোবর ১৯৪২/আশ্বিন ১৩৪৯) --- "চণ্ডীমণ্ডপ"

) "আরোগ্য নিকেতন" (উপন্যাস : ১৯৫৩/চৈত্র ১৩৫৯) --- "ঞ্জীবন ফার্মেসি"

 চ। জীবনানন্দ দাশ (১৮৯৯-১৯৫৪) :- 

) "রূপসী বাংলা" (মরণোত্তর প্রকাশিত কাব্যগ্রন্থ : রচনাকাল - ১৯৩৪ প্রকাশকাল - ১৯৫৭) --- "বাংলার ত্রস্ত নিলীমা" 

) "শ্বেতপত্র" (কবিতা) --- "সবিতা"

★এই কবিতাটি কবি জীবনানন্দ দাশের "বনলতা সেন" (ডিসেম্বর ১৯৪২/পৌষ ১৩৪৯) কাব্যগ্রন্থের অন্তর্ভুক্ত।

) " হৈমন্তিকা" (কবিতা) --- "আকাশলীনা"

★এই কবিতাটি কবি জীবনানন্দ দাশের "সাতটি তারার তিমির" (১৯৪৮/অগ্রহায়ণ ১৩৫৫) কাব্যগ্রন্থের অন্তর্ভুক্ত। কাব্যগ্রন্থে অন্তর্ভুক্ত হওয়ার সময় " হৈমন্তিকা" কবিতাটির "হৈমন্তিকা" চরিত্রের নাম রাখা হয়েছিল :- "সুরঞ্জনা"

 ছ। কাজী নজরুল ইসলাম (১৮৯৯-১৯৭৬) :- 

) "মুক্তি" (কবিতা : জুলাই ১৯১৯) --- "ক্ষমা"

) "আলেয়া" (গীতিনাট্য : ১৯৩১/৩ পৌষ ১৩৩৮) --- "মরু-তৃষা"

 জ। মানিক বন্দ্যোপাধ্যায় (১৯০৮-১৯৫৬) :- 

 ) "দিবারাত্রির কাব্য" (উপন্যাস : ২২ জুলাই ১৯৩৫/শ্রাবণ ১৩৪২) --- "একটি দিন একটি রাত"

 ) "দর্পণ" (উপন্যাস : ২২ আগস্ট ১৯৪৫/ভাদ্র ১৩৫২) --- "জাগো জাগো"

 ) "জীয়ন্ত" (উপন্যাস : জুন-জুলাই ১৯৫০/আষাঢ় ১৩৫৭) --- "কলম পেশার ইতিহাস"

 ) "পেশা" (১৯৫১-'৫২/১৩৫৮) --- "নবীন চিকিৎসক"

) "মাটি ঘেঁষা মানুষ" (মরণোত্তর প্রকাশিত উপন্যাস : এপ্রিল-মে ১৯৫৭/বৈশাখ ১৩৬৪) --- "একটি চাষীর মেয়ে"।           

  ¤ আরও দেখুন :-  



  • আলোচক : সৌম্য মাইতি
  • যোগাযোগ : ৬২৯০৩৭৭১৩৪
  • S.L.S.T  বাংলা অনলাইন ক্লাসে যুক্ত হতে চাইলে ফোন করে যোগাযোগ করুন আমার ৬২৯০৩৭৭১৩৪ নম্বরে, অথবা আমার WhatssApp-তে ম্যাসেজ করুন ৮৭৬৮৮৩০২৩০ নম্বরে। ধন্যবাদ।

This is a premium content, you can continue reading this content in our Android App. Click the button below to continue. alert-info

Post a Comment

Previous Post Next Post