NEW :
Loading contents...

প্রাইমারি টেট থেকে ৫০টি গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর

) মোবাইল ফোন কে আবিষ্কার করেন

) জোসেফ উইলসন 

) এডউইন ল্যান্ড 

) মার্টিন কুপার 

) জন লয়েড রাইট 

) নতুন দিল্লি শহরের স্থাপত্যকার কে ছিলেন

) লে করবাসীয়ার

) স্যার এডউইন লুটিয়েন্স 

) এন্ড্রু অ্যান্ড্র পল 

) জর্জ বেকার 

) "ভ্যালি অফ ফ্লাওয়ার্স ন্যাশনাল পার্ক" (Valley of Flowers National Park) কোন্ রাজ্যে অবস্থিত

) উত্তরাখণ্ড 

) হিমাচল প্রদেশ 

) জম্মু কাশ্মীর 

) অসম

) এখনও পর্যন্ত কতজন মহাকাশচারী চাঁদে হেঁটেছেন

) জন

) জন 

) ১০ জন 

) ১২ জন 

) বর্তমানে ফিফার প্রেসিডেন্ট কে

) সেপ ব্ল্যাটার 

) গিয়ান্নি ইনফান্তিনো 

) ইয়াস হায়াতু

) দুঙ্গা 

) নিম্নলিখিত কোন্ দেশকে "ল্যান্ড লক দেশ" বলা হয়?

) শ্রীলঙ্কা 

) পাকিস্তান 

) কাজাকিস্তান 

) মায়ানমার

) কোন্ ভারতীয় সম্রাট নৌবাহিনীর সাহায্যে পূর্ব এশিয়াকে জয় করেছিলেন?

) আকবর

) কৃষ্ণ দেবা রায়া 

) শিবাজি

) রাজেন্দ্র চোল 

) ২০২০ সালে অস্ট্রেলিয়ান ওপেন লন টেনিস প্রতিযোগিতায় পুরুষ একক সিঙ্গেল খেতাব কে জিতেছেন?

) নোভাক জকোভিচ (সার্বিয়া

) রাফায়েল নাদাল (স্পেন

) অ্যান্ডি ব্যারন মারে (ব্রিটিশ

) রোজার ফেডেরার (সুইজারল্যান্ড)

) I.S.R.O-এর প্রথম চেয়ারম্যান কে ছিলেন?

) কাস্তুরি রঙ্গন

) হোমি কে ভাবা

) বিক্রম সারাভাই 

) চন্দ্রশেখর ভেঙ্কট রমন (সি.ভি রমন)

১০) পৃথিবীর একমাত্র উপগ্রহ চাঁদকে প্রদক্ষিণের জন্য প্রথম কৃত্রিম উপগ্রহ কোনটি?

) Luna 2

) Luna 10 

) Apollo 10

) Apollo 11

১১) ডায়নামোতে কোন্ শক্তি কোন্ শক্তিতে রূপান্তরিত হয়?

) যান্ত্রিক শক্তি তড়িৎ শক্তিতে 

) তড়িৎ শক্তি যান্ত্রিক শক্তিতে

) তড়িৎ শক্তি আলোক শক্তিতে

) এগুলির কোনটিই নয়

১২) "মাই লাইফ" (My Life) --- এই আত্মজীবনীমূলক গ্রন্থটি কে রচনা করেন?

) নেলসন ম্যান্ডেলা

) বিল ক্লিনটন 

) মার্গারেট থ্যাচার

) বিল গেটস

১৩) দুটি বস্তুর মধ্যে কৌণিক দূরত্ব কোন্ যন্ত্রের দ্বারা পরিমাপ করা হয়?

) স্পেকট্রোস্কোপ

) স্পেকট্রোমিটার

) সেক্সট্যান্ট 

) স্ফেরোমিটার

১৪) "উত্তর রামচরিত" গ্রন্থটি কার লেখা?

) সন্ধ্যাকর নন্দী

) তুলসীদাস

) হর্ষ

) ভবভূতি 

১৫) ২০২০ সালে (মে-জুন) ফ্রেঞ্চ ওপেন লন টেনিস প্রতিযোগিতায় পুরুষ একক সিঙ্গেল খেতাব কে জিতেছেন?

) নোভাম জকোভিচ (সার্বিয়া)

) রাফায়েল নাদাল (স্পেন

) অ্যান্ড্রু ব্যারন মারে (ব্রিটিশ

) রোজার ফেডেরার (সুইজারল্যান্ড)

১৬) সংবিধানের কোন্ ধারায় রাজ্যপালকে রাজ্যের শাসনবিভাগীয় ক্ষমতা দেওয়া হয়েছে?

) ১৫২ ধারায়

) ১৫৩ ধারায়

) ১৫৪ ধারায় 

) ১৫৬ ধারায়

১৭) লোহিত সাগর এবং ভূমধ্যসাগরের মধ্যে সংযোগ রক্ষা করেছে কোন্ প্রণালী?

) সুয়েজ খাল 

) পানামা খাল

) পক প্রণালী

) বেবিং প্রণালী

১৮) কোন্ দেশ "ইউরোপের ককপিট" নামে পরিচিত?

) নিউজিল্যান্ড 

তুরস্ক

) স্পেন

) বেলজিয়াম 

১৯) নিম্নলিখিত নদীগুলির মধ্যে কোনটি আরব সাগরে পতিত হয়নি

) নর্মদা

) তাপ্তি

) মহানদী 

) সারাবতী

২০) কোন্ অভিনেতা সবচেয়ে বেশি বার "অস্কার" (OSCAR) পুরস্কার জিতেছেন?

) স্টিভেন স্পিলবার্গ

) রিডলি স্কট

) জোসেফ এম. নিউম্যান

) ওয়াল্ট ডিজনি

২১) মহাভারতের যুদ্ধ কতদিন স্থায়ী হয়েছিল

) ১৭ দিন

) ১৮ দিন 

) ১৯ দিন

) ২১ দিন

২২) বিক্রমশীলা মহাবিহার কে প্রতিষ্ঠা করেছিলেন?

) গোপাল

) হর্ষবর্ধন

) ধর্মপাল 

) সমুদ্রগুপ্ত

২৩) "ঘুমর" (Ghoomar) কোন্ রাজ্যের বিখ্যাত নৃত্য

) পঞ্জাব

) জম্মু কাশ্মীর

) রাজস্থান 

) হিমাচল প্রদেশ

২৪) সিন্ধু সভ্যতার প্রাচীন বন্দর কোনটি ছিল?

) হরপ্পা

) শুকোর্টাডা

) ধোলাভিরা

) লোথাল 

২৫) নীচের কোনটি একটি রাসায়নিক পরিবর্তন নয়

) ডিম রান্না করা 

) বরফ গলা 

) কেক তৈরি করা 

) আপেল পচে যাওয়া 

২৬) U.N.E.S.C.O-এর সদর দপ্তর কোথায় অবস্থিত?

) জেনেভা

) নিউইয়র্ক

) হেগ

) প্যারিস 

২৭) লাট্টুর গতি কীসের উদাহরণ?

) কেন্দ্রমুখী বল 

) অপকেন্দ্র বল

) অভিকর্ষীয় বল

) ঘর্ষণজনিত বল

২৮) ভারতীয় সংবিধানের ২৪তম ধারায় কোন কারখানায় শিশুদের নিয়োগ নিষিদ্ধ যদি তাদের বয়স হয় ---

) ১২ বছরের কম

) ১৪ বছরের কম 

) ১৬ বছরের কম

) ১৮ বছরের কম

২৯) U-19 ক্রিকেট বিশ্বকাপ ২০২০ সালে ভারতীয় দলের হেড কোচ কে ছিলেন?

) রাহুল দ্রাবিড় 

) সৌরভ গাঙ্গুলি

) রবি শাস্ত্রী

) অনিল কুম্বলে

৩০) কোন্ দেশ আমেরিকাকে "স্ট্যাচু অফ লিবার্টি" (Statue of Liberty : ২৮ অক্টোবর ১৮৮৬) উপহার দিয়েছিল?

) জার্মানি

) ব্রিটেন

) ফ্রান্স 

) মেক্সিকো

৩১) নীচের কোন্ বৈপ্লবিক সংগ্রামী আত্মঘাতী হয়েছিলেন

) ক্ষুদিরাম বসু 

) রাসবিহারী বসু

) ভগত সিং

) চন্দ্রশেখর আজাদ 

৩২) দেশলাই কাঠিতে নিম্নোক্ত কোনটি থাকে

) সালফার (S)

) ফসফরাস (Ph)

) ম্যাগনেসিয়াম (Mg)

) পটাসিয়াম (K)

৩৩) প্রথম ভারতীয় 'Communication Satellite' (কমিউনিকেশন স্যাটেলাইট) হল ---

) আর্যভট্ট

) ভাস্কর - 1

) Apple (অ্যাপল)

) চন্দ্রায়ণ - 1

৩৪) নীচের বিষম শব্দটিকে খুঁজে বের করুন। 

) জলবসন্ত

) রুবেলা

) ফ্লু

) মেনিনজাইটিস 

৩৫) U.F.O-এর সম্পূর্ণ রূপ কী

) Under Fire Object

) Unidentified Flying Object 

) Unapproved Foreign Object 

) Unidentified Free Object

৩৬) দ্রবণ তৈরি করার জন্য যখন দুটি তরলকে একে অপরের সঙ্গে মেশানো যায় না তখন তাদেরকে কি বলা হয়

) অদ্রব্য 

) দ্রাব

) দ্রাবক

) মিশ্রিত

৩৭) ভারতের স্বাধীনতার সময় ভারতের মধ্যে কতগুলি রাজা শাসিত রাজ্য ছিল

) ৩৪৭টি

) ৪১৮টি

) ৪৯০টি

) ৫৬৫টি 

৩৮) "দিন--ইলাহি" কোন্ মোঘল সম্রাট প্রবর্তন করেছিলেন

) বাবর

) দ্বিতীয় বাহাদুর শাহ

) আকবর 

) হুমায়ূন 

৩৯) Liquefied Petroleum Gas (L.P.G) সিলিন্ডার লিক হলে নিম্নোক্ত কোনটির উপস্থিতির কারণে আমরা একরকম গন্ধ পাই?

) নাইট্রোজেন পার-অক্সাইড

) সালফার যৌগ 

) কার্বন মনোক্সাইড

) কার্বন ডাই-অক্সাইড 

৪০) নীচের কোন্ প্রাক্তন প্রধানমন্ত্রীর নাম ভারতীয় মুদ্রা নোটে পাওয়া যায়

) অটল বিহারী বাজপায়ী

) ইন্দিরা গান্ধী 

) নারসিমহা রাও

) . মনমোহন সিং (১৯৮২-১৯৮৫)

৪১) গ্রানাইট পাথর কীসের উদাহরণ?

) আগ্নেয় শিলা 

) রূপান্তরিত শিলা

) পাললিক শিলা

) কৃত্রিম পাথর

৪২) সাধারণ চোখে পরিস্কার দেখার জন্য সর্বনিম্ন দূরত্ব হল ---

) ১৫ সেন্টিমিটার 

) ২০ সেন্টিমিটার 

) ২৫ সেন্টিমিটার 

) ৩০ সেন্টিমিটার

৪৩) U.N.O-এর প্রধান কার্যালয় কোথায় অবস্থিত?

) ওয়াশিংটন

) নিউইয়র্ক 

) জেনেভা

) প্যারিস

৪৪) ২০২২ সালে "কমনওয়েলথ গেমস" কোথায় অনুষ্ঠিত হবে

) নতুন দিল্লি, ভারত

) গোল্ডকোস্ট, অস্ট্রেলিয়া

) গ্লাসগো, যুক্তরাজ্য

) বার্মিংহোম, ইংল্যান্ড 

৪৫) যদি রাষ্ট্রপতি এবং উপরাষ্ট্রপতি উভয় পদ খালি থাকে তবে কে ভারতের রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেন?

) লোকসভার স্পিকার

) ভারতের প্রধানমন্ত্রী 

) ভারতের মুখ্য বিচারপতি 

) কেন্দ্রীয় মন্ত্রীপরিষদ

৪৬) কাগজের আবিষ্কার কোন্ দেশে হয়েছিল

) চীন 

) ভারত

) জাম্বিয়া

) জার্মানি

৪৭) জিমি ওয়েলস এবং ল্যারি স্যাঙ্গার নীচের কোনটির সাথে জড়িত

) গুগল

) ইউটিউব 

) জিমেইল

) উইকিপিডিয়া 

৪৮) হরপ্পা সভ্যতার অধিবাসীরা নিম্নের কোন্ দেবতার পূজা করতেন না?

) শিব (Shiva) 

) বিষ্ণু (Vishnu) 

) পায়রা (Pigeon)

) স্বস্তিক (Swastik)

৪৯) নীচের কোনটি থাইল্যান্ডের প্রচলিত মুদ্রা

) টাকা (Rupee)

) রিঙ্গিত (Ringgit)

) বাহত (Baht) 

) ইউয়ান (Yuan)

৫০) এর মধ্যে কোনটি ভারতের একটি প্রাচীন গণিত বিষয়ক গ্রন্থ বা বই?

) লীলাবতী 

) বাস্তুশাস্ত্র

) পঞ্চদশী

) রূপমতী

  ¤ আরও দেখুন :-  



  • আলোচক : সৌম্য মাইতি
  • যোগাযোগ : ৬২৯০৩৭৭১৩৪
  • S.L.S.T  বাংলা অনলাইন ক্লাসে যুক্ত হতে চাইলে ফোন করে যোগাযোগ করুন আমার ৬২৯০৩৭৭১৩৪ নম্বরে, অথবা আমার WhatssApp-তে ম্যাসেজ করুন ৮৭৬৮৮৩০২৩০ নম্বরে। ধন্যবাদ।

This is a premium content, you can continue reading this content in our Android App. Click the button below to continue. alert-info

Post a Comment

Previous Post Next Post