এস.এল.এস.টি একাদশ ও দ্বাদশ শ্রেণি : দ্বিতীয় পর্ব
৫২) "পঁচিশে বৈশাখ" (১৯৪২) --- এই কাব্যগ্রন্থটির রচয়িতা কে?
★উত্তর - সজনীকান্ত দাস।
৫৩) "বাঙ্গালা গদ্যের প্রথম যুগ" (১৯৪৬) নামক একটি বাংলা গদ্যের প্রমাণ্য ইতিহাস কে রচনা করেছিলেন?
★উত্তর - সজনীকান্ত দাস।
৫৪) কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জীবন ও সাহিত্যকে কেন্দ্র করে লেখা সজনীকান্ত দাসের একটি গদ্যগ্রন্থের নাম উল্লেখ করুন।
★উত্তর - "রবীন্দ্রনাথ : জীবন ও সাহিত্য"।
৫৫) কবি, গদ্যকার ও সাহিত্য-সমালোচক হিসেবে খ্যাত হলেও সজনীকান্ত দাস একটি উপন্যাস রচনা করেছেন। উপন্যাসটির নাম কী?
★উত্তর - "অজয়"।
৫৬) সজনীকান্ত দাসের শেষ প্রকাশিত কাব্যগ্রন্থের নাম কী?
★উত্তর - "পান্থ-পাদপ" (১৯৬০)।
৫৭) "অপরাজিতা দেবী" ছদ্মনামে কোন্ কবি তাঁর কবিতা রচনা করতেন?
★উত্তর - রাধারাণী দেবী।
৫৮) স্বনামে রাধারাণী দেবী মোট ক'টি কাব্যগ্রন্থ রচনা করেছেন?
★উত্তর - মোট ৪টি কাব্যগ্রন্থ রচনা করেছেন।
৫৯) "অপরাজিতা দেবী" ছদ্মনামে রাধারাণী দেবী ক'টি কাব্যগ্রন্থে মোট ক'টি কবিতা রচনা করেছেন?
★উত্তর - ৪টি কাব্যগ্রন্থে মোট ৫৩টি কবিতা রচনা করেছেন।
৬০) রাধারাণী দেবী কাদের খুব স্নেহের পাত্রী ছিলেন?
★উত্তর - বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর, শরৎচন্দ্র চট্টোপাধ্যায় এবং প্রমথ চৌধুরীর খুব স্নেহের পাত্রী ছিলেন।
৬১) অপরাজিতা দেবী, অর্থাৎ রাধারাণী দেবীর কবিতাগুলিকে কে অশ্লীল বলতেন?
★উত্তর - শরৎচন্দ্র চট্টোপাধ্যায়।
৬২) স্বনামে রচিত রাধারাণী দেবীর প্রথম কাব্যগ্রন্থের নাম কী?
★উত্তর - "লীলাকমল" (১৯২৯)।
৬৩) "অপরাজিতা দেবী" ছদ্মনামে রচিত রাধারাণী দেবীর প্রথম কাব্যগ্রন্থের নাম কী?
★উত্তর - "বুকের বীণা" (১৯৩০)।
৬৪) "অপরাজিতা দেবী" ছদ্মনামে রচিত রাধারাণী দেবীর শেষ কাব্যগ্রন্থের নাম কী?
★উত্তর - "বিচিত্ররূপিণী" (১৯৩৭)।
৬৫) রাধারাণী দেবী কবে, কার সঙ্গে যৌথভাবে "কাব্য-দীপালি" নামক কবিতা-সংকলন গ্রন্থ সম্পাদনা করেন?
★উত্তর - ১৯৩৮ খ্রিস্টাব্দে তাঁর দ্বিতীয় স্বামী নরেন্দ্র দেবের সঙ্গে যৌথভাবে "কাব্য-দীপালি" নামক কবিতা-সংকলন গ্রন্থ সম্পাদনা করেন।
৬৬) শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের অসমাপ্ত উপন্যাস "শেষের পরিচয়" (১৯৩৯) কে সমাপ্ত করেন?
★উত্তর - রাধারাণী দেবী।
৬৭) স্বনামে রচিত রাধারাণী দেবীর শেষ কাব্যগ্রন্থের নাম কী?
★উত্তর - "মিলনের মন্ত্রমালা" (১৯৪৪)।
৬৮) শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের সঙ্গে রাধারাণী দেবীর ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। রাধারাণী দেবীর কোন্ প্রবন্ধগ্রন্থটি শরৎ প্রতিভার বিশ্লেষণে তাঁর অভিজ্ঞতা ও অন্তর্দৃষ্টির সার্থক সমন্বয়? এটি কোন্ পত্রিকায় প্রকাশিত হয়?
★উত্তর - রাধারাণী দেবীর "শরৎচন্দ্র : মানুষ ও শিল্প" প্রবন্ধগ্রন্থটি শরৎ প্রতিভার বিশ্লেষণে তাঁর অভিজ্ঞতা ও অন্তর্দৃষ্টির সার্থক সমন্বয়। এই প্রবন্ধগ্রন্থটি "দেশ" পত্রিকায় প্রকাশিত হয়।
৬৯) কবে, কোন্ গ্রন্থের জন্য রাধারাণী দেবী "রবীন্দ্র পুরস্কার" লাভ করেন?
★উত্তর - ১৯৮৬ খ্রিস্টাব্দে "অপরাজিতা রচনাবলী" (সম্পাদনা : নবনীতা দেবসেন) গ্রন্থের জন্য রাধারাণী দেবী পশ্চিমবঙ্গ সরকারের সর্বোচ্চ সাহিত্য পুরস্কার "রবীন্দ্র পুরস্কার" লাভ করেন।
৭০) শক্তিপদ রাজগুরুর লেখালেখির সূচনা কবে হয়?
★উত্তর - ১৯৪০ দশকের গোড়ার দিকে।
৭১) শক্তিপদ রাজগুরুর প্রথম প্রকাশিত গল্পের নাম কী? সেটি কবে, কোন্ পত্রিকায় প্রকাশিত হয়?
★উত্তর - "আবর্তন"। গল্পটি ১৯৪২ খ্রিস্টাব্দে "দেশ" পত্রিকায় প্রকাশিত হয়।
৭২) শক্তিপদ রাজগুরুর প্রথম প্রকাশিত উপন্যাস কোনটি?
★উত্তর - "দিনগুলি মোর" (১৯৪৫)।
৭৩) "মেঘে ঢাকা তারা", "অনুসন্ধান", "অমানুষ" --- এই বিখ্যাত উপন্যাসগুলি কার লেখা? তাঁর ছোটোদের জন্য লেখা অনেক উপন্যাসের কোন্ কেন্দ্রীয় নায়ক চরিত্রটি বেশ খ্যাতি লাভ করেছিল?
★উত্তর - শক্তিপদ রাজগুরুর লেখা। তাঁর ছোটোদের জন্য লেখা অনেক উপন্যাসের "পটল" কেন্দ্রীয় নায়ক চরিত্রটি বেশ খ্যাতি লাভ করেছিল।
৭৪) শক্তিপদ রাজগুরুর লেখা "চেনামুখ" বড়ো গল্পটি কবে, কোন্ পত্রিকায় প্রকাশিত হয়?
★উত্তর - ১৯৫৬ খ্রিস্টাব্দে "উল্টোরথ" পত্রিকায় প্রকাশিত হয়।
৭৫) শক্তিপদ রাজগুরুর দেশভাগের পটভূমি বা প্রেক্ষাপটে রচিত "মেঘে ঢাকা তারা" উপন্যাসটি অবলম্বনে ওই একই নামে চলচ্চিত্র কবে, কে নির্মাণ করেন?
★উত্তর - ১৯৬০ খ্রিস্টাব্দের ১৪ এপ্রিল বিখ্যাত ভারতীয় বাঙালি চলচ্চিত্র পরিচালক ঋত্বিক ঘটক নির্মাণ করেন।
৭৬) দেবেশ রায় উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় প্রত্যক্ষ বাম রাজনীতির সঙ্গে জড়িয়ে পড়েন। এই রাজনীতির সূত্রে তিনি কোন্ উপভাষা শিখেছিলেন?
★উত্তর - কামরূপী বা রাজবংশী উপভাষা শিখেছিলেন।
৭৭) দেবেশ রায়ের প্রথম গল্প কবে, কোন্ পত্রিকায় প্রকাশিত হয়?
★উত্তর - ১৯৫৩ খ্রিস্টাব্দে "জলার্ক" পত্রিকায় প্রকাশিত হয়।
৭৮) দেবেশ রায়ের প্রথম প্রকাশিত উপন্যাস কোনটি?
★উত্তর - "যযাতি"।
৭৯) দেবেশ রায় কবে থেকে কবে পর্যন্ত কোন্ পত্রিকা সম্পাদনা করেন?
★উত্তর - ১৯৭৯ খ্রিস্টাব্দ থেকে ১৯৮৯ খ্রিস্টাব্দ পর্যন্ত এক দশক তিনি "পরিচয়" পত্রিকা সম্পাদনা করেন।
৮০) "তিস্তাপারের বৃত্তান্ত" (১৯৮৮), "তিস্তাপুরাণ" --- এই আঞ্চলিক বা নদীকেন্দ্রিক উপন্যাসদু'টি কার লেখা?
★উত্তর - দেবেশ রায়ের লেখা।
৮১) কবে, কোন্ গ্রন্থের জন্য দেবেশ রায় "সাহিত্য অকাদেমি পুরস্কার" লাভ করেন?
★উত্তর - ১৯৯০ খ্রিস্টাব্দে "তিস্তাপারের বৃত্তান্ত" (১৯৮৮) উপন্যাসের জন্য দেবেশ রায় ভারত সরকারের দ্বিতীয় সর্বোচ্চ সাহিত্য পুরস্কার "সাহিত্য অকাদেমি পুরস্কার" লাভ করেন।
৮২) ছেলেবেলায় এক অনুষ্ঠানে কার, কোন্ কবিতাটির আবৃত্তি শুনে কবিতার গঠন, রচনাশৈলী ও বিষয়বস্তু সম্পর্কে জয় গোস্বামীর প্রথাগত ধারণা আমূল বদলে যায়?
★উত্তর - জীবনানন্দ দাশ রচিত "বনলতা সেন" কবিতাটির আবৃত্তি শুনে কবিতার গঠন, রচনাশৈলী ও বিষয়বস্তু সম্পর্কে কবি জয় গোস্বামীর প্রথাগত ধারণা আমূল বদলে যায়।
৮৩) জয় গোস্বামীর প্রিয় কবি কারা ছিলেন?
★উত্তর - কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর ও কবি শঙ্খ ঘোষ।
৮৪) জয় গোস্বামীর প্রথম প্রকাশিত কবিতার বই বা কাব্যগ্রন্থের নাম কী?
★উত্তর - "ক্রিসমাস ও শীতের সনেটগুচ্ছ" (১৯৭৬)।
৮৫) উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ দ্বারা নির্বাচিত একাদশ শ্রেণির পাঠ্যাংশে অন্তর্ভুক্ত "নুন" কবিতাটি জয় গোস্বামীর কোন্ কাব্যগ্রন্থের অন্তর্গত?
★উত্তর - "ভুতুমভগবান" (১৯৮৮) কাব্যগ্রন্থের অন্তর্গত।
৮৬) "মালতীবালা বালিকা বিদ্যালয়" --- এই কবিতাটি কে রচনা করেন? এটি তাঁর কোন্ কাব্যগ্রন্থের অন্তর্গত?
★উত্তর - জয় গোস্বামী রচনা করেন। এই কবিতাটি তাঁর "আজ যদি আমাকে জিজ্ঞেস করো" (১৯৯১) কাব্যগ্রন্থের অন্তর্গত।
৮৭) "মনোরমের উপন্যাস" (১৯৯৪), "সেইসব শেয়ালেরা" (১৯৯৪), "সুড়ঙ্গ ও প্রতিরক্ষা" (১৯৯৫) --- এই উপন্যাসগুলি কার লেখা?
★উত্তর - জয় গোস্বামীর লেখা।
৮৮) জয় গোস্বামীর লেখা দু'টি প্রবন্ধগ্রন্থের নাম বলুন।
★উত্তর - (ক) "হৃদয়ে প্রেমের শীর্ষ" (১৯৯৪) এবং (খ) "রৌদ্রছায়ার সংকলন" (১৯৯৮)।
৮৯) "বজ্রবিদ্যুৎ-ভর্তি খাতা" (১৯৯৫), "পাতার পোশাক" (১৯৯৭), "সূর্য পোড়া ছাই" (১৯৯৯) --- এই কাব্যগ্রন্থগুলির রচয়িতা কে?
★উত্তর - জয় গোস্বামী।
৯০) জয় গোস্বামীর একটি কাব্যোপন্যাসের নাম উল্লেখ করুন।
★উত্তর - "যারা বৃষ্টিতে ভিজেছিল" (১৯৯৮)।
৯১) কবি, ঔপন্যাসিক ও প্রাবন্ধিক হিসেবে খ্যাত হলেও জয় গোস্বামী একটি গল্প-সংকলন গ্রন্থ রচনা করেন। সেই গল্প-সংকলন গ্রন্থটির নাম কী? সেটিতে মোট ক'টি গল্প রয়েছে?
★উত্তর - "কবির গল্প" [জয় গোস্বামীর কথাসাহিত্যে আমরা কবি জয়কেই খুঁজে পাই]। এই গল্প-সংকলন গ্রন্থটিতে মোট ৮টি গল্প রয়েছে।
৯২) জয় গোস্বামীর একটি কাব্যনাটকের নাম উল্লেখ করুন।
★উত্তর - "যেখানে বিচ্ছেদ" (২০০৮)।
৯৩) "আমার প্রতিদিনের জীবনে মনের ভেতর যে ভাষা জন্মায়, যে অভিজ্ঞতা জন্ম নেয়, তাকে ভাষা দেওয়ার চেষ্টা করি।" --- কোন্ কবি নিজের সম্পর্কে একথা বলেছেন?
★উত্তর - কবি জয় গোস্বামী নিজের সম্পর্কে একথা বলেছেন।
৯৪) কবে, কোন্ গ্রন্থের জন্য জয় গোস্বামী প্রথমবার "আনন্দ পুরস্কার" পান?
★উত্তর - ১৯৯০ খ্রিস্টাব্দে "ঘুমিয়েছো, ঝাউপাতা?" (১৯৮৯) কাব্যগ্রন্থের জন্য জয় গোস্বামী প্রথমবার পশ্চিমবঙ্গের "আনন্দ প্রকাশনা" গ্রুপ কর্তৃক "আনন্দ পুরস্কার" পান।
৯৫) কবে, কোন্ গ্রন্থের জন্য জয় গোস্বামী দ্বিতীয়বার "আনন্দ পুরস্কার" পান?
★উত্তর - ১৯৯৮ খ্রিস্টাব্দে "যারা বৃষ্টিতে ভিজেছিল" (১৯৯৮) কাব্যোপন্যাসের জন্য জয় গোস্বামী দ্বিতীয়বার পশ্চিমবঙ্গের "আনন্দ প্রকাশনা" গ্রুপ কর্তৃক "আনন্দ পুরস্কার" পান।
৯৬) কবে, কোন্ গ্রন্থের জন্য জয় গোস্বামী "সাহিত্য অকাদেমি পুরস্কার" লাভ করেন?
★উত্তর - ২০০০ খ্রিস্টাব্দে "পাগলী, তোমার সঙ্গে" (১৯৯৪) কাব্যগ্রন্থের জন্য জয় গোস্বামী ভারত সরকারের দ্বিতীয় সর্বোচ্চ সাহিত্য পুরস্কার "সাহিত্য অকাদেমি পুরস্কার" লাভ করেন।
৯৭) মৃদুল দাশগুপ্তের প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থের নাম কী?
★উত্তর - "জলপাই কাঠের এসরাজ" ("সাহিত্য চক্র" প্রকাশনী, কলকাতা : এপ্রিল ১৯৮০)।
৯৮) মৃদুল দাশগুপ্তের লেখা দুটি গদ্যগ্রন্থ বা গদ্য সংগ্রহের নাম লিখুন।
★উত্তর - (ক) "কবিতার সহায়" এবং (খ) "সাত-পাঁচ"।
৯৯) "ঝিকিমিকি ঝিরিঝিরি", "আমপাতা জামপাতা" --- এই ছড়াগ্রন্থদু'টির রচয়িতা কে?
★উত্তর - মৃদুল দাশগুপ্ত।
১০০) "আমি মনে করি আমি নিজে কবিতা লিখি না। আকাশ থেকে নামে। কবিতা লেখার কালে, একটা কলমের যে ভূমিকা, আমার ভূমিকাও ঠিক সেরকম। ধারক বা বাহকের। আর তাই, কোনো বিষয় কেন্দ্রিক কবিতা লিখতে পারি না। ফলে কবিতার আর নামকরণ করে উঠতে পারছি না।" --- কোন্ কবি নিজের সম্পর্কে একথা বলেছেন?
★উত্তর - কবি মৃদুল দাশগুপ্ত নিজের সম্পর্কে একথা বলেছেন।
১০১) কবে, কোন্ গ্রন্থের জন্য মৃদুল দাশগুপ্ত "পশ্চিমবঙ্গ বাংলা আকাদেমি পুরস্কার"-এ ভূষিত হন?
★উত্তর - ২০০০ খ্রিস্টাব্দে "সূর্যাস্তে নির্মিত গৃহ" ("প্রতিভাস" প্রকাশনী, কলকাতা : সেপ্টেম্বর ১৯৯৮) কাব্যগ্রন্থের জন্য মৃদুল দাশগুপ্ত "পশ্চিমবঙ্গ বাংলা আকাদেমি পুরস্কার"-এ ভূষিত হন।
১০২) কবে, কোন্ গ্রন্থের জন্য মৃদুল দাশগুপ্ত "রবীন্দ্র পুরস্কার" লাভ করেন?
★উত্তর - ২০১২ খ্রিস্টাব্দে "সোনার বুদ্বুদ" ("সপ্তর্ষি প্রকাশন", কলকাতা : জানুয়ারি ২০১০) কাব্যগ্রন্থের জন্য মৃদুল দাশগুপ্ত পশ্চিমবঙ্গ সরকারের সর্বোচ্চ সাহিত্য পুরস্কার "রবীন্দ্র পুরস্কার" লাভ করেন।
- আলোচক : সৌম্য মাইতি
- যোগাযোগ : ৬২৯০৩৭৭১৩৪
- S.L.S.T বাংলা অনলাইন ক্লাসে যুক্ত হতে চাইলে ফোন করে যোগাযোগ করুন আমার ৬২৯০৩৭৭১৩৪ নম্বরে, অথবা আমার WhatssApp-তে ম্যাসেজ করুন ৮৭৬৮৮৩০২৩০ নম্বরে। ধন্যবাদ।
Post a Comment